সত্য প্রকাশ-SOTTO PROKASH

সত্য প্রকাশ-SOTTO PROKASH পথচলা লক্ষ্য একটাই
“সত্যকে উন্মোচন করা।

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রত্যাহার হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পু...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রত্যাহার হয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। তার দেওয়া পোস্টের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দিনাজপুর সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের বিক্ষোভের মুখে বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়।

এর বিরুদ্ধে খোঁজখবর নেওয়া দরকার। নিষিদ্ধ ছাত্রলীগের কোন শাখায় কাজ করতো।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ অন্যান্য শহীদদের হত্যাকারী...
16/07/2025

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ অন্যান্য শহীদদের হত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা।

ইতিহাস ভুলে যায়—"স্বাধীনতা"র শত্রু কারা?১৯১৬ সালে ব্রিটেন ও ফ্রান্স গোপনে ষড়যন্ত্র করে উসমানীয় সাম্রাজ্যের ভূখণ্ড নিজেদে...
15/07/2025

ইতিহাস ভুলে যায়—"স্বাধীনতা"র শত্রু কারা?

১৯১৬ সালে ব্রিটেন ও ফ্রান্স গোপনে ষড়যন্ত্র করে উসমানীয় সাম্রাজ্যের ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

১৯৩৫ সালে ব্রিটেন, ফ্রান্স ও ইতালি গোপনে চুক্তি করে ফ্যাসিস্ট মুসোলিনিকে ইথিওপিয়া দখলের অনুমতি দেয়।

১৯৫৩ সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র গোপনে ইরানের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে।

তেমনি ১৯৫৩ সালেই ব্রিটেন ব্রিটিশ গায়ানার নির্বাচিত সরকারকে দমন করতে সেনা পাঠায়।

একই বছর যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গুয়াতেমালার বৈধ সরকারকে উৎখাত করে।

১৯৫৬ সালে ব্রিটেন সিরিয়ার জাতীয়তাবাদী সরকারকে হটাতে ষড়যন্ত্র করে।

সেই বছরই ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিশরের ওপর হামলা চালিয়ে সুয়েজ খালের দখল নেওয়ার চেষ্টা করে।

পরবর্তী কয়েক দশকে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স আরও বহু গণতান্ত্রিক সরকারকে গোপনে উৎখাত করেছে—হাজার হাজার মানুষের মৃত্যুর মাধ্যমে।

ইউক্রেন যুদ্ধ, সিরিয়া ধ্বংস, লিবিয়া-ইরাক আগ্রাসন, তাইওয়ান সংকট—এসবের আড়ালে তারাই প্রধান চালিকা শক্তি।

শুধু ব্রিটেন ১৯৪৫ সালের পর থেকে কমপক্ষে ৪২টি অবৈধ অভ্যুত্থানে জড়িত। তারা আইরিশ ক্যাথলিকদের হত্যা করতে প্রো-ব্রিটিশ সন্ত্রাসীদেরও অর্থ দিয়েছে।

তাই যখন তারা আমাদের বলে "রাশিয়া, ইরান আর চীন তোমার স্বাধীনতার শত্রু", তখন আগের ইতিহাসটা মনে রাখা জরুরী।

 ইতিহাসে প্রথমবারের মতো, ২০২৬ সাল থেকে সৌদি আরব বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত করতে যাচ্ছে।এই পদক্ষ...
13/07/2025



ইতিহাসে প্রথমবারের মতো, ২০২৬ সাল থেকে সৌদি আরব বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত করতে যাচ্ছে।

এই পদক্ষেপ দেশটির অর্থনীতি বহুমুখীকরণ ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

ইরানকে পরমাণু সক্ষমতাহীন দেখতে চান পুতিনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি এমন একটি পরমাণু চুক্তিকে সমর্থন ...
12/07/2025

ইরানকে পরমাণু সক্ষমতাহীন দেখতে চান পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি এমন একটি পরমাণু চুক্তিকে সমর্থন করেন যা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখবে।

এই অবস্থান তিনি ফোনে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানি কর্মকর্তা এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে।

ইসরায়েলকেও এ বিষয়ে অবহিত করেছে রাশিয়া। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, “আমরা নিশ্চিত পুতিন ইরানিদের এই কথাই বলেছেন।

ভারতীয় বিমান দুর্ঘটনায় পাইলটের ভুল: প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্যগত মাসে দুর্ঘটনার শিকার হওয়া এয়ার ইন্ডিয়া বিমানের দ...
12/07/2025

ভারতীয় বিমান দুর্ঘটনায় পাইলটের ভুল: প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গত মাসে দুর্ঘটনার শিকার হওয়া এয়ার ইন্ডিয়া বিমানের দুই ইঞ্জিনে জ্বালানির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল উড্ডয়নের কিছু মুহূর্ত পরই, এমনটাই জানিয়েছে Aircraft Accident Investigation Bureau (AAIB)-এর প্রাথমিক তদন্ত প্রতিবেদন।

🔹 তদন্তে যা পাওয়া গেছে:

AAIB জানিয়েছে, বিমানটির উভয় ইঞ্জিনের ফুয়েল সুইচ প্রায় এক সেকেন্ডের ব্যবধানে “RUN” থেকে “CUTOFF” অবস্থায় চলে যায়, যার ফলে ইঞ্জিন থেকে জোরালো ঠেলা (thrust) দ্রুত হ্রাস পায়।

মানে বিমানের জ্বালানির সুইচটি বন্ধ অফ করা হয়েছিলো।

🔹 পাইলটদের মধ্যে বিভ্রান্তি:

