Abe Kawsar

Abe Kawsar Entrepreneur | Social Media Expert | Marketer

ভিডিও থেকে watermark রিমোভ এর দুর্দান্তকারী টুলএটা ব্যবহার করতে পারেন: https://vmake.ai/video-watermark-removerআশা করি অ...
28/09/2025

ভিডিও থেকে watermark রিমোভ এর দুর্দান্তকারী টুল
এটা ব্যবহার করতে পারেন: https://vmake.ai/video-watermark-remover

আশা করি অনেকের কাজে লাগবে

শেয়ার করে দিয়েন

খবর টা সত্যি হলে, আলহামদুলিল্লাহ। মওদুদীবাদ নেফাত যাক।
25/09/2025

খবর টা সত্যি হলে, আলহামদুলিল্লাহ। মওদুদীবাদ নেফাত যাক।

23/09/2025

Google ন্যানো ব্যানানা🍌
এর অফিসিয়াল Prompt গাইডলাইন, প্রথম কমেন্টে👇

আপনার Browser-এর ভেতরেই কিন্তু একটা Personal AI অ্যাসিস্ট্যান্ট ফ্রি'তেই সেটআপ করে নিতে পারবেন!আপনি যা-ই চাইবেন, সে এক ম...
07/09/2025

আপনার Browser-এর ভেতরেই কিন্তু একটা Personal AI অ্যাসিস্ট্যান্ট ফ্রি'তেই সেটআপ করে নিতে পারবেন!

আপনি যা-ই চাইবেন, সে এক মুহূর্তে করে দেবে। যেখানে আছেন, ঠিক সেখানেই।
No new tabs.
এই অ্যাসিস্ট্যান্ট-টার নাম হলো Merlin.
এটা একটা AI Chrome Extension যা আপনার digital life-কে দশগুণ সহজ করে দেবে।
Imagine this:
১। আপনি যেকোনো website-এ গিয়ে শুধু Ctrl+M চাপবেন... and boom! ২। Merlin-কে বলবেন, "এই ২০০০ শব্দের আর্টিকেলটা আমাকে ৫টা bullet point-এ summarize করে দাও।" সাথে সাথে হয়ে যাবে।
৩। Gmail-এ একটা কঠিন email draft করতে হবে? শুধু Merlin-কে বলুন, "Write a polite but firm follow-up email to my client." Done. Perfect English-এ, এক ক্লিকে।
৪। YouTube-এ লম্বা লম্বা tutorial বা পডকাস্ট দেখার সময় নেই? Merlin আপনাকে ভিডিওর নিচেই পুরোটার summary দিয়ে দেবে। What a lifesaver!
Basically, it's like having ChatGPT-5 with you on ANY website. LinkedIn, Twitter, Google Docs... everywhere!
এই superpower-টা আপনার productivity-কে এমন এক লেভেলে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি।
And the best part? It's free to start.
যারা student, professional, writer, marketer... basically internet ব্যবহার করেন এমন সবার জন্য এটা একটা absolute টুল!
Don't just work hard, work smart.

31/08/2025

Google ও LinkedIn ঘেঁটে সেরা ১৫টি স্কিল ও ক্যারিয়ার-সম্পর্কিত ইউটিউব চ্যানেল খুঁজে বের করেছি। এক ধাপ এগিয়ে থাকুন সবার থেকে 👇

29/08/2025

"Google Vids" Free now for all

27/08/2025

যতবার এই ভিডিও দেখব, ততবার ই কাদঁব।
হে ইনটেরিম, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো?

✨ একটি AI টুল দিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের সব কাজ, এক জায়গাতেই তাও আবার ফ্রি! 👇 সবাই এখন শর্টস বা রিলস ভিডিও বানিয়ে টাকা ইন...
27/08/2025

✨ একটি AI টুল দিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের সব কাজ, এক জায়গাতেই তাও আবার ফ্রি! 👇

সবাই এখন শর্টস বা রিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে। কিন্তু ভিডিওর জন্য ভালো ফুটেজ, ভয়েস আর কনটেন্ট খুঁজে পাওয়া কঠিন।

কিন্তু জানেন কি, একটি AI টুল দিয়ে এই সব কাজ আপনি একাই করতে পারেন?

