কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK কার্ডিফ বাংলাদেশী কমিউনিটির অনলাইন মুখপাত্র

"বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় দিবস পালিত,, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান,,****************...
29/12/2025

"বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় দিবস পালিত,, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান,,
***********************

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল ও
মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে গত সোমবার (২৯ ডিসেম্বর) দূপুর ২ ঘটিকায় বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র এর সভাপতিত্বে ও ওয়েলফেয়ার এর জেনারেল সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড.বাবলিন মল্লিক,
কার্ডিফ কাউন্টি কাউন্সিলের প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার জেসমিন চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, গোলাম মর্তুজা,ফয়ছল রহমান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আলহাজ্ব আনকার মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিব মিয়া,রায়হান আহমেদ,নজির উদ্দিন, আনসার মিয়া, দেওয়ান টুটুল চৌধুরী,আলমগীর আলম,শাহিদুল ইসলাম, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ,সেবুল আলী আব্দুর রহমান, সৈয়দ রুহেল ও সাংবাদিক আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।
মহাণ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ তসলিম,

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।
দুঃখজনক হলেও সত্য, আজ একাত্তরের ইতিহাসকে ভূলুণ্ঠিত করার নানামুখী পায়তারা চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই, একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র আজকের এই মহতি পোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ মহাণ মুক্তিযুদ্ধের
সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি
বিজয়ের চেতনায় উদ্ভোদ্ধ হয়ে দেশের ও কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি ত্রিশ লক্ষ শহীদানদের প্রাণ বিসর্জন আর দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোক গাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। তবুও আমাদের লাল সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অংকুরিত হয়েছিলো এই বিজয় আমাদের অহংকার।

এই সব অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেম, ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা বিজয়ের গৌরবগাঁথা এ অধ্যায়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান ওয়েলফেয়ার এর ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার সহ আয়োজকরা।
‘৭১ আমাদের গৌরব, আত্মত্যাগ ও অদম্য সাহসের প্রতীক উল্লেখ করে আলোচনা পর্বে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে আলোচনায় অন্যান্য বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি,সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞতা-চিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পরিশেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।******************************
বৃটেনের কার্ডিফ থেকে
আমাদের প্রতিনিধি,
২৯ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজি,

29/12/2025

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে বিজয় দিবস উদযাপন

19/12/2025
19/12/2025

30% off all tickets

19/12/2025
 #আগামীকাল সকাল ১১ টায় বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩বাংলাদেশের মহাণ বিজয় দিবসের  অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত,🇧🇩🇧🇩🇧🇩...
19/12/2025

#আগামীকাল সকাল ১১ টায় বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩বাংলাদেশের মহাণ বিজয় দিবসের
অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত

,🇧🇩🇧🇩🇧🇩🇧🇩বাংলাদেশের ৫৫তম মহাণ বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বিজয় ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠান কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের উদ্যোগে আগামী ২০ শে ডিসেম্বর শনিবার সকাল ১১. ৩০ মিনিটের সময় আয়োজন করা হয়েছে।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩You are cordially invited to attend the celebrate the Victory Day of Bangladesh

20th December Saturday, 11.30 am,

Venue; Shah jalal Bangla School

19 Crwys Rd, Cardiff CF24 4NJ

উক্ত সভায় যোগদান করে বিজয়ানন্দ উপভোগ করার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে,,

আমন্ত্রণক্রমে;

আলহাজ্ব গোলাম মোহাম্মদ মোস্তফা,

সভাপতি,

মোহাম্মদ মকিস মনসুর,

জেনারেল সেক্রেটারি,

এস এ খান লেনিন,

ট্রেজারার,

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল,

||কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিল ২৫ ডিসেম্বর||দিনটি পাবলিক হলিডে। তাই কার্ডিফ ও আশ পাশের মুসলিম কমিউনিটির সকলের উ...
16/12/2025

||কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিল ২৫ ডিসেম্বর||
দিনটি পাবলিক হলিডে। তাই কার্ডিফ ও আশ পাশের মুসলিম কমিউনিটির সকলের উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করছি।
গেস্ট স্পিকার হিসেবে ইংরেজি ও বাংলা বয়ান পেশ করবেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা মুফতি বদরুজ্জামান রিয়াদ সাহেব।

আনজুমানে আল ইসলাহ নিউপোর্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠিত মুহিবুর রহমান প্রেসিডেন্ট, হাফিজ দিলোয়ার হোসেন সেক্রেটারি নির্বাচি...
16/12/2025

