03/11/2025
UkCardiff BWA চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সেক্রেটারি মকিস মনসুর, ও শেখ আনোয়ার ট্রেজারার নিবাচিত
নিজস্ব সংবাদদাতা, কার্ডিফ, ইউকে:
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বোর্ড অব ডিরেক্টরদের মিটিং এ নতুন কমিটি গঠন সফলভাবে সম্পন্ন হয়েছে,
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ ও সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় নীতি নির্ধারণে বাংলাদেশিদের চাহিদা অন্তর্ভুক্ত করা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সাধারণ কল্যাণমূলক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে।
মূল লক্ষ্য: কার্ডিফের বাংলাদেশি সম্প্রদায়ের চাহিদাগুলি স্থানীয় এবং জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করা এবং তা পূরণের জন্য বিভিন্ন সংস্থা ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করা।
কার্যক্রম:
সাধারণ কল্যাণ, পরামর্শ এবং সহায়তা প্রদান।
সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার আয়োজন।
মূলধারার সমাজে সম্প্রদায়কে অন্তর্ভুক্তির জন্য সচেতনতা বৃদ্ধি।
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
অনলাইন উপস্থিতি: এর একটি ফেসবুক গ্রুপ ও ওয়েব সাইড আছে এবং এটি একটি কোম্পানি হাউসে ও চ্যারিটি কমিশনে নিবন্ধিত চ্যারিটি হিসেবেও তালিকাভুক্ত।
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফয়ার সেন্টারে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নানকে সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুরকে সেক্রেটারি নিবাচিত করা হয়েছে।
এ ছাড়াও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগামী দু'বছর এর জন্য ডিরেক্টর হিসাবে নিবাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী,মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান,।
সভায় সংগঠন এর আথিক ও বাষিক রিপোর্ট সব সম্মতিক্রমে পাশ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংগঠন এর জন্য করণীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিশেষে মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে সভায় সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির নানা সমাজসেবা মূলক কমকান্ডে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।