DB24 DB24 is an online base community television that belongs to all British-Bangladeshis who live in the United Kingdom.

DB24 is an online base community television. DB24 will make a significant impact on viewers with high quality and a variety of programs. DB24 programs are designed to cater to every culture, age group, religion, and gender. A true community channel investing in what our viewers want to experience. DB24 has taken the ride to prepare for all Bangladeshi viewers who are living outside of Bangladesh f

or one of the most powerful electronic media which can raise its voice across the world. The journey began in April 2022, when a group of undiscovered talents took the challenge of broadcasting the television channel to the mainstream standard using the latest state-of-the-art technology.

01/01/2026

Castlewellan Forest Park
অবস্থিত Northern Ireland–এর County Down এলাকায়। জায়গাটা খুব সুন্দর একটা ফরেস্ট পার্ক, কিন্তু এর পেছনে আছে পুরোনো ইতিহাস।

এখানে থাকা Castlewellan Castle তৈরি হয়েছিল প্রায় ১৮৫০ সালের দিকে। একসময় এটি ছিল এক ধনী ও প্রভাবশালী পরিবারের বাসস্থান। পরে সময়ের সাথে সাথে দুর্গটি আর ব্যক্তিগত বাড়ি হিসেবে ব্যবহার হয়নি।
পরবর্তীতে এই পুরো এলাকা সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং ধীরে ধীরে এটি মানুষের জন্য উন্মুক্ত ফরেস্ট পার্ক হিসেবে গড়ে ওঠে। এখন এখানে মানুষ আসে হাঁটতে, প্রকৃতি দেখতে, পরিবার নিয়ে সময় কাটাতে আর শান্ত পরিবেশ উপভোগ করতে।

Castlewellan মানে—
ইতিহাস + প্রকৃতি + শান্ত সময়

30/12/2025

Oxford Island—শান্ত, সবুজ আর প্রকৃতিতে ভরা একটা জায়গা।
পাখির ডাক, হালকা বাতাস, পানির ওপর সূর্যের আলো—ব্যস্ত জীবনের বাইরে এসে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা।
এই জায়গাটারও একটা সুন্দর ইতিহাস আছে—একসময় এটি আলাদা দ্বীপ ছিল, পরে সংরক্ষিত ন্যাচার রিজার্ভ হিসেবে গড়ে তোলা হয়। আজ এখানে মানুষ আসে হাঁটতে, প্রকৃতি দেখতে আর একটু শান্তি খুঁজে পেতে।

কিছু জায়গা কথা বলে না—শুধু অনুভব করায়।
Oxford Island ঠিক তেমনই।

29/12/2025

গতকাল Liverpool ➡️ Belfast যাত্রাটা দারুণ ছিল—আর ভাবতে ভাবতেই মনে পড়ল এই রুটটার ইতিহাস। 🌊🚢

এই আইরিশ সাগরের পথ ধরে বহু বছর ধরে মানুষ, পরিবার আর বাণিজ্য এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে। সময়ের সাথে বদলেছে জাহাজ, বেড়েছে আরাম—কিন্তু দুই তীরের সংযোগটা সবসময়ই গুরুত্বপূর্ণ থেকেছে।

Stena Line ১৯৬২ সাল থেকে এই অঞ্চলসহ ইউরোপজুড়ে নির্ভরযোগ্য ফেরি সার্ভিস দিয়ে আসছে। আজকের আধুনিক, আরামদায়ক যাত্রার পেছনে আছে দশকের অভিজ্ঞতা আর বিশ্বাস।
গতকালের শান্ত সমুদ্র, আরামদায়ক পরিবেশ আর ভোরের বেলফাস্ট—সব মিলিয়ে মনে হলো, আমি শুধু ভ্রমণ করিনি, ইতিহাসের একটা ধারার অংশ হয়েছি।

কিছু যাত্রা শুধু গন্তব্যে পৌঁছায় না—গল্প তৈরি করে।

25/12/2025
22/12/2025

☕ Announcement ☕

Christmas holiday-এর কারণে আমার
Good Morning with Coffee ☕
প্রোগ্রামটি আগামী ২ সপ্তাহের জন্য বিরতিতে থাকছে।
সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
আবার আড্ডা হবে, দেখা হবে নতুন বছরে 🎉
ততদিন ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার জন্য ❤️

https://youtube.com/live/zbCPimOy-uk?feature=share
20/12/2025

https://youtube.com/live/zbCPimOy-uk?feature=share

“প্রতি শুক্রবার”এই বিশেষ “মা সিরিজ”–এ প্রতিটি পর্বে আমরা কথা বলবো মায়েদের বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষ...