আনজুমানে আল ইসলাহ নিউপোর্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠিত
মুহিবুর রহমান প্রেসিডেন্ট, হাফিজ দিলোয়ার হোসেন সেক্রেটারি নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদক::
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের আওতাধীন নিউপোর্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর'২৫ নিউপোর্ট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ২০২৫-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েলস ডিভিশনের সেক্রেটারি জেনারেল আনসার মিয়া ও কাউন্সিলর দিলোয়ার আলী।
নিউপোর্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মুহিবুর রহমানের সভাপতিত্বে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নিউপোর্ট শাহ পরান মসজিদের ইমাম হাফিজ দিলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন - ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি ইউকে বিডি চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, মেম্বারশীপ সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, শাহ শাফি কাদির প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় । প্রেসিডেন্ট মুহিবুর রহমান,ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম ও আব্দুর রউফ শেখ তালুকদার, সেক্রেটারি হাফিজ দিলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন, ট্রেজারার বাবলু মিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি রহিম বাবুল, অর্গানাইজিঙ সেক্রেটারি খোকন মিয়া, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা শাহিন আহমদ, ট্রেনিং এন্ড ইমপ্লয়েমেন্ট সেক্রেটারি আনহার মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারি জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য মুক্তার আহমদ,শাহ শাফি কাদির, হাফিজ আব্দুল কুদ্দুস, হাফিজ নুর উদ্দিন।

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।
দোয়া ও ডিনার শেষে সভার সমাপ্তি হয়।

গ্রেটার সিলেট  কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন         নিজস্ব প্রতিবেদক, কার্ডিফ::গ্রেটার সিলেট ...
16/12/2025

গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কার্ডিফ::
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওন এর উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জিএসসি সেন্ট্রাল কমিটির সহ সভাপতি সাউথ ওয়েলস রিজিয়ন এর চেয়ারম্যান কাউন্সিলর ছালেহ আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারী সাইফুর রহমান বুবল,
সংঘটনের চেয়ারম্যান ছালেহ আহমদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নবগঠিত কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
দ্বিতীয় পর্বে কেক কেটে বিজয় দিবস উদযাপন করা হয়, সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
জি এস সি সাউথ ওয়েলস রিজিওন এর সাবেক চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু,জি,এস,সি সেন্ট্রাল কমিটির মেম্বার এম এ মালিক,সেন্ট্রাল কমিটির সাবেক মেম্বার মোস্তফা সালেহ লিটন, বাংলাদেশ এসোসিয়েসন কার্ডিফ এর সাধারণ সম্পাদক হারুন তালুকদার, জি,এস,সি সাউথ ওয়েলস রিজিওন এর সদস্য নূরুল হক আনছারী,জি,এস,সি সাউথ ওয়েলস রিজিওন এর সিনিয়র সহ সভাপতি ও সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারী আবুল কালাম মুমিন,জি,এস,সি সাউথ ওয়েলস রিজিওন এর সহ সভাপতি ও সেন্ট্রাল কমিটির এডুকেশন সেক্রেটারী রফিকুল ইসলাম,
জালালীয়া মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান দিলাওর মিয়া,জালালীয়া মসজিদ কমিটির সেক্রেটারী মুহিবুর রহমান মায়া,
জিএসসি সাউথ ওয়েলস রিজিওন এর ট্রেজারার সুমন আলী,জয়েন্ট সেক্রেটারী সামিউল ইসলাম বদরুল,
মেম্বারশীফ সেক্রেটারী এ,আর চৌধুরী সুমন,
কালচারাল সেক্রেটারী আশরাফ চৌধুরী, ক্রীড়া সম্পাদক সুমন রহমান,
শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান আলো,
কার্য নির্বাহী কমিটির সদস্য শাহ রফু, জিল্লুল চৌধুরী, নিয়াজ হায়দারী,ফখরুল ইসলাম, জুসেফ চৌধুরী,সাব্বির আহমদ, কমাল আলম মিঠু,
উপস্থিত ছিলেন
আশরাফুর রহমান, মোহাম্মদ তফুর মিয়া,আবু সায়েম,মোহাম্মদ তায়েফুল ইসলাম,জালাল মিয়া,জাহাঙ্গীর আলম, আব্দুল মুকিত,শাহাদাত হোসেন মুহিত, জহিরুল আলম, সুহেল আখন্দ, জুবেল আহমদ, মিজানুর রহমান, মোহাম্মদ মতিন মিয়া,আব্দুস সামাদ, মোহাম্মদ শাকিল মিয়া,মাহমুদুল হাসান, ফয়েজ মিয়া,মোহাম্মদ শাহি সহ অন্যান্য নেতুবৃন্দ।

Address

59 Tudor Street, Riverside, Cardiff
Carmarthenshire
CF116AA

Alerts

Be the first to know and let us send you an email when কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK:

Share