মুক্তকথা

মুক্তকথা মুক্তকথা মানুষকে জানতে চায় আর জানাতেও চায়?

প্রকৃতি, মানুষ ও তার আশ-পাশের খবর নিয়েই মুক্তকথার পথচলা। মুক্তকথা প্রকৃতি ও মানুষকে জানতে চায় আর জানাতে চায়। মানুষের দৈনন্দিন জীবনের চাওয়া-পাওয়া, আবেগ-অনুভুতি, সুখ-দুঃখ, অতীত আর বর্তমান নিয়েই মুক্তকথার বিপণন।

সৌদি আরবের প্রধান মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়খ ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে রিয়াদে নিজ বাসভবনে ...
24/09/2025

সৌদি আরবের প্রধান মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শায়খ ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে রিয়াদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি আরাফার মাঠে মসজিদে নামিরাতে হজের খুতবা দিয়েছিলেন। (জন্ম ৩০ নভেম্বর ১৯৪৩)

কারা এই দূর্বৃত্তের দল!এমনটি কি করে সম্ভব!চা শ্রমিকদের ১ কোটি টাকা নিয়ে উধাও‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থামৌলভীব...
21/09/2025

কারা এই দূর্বৃত্তের দল!
এমনটি কি করে সম্ভব!
চা শ্রমিকদের ১ কোটি টাকা নিয়ে উধাও
‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থা

মৌলভীবাজারের রাজনগরে ‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থার মাঠ কর্মীরা উপজেলার উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের ৩৫ চা শ্রমিকদের প্রায় এক কোটি টাকা নিয়েও উধাও হয়েছে।

টাকা উদ্ধার করতে বাগানের প্রায় ২ হাজার চা শ্রমিক কাজে না গিয়ে শুক্রবার সকাল থেকে বাগান ফ্যাক্টরির সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এসময় নিশান সোসাইটির মাঠ কর্মী উত্তরভাগ চা বাগান পঞ্চায়েতের সাবেক কোষাধ্যক্ষ দিপক কৈরি ও স্থানীয় মুন্সিবাজারের সোসাইটি অফিসার গবিন্দ্র কৈরি ধরে দ্রুত আইনের আওতায় এনে টাকা উদ্ধারের দাবী জানানো হয়।

চা শ্রমিক নেতা রুজিত আলী মানববন্ধনে আক্ষেপ করে বলেন, তার ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে ‘নিশান’ হঠাৎ করে উধাও হয়ে গেল।

তার মত চা শ্রমিক চন্দ্রজিৎ পাশি, লক্ষি কর্মকার, দুগামা নাইডু, রাম কুমারসহ মোট ৩৫ জন শ্রমিকদের গরু ছাগল বিক্রি করা দেড় দুই লাখ করে প্রায় ১ কোটি টাকা নিয়ে স্থানীয় মুন্সিবাজার কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছেন তারা। মানববন্ধনে সোসাইটির সাথে স্টাম্পিং করা চুক্তিনামা হাতে নিয়ে আজোরে কাঁন্নায় ভেঙ্গে পড়ছেন চা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন চা শ্রমিক নেতা চন্দ্রজিত পাশি, অধিক লাল পাশি, রুজিত আলী, মিনা বেগম, প্রফুল্ল গরহিত, সুমন গড়হিত, দুগামা নাইডু, লক্ষী কর্মকার সহ অনেকে।

এই জন-জনপদে…শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভাসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্...
21/09/2025

এই জন-জনপদে…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজ, কমলগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলঅ জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক পুষ্প কুমার কানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাংবাদিক নির্মল সিংহ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আলী রাজন ভূঁইয়া, পূজা ফ্রন্টের সদস্য সজল কৈরী, প্রত্যুষ সিংহ, পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি অপূর্ব নারায়ণ প্রমুখ।

সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৪২ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৫৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৪২টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।

“বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস”

“বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” উপলক্ষে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন এর আয়োজনে শ্রীমঙ্গল সরকারি কলেজ অডিটোরিয়ামে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সুধী জনের আলোচনা এবং শুমারী কর্মসূচী ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক একটি সচেতনতা মূলক কনসার্ট এর আয়োজন করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাফিজুর রহমান চৌধুরী তুহিন প্রমূখ।

‘অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন’ শ্রীমঙ্গল মুলতঃ আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ইতোমধ্যে ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার জেলা ব্যাপী শুমারী কার্যক্রম শুরু করেছে।

অধ্যায় মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর একটি জরিপ পরিচালনা করছে। এই জরিপের মূল বিষয় ছাত্র-ছাত্রীরা কোন ধরনের মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তা নির্নয় করা।

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোয়াবুর রহমান তবারক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিয়নের সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক জমসেদ আলী, সুহিত দেবরায়, সাংবাদিক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজকর্মী আনোয়ার খান প্রমুখ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়। বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।

সভার সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহমদ বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। আমাদের প্লাস্টিক ও পলিথিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং সবাইকে এবিষয়ে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।

চারণের গানের মিছিলে মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষা দিবসের শহীদদের স্মরণ

১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ ১৮ সেপ্টেম্বর’২৫ বৃহস্পতিবার চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজ শাখার অধিকার আদায়ে ‘গানের মিছিল’ করে শিক্ষা দিবসের শহীদদের স্মরণ করা হয়। দূপুর ১২:৩০টায় কলেজ শাখার আহ্বায়ক হিরণ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য রাজিব সূত্রধরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলেজ শাখার সদস্য সচিব অম্লান কান্তি ধর অর্ণব, সদস্য লাদেন আহমেদ প্রমুখ। কলেজ ক্যাম্পাস থেকে ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান গেয়ে কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

‘সবার জন্য শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা’, ‘শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন করা’, ‘এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন করা’ সহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে গানের মিছিল করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজের সদস্যরা।

শ্রীমঙ্গল নটরডেম স্কুলে সততা স্টোর ও বাস্কেটবল কোর্টের উদ্বোধন

শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজে আনন্দঘন, পবিত্র ও মহৎ উদ্যোগের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্থাপিত সততা স্টোর ও কলেজের বাস্কেটবল কোর্টের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান মালার। অনুষ্ঠান মালায় ছিল শপথ গ্রহণ, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ইত্যাদি।

ডিসপ্লে গ্রাউন্ডে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতকা উত্তোলন পর শিক্ষার্থীসহ উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।

নটর ডেম স্কুল এন্ড কলেজের শিক্ষক বিজয় ভট্টাচার্য ও শার্লিন বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সহ-সভাপতি এএনএম ওয়াহিদুজ্জামান, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সদস্য মোঃ কাওছার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠনের ছাত্র পরিচালক ফাদার বিকাশ কুজুর সিএসসি।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনার সভার পর প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে প্রথমে একাডেমি ভবনের তৃতীয় তলায় স্থাপিত “সততা স্টোর” শুভ উদ্বোধন করেন। এরপর ডিসপ্লে গ্রাউন্ডে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে বাস্কেটবল কোর্টের শুভ উদ্বোধন করা হয়।

সততা ষ্টোর স্থাপনের মূল লক্ষ্য, শিক্ষার্থীদের মাঝে আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস ও সততার বীজ বপন করা।

কে এই হতভাগ্য(!?)মাগুরছড়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ...
19/09/2025

কে এই হতভাগ্য(!?)
মাগুরছড়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ২৫ বছরের এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘরে ফেরা হলো না রংমিস্ত্রী সুমন মিয়ারটমটমের ধাক্কায় একজন রঙ মিস্ত্রি সুমন মিয়ার মৃত্যুমৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধা...
18/09/2025

