
08/09/2025
আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ আপুদের নিয়ে কিছু কথা বলি। বিনা কারেন নিজের ছবি আপলোড করেন। সোস্যাল মিডিয়া, টিকটকে,ফেইসবুকে, ইন্ট্রাগ্রামে, টুইটারে। কেন কি রকম জামা কিনেছেন সেটি গায়ে দিয়ে পিক তুলে আপলোড দেওয়া, শাড়ী পরে, চুড়ি পড়ে, বোরকা পরে, কোথাও ঘুরতে গেলে এগুলো করেন। সময় নষ্ট করেন মানুষকে দেখাতে আপনার জামাটা কত সুন্দর। আপনি সুন্দর না কালো ইত্যাদি। এক কথায় অহেতু কাজ এগুলো দুই চারটা লাইক ক্রমেন্ট এর জন্য যা শুরু করেন কী বলবো।
আপনার মতো আরবীদের মেয়েরাও আছে তারা কি আপনার মতো নারী নয়। DXN নামক একটা কোম্পানিতে পর্দায় রেখে বিজনেস করছে কত সুন্দর লাগছে দেখতে। আর বাংলাদেশের যত নারী আছে অহেতুক সময় কাটায় সোস্যাল মিডিয়াতে। বাংলাদেশে বেকারত্ব সমস্যার কারন আমরা নিজেরা দায়ী। কারন সময় থাকে আমাদের হাতে কিন্তু আমরা তা মূল্যায়ন করতে জানি না। আমি বলবো না আপনি DXN নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন। আরো অনেক সাইট আছে অহেতুক সময়টা কাজে লাগিয়ে আয় করার সুযোগ।
তবে নেটওয়ার্ক মার্কেটিং ফ্লাটফর্ম জগতে বিশ্বস্ত এবং সম্মানের সাথে যদি কোনো নারী নিজেকে ডেভলাপ করতে চায় তাহলে দ্বিতীয় আরেকটা ফ্লাটফর্ম নেই DXN ছাড়া । আরব দেশের নারীদের কী আমাদের মতো টাকার অভাব আছে মনে করেন। না। তারপরও তারা কেন DXN করে। কারন এখানে সম্মান, সুস্থতা, এবং ভবিষ্যত রয়েছে সেটা তারা বুঝে গেছে তাই তারা করে।
আপনি তো ভিডিও,পোষ্ট করে সময় নষ্ট করতে ব্যস্ত।
অনেকে তো পারছেনা টিকটকে, ফেইসবুকে কাপড় খুইলা ভিডিও করতে কী এক অবস্থা বাংলাদেশের নারীদের । একটা চুরি দুইটা কাজে ব্যবহার করা হয়।
ডাক্তার এর হাতে থাকলে মানুষকে নতুন জীবন দিতে সাহায্য করে থাকে। আর একজন ডাকাতের হাতে থাকলে মানুষ এর জীবন কেড়ে নেয়।
ঠিক তেমনি সোস্যাল মিডিয়াটা কেউ ভালো কাজে ব্যবহার করে আবার কেউ খারাপ কাজে।
#নারীর