28/12/2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম -৬ (রাউজান)থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গোলাম আকবর খন্দকার।
মনোনয়ন ঘোষণার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
গোলাম আকবর খন্দকার মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
Bangladesh Nationalist Party-BNP
BNP Media Cell