BD Mum Scotland

BD Mum Scotland Assalamu Alaikum everyone,here I share my daily life,shopping,cooking, some sewing ideas, traveling.

01/10/2025

অদ্ভুত দুনিয়া! তার পরেও সব কিছুর জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ্।

21/09/2025

কারোর ভালো দেখে যদি আপনার ভালো না লাগে ভিতরে খুব জ্বালাপোড়া অনুভূতি হয়,আপনি নিতে না পারেন, তাহলে বুঝে নিবেন আপনি একজন হিংসুটে হিংসায় জ্বলে পুরে যাচ্ছেন কিন্তু শিকার করেন না কিন্তু আপনার আচরণি বলে আপনি কি! কোন না কোন ভাবে আসল চেহারা বাহিরে চলেই আসে যতই ঢাকার চেষ্টা করেন।

18/09/2025

18/09/2025

16/09/2025

রাত বিরাতে হঠাৎ করে যখন ঢাকাই ভেলপুরি খেতে মন চায়। কি আর করার মন চাইলেইতো ঢাকা কিংবা নিউমার্কেট যেতে পারবো না ভেলপুরি খেতে, তাই স্কটল্যান্ডে বসেই নিজের হাতে ঝটপট তৈরী করে ফেললাম। স্কটল্যান্ডে হলে কি হবে খেতে কিন্তু একদম ঢাকাই ভেলপুরির পারফেক্ট সাধ হয়েছে। এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ্। মাঝে মধ্যে এভাবে নিজেকে ট্রিট দিবেন দেখবেন সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। মন খারাপ থাকলে দৌড়ে চলে যাবেন নিজের পছন্দের সব খাবার গুলো তৈরী করতে দেখবেন মন খারাপ কোথায় চলে গেছে তা বুঝতেই পারছেন না। ১০০% গেরান্টি মন সব ভুলে যাবে কাজের ঠেলায়😜। #ঢাকাইভেলপুরি #ঢাকা

15/09/2025

সুন্দর একটি বৃষ্টি ময় দিন। সাথে আমার নতুন সদস্য গুলো ❤️🫰

15/09/2025

প্রিও জনদের পাশে নিয়ে দুনিয়া ঘুরার মজাই আলাদা। এর মজা তারা বুঝতে পারবে না যারা শুধু নিজেকে কোয়ালি টাইম দিতে চায়। দায়িত্ব এরিয়ে মজ মাস্তি করে সুখ পায়।

15/09/2025

জীবন কারোর জন্য থেমে থাকে না,
জীবন তার নিজ গতিতেই চলতে থাকে।
তাই সময় থাকতে সব কিছুর মূল্য দিতে হয়।

Address

Edinburgh

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Mum Scotland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share