Sabrin's Kitchen

Sabrin's Kitchen ☆Cooking Expert ☆Winner of NTV Cooking Queen ☆Winner of Tommy Miah's International Chef☆TV Presenter
(2)

মানুষ আর সময়….বইয়ের থেকে ও বেশী শিক্ষা দেয়! অন্যকেউ আপনার জন্য ভাল চিন্তা করবে, আপনার খুশীর কারন হবে সেই অপেক্ষা করবেননা...
28/05/2025

মানুষ আর সময়….বইয়ের থেকে ও বেশী শিক্ষা দেয়! অন্যকেউ আপনার জন্য ভাল চিন্তা করবে, আপনার খুশীর কারন হবে সেই অপেক্ষা করবেননা। নিজের খুশী আপনার নিজেরই খুঁজে নিতে হবে।

Remain real to you…& also you will end up incredibly happy.💖🦋😍
17/05/2025

Remain real to you…& also you will end up incredibly happy.💖🦋😍

ইনকামে বরকত পাচ্ছিনা এই অভিযোগ নিয়ে একদিন এক লোক প্রিয় Mentor এর কাছে গেলো। কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত -কনফিউজড কিংবা অশ...
16/05/2025

ইনকামে বরকত পাচ্ছিনা এই অভিযোগ নিয়ে একদিন এক লোক প্রিয় Mentor এর কাছে গেলো। কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত -কনফিউজড কিংবা অশান্তিতে থাকলে তার সাথে কথা বললে সে এক ধরনের মানসিক প্রশান্তি পায়। একবার এইরকম একটা ডাউট নিয়ে Mentor- এরসাথে দেখা করলো।

তাকে দুধ এবং চিনি ছাড়া স্রেফ গরম পানিতে ডুবানো একটা টি প‍্যাক এগিয়ে দিয়ে বললেন- আছো কেমন?
সে কিছুটা আড়ষ্টতা নিয়ে তাকে বললো, কনফিউজড Mentor!

তিনি তার চেহারার দিকে গভীর ভাবে তাকালো, মিনিট খানেক। তারপর চায়ে চুমুক দিয়ে বললো-কি নিয়া চিন্তায় আছো?
সে আরো একটু সামনে এসে নিচু কন্ঠে বললো- আমার ইনকাম নিয়া আমি দ্বিধায় আছি। আমি সৎ পথে উপার্জন করি। পেশাগত কাজে পারলে ২০০ ভাগ নিবেদন দিয়ে কাজ করি। তারপরও কেন জানি এতো বছর কাজ করার পরও আমার মনে হয়ে যে আমার উপার্জনে কোনো বরকত পাচ্ছিনা।

Mentor মন দিয়ে কথা শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন -কেন তোমার এমন মনে হচ্ছে?
সে বললো, যে আমার savings হচ্ছেনা। প্রতিবছর যেমন আয় বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

Mentor আবার কী মনে করে যেন ডান হাতটা তার হাতে নিলেন। তারপর আবার গভীর ভাবে তার কপাল আর চোখের দিকে তাকালো। প্রশ্ন করলেন -কিসের খরচ বাড়ছে তোমার?

-এই ‍যেমন বাচ্চাদের এডুকেশন-ওদের স্কুলের বেতন, ওদের টিচারদের বেতন, কিছু অস্বচ্ছল আত্নীয় স্বজনদের খরচ।

-কোন স্কুলে পড়ে তোমার বাচ্চারা?
-সে স্কুলের নাম বললো।

তুমি কি মনে করো, শুধু ব‍্যাংকে জমা বাড়া মানেই আয়ের বরকত?
-এই যে তুমি সেরা একটা স্কুলে তোমার বাচ্চাদের পড়াতে পারছো, এটা কি বরকত নয়? কয়জন বাবা-মা এরকম ভালো স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারছে?

হ‍্যাঁ, তা তো ঠিক। সে মাথা নাড়ে।

-তোমার বাচ্চারা কেমন? ওরা কি উচ্ছৃংখল? তোমাদের কথা বার্তা শোনেনা?
-না, না। খুব লক্ষি বাচ্চা ওরা।
-এটা কি বরকত নয়?
-জি, অবশ‍্যই।

-বিগত ৫/৭ বছরে তোমার পরিবারে কেউ বড় রকম অসুস্থ হইছে? বা তুমি নিজে?
-না, আল্লাহর রহমতে কেউ ওরকম সিরিয়াস অসুস্থ হয়নাই। আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে গেছে।

-হাসপাতালে ভর্তি করাতে হয়েছিলো?
-না, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।

-এই যে তোমরা সুস্থ আছো, এটা কি বরকত না? মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন তিনি।
-জি অবশ‍্যই।

- তোমার স্ত্রী কেমন মানুষ? সে কি তোমার সাথে সদাচারণ করে? তোমার খেয়াল রাখে? সে কী উন্নত চরিত্রের নয়?
-না না। সে অসাধারণ উন্নত চরিত্রের মানুষ। সে শুধু আমাকেই নয়। আমার সন্তাদের, আমার বাবার, আত্নীয় স্বজনেরও যত্ন নেয়।

-আর কী বরকত চাও, তুমি? পরিবারে শান্তির চেয়ে বড় বরকত কী হতে পারে?
-জি, আমি আসলে এভাবে গভীরে গিয়া চিন্তা করিনাই।

-তোমার বাবা-মা আছেন?
-মা নেই, বাবা আছেন?

