সিলেটি - Sylheti

  • Home
  • সিলেটি - Sylheti

সিলেটি - Sylheti সিলেটী তোমরা কই

২০২৫ সালের যারা পবিত্র হজ্জ্ব পালন করেছেন তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি। অন্তর্বতী সরকার  সিদ্ধান্ত নিয়েছে এবার হজ্জ্ব শেষে...
17/07/2025

২০২৫ সালের যারা পবিত্র হজ্জ্ব পালন করেছেন তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি। অন্তর্বতী সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার হজ্জ্ব শেষে অব্যবহৃত টাকা হজ্জ্ব যাত্রীদের একাউন্টে ফেরৎ পাঠানো হবে। এরজন্য কাউকে কোন টাকা দিতে হবেনা। সরকারের নিকট আপনাদের যাবতীয় তথ্য রয়েছে। হজ্জ্বের টাকা ফেরৎ দেওয়ার কথা বলে কেউ যদি কল করে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্টের তথ্য পিন নাম্বার চায় তাহলে কোন ধরনের তথ্য দিবেননা। জনস্বার্থে পোষ্টটি শেয়ার করুন। fans

আগামীকাল ১০.০৭.২০২৫ তারিখ রোজ বৃহষ্পতিবার কারিগরি ও মাদ্রাসা উভয় শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে সিলেট শিক্...
09/07/2025

আগামীকাল ১০.০৭.২০২৫ তারিখ রোজ বৃহষ্পতিবার কারিগরি ও মাদ্রাসা উভয় শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে সিলেট শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকাএর সিনিয়র কার্ডিওলজিস্টঅধ্যাপক ডা. ধীমান বনিকআগামী ১৫...
05/07/2025

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা
এর সিনিয়র কার্ডিওলজিস্ট
অধ্যাপক ডা. ধীমান বনিক
আগামী ১৫ ১৬ ও ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল-এ
হৃদরোগীদের এনজিওগ্রাম/এনজিওপ্লাস্টি করবেন এবং রোগী দেখবেন।
আগ্রহী রোগীদেরকে হাসপাতালের রিসেপশন কাউন্টারে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হল।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
মোবাইল নম্বর: ০১৭৮৭৪৮৭১১৭
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট
পূর্ব শাহী ঈদগাহ, সিলেট।
জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

টিকমতো কামড়াবেন 😀
24/06/2025

টিকমতো কামড়াবেন 😀

সিলেটি ডেস্ক:সম্প্রতি  আমের আল-মাহদি মনসুর আল-গাদ্দাফির মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় কিন্তু এই দাবিগুলি...
12/06/2025

সিলেটি ডেস্ক:
সম্প্রতি আমের আল-মাহদি মনসুর আল-গাদ্দাফির মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় কিন্তু এই দাবিগুলি কতটা সত্য?
লিবিয়ার হাজী আমের আল-মাহদি মনসুর আল-গাদ্দাফি? তিনি সেই ব্যক্তি যাকে ছাড়া একটি হজ্জ্ব ফ্লাইট উড্ডয়ন করতে অস্বীকৃতি জানিয়েছিল বলে জানা গেছে। যা ছিলো একটি আশ্চর্যজনক ঘটনা এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল।
হজ্জ্বে যাওয়র জন্য লিবিয়ার আমের গাদ্দাফিকে ইমিগ্রেশন কাউন্টারে ছাড়পত্র দেওয়া হয়নি । এর কারন শুধুমাত্র তার নামে "আল-গাদ্দাফি" লেখা থাকার কারণে।
এটি ঘটেছিল ইমিগ্রেশন সিস্টেমে "আল-গাদ্দাফি" নামের সাথে যুক্ত একটি পুরানো নিরাপত্তা সতর্কতার কারণে, যা বহু বছর আগে লিবিয়ার গৃহযুদ্ধের সময় সিস্টেমে ঢুকানো হয়।
আমেরকে অনেকেই "সবচেয়ে ভাগ্যবান জীবিত ব্যক্তি" হিসেবে প্রশংসা করার পর, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে তিনি হজের সময় মারা গেছেন।
কেউ কেউ এই গুজব বিশ্বাস করে ফেসবুক ,টিকটক, ইউটিউব সহ সামাজিক যোগযোগ মাধ্যমে আমেরর মৃত্য সংবাদ প্রচার করে শোক প্রকাশ করছেন। তবে সচেতন যারা তারা এগুলিকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
তবে সত্য হলো হজ্জ্বের সময় বা পরে আমের গাদ্দাফির মৃত্যু সম্পর্কে প্রচারিত তথ্য গুজব বা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমের বেঁচে আছেন এবং সাম্প্রতিক একটি ভিডিও এই মিথ্যা প্রতিবেদনের অবসান ঘটিয়েছে। এক্সে (টুইটার) প্রচারিত একটি সাক্ষাৎকারে, আমের গাদ্দাফি আরবি মিডিয়ার সাথে কথা বলেছেন, নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।
তিনি ভাইরাল হওয়া নিজের মৃত্যুর খবরটি গুজব ও সম্পূর্ণ মিথ্যা বলেছেন। নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে যারা তার জন্য উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আমের।
সূত্রঃ মিনিট মিরর, পাকিস্থান।

