Othora's Storybook

Othora's Storybook আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ❤️
(1)

কাজের ফাকে ডেট করা উচিত নাকি ডেটের ফাকে কাজ করা উচিত??  🫣Friday date 🫰🌹
23/05/2025

কাজের ফাকে ডেট করা উচিত নাকি ডেটের ফাকে কাজ করা উচিত?? 🫣

Friday date 🫰🌹

🌹🌹
22/05/2025

🌹🌹

আজকে ভিটামিন-ডি ডে 😂😍
24/04/2025

আজকে ভিটামিন-ডি ডে 😂😍

🫣🫣
21/04/2025

🫣🫣

Eid mubarak from us ❤️😍🥰
31/03/2025

Eid mubarak from us ❤️😍🥰

এই বছরের প্রথম ইফতারি যেখানে দুজনেরই ডে অফ ছিলো আর একসাথে ইফতার করব। তাই আয়োজন তো একটু করতেই হয়। আলহামদুলিল্লাহ 🫰❤️
07/03/2025

এই বছরের প্রথম ইফতারি যেখানে দুজনেরই ডে অফ ছিলো আর একসাথে ইফতার করব। তাই আয়োজন তো একটু করতেই হয়।

আলহামদুলিল্লাহ 🫰❤️

01/03/2025

রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দিনে সর্বমোট ৩০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমান বেড়ে ৫১ লাখ টাকা হয়ে যেতে পারে, কিভাবে?

আল্লাহ এই দান কে সর্বনিম্ন ১০ গুন থেকে ৭০০ গুন বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে, তাহলে ৩০ দিন এ হয়ে গেলো সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ২১ লক্ষ টাকা সমপরিমাণ।

আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাবো লাইলাতুল কদর এর রাত, যেখানে আমরা ১০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি।

তাহলে লাইলাতুল কদর এ আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব।

তাহলে ৩০ দিন প্রতিদিন ১০০ টাকা হয়ে গেলো ৫১ লাখ টাকা দান করার সমপরিমাণ সওয়াব।

আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান, আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা। আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। (আপনারা চাইলে পোস্ট টি কপি পেস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই।)

হাদিসের আলোকে পুরস্কারের পরিমাণ:

- নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোযা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব।’"
(সহিহ মুসলিম ১১৫১)

- নবী ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে।
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন।” (সহিহ বুখারী ৬)
লাইলাতুল কদরের ফজিলত:

- রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর।
এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) ইবাদত করার সমান সওয়াব দেয়! (সূরা কদর ৯৭:৩)

- রামাদান মোবারাক সবাইকে ❤️

©petuk couple

শুভ সকাল। কি খবর সবার?  আচ্ছা SHEIN থেকে যদি আপনারা বাংলাদেশে বসেই শপিং করতে পারেন তাহলে কেমন হবে? যেটা যেটা অর্ডার করতে...
01/03/2025

শুভ সকাল।
কি খবর সবার? আচ্ছা SHEIN থেকে যদি আপনারা বাংলাদেশে বসেই শপিং করতে পারেন তাহলে কেমন হবে? যেটা যেটা অর্ডার করতে চাইবেন লিংক কপি করে আমাদেরকে ইনবক্স করবেন। শুধুমাত্র ১০% এডভান্স নেয়া হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি তবে অবশ্যই প্রি-অর্ডার করতে হবে।

ইউকে থেকে অর্ডার নেয়া হবে তাই £ (পাউন্ডে) যেই মূল্য থাকবে সেটাকে টাকায় কনভার্ট করে যা আসবে তাই আর সাথে শিপিং চার্জ এড হবে।

ডেলিভারি সময় ১মাস। হোম ডেলিভারি পাবেন। যদি আপনারা চান তাহলে এই পেইজ থেকেই অর্ডার নেয়া হবে।

সবাইকে রমাদান মোবারক 🌙🌙
01/03/2025

সবাইকে রমাদান মোবারক 🌙🌙

এই চুরগুলো অলমোস্ট একবছর হয়ে গিয়েছিল ইন্ডিয়া থেকে প্রি-অর্ডার দিয়ে বাংলাদেশ নিয়েছিলাম। কিন্তু ইউকে তে আর আনতে পারছিলাম ন...
28/02/2025

এই চুরগুলো অলমোস্ট একবছর হয়ে গিয়েছিল ইন্ডিয়া থেকে প্রি-অর্ডার দিয়ে বাংলাদেশ নিয়েছিলাম। কিন্তু ইউকে তে আর আনতে পারছিলাম না। ফাইনালি এগুলো আমার কাছে এলো। 😍😍
এত্ত সুন্দর আর একদম অরিজিনাল টা। খুবই ভারি যদিও চুরিগুলো। 🙁
ধন্যবাদ Mohymenul Kabir ভাইয়া দেশ থেকে এনে দেয়ার জন্য। 🫰🫰❤️

Address

City Of Westminster

Website

Alerts

Be the first to know and let us send you an email when Othora's Storybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category