03/06/2024
আমাকে ভুলে যাওয়া একদমই সহজ নয়!
হয়তো মাসের পর মাস চলে যাবে এমনকি বছর পর বছরও চলে যাবে, আমাকে একবারো মনে পড়বেনা তোমার। কিন্তু কোনো এক ঝরা বর্ষায় এক অলস নিমিত্ত প্রহরে যখন অতীতের সোনালী দিনগুলোর কথা আনমনে ভাবতে থাকবে তখনি আমার নামটাও স্মৃতির পোর্টেটে জ্বলজ্বল করবে,কারণ আমিও তো অগণিত সোনালী সময়ের সাক্ষী ছিলাম।