ঈদের নামাজ বছরে মাত্র দুইবার আদায় করা হয়, ফলে অনেকেই এর নিয়ম ভুলে যান। ঈদগাহে গিয়ে যেন কোনো ভুল না হয়, সেজন্য আগে থেকেই ...
06/06/2025

ঈদের নামাজ বছরে মাত্র দুইবার আদায় করা হয়, ফলে অনেকেই এর নিয়ম ভুলে যান। ঈদগাহে গিয়ে যেন কোনো ভুল না হয়, সেজন্য আগে থেকেই নামাজের নিয়ম জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

ঈদের নামাজ ওয়াজিব

প্রত্যেক সক্ষম মুসলমানের ওপর ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। সাধারণ নামাজের তুলনায় এর কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো—ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর (আল্লাহু আকবার) দেওয়া হয়।

নামাজের নিয়ত

নামাজের নিয়ত শুধু আরবি ভাষায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং যে কোনো ব্যক্তি তার মাতৃভাষায় নিয়ত করতে পারেন। ঈদের নামাজের জন্য নিয়ত হবে—

“হে আল্লাহ! আমি ঈদের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ইমামের পেছনে আদায় করছি।”

নামাজের ধাপসমূহ

১. প্রথম রাকাত:
• নিয়ত করার পর হাত কান পর্যন্ত তুলে ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধতে হবে।
• এরপর ছানা (সুবহানাকা আল্লাহুম্মা…) পড়তে হবে।
• ছানা পড়ার পর ইমাম সাহেব তিনবার তাকবীর দিবেন, মুসল্লিরাও তাকবীরের সাথে হাত কান পর্যন্ত উঠিয়ে প্রথম দুইবার হাত ছেড়ে দিবেন এবং তৃতীয়বার হাত বেঁধে নিবেন।
• এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন।
• স্বাভাবিক নামাজের মতো রুকু ও সিজদা শেষে প্রথম রাকাত সম্পন্ন হবে।

২. দ্বিতীয় রাকাত:
• দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন।
• এরপর রুকুতে যাওয়ার আগে তিনবার তাকবীর দিতে হবে। প্রতিবার হাত কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে।
• চতুর্থবার ‘আল্লাহু আকবার’ বলে সরাসরি রুকুতে যেতে হবে।
• এরপর স্বাভাবিক নিয়মে সিজদা ও তাশাহহুদ পড়ে নামাজ সম্পন্ন করতে হবে।

নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব ঈদের খুতবা প্রদান করবেন, যা প্রতিটি মুসল্লির জন্য শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন সময়ে
• কোনো ধরনের কথাবার্তা বলা,
• হাঁটা-চলা করা,
• কিংবা নফল নামাজ আদায় করা নিষিদ্ধ (হারাম)।

ঈদের নামাজ কাজা করার সুযোগ নেই, এবং এটি একা আদায় করা বৈধ নয়। তবে, যদি কমপক্ষে চারজন বা তার বেশি মুসল্লির ঈদের নামাজ ছুটে যায়, তাহলে তাঁরা একত্রে জামাতের মাধ্যমে ঈদের নামাজ পুনরায় আদায় করতে পারবেন।

প্রখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল লিখেছিলেন, "প্রিয়া আমার, এক পাত্র বিষ দিয়ে কইলো, পান করো!আমি পান করিলাম।যখন মৃত্যু যন্...
23/05/2025

প্রখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল লিখেছিলেন,
"প্রিয়া আমার, এক পাত্র বিষ দিয়ে কইলো, পান করো!
আমি পান করিলাম।
যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলাম
সে বাহু ধরে কইলো—
আমার অনুমতি ছাড়া মরতেও পারবে না!"

