DB24 DB24 is an online base community television that belongs to all British-Bangladeshis who live in the United Kingdom.

DB24 is an online base community television. DB24 will make a significant impact on viewers with high quality and a variety of programs. DB24 programs are designed to cater to every culture, age group, religion, and gender. A true community channel investing in what our viewers want to experience. DB24 has taken the ride to prepare for all Bangladeshi viewers who are living outside of Bangladesh f

or one of the most powerful electronic media which can raise its voice across the world. The journey began in April 2022, when a group of undiscovered talents took the challenge of broadcasting the television channel to the mainstream standard using the latest state-of-the-art technology.

13/11/2025
https://youtu.be/Iwmt0VrrrKw?si=MMn7MfgY2wPOQOZI
13/11/2025

https://youtu.be/Iwmt0VrrrKw?si=MMn7MfgY2wPOQOZI

লন্ডনের ExCeL সেন্টারে আজ থেকে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় ব্যবসায়িক ইভেন্ট — The Business Show London 2025।দুই দিনব্যাপী এই আয়োজ....

প্রাক্তন কারারক্ষী ও গির্জার যাজকের মুখোশের আড়ালে এক দানব!একজন প্রাক্তন কারারক্ষী ও গির্জার যাজক - নেভিল হাজব্যান্ড, এখন...
12/11/2025

প্রাক্তন কারারক্ষী ও গির্জার যাজকের মুখোশের আড়ালে এক দানব!

একজন প্রাক্তন কারারক্ষী ও গির্জার যাজক - নেভিল হাজব্যান্ড, এখন ব্রিটিশ অপরাধ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যৌন অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছেন।

রবিবার স্কুলের শিক্ষক এবং স্কাউট দলের নেতা এই ব্যক্তি ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে একটি আটক কেন্দ্রে শত শত কিশোরকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেন— কমপক্ষে ৩৮৮টি অপরাধে জড়িত ছিলেন তিনি।

আজ প্রকাশিত কারাগার ও প্রবেশন ওম্বাডসম্যানের (Prison and Probation Ombudsman) প্রতিবেদনে জানানো হয়েছে, হাজব্যান্ড সম্ভবত এর আগে এবং পরে আরও বহু তরুণকে নির্যাতন করেছিলেন।

এর ফলে তিনি সম্ভবত জিমি স্যাভিলের ৪৫০ অপরাধের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন।

২০১০ সালে মারা যাওয়া হাজব্যান্ড ছিলেন মেডমসলি ডিটেনশন সেন্টারের এক রাঁধুনি।

কিন্তু তার রান্নাঘর ছিল তরুণ বন্দিদের জন্য এক নরকযন্ত্রণা— যেখানে ১৭ থেকে ২১ বছর বয়সী কিশোররা প্রতিদিনই যৌন নির্যাতনের শিকার হতো।

হাজব্যান্ডের একচ্ছত্র আধিপত্যে রান্নাঘরটি তার ব্যক্তিগত রাজ্যে পরিণত হয়েছিল। তিনি ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক তরুণদের নিপীড়ন করতেন, আর সহকর্মীরাও তার ভয়ে চুপ থাকতেন।

“আমি তোমাদের গায়েব করে দিতে পারি” — এভাবে তিনি হুমকি দিতেন!

কারাগার ও প্রবেশন ওম্বাডসম্যান আড্রিয়ান আশার-এর নেতৃত্বে দুই বছরের তদন্তে বেরিয়ে আসে, হাজব্যান্ড কেবল মেডমসলিতেই নয়, বরং
ডরসেটের পোর্টল্যান্ড বোরস্টল, কাউন্টি ডারহামের ডিয়ারবোল্ট যুব কারাগার এবং এইচএমপি ফ্র্যাঙ্কল্যান্ড-এও কিশোরদের ওপর একইভাবে নির্যাতন চালাতেন।

আশার বলেন,
“নেভিল হাজব্যান্ড সম্ভবত ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যৌন অপরাধী।

তিনি ছিলেন এক শক্তিশালী গড়নের মানুষ এবং চরমভাবে চালাক এক প্রভাবক। তিনি বন্দিদের পাশাপাশি সহকর্মীদেরও ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতেন।”

প্রতিবেদনে আরও বলা হয়,

“নিউক্যাসল বা ডারহামের আদালত থেকে ডিটেনশন সেন্টার পর্যন্ত যে নির্জন পাহাড়ি পথ দিয়ে বন্দিদের নিয়ে যাওয়া হতো, তা তাদের মনে গভীর ভয়ের জন্ম দিত।