-বাবা কি তোমার সাথে থাকেন, নাকি আলাদা থাকেন?
-আমার সাথে থাকেন।

-তোমার বাবা তোমার সাথে থাকেন, এ যুগে বাবা-মা সাথে থাকা, কত বড় বরকত তানভীর, তুমি টের পাওনা?
-টেরপাই। আব্বা সাথে আছেন, এইটা
অনেক বড় বারাকা।

তিনি আর কথা বাড়ান না। তাকে বুকে জড়ায় ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, জীবনে টাকা পয়সা-ধনসম্পদ বৃদ্ধিই শুধু বরকত না। জীবনে তুমি সুস্থ আছো, তোমার একটা সুন্দর পরিবার আছে, তুমি তাদের এবং তারা তোমার দেখভাল করতে পারছো- এটাও বরকত। জীবনে তুমি সঠিক জ্ঞানের আলো পাচ্ছো- এটাও বরকত। আত্নীয় স্বজনের খবর নিতে পারছো-এটাও বরকত। প্রতিদিন বাবার চেহারা দেখতে পাচ্ছো- এটাও বরকত।

-তুমি টাকা পয়সা ব‍্যাংকে জমিয়ে কী এরচেয়ে বেশি বরকত পাবে?
-আপনি ঠিক বলছেন।

তিনি তাকে নিচ তলা পর্যন্ত এগিয়ে দেন। সে তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। গাড়ি সার্ট দিয়ে প‍্যানারমিক সানরুফটা খুলে দে। তারপর গভীর কৃতজ্ঞতায় আকাশের দিকে তাকায়। সেদিন ছিল জোৎস্না…রুপালী আলোয় ভেসে যাচ্ছে আকাশ। সানরুফের খোলা ছাদ দিয়ে দুইহাত উপরে তুলে দাঁড়িয়ে যায়। তারপর দুচোখ বন্ধ করে অনুভব করে, পৃথিবীর সব বরকত জড়িয়ে আছে!

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন। যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর...
14/05/2025

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন। যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয়।"

যেখানে আপনার মূল্যায়ন নেই, সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে। অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে।

জীবনকে বদলে দেয়ার মত অনেক গল্পই আপনি শুনবেন কিন্তু...
রাজা না খেয়ে ম"রে গেলে ও কখনো ভি"ক্ষা করে না। ঈগল পাখি কখনো ম"রা প্রাণী'র মাংস খায় না। কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা 'স্ট্রং মেন্টালিটি'!

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।

যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূ"ষণ। তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অন্যরকম হয়ে যায়। ভ"য়ঙ্ক"র কথা বলার ইচ্ছেরা গ"লাকে আঁকড়ে ধরে না।

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যা"নঘেনে ভাবটা চলে যাবে।

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মা'থাব্য'থা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জা"নুক, সম"স্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে good vibes বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি good vibes বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁ"পিয়ে গিয়েও হাল ছাড়েনা।

নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নে"গেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রা'গেল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগ'ড়াঝা'টির স্কি"লটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খা"রাপগুলো থিঁতিয়ে যায়।

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁ"টেফোঁ'টা বাড়তি ইমোশন থাকবে না।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চু'পচা'প সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁ"ড়ে ফেলুন।

©

ফেসবুকে reels- এর  ইনকাম কমিয়ে দিয়েছে, এ নিয়ে চারদিকে প্রচুর হা-হুতাশ। কেউ বলছে খুব ভালো হয়েছে, আবর্জনায় ভরে গিয়েছিলো ফে...
13/05/2025

ফেসবুকে reels- এর ইনকাম কমিয়ে দিয়েছে, এ নিয়ে চারদিকে প্রচুর হা-হুতাশ। কেউ বলছে খুব ভালো হয়েছে, আবর্জনায় ভরে গিয়েছিলো ফেসবুক আবার যারা শুধু এর আয়ের উপর নির্ভরশীল তাদের মাথায় হাত।

