01/12/2025
দেশে যেতে তারেক রহমানের বাঁধা কোথায়.....
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ; সর্বশেষ তথ্যনুযায়ী তিনি খুবই ক্রিটিকেল কন্ডিশনে আছেন। দেশবাসীর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিএনপির নেতাকর্মী ছাড়াও প্রবাসীরাও বেগম খালেদা জিয়ার এই অবস্থায় উদ্বেগ ঊৎকন্ঠায় আছেন। সঙ্গত কারণে মায়ের এই অন্তিম সময়ে তারেক রহমানের দেশে যাওয়াটা ছিলো যৌক্তিক। চব্বিশের গন অভ‚ত্থানের পুর্বে তারেক রহামানের উপড় অসংখ্য মামলা থাকলেও বর্তমানে তিনি সব কটি মামলা থেকেই খালাশ পেয়েছেন। দেশের অর্ন্তবর্তিকালীন সরকারও তারেক রহমানের দেশে যাওয়ার বিষয়ে কোনো বাধা নেই বলে প্রয়োজনে জরুরী ভিত্তিতে তাকে পাসর্পোট কিংবা ট্রাভেল পাস দিতেও আগ্রহ দেখিয়েছে। সর্ব্বোচ্চ নিরাপত্তা দিতেও সরকার পিছপা হচ্ছে না। তবুও তারেক রহমান এক অজ্ঞাত কারণে দেশে যাচ্ছেন না ; তিনি মায়ের প্রতি ভালোবাসর কোনো কমতি নেই উল্লেখ করে তিনি বলেছেন; তাঁর দেশে যাওয়ার বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই। কি সেই অজ্ঞাত কারণ কিংবা কে বা কারা তাকে নিয়ন্ত্রণ করছে। সর্বনাশা কি রাজনীতি আছে যার কারণে অসুস্থ মায়ের কাছে যেতে ভয় পাচ্ছেন বিএনপির এই নেতা। তারেক রহমানের দেশে যেতে আসলে বাধা কোথায়। এসব বিষয়ে আজ রাত এগারোটায় বিঅন টিভি ইউকের আমিও বলতে চাই অনুষ্টানে চলবে আলোচনা পর্যালোচনা। এতে আলোচক হিসেবে সরাসরি থাকবেন ঢাকা দক্ষিন রামপুরা ছাত্রদলের সাবেক সভাপতি সাগর খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলমগীর শাহরিয়ার। পাশাপাশি এই বিষয়ে মতামত দিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফোন করে কিংবা কমেন্টের মাধ্যমে দর্শকরাও যুক্ত হতে পারবেন সরাসরি।
লাইভ ফোন নাম্বার - 0121 257 7007 যুক্তরাজ্যের বাইরে থেকে ফোন করতে হবে এইভাবে 044121 257 7007
'' চোখ রাখুন আর সঙ্গে থাকুন''
আজ রাত ইউকে সময় রাত ১১ টায় আর ইউরোপ সময় : রাত ১২ টায়