ককপিটের রেকর্ডিং বিশ্লেষণ করে দেখা যায়, এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন, “তুমি কেন ফুয়েল কেটে দিলে?”
জবাবে অন্য পাইলট বলেন, “আমি কিছুই করিনি।”

এই বিভ্রান্তির মধ্যেই একটি ইঞ্জিন সাময়িকভাবে চালু করা গেলেও, তা বিমানকে নিচে পতনের হাত থেকে রক্ষা করতে পারেনি।

এই প্রাথমিক প্রতিবেদনটি তদন্তের একটি অংশমাত্র এবং চূড়ান্ত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএনপি থেকে পদত্যাগপত্রআমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ...
12/07/2025

বিএনপি থেকে পদত্যাগপত্র

আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠী-২ (ঝালকাঠী-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।

আমি পাথর দিয়ে মানুষ হ*ত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই।গত ১৬ বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলতে চাই, দলীয় স্বার্থ নয়—দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক। কারণ এখনো অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই—আমি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো।

আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়—বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ়প্রতিজ্ঞ।

সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

✍️ ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী,
ঝালকাঠী ১(রাজাপুর- কাঠালিয়া)

12/07/2025

পাহাড় থেকে দলে দলে নামছে অস্ত্রধারী পিকেকে সদস্যরা

//পিকেকে অস্ত্র সমর্পণ শুরু: তুরস্ক বলছে ‘সন্ত্রাসমুক্ত ভবিষ্যতের দিকে মোড়’//আজ ইরাকের সুলায়মানিয়ায় পিকেকে (PKK) যোদ্...
11/07/2025

//পিকেকে অস্ত্র সমর্পণ শুরু: তুরস্ক বলছে ‘সন্ত্রাসমুক্ত ভবিষ্যতের দিকে মোড়’//

আজ ইরাকের সুলায়মানিয়ায় পিকেকে (PKK) যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করেছে। তুরস্ক এই ঘটনাকে "সহিংসতা বন্ধে একটি বাস্তব এবং স্বাগতযোগ্য পদক্ষেপ" বলে মন্তব্য করেছে, যা চল্লিশ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের দিকে একটি গুরুত্বপূর্ণ মোড়।

এই পদক্ষেপটি একটি পাঁচ-পর্যায়বিশিষ্ট শান্তি প্রক্রিয়ার অংশ, যার এখন চলছে তৃতীয় ধাপ: পূর্ণাঙ্গ ভাঙন ও সশস্ত্র বাহিনী বিলুপ্তি।

তুর্কি সরকার আবারও তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে—
🔹 অস্ত্র বিলুপ্তি
🔹 সম্প্রীতি
🔹 এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা।

জাতিসংঘের প্রতিনিধিকেও হুমকি দেওয়া থেকে ছাড়েনি দখলদার ইসরায়েলজাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশ...
11/07/2025

জাতিসংঘের প্রতিনিধিকেও হুমকি দেওয়া থেকে ছাড়েনি দখলদার ইসরায়েল

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজে বলেন:

🔹 “আমি প্রথম জাতিসংঘের প্রতিনিধি, যিনি হুমকি পেয়েছি, কারণ আমি আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছি—গাজায় যা ঘটছে, সে জন্য ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে।”

🔹 “আমি এখন আর ভয় পাই না, কারণ এটা আমার দায়িত্ব—বিশ্বের সামনে তুলে ধরা যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”

11/07/2025

তখন এগুলো মব ছিলনা, বরঞ্চ আজকে যারা "মব-মব" বলে আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ নেয় তারা সেদিন এই হামলার পক্ষে বৈধতা উৎপাদন করেছিল।

২০১৮ সালের ২২ জুলাই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালত চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস হামলায় রক্তাক্ত হয়েছিলেন। পুলিশি প্রহরায় এজলাস থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে তার গাড়িতে হামলা চালানো হয়। এ সময় কোর্ট চত্বরে থাকা পুলিশ অন্যদের মতো দর্শকের ভূমিকায় অবতীর্ণ ছিল। ৩০ মিনিটের তাণ্ডবে মাহমুদুর রহমানের শরীরের সর্বত্র আঘাতে ক্ষতের চিহ্ন ফুটে ওঠে। এত আঘাতের পরেও বলিষ্ঠ ও মানসিকভাবে সবল থেকে তিনি পরিস্থিতি মোকাবেলা করেছেন। ঘটনার সময় পুরো আদালত চত্বরে ত্রাস ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছিলেন।

রক্তাক্ত মাহমুদুর রহমান সেসময় সাংবাদিকদের বলেছিলেন, "আমাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি তাদের মোকাবেলা করে টিকে রয়েছি। আমি দেশের জন্য লড়াই করে মরবো। বাংলাদেশ ও ইসলামের জন্য জীবন দেবো। আমি মৃত্যুর মুখোমুখি। কুষ্টিয়ার কোর্ট ইন্সপেক্টর ও ম্যাজিস্ট্রেট আমাকে আদালত থেকে বের করে গুণ্ডাদের হাতে লেলিয়ে দিয়েছে।"

10/07/2025

“আমরা ইরান বা লেবানন নই, পাকিস্তানের বিপক্ষে দুঃসাহসিকতা হলে তার পরিণতি ভয়াবহ হবে”—পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

ইরানের পর পাকিস্তান টার্গেট হতে পারে—এমন আলোচনা নিয়ে মুখ খুলেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন,
পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। আমাদের বিপক্ষে এখনো কেউ দুঃসাহস দেখায়নি। যদি কেউ তা করে, তার পরিণতি ভয়াবহ হবে— সহ্যসীমার বাইরে চলে যাবে।

Address

Kensington

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্য প্রকাশ-SOTTO PROKASH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share