Amar Bangla, Amar London

Amar Bangla, Amar London Welcome to Amar Bangla Amar London Channel.Please Contact For any information 01748060408
Here to show you the beauty and culture of Bangladesh

Welcome to Amar Bangla Amar London Channel.

12/07/2025

🏆 বিজয়🏆

পূর্ব ইছাপুর আইডিয়াল স্পোর্টিং ক্লাব এর দুর্দান্ত জয়!

আজকের খেলায় ৫-০ গোলের বিশাল ব্যবধানে আমরা পরাজিত করলাম
ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, জগতপুর নতুন ব্রিজ-কে।

⚽ ফাইনাল স্কোর:
পূর্ব ইছাপুর আইডিয়াল স্পোর্টিং ক্লাব - ৫
ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব - ০

07/07/2025

Live ⭕️
বক্তব্য পেশ করছেন : প্রধান অতিথি বিএনপির মহাসচিব সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

আজ ৭ জুলাই, ২০২৫ সিলেটে সানরাইজ কমিউনিটি সেন্টার এ "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুসবকামনায় দোয়া মাহফিল" অনুষ্ঠান ১১ টা ৪৫ মিনিটে শুরু হয়েছে। আমার সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির মহাসচিব সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান টুকু,ডা এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

06/07/2025

মহররমের ১০ তারিখে

বাংলাদেশে কি হয় দেখুন!

কারবালার জারি…..

সালাম ও মূর্সিয়া, শানে পাঞ্জাতন।
সদরাবাদ ইমাম বাড়া,
মহররম ১৪৪৭ হিজরি, ২০২৫ইং

30/06/2025

📌 সিলেট ইউনিমার্ট শপ – একটি আধুনিক বাজার অভিজ্ঞতা!

Unimart is located at Amberkhana (Opposite side of gas pump), Sylhet

সিলেটের আম্বরখানা এলাকায় প্রতিষ্ঠিত ইউনিমার্ট শপ এখন ক্রেতাদের জন্য হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য আধুনিক শপিং ডেস্টিনেশন।
এখানে আপনি পাবেন –
🛒 নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি
🍪 চকলেট, স্ন্যাক্স, বেকারি
🍛 ফুড কোর্টের আকর্ষণীয় খাবার
🎁 গিফট আইটেম থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সব কিছু এক ছাদের নিচে!

পরিচ্ছন্ন পরিবেশ, শীতাতপ নিয়ন্ত্রিত সুপার স্পেস এবং প্রফেশনাল সেবা – সব মিলিয়ে এটি একটি অনন্য শপিং অভিজ্ঞতা।

📍 অবস্থান: শুভেচ্ছা-২, সুনামগঞ্জ রোড, অমরখানা, সিলেট
⏰ খোলার সময়: প্রতিদিন সকাল ৯টা – রাত ১০টা পর্যন্ত

👉 আপনার প্রিয় পণ্য কিনতে আজই ঘুরে আসুন Sylhet UniMart-এ!

20/06/2025

📍 সরাসরি সম্প্রচার: জিয়া উদ্যান, ঢাকা
🎥 আমার বাংলা, আমার লন্ডন ফেসবুক পেজ থেকে

শুক্রবার মানেই ছুটির দিন — আর এই ছুটিকে উপভোগ করতে রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে জিয়া উদ্যানে। পরিবার, বন্ধু-বান্ধব, কিংবা একান্তে কিছু সময় কাটাতে চাইলে জিয়া উদ্যান যেন ঢাকাবাসীর কাছে এক আদর্শ গন্তব্য।

বাংলাদেশ জাতীয় সংসদের পিছনে অবস্থিত এই সুবিশাল উদ্যানটি শহরের ব্যস্ততা থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। সবুজ গাছপালা, ছায়াময় পথ, আর শান্ত পরিবেশে হাঁটাহাঁটি কিংবা বেঞ্চে বসে বিশ্রাম — সব কিছুতেই আছে এক ধরনের প্রশান্তি।

উদ্যানের পাশে রয়েছে এক মনোরম লেক, যেখানে পানির ঢেউ আর হালকা বাতাস মিলেমিশে এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করে। অনেকেই এখানে নৌকা ভ্রমণও উপভোগ করেন। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে, আর বড়রা নিজেদের মতো করে কাটিয়ে দেন সুন্দর সময়।

আজকের এই সরাসরি সম্প্রচারে তোমাদের ঘুরিয়ে দেখাবো জিয়া উদ্যানের রূপ, মানুষের ভিড়, আর এই স্থানের স্বাভাবিক সৌন্দর্য।

👉 থাকো সঙ্গে, দেখে নাও ঢাকার বুকে এক টুকরো শান্তির ঠিকানা — জিয়া উদ্যান
#আমার_বাংলা_আমার_লন্ডন #ছুটিরদিনেরগন্তব্য

সিলেটে তাপমাত্রা ৩৬° হলেও শরীরে অনুভূত হচ্ছে ৪৬°! 🔥☀️ অত্যন্ত গরম, সাবধান না হলে হতে পারে হিট স্ট্রোক!🛑 কি করা উচিত নয়?...
13/06/2025

সিলেটে তাপমাত্রা ৩৬° হলেও শরীরে অনুভূত হচ্ছে ৪৬°! 🔥
☀️ অত্যন্ত গরম, সাবধান না হলে হতে পারে হিট স্ট্রোক!