আমি বলছি Pippit AI-এর কথা।
[ lazukhasan.com/pippit ]

এটা এমন একটি প্ল্যাটফর্ম, যা দিয়ে আপনি ফ্রিতেই দারুণ সব ইমেইজ, ভিডিও, এমনকি AI Avatar ভিডিও তৈরি করতে পারবেন।

1️⃣ কিভাবে শুরু করবেন?
-----------
▪ প্রথমে Pippit AI-এর ওয়েবসাইটে যান এবং একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন।

[ lazukhasan.com/pippit ]

▪ আপনার ইমেইল দিয়ে সাইন-আপ করার সাথে সাথে আপনি প্রতি সপ্তাহে ১৫০টি ফ্রি ক্রেডিট পাবেন।

2️⃣ কী করতে পারবেন এই ১৫০ ক্রেডিট দিয়ে?
-----------
▪ ২ মিনিটের AI ভিডিও:
- ১৫০ ক্রেডিট ব্যবহার করে আপনি প্রায় ২ মিনিটের AI ভিডিও বানাতে পারবেন।
- ভিডিওতে আপনার প্রয়োজন অনুযায়ী ভয়েসও দিতে পারবেন।

▪ ৭৫টি ছবি:
- ভিডিও না বানিয়ে আপনি চাইলে AI ব্যবহার করে ৭৫টি সুন্দর ছবিও তৈরি করতে পারেন।
- এগুলো আপনার থাম্বনেইল বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য দারুণ কাজে আসবে।

3️⃣ ফ্রি প্ল্যানের বিশেষ ফিচার:
-----------
▪ Link to Video:
এই ফিচারটি ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক থেকে সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন।

▪ Avatars:
আপনার ভিডিওতে AI Avatar ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

▪ ৫০০ GB ক্লাউড স্টোরেজ:
আপনার তৈরি করা সব ভিডিও এবং ছবি সেভ করে রাখতে পারবেন।

4️⃣ ১৫০ ক্রেডিট দিয়ে কি হবে?
-----------
- প্রতি সপ্তাকে ১৫০ করে ক্রেডিট পাবেন,
- আপনার ফ্রেন্ডকে ইনভাইট করলে এবং সে যদি জয়েন করে তাহলে আপনি তার জন্য আলাদা ক্রেডিট পাবেন।

5️⃣ বিশেষ অফার:
-----------
ভিডিও বা কনটেন্ট যাই বানান না কেনো অবশ্যই শুরুতে হুক ব্যবহার করুন। হুক হচ্ছে আপনার ভিডিও বা কনটেন্ট এর প্রথম ১/২ লাইন কথা বা ভিউজিয়াল।

এই হুকের উপর আপনার কনটেন্ট এর ভবিষ্যৎ নির্ভর করে, এটা ভাইরাল হবে নাকি অন্য কনটেন্ট গুলোর সাথে সাগরে ঢুবে যাবে।

এখানে ৫০ টি হুক টেমপ্লেট আছে যা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করে, এই হুক গুলো কালেক্ট করে নিন।

for more ➡️ Mak IT BD

🔥 YouTube এ ভিউ বাড়ানোর হিডেন সিক্রেট!👉 প্রথম ২৪ ঘন্টা = ভিডিওর ভাগ্য নির্ধারণ করে।✅ শেয়ার করো✅ প্রথমে কমেন্টে উত্তর দাও...
27/08/2025

🔥 YouTube এ ভিউ বাড়ানোর হিডেন সিক্রেট!
👉 প্রথম ২৪ ঘন্টা = ভিডিওর ভাগ্য নির্ধারণ করে।
✅ শেয়ার করো
✅ প্রথমে কমেন্টে উত্তর দাও
✅ নিজের কমিউনিটি থেকে ট্রাফিক আনো
যত বেশি Early Engagement হবে → ভিডিও তত বেশি রেকমেন্ড হবে।
💡 YouTube Title লেখার সোনার নিয়ম
1️⃣ ৫-৮ শব্দের মধ্যে রাখো
2️⃣ কৌতূহল জাগাও (Curiosity Gap)
3️⃣ সংখ্যা ব্যবহার করো (যেমন – 7 Tips, Top 5, 2025)
👉 উদাহরণ: “7 YouTube Secrets Nobody Talks About (2025)”
🎯 YouTube এ Niche নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
👉 যদি তুমি আজ Tech, কাল Cooking, পরশু Travel করো → অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে।
✅ একটাই Niche বেছে নাও।
✅ অডিয়েন্সকে শিখাও বা এন্টারটেইন করো।
🔥 নিস ঠিক না করলে গ্রো করা প্রায় অসম্ভব।
📱 YouTube Shorts এর Algorithm Hack
👉 Short শুরু করার প্রথম ৩ সেকেন্ডে Viewer কে Hook করতে হবে।
👉 Caption/Text overlay ব্যবহার করো।
👉 Vertical Format (9:16) ছাড়া কিছু দিও না।
🔥 Shorts নতুন চ্যানেলের জন্য সবচেয়ে দ্রুত গ্রো করার টুল।
🚨 YouTube এ Monetization পেতে যা লাগবে
✅ ১,০০০ Subscribers
✅ ৪,০০০ Watch Hours (পাবলিক ভিডিওতে)
👉 বা, ৩ মিলিয়ন Shorts views (৯০ দিনের মধ্যে)
📌 এই টার্গেটের দিকে ফোকাস করো, তাহলেই আয়ের দরজা খুলবে।
💎 Pro Tip: Old Videos Never Die on YouTube
👉 আজ যে ভিডিও বানাবে সেটা আগামী ২ বছর পরও ভিউ আনতে পারবে।
এটাই YouTube এর Power – Content একবার বানালে Lifetime Asset!