হাজব্যান্ড যখন বলত— ‘তোমরা যদি মুখ খোলো, আমি তোমাদের গায়েব করে দিতে পারি’, তখন তারা সেটি সত্যিই বিশ্বাস করত।”

অনেক বন্দি নির্যাতনের অভিযোগ করেও বিশ্বাস পায়নি— বরং তাদের অভিযোগের বিষয়েই নির্যাতক হাজব্যান্ডের কাছে পাঠানো হতো।

বছরের পর বছর নীরবতা ভেঙে প্রকাশ পায় ভয়াবহতা

দীর্ঘ সময় পর, ২০০২ সালে ডারহাম পুলিশ মেডমসলির নির্যাতন নিয়ে ব্যাপক তদন্ত শুরু করলে প্রকাশ পায় হাজব্যান্ডের দুঃসহ অপরাধচক্র।

২০০৩ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচজন কিশোরের ওপর ১০টি অশালীন আচরণ ও ১টি ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন এবং আট বছরের কারাদণ্ড পান।

২০০৫ সালে আরও ভুক্তভোগীরা সামনে আসায় তিনি অতিরিক্ত চারটি অপরাধ স্বীকার করেন, ফলে তার সাজা বেড়ে ১০ বছরে দাঁড়ায়।

পরবর্তী তদন্তে জানা যায়, মেডমসলিতে মোট ৫৪৯টি নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩৮৮টির জন্য একাই দায়ী ছিলেন হাজব্যান্ড— কখনও কখনও একজন সহযোগীর সঙ্গে।

হাজব্যান্ডের অপরাধের সময়রেখা

১৯৬৩: প্রিজন সার্ভিসে যোগ দেন এবং এইচএমপি ডারহামে কাজ শুরু করেন।

১৯৬৪: পোর্টল্যান্ড বোরস্টলে পোস্টিং পান। এখানে তিনি সমকামী পর্নোগ্রাফিক ছবি রাখার অভিযোগে ধরা পড়েন, কিন্তু দাবি করেন, “বই লেখার গবেষণার” জন্য সেগুলো রেখেছিলেন— ফলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

১৯৬৯: মেডমসলি ডিটেনশন সেন্টারে ক্যাটারিং অফিসার হিসেবে যোগ দেন। এখানেই তিনি তার অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন।

১৯৮৫: স্থানান্তরিত হন এইচএমপি ফ্র্যাঙ্কল্যান্ডে।

১৯৮৭: অল্প সময়ের জন্য ডিয়ারবোল্ট যুব কারাগারে কাজ করেন, পরে আবার ফ্র্যাঙ্কল্যান্ডে ফেরেন।

ভুক্তভোগীদের সাক্ষ্যে জানা গেছে, তিনি ডিয়ারবোল্ট ও ফ্র্যাঙ্কল্যান্ডে কর্মরত অবস্থাতেও যৌন নির্যাতন চালিয়ে গেছেন।

অবশেষে প্রকাশ পেল এক অন্ধকার অধ্যায়

💼 বাজেটের আগে বেকারত্ব-এর হাড় বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশ। যা ২০২০ সালের পর সর্বোচ্চ স্তরে গিয়েছে!অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের...
12/11/2025

💼 বাজেটের আগে বেকারত্ব-এর হাড় বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশ। যা ২০২০ সালের পর সর্বোচ্চ স্তরে গিয়েছে!

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের সমালোচকরা অভিযোগ করেছেন, গত বছরের বাজেটে নিয়োগদাতাদের ওপর £২৫ বিলিয়ন ট্যাক্স আরোপ করেই তিনি চাকরির বাজারে ধস নামিয়েছেন।
তাদের দাবি, নতুন বাজেট ঘোষণার আগে দুই সপ্তাহের মধ্যে রিভসের এই সিদ্ধান্ত থেকে পিছু হটা (U-turn) উচিত।

📰 “শামিমা বেগমসহ সিরিয়ায় আটক ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর আহ্বান"একটি স্বাধীন কমিশনের নতুন সন্ত্রাসবিরোধী পর্যালোচনায় ...
12/11/2025

📰 “শামিমা বেগমসহ সিরিয়ায় আটক ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরানোর আহ্বান"

