S I TV UK Hi
I’m a video content creator & a You tuber.

৫ই অগাষ্ট ২০২৪ সালের এই দিনে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে গণঅভ্যুত্থানের পর হাজারো প্রবাসী বাংলাদেশীরা রাস্তায় নেম...
05/08/2025

৫ই অগাষ্ট ২০২৪ সালের এই দিনে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে গণঅভ্যুত্থানের পর হাজারো প্রবাসী বাংলাদেশীরা রাস্তায় নেমে আসে ||SITVUK

05/08/2025

২০২৪ সালের এই দিনে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে গণঅভ্যুত্থানের পর হাজারো প্রবাসী বাংলাদেশীরা রাস্তায় নেমে আসে ||SITVUK

HSC এর পর বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যুক্ত হওয়ার জন্য ৩ টা রিটেন পরিক্ষা দিতে হয়,যেখানে অন্যান্য বাহিনীতে মাত্র ১ ...
21/07/2025

HSC এর পর বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যুক্ত হওয়ার জন্য ৩ টা রিটেন পরিক্ষা দিতে হয়,যেখানে অন্যান্য বাহিনীতে মাত্র ১ টাই রিটেন এক্সাম ।

প্রথমে ১০০ মার্কের IQ এক্সাম হয়,সেখান থেকে বেশিরভাগকেই বাদ দেওয়া হয় ।

যারা সিলেক্টেড হয়,তাদেরকে ইংরেজি ৫০ মার্ক্স এর এক্সাম নেওয়া হয়,সেখান থেকেও বাদ দিয়ে যারা সিলেক্টেড হয় তাদের নেওয়া হয় গণিত এবং পদার্থবিজ্ঞান এক্সাম।

এতো গুলি রিটেন এক্সাম দিয়ে তারপর ভাইবা বোর্ড ফেইস করতে হয়,দেন মেডিকেল চ্যাকআপ (যেখানে ১ ইঞ্চিও ছাড় দেওয়া হয় না)

এরপর সবকিছুতে সিলেক্টেড হলে,তারপর ISSB.... (সবচেয়ে প্রতিযোগিতা হয় এখানে,১০০ জনের মধ্য থেকে ৭-৮ জন সিলেক্টেড হয়)

ISSB তে সিলেক্টেডের পর ট্রেনিং। এখান থেকেও অনেকে বাদ যায়।

এতোগুলি ধাপ পার হওয়ার পর তৈরী হয় একজন বিমানবাহিনীর অফিসার । যারা সবাই দেশের রত্ন ।

অথচ,তাদের জীবনের মুল্য এদেশে কতো কম। পুরানো বিমান দিয়ে চলছে প্রশিক্ষণ । নাই পর্যাপ্ত নিরাপত্তা।
প্রায়ই শোনা যায়,প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের।

এসব আবোল তাবোল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না।

যুদ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল যে নিজের দেশের মানুষের উপরই ভাইঙ্গা পড়ে।

এটাই তো প্রথম না।

এর আগেও এই মডেলের বিমানে ট্রেনিং করতে যাইয়া দুইজন পাইলট নিহত হইসিল।

সেইদিন যদি এই দুইজন পাইলটের জীবনের দাম দেওয়া হত, তাহলে হয়তো আজ এই বাচ্চাগুলোরে মরতে হত না।

বাট দেওয়া হয় নাই।

হবেও না।

দুইদিন পর সবাই সবকিছু ভুইলা যাবে।

আমার আপনার টাকা দিয়ে ভাঙারি কিনে হাজার কোটি টাকার দুর্নীতি করা হবে।

দুর্নীতিবাজদের ছেলে মেয়েরা আমার আপনার টাকা নিয়ে কানাডা পড়তে যাবে।

আর সেই ভাঙারি বিমান স্কুলের উপর পইড়া আমাদের সন্তানরা পুড়ে যাবে, মরে যাবে।

কারো কিচ্ছু যাবে আসবে না।

দুনিয়ায় বাকি দেশগুলো অন্তত নিজের মানুষকে বাঁচতে দেয়।

আর আমরা এমন একটা দেশে জন্মাইছি, যেই দেশ আমাদের এমনকি স্কুলেও মাইরা ফালানোর যোগাড় যন্ত্র করে রাখে।

অথচ এই দেশের মানুষের রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চাওয়া ছিল না।

না আমরা সিংগাপুর হতে চেয়েছি, না আমরা ইউরোপের নাগরিক সুবিধা চেয়েছি।

এ দেশের মানুষ তো শুধুই একটু বাঁচতে চেয়েছিলো.......

Courtesy:Mukta poul face book page

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার আরও কিছু ছবি।ছবিগুলে...
21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার আরও কিছু ছবি।
ছবিগুলোতে বিমানের ধ্বংসাবশেষ, স্কুল ভবনের ক্ষয়-ক্ষতি এবং ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা দেখা যাচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সরকার। আহত হয়েছেন আরও প্রায় দেড়শ' জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

ছবি: Getty Images
Courtesy:BBC Bangla

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট  ক্যাডেট(পাবনা ক্যাডেট কলেজ) তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্...
21/07/2025

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলট ক্যাডেট(পাবনা ক্যাডেট কলেজ) তৌকির ইন্তেকাল করেছেন। প্রশিক্ষণ শেষে ক্যাডেট তৌকির আজই প্রথম বিমান নিয়ে একাকী উড়াল দিয়েছিল। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমীন।

21/07/2025

বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের কে বাঁচানোর চেষ্টা চলছে ||SITVUK

Oxford Street,London
10/06/2025

Oxford Street,London

19/05/2025

বাংলাদেশের নতুন বিমান ঘাঁটি নিয়ে চরম উদ্বেগে ভারত!

28/02/2025

অবশেষে গেদু চাচার কথাই সত্যি হলো আজ !!

অভিনন্দন। নতুন রাজনৈতিক দলের জন্য শুভ কামনা রইলো ||SITVUK
28/02/2025

অভিনন্দন। নতুন রাজনৈতিক দলের জন্য শুভ কামনা রইলো ||SITVUK

27/10/2024

UK বেনিফিট জালিয়াতি ধরতে DWP এর নতুন বিশেষ পদক্ষেপ ||SITVUK

20/10/2024

Bangladesh Airport Hot Line Number||SITVUK

Address

City Of Westminster

Website

Alerts

Be the first to know and let us send you an email when S I TV UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S I TV UK:

Share