CP Aminul Islam Rana

CP Aminul Islam Rana Digital Creator

20/02/2025

Can I get a job by studying data analytics in the Europe ?

14/01/2025

সালাম নিবেন,
যাদের গ্র্যাজুয়েট ভিসা আগামী দেড় বা আড়াই বছরের মধ্যে শেষ হবে তাদের জন্য বিশাল সুযোগ যা আমাদের পক্ষ থেকে চ্যারিটি হিসেবে আসবে। ভিডিওটি দেখুন, নিজের কাজে না লাগলেও অন্যদের কাজে লাগতে পারে, তাদেরকে পাঠিয়ে দিন।
ধন্যবাদ 🙂

27/12/2024

আমি এখানে এমন কিছু বইয়ের তালিকা দিচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই বইগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে বুঝে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য।

আপনার মাইন্ডসেট ঠিক করার জন‍্যঃ
১. Letter from the Stoic - Seneca
২. The Four Agreements - Don Miguel Ruiz
৩. 12 Rules for Life - Jordan B. Peterson
৪. Mindset - Carol S. Dweck
৫. The Alchemist - Paulo Coelho
৬. 7 Habits of Highly Effective People - Stephen R. Covey

আপনার হেলথ ঠিক রাখার জন‍্যঃ
৭. Outlive - Peter Attia
৮. Ikigai - Héctor García & Francesc Miralles

আর্থিক বুদ্ধিমত্তার জন‍্যঃ
৯. The Psychology of Money - Morgan Housel
১০. I Will Teach You to Be Rich - Ramit Sethi
১১. How to Get Rich - Felix Dennis
১২. Rich Dad Poor Dad - Robert Kiyosaki
১৩. Think and Grow Rich - Napoleon Hill
১৪. Economics in One Lesson - Henry Hazlitt
১৫. Tax-Free Wealth - Tom Wheelwright
১৬. What Every Real Estate Investor Needs to Know About Cash Flow - Frank Gallinelli

স্কীল ডেভেলপমেন্টের জন‍্যঃ
১৭. Traction - Gino Wickman
১৮. The Goal - Eliyahu M. Goldratt
১৯. $100M Offers - Alex Hormozi
20. Deep Work - Cal Newport
২১. The Compound Affects - Darren Hardy
২২. Atomic Habits - James Clear

মার্কেটিং বিষয়কঃ
২৩. $100M Leads - Alex Hormozi
২৪. Ogilvy on Advertising - David Ogilvy

20/10/2024

ওয়াল্টার আইজাকসনের লেখা “ইলন মাস্ক” বইটি আমাদের সময়ের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তার জীবন, মানসিকতা এবং যাত্রার গভীর বিশ্লেষণ তুলে ধরে। এই জীবনী থেকে পাঠকরা উদ্ভাবন, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতার নানা পাঠ নিতে পারেন।

বইটি থেকে ১০টি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে উল্লেখ করা হলো:

১. মহৎ লক্ষ্যকে অনুসরণ করুন: ইলন মাস্কের কাজকর্ম একটি বৃহৎ লক্ষ্য দ্বারা পরিচালিত হয়, যা পৃথক প্রকল্পের সীমা ছাড়িয়ে যায়। মানবজাতিকে বহুগ্রহবাসী করা তাঁর লক্ষ্য, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনার শক্তি প্রদর্শন করে এবং তাঁর সিদ্ধান্ত ও কাজকে নির্দেশনা দেয়।

২. ঝুঁকি ও ব্যর্থতাকে আলিঙ্গন করুন: মাস্কের ক্যারিয়ারে সাহসী ঝুঁকি এবং প্রচুর ব্যর্থতার ছাপ রয়েছে। তিনি ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে তা থেকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেন, যা প্রমাণ করে যে বড় উদ্ভাবনের জন্য ঝুঁকি নেওয়া এবং প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপক থাকা প্রয়োজন।