🛑 কি করা উচিত নয়?
✖️ রোদে সরাসরি হাঁটবেন না
✖️ ক্যাফেইন (চা/কফি) জাতীয় পানীয় এড়ান
✖️ ঘামার পরপরই এসিতে যাবেন না
✖️ ভাজা, মসলাদার খাবার কম খান

✅ কি করা উচিত?
✔️ বেশি করে পানি পান করুন (৩–৪ লিটার)
✔️ ছাতা/সানস্ক্রিন ব্যবহার করুন
✔️ হালকা, ঢিলেঢালা সুতি পোশাক পরুন
✔️ দিনে ২ বার ঠান্ডা পানিতে গোসল করুন
✔️ ডাবের পানি, লেবু পানি বা ওরস্যালাইন খান

🍉 কি খাওয়া উচিত?
🥒 শসা, তরমুজ, তালের রস
🍍 আনারস, লেবু, ডাল-ভাত
🥣 টক দই ও বিভিন্ন ফলমূল

🏠 কিভাবে থাকলে শরীর ভালো থাকবে?
🌬️ জানালা খোলা রেখে ঘরে হাওয়া চলাচল রাখুন
🧴 ভেজা তোয়ালে বা পানির স্প্রে ব্যবহার করুন
🌀 ফ্যান/কুলার চালিয়ে রাখুন (ডিরেক্ট নয়)

⚠️ সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
এই গরমে সচেতনতা জীবন বাঁচাতে পারে। নিজের যত্ন নিন, অন্যকেও জানাতে শেয়ার করুন। ❤️

্কতা #সিলেট_আবহাওয়া #সচেতনতা

05/06/2025
04/06/2025

নদীভাঙনে বিলীন বালাগঞ্জ-শেরপুর সড়ক 😥

বালাগঞ্জ থানার ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে, কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ বালাগঞ্জ টু শেরপুর জি.সি. (GC) সড়কের প্রায় ১০০ মিটার অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

এই রাস্তার উপর একটিকালভার্ট ছিল, যা এখন পুরোপুরি নদীর মধ্যে চলে গেছে। নদী গর্ভে চলে গেছে ফাজিলপুর গ্রামের একটি অংশও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ।

বাংলাদেশে প্রতি বছর বহু কিলোমিটার রাস্তা, ঘরবাড়ি ও ফসলি জমি নদীভাঙনের কবলে পড়ে। বিশেষ করে কুশিয়ারা, পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলে এই ধ্বংসচিত্র বারবার দেখা যায়।

বাংলাদেশের নদীর তীরবর্তী রাস্তাগুলো টেকসই করতে চাইলে নিতে হবে কিছু কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ:
1. তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ – জিও ব্যাগ, কংক্রিট ব্লক, ও টেকসই ইকো-ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তীর বাঁধা।
2. নদী শাসন ও ড্রেজিং – নিয়মিত ড্রেজিং করে নদীর স্রোতের দিক নিয়ন্ত্রণ।
3. গবেষণা ও পূর্বাভাস ব্যবস্থা – স্যাটেলাইট ও জিও-টেকনিক্যাল ডেটা ব্যবহার করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর আগাম সতর্কতা।
4. কমিউনিটি সচেতনতা ও স্থানীয় প্রকল্প – জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নদী ব্যবস্থাপনা প্রকল্প চালানো।
5. দীর্ঘমেয়াদী পরিকল্পিত অবকাঠামো – রাস্তা নির্মাণে নদীর পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং এলিভেটেড ব্রিজ বা ফ্লাইওভার তৈরি।

নদী আমাদের সম্পদ, কিন্তু অবহেলা করলে সেটি দুর্যোগ হয়ে উঠে। এখনই সময়—টেকসই অবকাঠামো নির্মাণ, তীর সংরক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে এই সংকট মোকাবিলার।

12/05/2025

তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে…সুরকার : সাজু আহমেদ

10/05/2025

📍হাজী মাসুদ আলি মডেল ফিলিং স্টেশন,দয়ামীর সিলেট, বাংলাদেশ।

Breaking: BCCI Suspends IPL 2025 Indefinitely Due To India-Pakistan Conflict…Check the comment  below👇
09/05/2025

Breaking: BCCI Suspends IPL 2025 Indefinitely Due To India-Pakistan Conflict…
Check the comment below👇

Address

City Of Westminster

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla, Amar London posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bangla, Amar London:

Share