Ummey's Moments in UK

Ummey's Moments in UK Hey,
My page is all about my best memories, my lifestyle and vlogs. Hope you will enjoy. Thank you.

02/10/2025

Mishaka Hani Lets meet again♥ || Weekly Vlog

এই ছবি 2022 এ তোলা। তখন Hull City তে থাকা হতো। সপ্তাহের কাজের ব্যস্ততা কাটিয়ে একটা দিন একটু বিকেলে এই Pearson Park   এ ...
24/09/2025

এই ছবি 2022 এ তোলা। তখন Hull City তে থাকা হতো। সপ্তাহের কাজের ব্যস্ততা কাটিয়ে একটা দিন একটু বিকেলে এই Pearson Park এ গিয়ে বসতাম দুই জনে। আমাদের বাসার খুব কাছে ছিলো পার্কটা😊। কতো অজানা স্বপ্ন নিয়ে কথা হতো এখানে।
ভালো সময় কাটিয়েছি শহরটায়। আজ বহুদিন পর আবার মনে পরলো সেই পার্ক আর শহরটার কথা🙂

নতুন ভিডিও আপলোড করলাম 👇How did we spend another day in porthcawl |||
15/09/2025

নতুন ভিডিও আপলোড করলাম 👇

How did we spend another day in porthcawl |||

Hi,This is another memorable day for us in Porthcawl. I hope you will enjoy the vlog.Don’t forget to subscribe my channel😊 ...

ছবিটা একটা গোরস্থান এর।। UK তে আমি এ পর্যন্ত যতোগুলো গোরস্থান দেখেছি এটা তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর। মজার ব্যাপার ...
13/09/2025

ছবিটা একটা গোরস্থান এর।। UK তে আমি এ পর্যন্ত যতোগুলো গোরস্থান দেখেছি এটা তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর। মজার ব্যাপার হলো এই গোরস্থানেও মানুষ হাটতে যায় 😊

সবচেয়ে সুন্দর যে বিষয় সেটা হলো, এখানে এসে আপনি দেখবেন কতো কতো ফুল দেওয়া হয়েছে কবর গুলোতে। না, প্লাস্টিকের নয়,তাজা ফুল রোজ নিয়ম করে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা দিয়ে যায়। কতোটা স্বরণে রাখে তাদের ভাবা যায়। ♥️😍

এটা দেখলে মনে হয়,মানুষের জন্যে ভালোবাসা এখনও আছে। অথচ এই আমরাই ভালোবাসার মানুষ মারা গেলে কতো সহজেই ভুলে যাই,কখনো কবর জিয়ারত তো দূরের কথা নামাজ পড়ে দোয়া করতেও ভুলে যাই। ভুলে যাই তার সব ত্যাগ 🥹ভুলে যাই সেই মানুষটার মৃত্যুর দিনটিও।

সব ভালোবাসা গুলো মৃত্যুর পরও কেনো যে বেঁচে থাকেনা😭

ধরুন কেউ একজন জানে যে আপনি UK তে থাকেন। হঠাৎ একদিন আপনাকে নক করে বললো কি অবস্থা, কেমন আছো?স্বভাবতই আপনি ভাববেন " আহা আমা...
11/09/2025

ধরুন কেউ একজন জানে যে আপনি UK তে থাকেন। হঠাৎ একদিন আপনাকে নক করে বললো কি অবস্থা, কেমন আছো?

স্বভাবতই আপনি ভাববেন " আহা আমার খোঁজ নিচ্ছে 😊"

খুশি হয়ে উত্তরে বললেন," জী আলহামদুলিল্লাহ ভালো আছি"

তারপর জবাবে আসলো ," তা তো দেখলাম তুমি খুব ভালোই আছো"

আপনি বললেন,"ও আচ্ছা "

আবার প্রশ্ন, "তারপর আর কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল"?

আপনি বললেন," এইতো ব্যস্ততায় বাচ্চা নিয়েই কেটে যাচ্ছে দিনকাল"

আবার প্রশ্ন : "এবার খুব অবাক হয়ে 😳 তোমার বাচ্চা হলো কবে?"

এখন আমার প্রশ্ন হলো কি দেখেছিলো এই প্রশ্নকর্তা ব্যক্তি আপনার জীবনের যে তার মনে হলো তিনি জানেন আপনি বেশ ভালো আছেন?

আমাদের কাছে অন্যের জীবন খুব মজার বলে মনে হতেই পারে তবে, আমরা সেটা তার ফেইসবুক আপডেট থেকে ধারণা পেয়েই হয়তো আন্দাজ করে বলি।

কিন্তু এ কেমন শুভাকাঙ্ক্ষী যে আপনার এতোবড়ো আপডেট মিস করে ফেললো আর তাও বলছে আপনি ভালো আছেন তা সে জানে 🙄😕

মন্তব্য ধারণার উপর নির্ভর করে করাটা একটু কেমন নয় কি?

Address

Kingston Upon Hull

Alerts

Be the first to know and let us send you an email when Ummey's Moments in UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share