ঘরে ফেরা হলো না রংমিস্ত্রী সুমন মিয়ার
টমটমের ধাক্কায় একজন রঙ মিস্ত্রি সুমন মিয়ার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কামুদপুর এলাকা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় কামুদপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখে টমটমের ধাক্কায় সুমন মিয়া(৩২) গুরুতর আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুমন মিয়া একজন রঙ মিস্ত্রি হিসাবে কামুদপুর গ্রামে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় টমটম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত একটায় নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মন্তাজ আলীর ছেলে। হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গুলজার আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, ঘটনা বিষয়ে কেউ অবগত করেনি।

বিলেতে বাঙ্গালী…সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যেরত্রয়োদশ বইমেলাগত ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার পূর্ব লন্ড...
17/09/2025

বিলেতে বাঙ্গালী…
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের
ত্রয়োদশ বইমেলা

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টি সেন্টারে শুরু হয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। ১৪ সেপ্টেম্বর অপরাহ্নে ২ ঘটিকায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামীম আজাদ, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো ইউন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস।

অনুষ্ঠানে বিলাতের খ্যাতিমান কবি ও ছড়াকার দিলু নাসেরকে ‘সাহিত্য পদক’, কবি আতাউর রহমান মিলাদকে ‘গুণিজন পদক’ এবং সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যজন স্মৃতি আজাদকে যৌথভাবে সংগঠনের ‘বেস্ট পারফর্মার পদক’কে ভূষিত করা হয়।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মেলার দ্বিতীয়পর্বে ছিল ‘সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন লেখক-গবেষক ও অনুবাদক প্রফেসর ড. সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধিক ও কথাশিল্পী সাগর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রফেসার জো উইন্টার, গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত এবং কবি মিলটন রহমান।

বিকেল ৫-৬টা পর্যন্ত ছিল ইংরেজ কবিদের কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন স্টিফেন ওয়াট্স, ডেভিট লি. মর্গান, অ্যামি ন্যালসন, রাপায়েল পি. ক্রুজ প্রমুখ।

সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত পঞ্চমপর্বে ছিল ‘পাণ্ডলিপি থেকে মঞ্চে’ শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে নতুন প্রজন্মের লেখক জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, কবি আহমদ হোসেন হেলাল, গীতিকবি মাহফুজা রহমান, কবি সাদেকা সিদ্দিকী জ্যোতি, কথাশিল্পী সাওদা মুমিন এবং কবি ও নাট্যকার এম. মোসাইদ খানের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ছিল কবিতা পাঠরে আসর ও আবৃত্তি।

এ বছর বাংলাদেশ থেকে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে ছিল – দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন এবং অভ্র। পুরো দিন মেলায় হল ভরতি বইপ্রেমি পাঠক-লেখকদের প্রাণবন্ত উৎসবমুখর উপস্থিতি ছিল। প্রথম দিনের বই বিক্রির তালিকায় শীর্ষে ছিল ইউনির্ভাসিটি প্রেস থেকে প্রকাশিত ফারুক আহমদের ‘সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল’ এবং ‘বিলাতে বাঙালি অভিবাসন’ গ্রন্থদ্বয়।

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে
লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন

বর্ষীয়ান সাংবাদিক-কলামিষ্ট বিভুরঞ্জন সরকার ও সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনহত্যার প্রতিবাদে লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন করেছে। বিগত ২৬ আগষ্ট ২০২৫ লন্ডন সময় সন্ধ্যা ৬ঘটিকায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাছ পাশা, সাংবাদিক জুয়েল রাজ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার ও সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের আহবানে সাড়া দিয়ে এই মানব বন্ধন অনুষ্টিত হয়।

সাংবাদিক জুয়েল রাজ ও সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্টিত মানব বন্ধনে সাংবাদিকরা এই দুই সাংবাদিকের হত্যা ও সাংবাদিক নির্যাতনের নিন্দা জানান। প্রেস সচিব শফিকুল আলমকে অপসারনের দাবী জানিয়ে সাংবাদিকগন বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়ে বলেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করুন।