৩. কঠোর পরিশ্রম অপরিহার্য: মাস্কের কঠোর পরিশ্রমের নীতি বিখ্যাত। তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং তাঁর দলের কাছ থেকেও একই ধরনের প্রতিশ্রুতি আশা করেন। এই শ্রমনিষ্ঠা তাঁকে চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রিগুলোতে সফল হওয়ার পেছনের বড় চালিকা শক্তি।

৪. বড় চিন্তা করুন, ছোট থেকে শুরু করুন: মাস্কের লক্ষ্য সাধারণত বিশাল, তবে তিনি বুঝতে পারেন যে ছোট থেকে শুরু করা এবং ধীরে ধীরে বৃদ্ধি গুরুত্বপূর্ণ। বড় চ্যালেঞ্জগুলোকে ছোট ছোট ধাপে ভেঙে নিয়ে, তিনি এবং তাঁর দল ধারাবাহিকভাবে অগ্রসর হন।

৫. অবিরাম উদ্ভাবন করুন: মাস্কের কাজের কেন্দ্রে রয়েছে অব্যাহত উদ্ভাবন। টেসলার বৈদ্যুতিক গাড়ি বা স্পেসএক্সের পুনঃব্যবহারযোগ্য রকেটের মতো প্রকল্পগুলোতে মাস্ক দেখান যে অগ্রগামী হতে হলে আপনাকে সবসময় উদ্ভাবনী হতে হবে এবং সম্ভবের সীমানা প্রসারিত করতে হবে।

৬. লক্ষ্য নিয়ে তৈরি করুন: মাস্কের প্রকল্পগুলো, যেমন টেসলা, স্পেসএক্স বা নিউরালিঙ্ক, শুধুমাত্র ব্যবসা নয়; এগুলো বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশ্যে চালিত। এই লক্ষ্য তাঁর দলের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও শ্রেষ্ঠ প্রতিভা আকর্ষণ করে।

৭. স্থিতিস্থাপকতা ও সহনশীলতা গড়ে তুলুন: মাস্ক অনেক ব্যক্তিগত ও পেশাগত সঙ্কটের সম্মুখীন হয়েছেন, তবুও তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। চরম চাপের মধ্যেও মনোযোগ ধরে রাখা ও প্রেরণা বজায় রাখার তাঁর ক্ষমতা কঠিন সময়ে দৃঢ় থাকার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

৮. প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করুন: মাস্ক প্রায়ই প্রচলিত ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং বিদ্যমান পদ্ধতিগুলোকে প্রশ্নবিদ্ধ করেন। স্বাধীনভাবে চিন্তা করার মাধ্যমে এবং সীমাবদ্ধতাকে মেনে না নিয়ে, তিনি একাধিক ইন্ডাস্ট্রি বিপ্লবিত করেছেন এবং সম্পূর্ণ নতুন ব্যবসায়িক মডেল তৈরি করেছেন।

৯. প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে থাকুন: মাস্ক বোঝেন যে মেধাবী এবং প্রতিশ্রুতিবদ্ধ দল থাকা গুরুত্বপূর্ণ। তিনি সেরা প্রকৌশলী, চিন্তক এবং কর্মীদের খুঁজে বের করেন, কারণ অসাধারণ ফলাফল অর্জনের জন্য শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে কাজ করাটা অপরিহার্য।

১০. বিস্তারিত বিষয়ে আগ্রহী থাকুন: মাস্কের অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর বিশদ বিবরণের প্রতি মনোযোগ। এটি টেসলার গাড়ির ডিজাইন হোক বা স্পেসএক্সের প্রযুক্তিগত স্পেসিফিকেশন, তিনি প্রতিটি দিকেই গভীরভাবে যুক্ত থাকেন, যাতে চূড়ান্ত পণ্য তাঁর উচ্চ মান পূরণ করে।

Happy Reading 📖

Do you agree?
14/10/2024

Do you agree?

আহারে একটা নোবেল প্রাইজ মিস হয়ে গেল!! -আফসোস*গ #গুজব
11/10/2024

আহারে একটা নোবেল প্রাইজ মিস হয়ে গেল!!

