12/05/2024
আসসালামু আলাইকুম, ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কিছু কথা বলব - কিছু কথা শেয়ার করব, যেটা সারা বিশ্বে হচ্ছে Not only in UK, or not only in Bangladesh; সেটা হল ''চুরি যে করে মানুষ'' এই চুরি করার জিনিসটা আজকাল ইউরোপিয়ান দেশগুলোতে অনেক বেড়ে গেছে যা বলার বাহিরে । অতি দুঃখের সহিত আপনাদের জানাতে হচ্ছে ইউকেতে এখন আমার সাথেও এই এক্সিডেন্টটা হয়েছে।
গত ১০ই মে আমি যখন জব শেষ করে বাসায় ফিরতে ছিলাম, তখন আমার থেকে আমার ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটার আনবক্স ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা চুরি করে নিয়ে গেছে । মোবাইলটা কিনেছিলাম ভালো করে দুই মাসও পার হতে পারিনি, তাই লাস্ট কিছুদিন অনেক ডিস্টার্ব ছিলাম, স্টিল এখনো আছি, কারণ একটা জিনিস যখন অনেক শখ করে কিনা হয় আবার নিজের কষ্টের রুজির টাকা দিয়ে - তখন না জিনিসটার কি পরিমান যে মূল্য হওয়া যায় নিজের কাছে তা হয়তো আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না বা লিখে বলে বুঝাতে পারবো না । হয়তো আপনাদের অনেকেই আমার কথাগুলা ফিল করতে পারবেন বা নিজের সাথে রিলেটেড করতে পারবেন, যে নিজের কষ্টের রুজির টাকা দিয়ে নিজের শখ করে জিনিস কিনাটা কত আনন্দের আর সেটা যদি আপনার থেকে কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কতটুকু দুঃখের বিষয় হতে পারে ।
আরেকটা জিনিস, যেটা না বললে সবকিছু ইনকমপ্লিট থাকবে - সেটা হলো আমার সাথে এই এক্সিডেন্টটা হবার পর আমার মাথা একদম কাজ করতেছিল না - কি করব - কি না করব!! তখন আমি আমার সবগুলো ফ্রেন্ডদের ফোন দিয়ে জানাই যে এমন ঘটে গেল আমার সাথে তোরা পারবি আসতে,,, বলতে না বলতে সবাই আমার কাছে চলে আসলো সাথে সাথে। এই এক্সিডেন্টটা আমাকে রিয়ালাইস করিয়ে দিল তাদের মত কিছু মানুষ লাইফে থাকা অনেক বড় কিছু। আলহামদুলিল্লাহ।
আপনাদের সাথে আমার এক্সিডেন্টটা নিয়ে শেয়ার করার মেইন উদ্দেশ্য ছিল, যে দেশ-বিদেশ সব জায়গাতেই এই চুরি জিনিসটা অনেক বাড়তেছে, তাই আমাদের সবার অনেক অনেক সর্তকতার সাথে থাকতে হবে, যেন কারো কোন জিনিস না হারাতে হয় বা কারো কোন শখের জিনিস না হারাতে হয় আমার মত। আপনারা সবাই বাহিরে চলাফেরার ক্ষেত্রে নিজেদের সবকিছু সাবধানে রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে , আল্লাহ হাফেজ।