Mosharraf

Mosharraf আমি কথা বলি প্রবাসীদের জন্য আমার মতো করে।

21/11/2025

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভ*য়াবহ ভূ*'মি'কম্প।

৮৪ বছর বয়সেও মৃত্যুর আগ পর্যন্ত পুলিশের কাঁধে ভর করে আদালতে নিয়মিত হাজিরা দিয়েছিলেন বিএনপি নেতা মরহুম এম, কে, আনোয়ার। এক...
17/11/2025

৮৪ বছর বয়সেও মৃত্যুর আগ পর্যন্ত পুলিশের কাঁধে ভর করে আদালতে নিয়মিত হাজিরা দিয়েছিলেন বিএনপি নেতা মরহুম এম, কে, আনোয়ার।
একদিন আদালতে বলেন; "মাননীয় বিচারক, আমিও ১৩ বছর বিচারিক দায়িত্ব পালন করেছি, ৩০ বছর সরকারের সচিব সহ উচ্চ পদে চাকরি করেছি, ৫ বার এমপি ছিলাম, ২ বার মন্ত্রী ছিলাম, ৮৪ বছর বয়সে আমি ঢাকায় বসে কুমিল্লায় বোমা হামলার ইন্ধন দিব, এটা কি আপনার মনে হয়?
যারা ১৬/১৭ বছর নির্যাতন করে এখনি অধৈর্য হয়ে মানবতা খুজেন তারা আরও ধৈর্য্যশীল হোন।
দোয়া করি আল্লাহপাক মরহুম এমকে আনোয়ার সাহেবকে বেহেশতে নসিব করেন,,, আমীন।

14/11/2025

কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডা-কাতির দৃশ্য-

14/11/2025
বয়স হয়েছে, সবকিছু আর আগের মতো মনে রাখা সম্ভব হয় না চেষ্টা করলেও। এটা কমবেশি আমার মনে হয় সবার হয়ে থাকে। তবে মাঝেমধ্য...
04/11/2025

বয়স হয়েছে, সবকিছু আর আগের মতো মনে রাখা সম্ভব হয় না চেষ্টা করলেও। এটা কমবেশি আমার মনে হয় সবার হয়ে থাকে। তবে মাঝেমধ্যে কিছু কথা আবার প্রাসঙ্গিকভাবে মনে পড়ে যায়। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম নতুন রাজনৈতিক দলের (NCP) সারা বাংলাদেশে সক্রিয় যে পরিমাণ নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী আছে তাদের সকলকে ঢাকার কোন অনুষ্ঠানে আনতে হলে তিনটা বাস যথেষ্ট। যে ভদ্রলোক ভিডিওটা‌ তৈরি করেছিলেন তার কথা কিন্তু ফেলে দেওয়ার মত না।

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঢাকঢোল পিটিয়ে অনেক বড় করে সভা সমাবেশ করতে যাওয়ার পর যে পরিমাণ লোক তাদের ( NCP ) অনুষ্ঠানে ছিল তার থেকে বেশি ছিল কন্টেন্ট ক্রিকেটার এবং সাংবাদিক।

বাংলাদেশের নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া তারা কি পরিমান অসহায় নতুন করে বলার দরকার নেই। নিজেদের যতটা যোগ্যতা নাই তার থেকে বেশি ভাবসাব নিয়ে কথা বলা জুলাই কে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করা মানুষগুলোর লাগামটা না দরকার।

আকার ইঙ্গিতে বিএনপিকে খোঁচা দেওয়া তথাকথিত বড় মাপের নেতারা কি জানে? ফেনী জেলার যেকোনো একটা ইউনিয়নে বিএনপি'র যে পরিমাণ মহিলা ভোটার আছে সমগ্র বাংলাদেশে এনসিপির সে পরিমাণ ভোট নেই।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপি'র প্রাথমিক সদস্যপদ গ্রহণ...
04/11/2025

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপি'র প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন।

আজ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার রাত ৯টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ভার্চুয়াল উপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে নতুন সদস্য ফরম গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান।

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্...
02/11/2025

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক।

মূল পরিবর্তন ও নির্দেশনাসমূহ:

অনলাইন আবেদন বাধ্যতামূলক: আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই।

পরিচয়পত্র ব্যবহার: আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।

বয়সভিত্তিক দলিল:

১৮ বছরের নিচে: কেবল ইংরেজি ভার্সনের BRC।

১৮–২০ বছর: NID অথবা BRC।

২০ বছরের ঊর্ধ্বে: কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)।

আবশ্যিক ঘর পূরণ: আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

ঠিকানা অনুযায়ী আবেদন: আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের মেয়াদ: ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

পেশাজীবীদের সনদ: ডাক্তার, প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।

সরকারি কর্মচারীর দলিল: সরকারি কর্মচারী, শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।

বিবাহ সংক্রান্ত দলিল: প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা জমা দিতে হবে।

জরুরি আবেদন ও সময়সীমা: জরুরি বা অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে।

পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা:

অতিজরুরি: ২ কর্মদিবস

জরুরি: ৭ কর্মদিবস

রেগুলার: ১৫ কর্মদিবস

আবেদনের সময় মূল দলিল: NID, BRC এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

৬৫+ বয়সীদের জন্য সুবিধা: ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত (যা কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দিত) বাতিল করা হয়েছে।

শিশু ছবি নির্দেশনা: ৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং সময় সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: news24bd.tv/NS

02/11/2025

একান্ত প্রয়োজন ছাড়া এ মুহূর্তে ভ্রমণ করা থেকে বিরত থাকুন-

31/10/2025

জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,মুক্তিযুদ্ধের সময় মানুষকে বিভ্রান্ত করেছেন, দয়া করে আর করবেন না।

Address

29 Harrisburg Street
Belfast
BT153JH

Telephone

+27744457775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosharraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share