-আফসোস*গ
#গুজব

06/10/2024

নোবেলজয়ী লেখক রাডইয়ার্ড কিপলিংয়ের কবিতা___

‘যদি’ শিরোনামের কবিতাটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কবিতার একটি যা তিনি ১৮৯৫ সালে লিখেছিলেন। আর প্রথম প্রকাশ করেছিলেন ১৯১০ সালে। কবিতাটি তিনি লিখেছিলেন নিজের ছেলের জন্য। একজন মানুষকে জীবনের উত্থান-পতনে কী করতে হবে না-হবে, তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে এই কবিতায়। চমকপ্রদ বিষয় হলো, পুরো কবিতা একটি বাক্যে লেখা। এই পরামর্শ আমি আমার সন্তানকে দিতে চাই, সন্তানতুল্যদের দিতে চাই, সবচেয়ে বড় কথা, আমি আমার নিজেকে দিতে চাই। সমালোচকদের সমালোচনায় বিচলিত হওয়া যাবে না, পাল্টা সমালোচনায় মত্ত হওয়া যাবে না, কিন্তু সমালোচনা করতে দিতে হবে। জয়-পরাজয় দুটোতেই অবিচল থাকতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত হার না-মানা লড়াই করে যেতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি কথাটি বোধ হয় এই-

একটি মিনিটে আছে ৬০টি সেকেন্ড। ৬০ সেকেন্ডের প্রতিটি সেকেন্ড দৌড়াচ্ছে। ৬০ সেকেন্ডে দৌড়ে বহু দূর যাওয়া যায়। আবার একটি সেকেন্ডও আমার জন্য অপেক্ষা করে না। চলে যায়। মহামূল্যবান একটি করে সেকেন্ড। আমি যেন সময় অপচয় না করি। আমি যেন কাজ করি। সময় ক্ষমাহীন।

If
-Rudyard Kipling
If you can keep your head when all about you

Are losing theirs and blaming it on you;

If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don’t deal in lies,
Or, being hated, don’t give way to hating,
And yet don’t look too good, nor talk too wise;

If you can dream—and not make dreams your master;
If you can think—and not make thoughts your aim;
If you can meet with triumph and disaster
And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you’ve spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to broken,
And stoop and build ’em up with wornout tools;

If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: “Hold on”;

If you can talk with crowds and keep your virtue,
Or walk with kings—nor lose the common touch;
If neither foes nor loving friends can hurt you;
If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
With sixty seconds’ worth of distance run—
Yours is the Earth and everything that’s in it,
And—which is more—you’ll be a Man, my son!

[ যদি ]

যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখন
যখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকেই,

যদি তুমি নিজের ওপরে আস্থা রাখতে পারো তখন, যখন সবাই তোমার ব্যাপারে সন্দিহান, আবার অন্যদের সন্দেহ করার জায়গাটাও দাও;
যদি তুমি অপেক্ষা করতে পারো, আর অপেক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে না পড়ো;
যদি তোমাকে নিয়ে যখন মিথ্যা কথা বলা হচ্ছে, তখন নিজে মিথ্যা কথা না বলো,
যখন তোমাকে ঘৃণা করা হচ্ছে, তখনো তুমি ঘৃণার পথ বেছে না নাও;
অবশ্য তখনো তোমাকে অতিরিক্ত ভালো সাজতে হবে না, খুব জ্ঞানীর মতো কথা বলতে হবে না:

যদি তুমি স্বপ্ন দেখতে পারো, কিন্তু স্বপ্নকে তোমার প্রভু বানিয়ে না ফেলো,
যদি তুমি চিন্তা করতে পারো, কিন্তু চিন্তাকেই তোমার লক্ষ্য বানিয়ে না ফেলো,
যদি তুমি ‘বিজয়’ আর ‘বিপর্যয়’—এই দুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারো,
আর যদি তুমি এই দুই প্রতারককেই একইভাবে গ্রহণ করতে পারো;

