
05/10/2025
*ভবিষ্যতে যারা এমপি/মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের প্রতি কিছু অনুরোধ*
১) আপনার যদি চারিত্রিক কোন সমস্যা থাকে তাহলে, এই লাইনে না আসাই উত্তম।
সমাজ গঠনের চেয়ে নিজের চরিত্র গঠন অতীব গুরুত্বপূর্ণ!
২) যাদের অতীত রেকর্ড খারাপ আছে তারা এই লাইনে না আসাই শ্রেয়।
এদেশের মিডিয়া আপনার শানে নুযূল বের করে ফেলবে।
যদি নেতা হতে চান, এখন থেকেই এসব বিষয়ে সচেতন হোন।