১. ফেসবুকের রিলস (Reels) ফিচারটি চালু হওয়ার পর, এটি টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় বেশ পিছিয়ে ছিল। টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট পেয়েছিলো। ইউটিউব শর্টসও তাদের বিশাল ইউজার বেসের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পায়। আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে থাকে। তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসে ইনকাম বাড়িয়ে দেয়। আর এতে মানুষ হুমরি খেয়ে পড়ে। দেখবেন প্রচুর মানুষ দিনে ৭-৮ টা করে,যা মন চায় পোস্ট দিতো। এতে ফলোয়ারসও বাড়তো আর ইনকাম ও বাড়তো। সবাই খুব খুশি, ফেসবুকও খুশি। ব্যাবসায় Pe*******on এর জন্য এই ফ্রি প্রথা সবাই কম বেশি করে। ফেসবুকও একই স্ট্র‍্যাটিজি নিয়েছিলো। আর যখন দেখলো ওদের টার্গেট মোটামুটি ফিলাপ, তখন আস্তে করে কমিয়ে দিলো কারণ এভাবে চললে ওদের Business এর Unit Economics মিলবে না। ওদের ব্যাবসায় লাল বাতি জ্বলতো। পাশাপাশি এতো ফালতু কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিলো ফেসবুক।

২. ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে। শুধু ভিউ হলে হবে না। আপনার টার্গেট অডিয়েন্স এর যদি buying capacity না থাকে এবং সে যদি Facebook Add থেকে পন্য না কিনে তাহলে আপনার ইনকাম শূন্য।

ফেসবুক এখন অ্যাড-রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে। ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে। আপনার দর্শক যদি আপনার কন্টেন্ট আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে, তাহলে বিজ্ঞাপন দাতার ব্যাবসা হবে না । আর ব্যাবসা না হলে,তারা ফেসবুকে টাকা ঢালবে না আর ফেসবুক টাকা না পেলে তারাও আপনাকে টাকা দিবে না।

৩. ফেসবুক এখন চায়, ক্রিয়েটররা “স্টারস,” সাবস্ক্রিপশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, ইন-স্ট্রিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে ইনকাম করুক। সরাসরি ইনসেনটিভ কমিয়ে তারা এইসব নতুন আয়-উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে।

৪.ফেসবুক AI-ভিত্তিক কনটেন্ট ডিসকভারি সিস্টেমে বিনিয়োগ করছে, যেখানে কনটেন্ট ভাইরাল হতে টাকা ইনসেনটিভের দরকার নেই। তারা মনে করে, ভালো কনটেন্ট অটোমেটিক্যালি বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাই বেশি টাকা খরচ করার দরকার নেই।
এজন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর করা মনে হয় না sustainable কোনো Solution.

৫. শুধুমাত্র ভিউসের পেছনে না দৌড়িয়ে ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র‍্যান্ডিং এর দিকে নজর দেয়া উচিৎ। তাহলে ভালো ব্র‍্যান্ড আপনার কাছে আসবে। আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দিবে।

৬. ফেসবুক এখন লং-ফর্ম কনটেন্ট (৩+ মিনিটের ভিডিও) বেশি প্রোমোট করছে কারণ এতে বিজ্ঞাপন বসানো যায়। তাই বলে হাবিজাবি কন্টেন্ট বানালে কিন্তু ব্র‍্যান্ড সেই ভিডিওতে Add Run করবে না।

৭. পার্সোনালিটি এর সাথে যায় এমন ব্র‍্যান্ডের সাথে কোলাবেরশন করতে পারেন।

৮ . ফেসবুক এখন ক্রিয়েটরদের সাবস্ক্রিপশন ফিচার ব্যবহার করতে উৎসাহিত করছে। তাই মানুষের কাজে আসে এমন কিছু এক্সক্লুসিভ কনটেন্ট দিন। তাহলে মানুষ টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে। আপনি মানুষকে ভ্যালু দিন তারা তার মূল্য দিবে।

৯. শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না। কে বা কারা আপনাকে ফলো করছে, তাদের কোয়ালিটির উপর নজর দিন।

🍃

13/05/2025

Alhamdulillah…🌟Content Monetization is back and running within sixteen hours.

13/05/2025

গতকাল Content Monetisation আমার মত অনেকেরই profile এবং page এ limited ও বন্ধ করে দিয়েছিল।
I was upset 😌

রসমলাই এর রস অনেক দারুন খেতে😍
13/05/2025

রসমলাই এর রস অনেক দারুন খেতে😍

দেশী কাকরোল আর চিংড়ির স্বাদটাই আলাদা!!🔥
10/05/2025

দেশী কাকরোল আর চিংড়ির স্বাদটাই আলাদা!!🔥

09/05/2025

যারা active আছেন আর original video বা post upload করেন তারা Content Monitization পেয়ে যাবেন!!

Address

Ley Street
Ilford
IG14DA

Telephone

+447939149344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabrin's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share