একটি স্বাধীন কমিশনের নতুন সন্ত্রাসবিরোধী পর্যালোচনায় বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বে আটক থাকা শামিমা বেগমসহ ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনা উচিত, কারণ বর্তমান নীতিটি “টেকসই নয়” এবং সেখানে থাকা শিবিরগুলোকে “ব্রিটেনের গুয়ানতানামো”তে পরিণত করছে।

🔹 প্রতিবেদনে বলা হয়, আল-হোল ও আল-রোজ শিবিরে থাকা অবস্থার “অমানবিক ও অপমানজনক” পরিবেশ যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিশ্রুতির পরিপন্থী।

🔹 সেখানে এখন ৫০ থেকে ৭০ জন ব্রিটিশ নাগরিক বা ব্রিটিশ-সংযুক্ত ব্যক্তি আটকা আছেন, যাদের বেশিরভাগই নারী এবং ১২ থেকে ৩০ জন শিশু — এদের অর্ধেকের বয়স ১০ বছরের নিচে।

কমিশনের বক্তব্য অনুযায়ী,

“সরকারের উচিত ব্রিটিশ নাগরিকদের — এমনকি যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে — স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া, এবং একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ করা, যিনি এই প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।”

📍 অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি রাষ্ট্র ইতোমধ্যে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে, সেখানে যুক্তরাজ্য এখনো “কৌশলগত দূরত্ব” নীতি ধরে রেখেছে — অর্থাৎ নাগরিকত্ব বাতিল, সীমিত কূটনৈতিক সহায়তা, এবং স্থানীয় পাহারাদারদের অর্থায়ন করে তাদের শিবিরেই আটকে রাখা।

কমিশনের ভাষায়, “এভাবে ফেলে রাখা ঝুঁকি আরও বাড়ায়। পালিয়ে দেশে ফেরার চেয়ে পরিকল্পিতভাবে ফেরত আনা, পুনর্বাসন ও পুনঃএকীকরণ অনেক নিরাপদ বিকল্প।”

👩‍🦰 শামিমা বেগম, বর্তমানে ২৬, আছেন আল রোজ শরণার্থী শিবিরে।
তিনি ২০১৫ সালে, মাত্র ১৫ বছর বয়সে, স্কুলের দুই বান্ধবীসহ সিরিয়ায় আইএস-এ যোগ দেন। পরে এক যোদ্ধাকে বিয়ে করেন এবং তিনটি সন্তান জন্ম দিলেও কেউ বেঁচে নেই।
২০১৯ সাল থেকে তিনি শিবিরে আটকে আছেন, এবং তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল গত বছর খারিজ হয়েছে।

⚖️ Snapchat-এ প্রলোভন দেখিয়ে অ/প্রা/প্ত/বয়স্কদের সাথে ধ/র্ষ/ণ — NHS কর্মকর্তার ২৮ বছরের জেল!ইংল্যান্ডে এক এনএইচএস (NHS) ...
12/11/2025

⚖️ Snapchat-এ প্রলোভন দেখিয়ে অ/প্রা/প্ত/বয়স্কদের সাথে ধ/র্ষ/ণ — NHS কর্মকর্তার ২৮ বছরের জেল!

ইংল্যান্ডে এক এনএইচএস (NHS) কর্মকর্তা পল লিপস্কোম্ব (Paul Lipscombe) নাবালিকা মেয়েদের Snapchat-এ ফাঁদে ফেলে যৌ/ন নির্যাতন ও ধ/র্ষ/ণের দায়ে ২৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

৫১ বছর বয়সী লিপস্কোম্ব কভেন্ট্রিতে এনএইচএস পারফরম্যান্সের সহযোগী পরিচালক হিসেবে বছরে প্রায় £৯১,০০০ আয় করতেন। তিনি ছয়জন শি/শু/কে (লেইস্টারশায়ার, নরফোক ও লিংকনশায়ারে) টার্গেট করে হোটেল ও Airbnb-তে নিয়ে যেতেন, এমনকি নিজের টেসলা গাড়ি ব্যবহার করতেন এসব কাজে।

Snapchat জানিয়েছে, তারা তরুণদের যৌ/ন শো/ষ/ণ রোধে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এবং এমন কার্যকলাপ তাদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিচারক মিস্টার জাস্টিস রেনর রায় ঘোষণার সময় বলেন, “লিপস্কোম্ব একজন বিকৃত মানসিকতার মানুষ, যিনি নিজের অপরাধ ঢাকতে ভুক্তভোগীদেরই দোষারোপ করেছেন।”

