19/07/2025
, , , @12:00 PM, #আনজুমানে আল ইসলাহর এজিএম ২০ জুলাই দূপুর ১২ ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ সেন্টারে সবাই আমন্ত্রিত,,
#আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশীপ কনফারেন্স ও বার্ষিক সাধারণ সভা এবং মধ্যাহ্ন ভোজ আগামী ২০ জুলাই রবিবার দুপুর ১২ টায় কার্ডিফ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিতহবে ইনশাআল্লাহ।
এতে আনজুমানে আল ইসলাহ ইউকে'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম সহ সেন্ট্রাল কাউন্সিলের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সম্মতি প্রদান করেছেন।
লিডারশিপ কনফারেন্স ও এজিএম সফল করার লক্ষ্যে গতকাল কমিটির নেতৃবৃন্দ এর উপস্থিতিতে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রস্তুুতি সভা ও অনুষ্ঠিত হয়েছে।
ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে ওয়েলস ডিভিশনের আওতাধীন সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা সহ আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা যাচ্ছে,,
part of the central program of Anjumane Al-Islah UK, a Leadership Conference & General Meeting (AGM) for the Wales Division has been organized for coming Sunday [20th July], starting at 12:00 PM. The event will be attended by the President of Anjumane Al-Islah UK, Hazrat Maulana Nazrul Islam, along with other leaders of the Central Council. All members of Anjumane Al Islah under the Wales Division are requested to be present on time at the conference, which will be held at the Conference Hall of the Bangladesh Centre
in Cardiff,Machen Pl, Cardiff CF11 6EP
the capital of Wales.