ডার্টফর্ড পিঠা উৎসব, ২০২৫ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী পিঠায় ভরে ওঠে পুরো ...
19/12/2025

ডার্টফর্ড পিঠা উৎসব, ২০২৫

ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী পিঠায় ভরে ওঠে পুরো আয়োজন। পিঠার স্বাদ আর ঘ্রাণে সবাই যেন ফিরে যান শৈশবের গ্রামবাংলায়।খাবারের সঙ্গে ছিল কেনাকাটার স্টল, পোশাক, গয়না, আরো নানান কিছু।

দর্শকরা জানিয়েছেন, প্রবাসে থেকেও এই উৎসব তাদের ফিরিয়ে নিয়ে যায় দেশের ঘ্রাণে।

এই উৎসবটি স্পন্সর করে Velocity Real Estate Limited, J Stafford Solicitors এবং Heart Rental Chauffeur। তাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনাজ পারভীন চুমকি, যিনি তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তোলেন।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল সপ্তসুর মিউজিক স্কুল–এর শিশুদের সাংস্কৃতিক পর্ব.

এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজমুন টনি, ওয়াহিদ জামান উপাল, সোশি এবং আরিফ। তাদের পরিবেশিত গান উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুর রহমান। তার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা করেন নবীর জামান, মোফিজ উদ্দিন, কামরুজ্জামান, আনোয়ার এবং জামি রওশন।

প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য, হাসি, আর ভালোবাসার মেলবন্ধনে এই পিঠা উৎসব হয়ে উঠেছিল এক আনন্দমুখর মিলনমেলায়, বাংলা ঐতিহ্য আর সংস্কৃতির এই মিলনমেলা শুধু এক উৎসব নয়,
এ যেন প্রবাসে থেকেও বাংলাদেশের প্রতি ভালোবাসার এক উৎযাপন।

পিঠা উতসব, ২০২৫ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী পিঠায় ভরে ওঠে পুরো আয়ো...

19/12/2025

“প্রতি শুক্রবার”

এই বিশেষ “মা সিরিজ”–এ প্রতিটি পর্বে আমরা কথা বলবো মায়েদের বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে—
২য় পর্বে আলোচনা হবে—

গর্ভাবস্থায় মন ও শরীর: Diabetes এবং শিশুর ঝুঁকি

আমাদের সাথে থাকবেন বিশেষ অতিথি শাহমিকা আগুন।
অনুষ্ঠানে সাথেই থাকবেন। আপনাদের উপস্থিতি Dream to Reality (Your mindset is your power)-কে আরও অর্থবহ করে তুলবে।

18/12/2025

Start your day with positivity, fresh energy, and a warm cup of coffee! In this live program, we bring you inspiring conversations and motivational moments to make your morning brighter. Join us to kick-start your morning with good vibes, meaningful discussions, and a perfect blend of entertainment and information.
Stay tuned, stay energized—let’s brew a beautiful morning together!
Live Connect: +44 (0) 7380 728345 (WhatsApp)
এক কাপ গরম কফির সাথে আপনার দিনের শুরুটাকে করে তুলুন আরও প্রাণবন্ত! প্রতিদিনের এই লাইভ প্রোগ্রামে থাকছে অনুপ্রেরণামূলক কথা, মোটিভেশন এবং সকালবেলার এক চিমটি পজিটিভ ভাইব।
দিনের শুরু হোক ভালো লাগা আর ভালো কথার সাথে—চলুন, কফির সুবাসে একসঙ্গে গড়ে তুলি সুন্দর একটি সকাল!

১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস।�শহীদের রক্তে লেখা এই বিজয় আমাদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতীক।বাংলাদেশের ৫৪তম বিজয় দিব...
17/12/2025

১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস।�শহীদের রক্তে লেখা এই বিজয় আমাদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতীক।
বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ডার্টফোর্ডে প্রথমবারের মতো বিভিন্ন বাংলাদেশি সংগঠনের যৌথ উদ্যোগে ডার্টফোর্ড সেন্ট্রাল পার্কে বিজয় দিবস উদযাপন করা হয়.

এই আয়োজনে অংশগ্রহণ করে BDK, Dartford Health & Sports Club, Dartford Tigers, Generation Rights এবং Lalon Shah Foundation।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
জাতীয় সংগীত পরিবেশন ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

প্রবাসে থেকেও বিজয়ের চেতনায় একত্রিত হওয়াই ছিল এই আয়োজনের মূল বার্তা।
মহান বিজয় দিবসে দেশ ও প্রবাসের সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

১৬ ডিসেম্বর ২০২৫ —মহান বিজয় দিবস। শহীদের রক্তে লেখা এই বিজয় আমাদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতীক।বাংলাদেশে...

দেখা হবে, কথা হবে প্রতি শুক্রবার ইউকে সময় বিকেল ৫টাবাংলাদেশ সময় রাত ১১টা।
17/12/2025

দেখা হবে, কথা হবে প্রতি শুক্রবার ইউকে সময় বিকেল ৫টা
বাংলাদেশ সময় রাত ১১টা।

Address

Greenhithe

Website

Alerts

Be the first to know and let us send you an email when DB24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DB24:

Share

Category