কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK কার্ডিফ বাংলাদেশী কমিউনিটির অনলাইন মুখপাত্র

03/11/2025
03/11/2025

সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে সিলেট জেলার ৬ টি আসনের মধ্যে ৪টিতে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

03/11/2025
UkCardiff BWA চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সেক্রেটারি মকিস মনসুর, ও শেখ আনোয়ার ট্রেজারার নিবাচিত          নিজস্...
03/11/2025

UkCardiff BWA চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সেক্রেটারি মকিস মনসুর, ও শেখ আনোয়ার ট্রেজারার নিবাচিত

নিজস্ব সংবাদদাতা, কার্ডিফ, ইউকে:
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বোর্ড অব ডিরেক্টরদের মিটিং এ নতুন কমিটি গঠন সফলভাবে সম্পন্ন হয়েছে,
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় নীতি নির্ধারণে বাংলাদেশিদের চাহিদা অন্তর্ভুক্ত করা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সাধারণ কল্যাণমূলক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে।
মূল লক্ষ্য: কার্ডিফের বাংলাদেশি সম্প্রদায়ের চাহিদাগুলি স্থানীয় এবং জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করা এবং তা পূরণের জন্য বিভিন্ন সংস্থা ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করা।
কার্যক্রম:
সাধারণ কল্যাণ, পরামর্শ এবং সহায়তা প্রদান।
সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন।
মূলধারার সমাজে সম্প্রদায়কে অন্তর্ভুক্তির জন্য সচেতনতা বৃদ্ধি।
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
অনলাইন উপস্থিতি: এর একটি ফেসবুক গ্রুপ ও ওয়েব সাইড আছে এবং এটি একটি কোম্পানি হাউসে ও চ্যারিটি কমিশনে নিবন্ধিত চ্যারিটি হিসেবেও তালিকাভুক্ত।
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফয়ার সেন্টারে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নানকে সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুরকে সেক্রেটারি নিবাচিত করা হয়েছে।

এ ছাড়াও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগামী দু'বছর এর জন্য ডিরেক্টর হিসাবে নিবাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী,মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান,।
সভায় সংগঠন এর আথিক ও বাষিক রিপোর্ট সব সম্মতিক্রমে পাশ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংগঠন এর জন্য করণীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে সভায় সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির নানা সমাজসেবা মূলক কমকান্ডে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

12/10/2025

বিজয় কার /১০
এম এ হাননান

অন্তরে চাপিয়া ভীতি
গাইছে জয়ের গান,
মুসলমানের দুশমন সে যে
ইহুদি শয়তান।

অকারণে বিমান হামলা
চালায় ইরানে,
মনেতে ভয় হয়তো ইরান
মারবে পরাণে।

দুই শ জঙ্গী ইয়াহুদ বিমান
হামলা করার পর,
ইরান চালায় ক্ষেপনাস্ত্র
ইয়াহুদ সেনার ঘর।

পাশ কাটিয়ে আয়রন ডোমের
জ্বালায় নগর বেশ,
ট্রাম্পের বোমায় ইরানের হয়
পরমানুর শেষ।

পাল্টা হামলা চালায় ইরান
সৈন্য ঘাঁটির স্থল,
তাতেই যুদ্ধ বন্ধের প্রস্তাব
করে জল্লাদ দল।

ট্রাম্পের কথায় ইয়াহুদবাহীর
যুদ্ধ বন্ধ হয়,
বলছে ইরান তাঁরাই নাকি
রণ করেছে জয়।

10/10/2025

চলো দারুস সুন্নায় যাই /২
এম এ হাননান

আয় ছেলেরা আয় মেয়েরা
মাদ্রাসাতে যাই,
জ্ঞান ইসলামের শিক্ষা নিতে
দারুস সুন্নায় ভাই।

বাড়ির কাছে শিক্ষার সুযোগ
পাইয়া খুশী সব,
পাঠদানেতে অংশ নিবো
করবো না কেউ রব।

পাঠের শুরু করেন ওস্তাদ
সালাম দিয়ে আর,
আমরা সবাই সুর তুলিয়া
জবাব যে দেই তার।

ওস্তাদগণে পাঠদান করতে
বলেন আল্লাহ সাঁই,
সৃষ্টির মালিক একই আল্লাহ
ভিন্ন কেহ নাই।

জ্ঞান বিজ্ঞানের নিয়ম নীতি
হুজুরগণের দান,
দ্বীনের শিক্ষায় জ্ঞান লাভ করলে
জীবন হবে শান।

কার্ডিফ শহর থাকি যে আর
মসজিদেতে যাই,
ইমাম সাবের খুতবায় মোরা
জ্ঞানের কথা পাই।

10/10/2025

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর!

10/10/2025

গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করা এবং গাজায় প্রতিদিন ত্রাণ সামগ্রীবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ার কথাও চুক্তিতে বলা আছে

10/10/2025

এরদোয়ানের সবুজ সংকেত, গা জা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

‎ঢাবিতে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত           ‎বাংলাদেশ আনজুমানে ত...
10/10/2025

‎ঢাবিতে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্বমানবতার মূক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর মাওলিদের মাস রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত 'নাতে রাসূল সা. প্রতিযোগিতা-২০২৫' এর পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, বাদ মাগরিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

‎মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

‎তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নোমান আহমদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী।

‎তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর স্বাগত বক্তব্যে সূচিত মাহফিলে নাত পরিবেশন করেন রিসালাহ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সহ আমন্ত্রিত নাশিদ শিল্পীবৃন্দ। কেরাত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠির পরিচালক মাওলানা সাইফুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ।

‎এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ প্রমুখ৷

10/10/2025

The road will be closed for six nights 🚗

Address

59 Tudor Street, Riverside, Cardiff
Carmarthenshire
CF116AA

Alerts

Be the first to know and let us send you an email when কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK:

Share