বাংলাদেশ তেমনই এক গভীর প্রেমের প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি নামক প্রিয়া জাতিকে একের পর এক বিষপাত্র হাতে তুলে দেয়। আর জাতি, ভালোবাসার আশায়, প্রিয়ার নির্দেশে বিষ পান করে—আবার যখন যন্ত্রণায় কাতর হয়, তখন সেই প্রিয়া বলে—“মরারও অনুমতি নেই”।

এই কথাগুলো আজ যেন নিছক কাব্য নয়, বরং আমাদের রক্তে গাঁথা বাস্তবতা। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে। তবে গত এক বছরে সংস্কার প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং ড. ইউনুস তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ।
অন্তর্বর্তী সরকার যেনো একটি অসমাপ্ত কবিতার মতো হয়ে যাচ্ছে। ড. ইউনুস হলেন সেই সাধু কবি, যিনি রাজনীতির আঁধারে আলো জ্বালাতে এসেছিলেন। কিন্তু রাজনীতি তো আর ছায়া সহ্য করে না—আলো চাইলে তাকে শোষণ করে। তাই আজ তিনিও হতাশ; তাঁর সংস্কারের কথা হারিয়ে গেছে ষড়যন্ত্রের শব্দবন্যায়। তিনি বাধ্য হয়ে বলছেন—“আমি থাকতে পারছি না”, অথচ জাতি বলছে—“আপনি ছাড়া আমরা মরতে পারি না !”।

অপর দিকে সেনাবাহিনী নিয়তির বাহক না বিধাতার প্রতিনিধি তা কেউ বলে বুঝাতে পারছেনা। জেনারেল ওয়াকার যেন সেই অতৃপ্ত রাখাল যিনি বাঁশির সুরে নয়—শিসে জনগণকে ডাকেন। তাঁর ভাষায় ডিসেম্বরের ভেতর নির্বাচন চাই। কিন্তু প্রশ্ন হলো ভোট কি শুধু একটি দিন? নাকি এটি একটি চেতনা? সেনাবাহিনী রাজনীতির মাঝখানে দাঁড়ালেই যে জাতি নিরাপদ তা কিন্তু নয়—অথচ আজ সেই নিরপত্তাই সবচেয়ে অনিশ্চিত। জেনারেল ওয়াকার যেন সময়ের দূত। তাঁর কণ্ঠে যখন উচ্চারিত হয় “ডিসেম্বরে নির্বাচন চাই”, তখন অনেকের কানে তা আশার বার্তা, আবার অনেকের কাছে হুমকির ধ্বনি। এক সেনাপ্রধান যখন নির্বাচনের সময় নির্ধারণ করেন তখন প্রশ্ন উঠে—কাদের হাতে রাষ্ট্র? জাতি তখন প্রিয়ার বিষের চেয়ে বেশি ভয় পায় অস্ত্রের ঠাণ্ডা ইশারা।

এদিকে রাজনৈতিক দলগুলো করে প্রেমের নামে প্রতারণা! বিএনপি আজ চায় নির্বাচন। জামায়াত বলে আগে বিচার করো। এনসিপি বলে তোমরা কেউই প্রিয়া নও আমরাই নতুন প্রেমিক!
আর জনগণ? তারা বসে আছে বিষ পানের পরে, জানে না কার কথা সত্য কার হাতেই আছে পরবর্তী পাত্রটি। আওয়ামী লীগ নিষিদ্ধ—তবু এখনও ছায়ার মতো রাজনীতির আঙিনায়। যেন বিদায়ের পরে প্রেমিকের চিঠি—ছেঁড়া, পুরনো, কিন্তু ফেলা যায় না।