Credited by: IamRifat Vai

AI দিয়ে আপনার অনেক অনেক পুরনো বা আংশিক নষ্ট হয়ে যাওয়া ছবি, চিঠি ইভেন জমির দলিলও রিকভার করা বেশ ইজি :জাস্ট নিচের এই স্টেপ...
19/08/2025

AI দিয়ে আপনার অনেক অনেক পুরনো বা আংশিক নষ্ট হয়ে যাওয়া ছবি, চিঠি ইভেন জমির দলিলও রিকভার করা বেশ ইজি :

জাস্ট নিচের এই স্টেপগুলো ফলো করুন (আপনার পারপাস অনুযায়ি):

১. পুরোনো সাদাকালো ছবিকে রঙিন করুন:

আপনার বাবা-মা বা দাদা-দাদির বিয়ের সাদাকালো ছবিটি Palette.fm বা MyHeritage-এ আপলোড করুন। AI এক ক্লিকেই ছবিটিকে একদম ন্যাচারাল কালার দিয়ে রঙিন করে তুলবে, যা দেখে মনে হবে ছবিটি যেন গতকাল তোলা হয়েছে :)

২. ঝাপসা বা নষ্ট ছবিকে ঠিক করুন:

পুরোনো, ঝাপসা বা স্ক্র্যাচ পড়া ছবি আছে? GFPGAN বা Remini অ্যাপ ব্যবহার করুন। AI ছবির ঝাপসা ভাব দূর করে মুখমণ্ডলকে অবিশ্বাস্যভাবে পরিষ্কার এবং ডিটেইলড করে তুলবে।

৩. স্থির ছবিকে জীবন্ত করে তুলুন:

আপনার প্রিয়জনের কোনো স্থির ছবিকে যদি জীবন্ত হয়ে উঠতে দেখতেন? MyHeritage-এর "Deep Nostalgia" ফিচারটি আপনার ছবির মানুষটিকে হাসতে, মাথা নাড়াতে এবং চোখের পলক ফেলতে সাহায্য করবে, যা একটি অবিশ্বাস্য অনুভূতি দিবে আপনাকে। জাস্ট আপনার দাদা বা দাদীর অনেক আগের বা তাদের ইয়াং এইজের ছবি নিয়ে ট্রাই করতে পারেন।

৪. পুরোনো ডায়েরি, দলিল বা চিঠিকে ডিজিটাল করুন:

আপনার হাতে লেখা পুরোনো ডায়েরি, বা অনেক আগে প্রিন্ট করা জমির দলিল বা চিঠিগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে? Google Lens বা Microsoft Lens অ্যাপের OCR প্রযুক্তি ব্যবহার করে সেগুলোর ছবি তুলুন। AI হাতে লেখাগুলোকে ডিজিটাল টেক্সটে পরিণত করে দেবে, যা আপনি চিরদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন।

সেইভ এবং শেয়ার করে রাখুন টাইমলাইনে, কাজে লাগবে :)

#স্মৃতি #নস্টালজিয়া #এআই

18/08/2025

এআই এখন শুধু টুল নয়, হয়ে উঠছে আপনার পার্সোনাল মার্কেটিং পার্টনার! 🤖✨
শিখে নিন ৫টি পাওয়ারফুল টিপস, যা আপনার সোশ্যাল মিডিয়া পেজকে উড়তে শেখাবে 👇

Address

481 Hinkler Road, Southampton
Ashford
SO196DN

Alerts

Be the first to know and let us send you an email when Abe Kawsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share