কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK

কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK কার্ডিফ বাংলাদেশী কমিউনিটির অনলাইন মুখপাত্র

29/09/2025
29/09/2025
29/09/2025

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক। বাংলাদেশ থেকে দাওয়াতী সফরে যুক্তরাজ্যে আগমন করেন বিশিষ্ট ইসলামী গবেষক, দারুল ফিকর ও....

28/09/2025

যুক্তরাজ্যের ডেভনে অবস্থিত অ্যাশবার্টন হাউস কেয়ার হোমে এক বৃদ্ধ বাসিন্দার মৃত্যুর ঘটনায় বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। রবিন লি নামের ওই বৃদ্ধ ২০২২ সালের মে মাসে অন্য এক বাসিন্দার বাথরুমে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। তাঁর ডিমেনশিয়া ছিল এবং চলাফেরার জন্য জিমার ফ্রেম ব্যবহার করতেন। আদালতে নিরাপদ সেবা ও তত্ত্বাবধান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণিত হয়। আদালত কেয়ার হোম কর্তৃপক্ষকে জরিমানা ও অতিরিক্ত খরচসহ প্রায় ৬৩ হাজার পাউন্ড পরিশোধের আদেশ দেন।

প্লাইমাউথ ম্যাজিস্ট্রেট কোর্টে শুক্রবার কেয়ার হোমের দায়িত্বশীলরা অভিযোগ স্বীকার করেন। আদালত ৪৮ হাজার পাউন্ড জরিমানা, ১৯০ পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ১৪ হাজার ১৫০ পাউন্ডেরও বেশি খরচ পরিশোধের রায় দেন।

কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) জানায়, রবিন লি ২০২২ সালের জানুয়ারিতে অ্যাশবার্টন হাউসে ভর্তি হন এবং তখন থেকেই তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও তাঁকে গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছিল, তবুও তিনি একাধিকবার সিঁড়ি বেয়ে উপরে গিয়ে অন্যদের কক্ষে প্রবেশ করতেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকি মূল্যায়নে তাঁর সিঁড়িতে প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে সিকিউসির দক্ষিণাঞ্চলের ডেপুটি ডিরেক্টর ক্যাথ ক্যাম্পবেল বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতা ও প্রয়োজনীয় নির্দেশিকা না মানা একেবারেই অগ্রহণযোগ্য।”

অন্যদিকে, কেয়ার হোম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আদালতের রায় মেনে নিয়েছে এবং পরিবারকে সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নতুন ব্যবস্থাপনায় তারা কর্মীদের প্রশিক্ষণ বাড়ানো, নথিপত্র সংরক্ষণ উন্নত করা এবং প্রতিদিনের তত্ত্বাবধান আরও জোরদার করেছে।

ব্রিটেনে সব প্রাপ্তবয়স্কের জন্য বাধ্যতামূলক সরকারী আইডি কার্ডের পরিকল্পনাব্রিটেনে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে সরকার অ...
28/09/2025

ব্রিটেনে সব প্রাপ্তবয়স্কের জন্য বাধ্যতামূলক সরকারী আইডি কার্ডের পরিকল্পনা

ব্রিটেনে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে সরকার অনুমোদিত ডিজিটাল আইডি কার্ড নিতে হবে—এমন একটি পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার। সমালোচকরা একে ‘ডিস্টোপিয়ান দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন।

শ্রমিক দল (লেবার পার্টি) দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন মোকাবিলার উপায় হিসেবে বাধ্যতামূলক পরিচয়পত্র ব্যবস্থার পক্ষে কথা বলে আসছে। তবে নাগরিক অধিকারকর্মীরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে এবং ব্রিটেনকে ‘পেপারস প্লিজ’ সমাজে রূপান্তর করবে।

জনমত জরিপে দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারের হাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে কিনা তা নিয়ে আস্থা রাখেন না। অনেকের শঙ্কা, সাইবার অপরাধীরা সহজেই এসব ডেটা চুরি করতে পারে।

‘ব্রিটকার্ড’ নামে পরিচিত প্রস্তাবিত এই আইডি ব্যবস্থা আগামীকালই প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই পরিকল্পনা অনুযায়ী, যে কেউ নতুন চাকরি শুরু করতে চাইলে বা ভাড়া বাসা নিতে চাইলে বাধ্যতামূলকভাবে মোবাইল অ্যাপে ডিজিটাল আইডি দেখাতে হবে, যা একটি কেন্দ্রীয় ডেটাবেইসের সঙ্গে যাচাই করা হবে।

বর্তমানে কর্মসংস্থান বা ভাড়া নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক পরিচয়পত্র দেখানোর সুযোগ রয়েছে, তবে এগুলো সহজেই নকল করা যায় বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অসাধু নিয়োগকর্তারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন না করেও দাবি করতে পারেন যে তারা পরিচয়পত্র পরীক্ষা করেছেন।

তবে সমালোচকরা বলছেন, এটি মূলত টনি ব্লেয়ারের ব্যর্থ আইডি কার্ড প্রকল্পের পুনরাবৃত্তি, যা ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ ও ব্যয় বৃদ্ধির কারণে বাতিল হয়েছিল।

স্টার্মারের এই প্রস্তাব শিগগিরই জনপরামর্শের জন্য তোলা হবে এবং কার্যকর করতে নতুন আইন প্রয়োজন হবে।

Address

59 Tudor Street, Riverside, Cardiff
Carmarthenshire
CF116AA

Alerts

Be the first to know and let us send you an email when কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কার্ডিফ বাংলা অনলাইন ইউকে Cardiff Bangla Online UK:

Share