নিকট অতীতে শাহবাগ আবার গর্জেছে এনসিপি ও ছাত্রসমাজ মিলে। তারা বলেছে, প্রেমিকদের বদলাও, নইলে জাতি মরবে।”
বিএনপি, জামায়াত ও এনসিপি—তিনটি দল, তিনটি ভাষা কিন্তু একটি অভিন্ন আকুতি ক্ষমতার হিস্যা। বিএনপি নির্বাচনের তাগিদ দিচ্ছে, জামায়াত সংস্কারের পূর্বশর্তে ভোট আটকে রাখতে চায়, আর এনসিপি শহরের রাস্তায় শাহবাগের প্রেতাত্মা ফিরিয়ে এনেছে।
রাজনীতি আজ চায় ঘর অথচ তারা দেয় শ্মশান।
অন্যদিকে ইশরাক হোসেন—তরুণ নেতৃত্বের একটি নতুন চিত্র। তিনি যেন বিষপাত্রে একটি তাজা ফুল, যিনি বলছেন “রাজনীতি মানে মৃত্যু নয়—আবার বাঁচা যায়”।
প্রিয়া যদি বিষ দিয়ে বলে “পান করো”, আর সেই বিষও যদি ভালোবাসার নামে হয়, তবে প্রশ্ন জাগে—ভালোবাসা কি শর্তহীন হতে পারে না?
শাসকের মুখে মধু, হাতে শিকল। জনগণের ইচ্ছা যেন মৃতপ্রায় আর ন্যায়বিচার যেন কারো ব্যক্তিগত গৃহপালিত পোষা। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে (১) রাজনৈতিক সদিচ্ছা। (২) নিরপেক্ষ ও বাধ্যবাধকতাহীন নির্বাচন। (৩) সেনাবাহিনীর প্রশাসনিক নয়—সাংবিধানিক ভূমিকা।
(৪) সবচেয়ে জরুরি—জনগণের গণচেতনায় জাগরণ।
রাজনীতি আজ সেই প্রিয়ার মতো—যে ভালোবাসার নামে বিষ দেয়, আবার মৃত্যুরও অধিকার কেড়ে নেয়। আমরা সেই প্রেমিক জাতি যারা শতবার প্রতারিত হয়েও অপেক্ষা করি—হয়তো একদিন প্রিয়া বিষ নয়, জল দেবে। কিন্তু এখন সময় এসেছে প্রেমিকের জেগে ওঠার। শাসককে বলতে হবে—
“বাহু ধরে রাখলে হবে না, এবার আমরাও বলতে শিখেছি— তুমি যতই প্রিয়া হও, আমরা আর বিষ খাবো না।”

লেখক: মাহবুবুর রহমান চৌধুরী
সাবেক সাধারন সম্পাদক
গোলাপগঞ্জ প্রেসক্লাব

হংকং ট্রানজিট হয়ে যেসব বাংলাদেশী যাত্রী অন্য দেশে গমন করবেন তাদের জন্য সম্প্রতি জরুরী নির্দেশনা দিয়েছে ক্যাথে প্যাসিফিক ...
22/05/2025

হংকং ট্রানজিট হয়ে যেসব বাংলাদেশী যাত্রী অন্য দেশে গমন করবেন তাদের জন্য সম্প্রতি জরুরী নির্দেশনা দিয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ।

22/05/2025

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের ৪নংওয়ার্ডের শেষ সীমায় মৌলভী খালের পৌরসভা অংশে আবারো ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায় ৪০ফুট (সুরমা ডাইক রোড) আরসিসি ঢালাই সড়ক ও গার্ড ওয়াল মাটি সহ ধেবে গিয়েছে। ফলে কয়েকটি পরিবার ঝুকিঁতে বসবাস করছেন। যদি এই অংশ পরোপুরি ভেঙ্গে যায় তবে নদীর পানি প্রবেশ করে পার্শবর্তী এলাকার কয়েকশত পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন ও দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

21/05/2025

সিলেটের এই ক্বীন ব্রীজের উপর একটি মার্কেট নির্মাণ করে দিলে ব্যবসায়ীদের বিরাট উপকার হতো!

১৯৭০ সালে সিলেটের একটি বিয়ের নিমন্ত্রণ পত্র। ছবি কৃতজ্ঞতা : বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র।
21/05/2025

১৯৭০ সালে সিলেটের একটি বিয়ের নিমন্ত্রণ পত্র। ছবি কৃতজ্ঞতা : বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র।

পুকুর থেকে একটি ঝাটকা ইলিশ ধরলাম! ✊😂
20/05/2025

পুকুর থেকে একটি ঝাটকা ইলিশ ধরলাম! ✊😂

Address


Alerts

Be the first to know and let us send you an email when সিলেটি - Sylheti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেটি - Sylheti:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share