যদি তুমি সহ্য করতে পারো তখন, যখন তোমার বলা সত্য কথাকে বিকৃত করে অসাধু লোকেরা বোকা মানুষদের জন্য ফাঁদ বানায়;
অথবা তুমি যে জিনিসগুলোর জন্য জীবন দিয়ে দিয়েছ, সেগুলোকে যদি তুমি ভেঙে যেতে দেখো, আর যদি তুমি সামনে-পেছনে ঝুঁকে পড়ে ক্ষয়ে যাওয়া হাতিয়ার দিয়ে আবার সেগুলোকে গড়ে তুলতে পারো:

যদি তুমি তোমার বিজয়গুলোকে এলোমেলো করে রাখতে পারো
আর সেসব নিয়ে বাজি খেলে সব হারিয়ে আবারও নতুন করে শুরু করতে পারো,
আর হারটা নিয়ে একটা কথাও ব্যয় না করো,
যদি তুমি তোমার হৃৎপিণ্ড, স্নায়ু আর পেশিকে তোমার পালা চলে যাওয়ার অনেক পরেও কাজ করতে বাধ্য করতে পারো, তখনো...
যখন তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই কেবল ইচ্ছাশক্তি ছাড়া, যা বলছে ‌‘লেগে থাকো’:

যদি তুমি সাধারণ মানুষের সঙ্গে চলার সময়ও তোমার বিনয় ধরে রাখতে পারো
আর রাজাধিরাজের সঙ্গে চলার সময়ও সাদাসিধে ভাবটা হারিয়ে না ফেলো,
যদি শ^ত্রু কিংবা সহৃদয় বন্ধুও তোমাকে আঘাত দিতে না পারে,
যদি সব মানুষ তোমার ওপরে নির্ভর করে, কিন্তু কেউই খুব বেশি নির্ভরশীল হয়ে না পড়ে,
যদি তুমি ক্ষমাহীন একটা মিনিটকে ভরে তুলতে পারো ষাট সেকেন্ডের দৌড়ের সমান মর্যাদায়,
তাহলে
তাহলে এই পৃথিবী তোমার, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমার;
এবং তারও চেয়ে বড় কথা, তুমি হয়ে উঠবে একজন মানুষ, পুত্র আমার।

সংগৃহীত।

We should always do our best in any circumstances. The ongoing unrest in the Middle East, Ukraine-Russia, or inside the ...
20/09/2024

We should always do our best in any circumstances. The ongoing unrest in the Middle East, Ukraine-Russia, or inside the UK might affect our lives in many ways, especially our community life and mental health, but what we can do is support justice and stand for the truth.

I appreciate the University of Oxford administration's efforts in advocating for and assisting students in their challenging times.

Let's spread , and :)

বাংলাদেশের ৩৬০ ডিগ্রি ইতিহাস জানতে এই বইগুলোর কোন বিকল্প নেই।  #বাংলাদেশ
06/09/2024

বাংলাদেশের ৩৬০ ডিগ্রি ইতিহাস জানতে এই বইগুলোর কোন বিকল্প নেই। #বাংলাদেশ

27/08/2024

বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ

26/08/2024

How tough it is to get sponsor job in the UK?

18/08/2024

মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় শুক্রবার ডিএমপি অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা উদ্ধার করে। একই সঙ্গে ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

How much money can a person earn legally or how much does he need?

Where is the black cat ?
09/08/2024

Where is the black cat ?

[ New credentials from IBM ]If you want to be successful in teaching to shape the minds of the next generation, never st...
14/06/2024

[ New credentials from IBM ]

If you want to be successful in teaching to shape the minds of the next generation, never stop learning.

2nd Patent:I am quite happy to share that I've been granted a patent by the Government of India for my invention: a bios...
28/04/2024

2nd Patent:

I am quite happy to share that I've been granted a patent by the Government of India for my invention: a biosensor device for lung cancer detection!
This device aims to early method for lung cancer screening in a less expensive way.
I'm incredibly proud of this achievement and the potential impact it could have in the fight against lung cancer.
A huge thank to who supported my journey, e.g., mentors, collaborators. NB: a picture of patent certificate has been attached! which is also verifiable online.

Address

Park Campus
Cheltenham
GL502RH

Alerts

Be the first to know and let us send you an email when CP Aminul Islam Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CP Aminul Islam Rana:

Share