তিনি মোট ৩৪টি অপরাধে দোষ স্বীকার করেছেন — যার মধ্যে রয়েছে শিশুর সঙ্গে যৌ/ন সম্পর্ক থেকে শুরু করে ধ/র্ষ/ণ পর্যন্ত।

📵 পুলিশের তদন্তে জানা যায়, তিনি ভুয়া নাম ও বয়স ব্যবহার করে মেয়েদের বিশ্বাস অর্জন করতেন। Snapchat ইতোমধ্যে তার সব অ্যাকাউন্ট মুছে দিয়েছে।

📰 পুরো সময়ের ড্রাইভার থাকা সত্ত্বেও ট্যাক্সিতে ১১ হাজার পাউন্ড খরচ!লেবার দলের মেয়রদের বিরুদ্ধে উঠেছে ট্যাক্সদাতাদের টাকা...
12/11/2025

📰 পুরো সময়ের ড্রাইভার থাকা সত্ত্বেও ট্যাক্সিতে ১১ হাজার পাউন্ড খরচ!

লেবার দলের মেয়রদের বিরুদ্ধে উঠেছে ট্যাক্সদাতাদের টাকায় অযথা বিলাসিতা করার অভিযোগ।
জানা গেছে, ক্যামডেন কাউন্সিলের মেয়ররা ইভেন্টে যাতায়াতের জন্য ট্যাক্সি ব্যবহার করে মোট £১১,০০০ ব্যয় করেছেন — অথচ তাদের জন্য আগে থেকেই একজন পূর্ণকালীন চালক নিয়োজিত ছিল!

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে, অনেকে একে বলছেন “ট্যাক্সদাতাদের টাকায় অপচয়ের চরম উদাহরণ।” 💬

🔥 ট্রাম্পের ১ বিলিয়ন ডলারের মামলা হুমকি! বিপাকে বিবিসি 😮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ...
11/11/2025

🔥 ট্রাম্পের ১ বিলিয়ন ডলারের মামলা হুমকি! বিপাকে বিবিসি 😮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন!
কারণ, বিবিসির Panorama ডকুমেন্টারিতে তার ৬ জানুয়ারি ২০২১ সালের ভাষণটা ভুলভাবে সম্পাদনা করে এমনভাবে দেখানো হয়, যেন তিনি সরাসরি সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার আহ্বান জানিয়েছেন 💥

বিবিসির চেয়ারম্যান সামির শাহ স্বীকার করেছেন যে এটা ছিল “একটা ভুল সিদ্ধান্ত” এবং এজন্য ক্ষমাও চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন, বিবিসি কোনো কিছু গোপন করেনি বা “ইচ্ছাকৃতভাবে পক্ষপাতদুষ্ট” নয়।

এই ঘটনার পর বিবিসি পেয়েছে ৫০০টিরও বেশি অভিযোগ 😬
এছাড়া বিবিসির অভ্যন্তরীণ রিপোর্টে তাদের গাজা, ট্রাম্প ও ট্রান্সজেন্ডার ইস্যুতে পক্ষপাতের অভিযোগ উঠেছে, যা নিয়ে তুমুল বিতর্ক চলছে।

🎙️ ট্রাম্পের আইনজীবী হুঁশিয়ারি দিয়েছেন — ১৪ নভেম্বরের মধ্যে বিবিসি যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায়, তাহলে $1 বিলিয়ন ডলারের মামলা করা হবে!

🇬🇧 প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেছেন, তিনি মনে করেন না বিবিসি “প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট”।
অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ নাইজেল ফারাজ বলেছেন, ট্রাম্প তাকে জিজ্ঞেস করেছেন —
👉 “এটাই নাকি তোমরা তোমাদের সেরা মিত্রের সঙ্গে করো?”

🔹 সব মিলিয়ে, বিবিসি এখন বড় চাপের মুখে — আর ট্রাম্পের আইনি হুমকি নিয়ে পুরো ব্রিটেন ও আমেরিকা গরম 📰

https://youtu.be/VuZ_rAnHMSg?si=tmrgbPi470W5MyAo
07/11/2025

https://youtu.be/VuZ_rAnHMSg?si=tmrgbPi470W5MyAo

চমৎকার এক “পিঠা উৎসব” জমে উঠেছিল লন্ডনের রমফোর্ডের Mayfair Venue-তে!হৃদয়ে আমার বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত হয় দারুণ এ.....

Address

Greenhithe

Website

Alerts

Be the first to know and let us send you an email when DB24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DB24:

Share

Category