20/06/2025
📍 সরাসরি সম্প্রচার: জিয়া উদ্যান, ঢাকা
🎥 আমার বাংলা, আমার লন্ডন ফেসবুক পেজ থেকে
শুক্রবার মানেই ছুটির দিন — আর এই ছুটিকে উপভোগ করতে রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে জিয়া উদ্যানে। পরিবার, বন্ধু-বান্ধব, কিংবা একান্তে কিছু সময় কাটাতে চাইলে জিয়া উদ্যান যেন ঢাকাবাসীর কাছে এক আদর্শ গন্তব্য।
বাংলাদেশ জাতীয় সংসদের পিছনে অবস্থিত এই সুবিশাল উদ্যানটি শহরের ব্যস্ততা থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। সবুজ গাছপালা, ছায়াময় পথ, আর শান্ত পরিবেশে হাঁটাহাঁটি কিংবা বেঞ্চে বসে বিশ্রাম — সব কিছুতেই আছে এক ধরনের প্রশান্তি।
উদ্যানের পাশে রয়েছে এক মনোরম লেক, যেখানে পানির ঢেউ আর হালকা বাতাস মিলেমিশে এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। অনেকেই এখানে নৌকা ভ্রমণও উপভোগ করেন। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে, আর বড়রা নিজেদের মতো করে কাটিয়ে দেন সুন্দর সময়।
আজকের এই সরাসরি সম্প্রচারে তোমাদের ঘুরিয়ে দেখাবো জিয়া উদ্যানের রূপ, মানুষের ভিড়, আর এই স্থানের স্বাভাবিক সৌন্দর্য।
👉 থাকো সঙ্গে, দেখে নাও ঢাকার বুকে এক টুকরো শান্তির ঠিকানা — জিয়া উদ্যান
#আমার_বাংলা_আমার_লন্ডন #ছুটিরদিনেরগন্তব্য