লিলি'র গানের খাতা

লিলি'র গানের খাতা খালি কন্ঠে গান, ভ্রমন ও আড্ডা
(1)

Additional Informtion দেবার মত কিবা আছে তবে জীবনে বোকার মত অনেক স্বপ্ন দেখেছি। এখন তা প্রলপ বকার মত মনে হয়।

জীবনে একটা জিনিষ বুঝেছি আর তা হলো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই করা সম্ভব না।

ফেইসবুক বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। নিজেকে নিজের মত করে পাওয়া যায় ফেসবুকে! মনের খোরাগ মিটাতে ফেসবুকের কোনো জুড়ি নেই! একাকিত্ব মানুষকে মেরে ফেলে! ফেইসবুক হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবদের ফিরিয়ে দিয়েছে। এখন আর একা

মনে হয় না।

এছাড়া facebook মানুষের জীবিকা ধরণের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। চাকরি না পাওয়া, হতাশা থেকে বেঁচে আসার নাম facebook। নিজের শখের চাহিদা মিটাতে নারীদের একমাত্র মাধ্যম হতে পারে এই facebook। ফেইসবুককে খারাপ চোখে দেখার কোনো কারণ আমি দেখি না।

নিজের মত করে বাঁচতে শিখিয়েছে এই facebook, মরণ থেকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে! দেখিয়েছে নিজের ভিতর লুকিয়ে থাকা তালন্ত ফুটিয়ে তোলার!

সব মিলে চমৎকার!

02/10/2025

একটা বিড়ালের বাচ্চা নিয়ে এলাম মিশুকে দিবো বলে

05/09/2025

লাউ গাছে মাচা না দিয়ে এভাবে বাইয়া দিলে খুবই তাড়াতাড়ি লাউ আসবে। তাছাড়া জায়গা ও কম লাগবে।

31/08/2025
27/08/2025

আজ সকালে আমার ঝুনি আমার কাছে আসার জন্য খুব মেও মেও করছিলো! ওকে পরে আমি আমার আছে আসতে দেই

22/08/2025

অনেক দিন পর বিকেল বেলায় ঘর থেকে বের হলাম!

Address

181 Chester Road
Ilford
IG38PY

Alerts

Be the first to know and let us send you an email when লিলি'র গানের খাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিলি'র গানের খাতা:

Share