01/03/2025
রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দিনে সর্বমোট ৩০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমান বেড়ে ৫১ লাখ টাকা হয়ে যেতে পারে, কিভাবে?
আল্লাহ এই দান কে সর্বনিম্ন ১০ গুন থেকে ৭০০ গুন বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে, তাহলে ৩০ দিন এ হয়ে গেলো সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ২১ লক্ষ টাকা সমপরিমাণ।
আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাবো লাইলাতুল কদর এর রাত, যেখানে আমরা ১০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি।
তাহলে লাইলাতুল কদর এ আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব।
তাহলে ৩০ দিন প্রতিদিন ১০০ টাকা হয়ে গেলো ৫১ লাখ টাকা দান করার সমপরিমাণ সওয়াব।
আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান, আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা। আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। (আপনারা চাইলে পোস্ট টি কপি পেস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই।)
হাদিসের আলোকে পুরস্কারের পরিমাণ:
- নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোযা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব।’"
(সহিহ মুসলিম ১১৫১)
- নবী ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে।
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন।” (সহিহ বুখারী ৬)
লাইলাতুল কদরের ফজিলত:
- রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর।
এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) ইবাদত করার সমান সওয়াব দেয়! (সূরা কদর ৯৭:৩)
- রামাদান মোবারাক সবাইকে ❤️
©petuk couple