প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর তাঁর লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকেউদ্ধার করা হয়। তাঁর মৃত্যু হত্যা না আত্মহত্যা এটি এখনো রহস্যময়। এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেকর্মরত সাংবাদিকরাও গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম বঞ্চনা-শোষণের শিকার হওয়ারকথা লিখছেন।

মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমকে লেখাসহ একটি ইমেইল পাঠিয়ে ‘নিখোঁজ’ হন বিভুরঞ্জন সরকার। তার‘জীবনের শেষ লেখায়’ নিজের দৈন্যদশাসহ আরও বেশকিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন তিনি।

মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক লন্ডনে বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টার বীরমুক্তিযোদ্ধা-সাংবাদিক আবু মুসা হাসান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লা, স্বদেশ বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা ফয়জুররহমান খান, সাংবাদিক সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক জুয়েল রাজ, আব্দুল বাছির, সাংবাদিক সুসান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সাংবাদিক সুয়েজ মিয়া, মানবাধিকার কর্মি পুস্পিতা গুপ্ত, কলামিষ্ট শাহ রুমি হক এবং কবি সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডবাজারে কিভাবে ঘটলো অগ্নিকাণ্ড!মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘট...
16/09/2025

বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাজারে কিভাবে ঘটলো অগ্নিকাণ্ড!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় আগুন লেগে একাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, জীবনের সব সঞ্চয় এক মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

অটোরিক্সা দুর্ঘটনা-ছিটকে পড়ে গিয়ে আহত হয়েপড়ে মারা যান দুই সন্তানের এক জননী মৌলবীবাজার জেলা সদর হাসপাতাল থেকে সিলেট ও...
16/09/2025

অটোরিক্সা দুর্ঘটনা-
ছিটকে পড়ে গিয়ে আহত হয়ে
পড়ে মারা যান দুই সন্তানের এক জননী

মৌলবীবাজার জেলা সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে মারা গেলেন দু’সন্তানের এক জননী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিএনজি অটোরিকশার সাথে পিক-আপ ভ্যানের সংঘর্ষে রোজিনা বেগম(৩৫) নামে ওই নারী(দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সিএনজি চালিত অটো রিকশায় ওই মায়ের সাথে কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল। তবে দৈবক্রমে তারা অক্ষত রয়েছে। নিহত রোজিনার স্বামী শ্রীমঙ্গল সিন্দুর খান রোড, খাসগাঁও এর বাসিন্দা সিদ্দিক মিয়া।

নিহতের ছোট ভাই হান্নান মিয়া জানান, আমার বোন তার স্বামীর বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ী কালাপুর শাওন ছড়ায় সিএনজি যোগে আসার পথে শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন এলাকায় সিএনজির চাকা ফেটে গিয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খায়। এতে বোন রোজিনা বেগম ছিটকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে। তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

পিবিআই-এর হাজতখানায় আসামীর মৃত্যু(?)মৌলভীবাজার পিবিআই’র হাজতখানায় দরজা গ্রিলে লুঙ্গি পেঁচিয়ে মোকাদ্দছ মিয়া (৪৯) নামে...
16/09/2025

পিবিআই-এর হাজতখানায় আসামীর মৃত্যু(?)
মৌলভীবাজার পিবিআই’র হাজতখানায় দরজা গ্রিলে লুঙ্গি পেঁচিয়ে মোকাদ্দছ মিয়া (৪৯) নামের এক আসামি আত্মহনন করেছেন। সোমবার ভোর পাঁচটার দিকে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই হাজত খানায় ঘটনাটি ঘটেছে বলে পিবিআই সূত্র জানায়।

মোকাদ্দছ আলী জেলার কমগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার পুত্র বলে জানা গেছে।

মৌলভীবাজার পিবিআই’র পুলিশ সুপার মোঃ জাফর হোসেন এ প্রতিবেদককে বলেন, কমলগঞ্জ উপজেলার নন্দগ্রামে গেল ৮ সেপ্টেম্বর লিটন মিয়া নামে একজনকে হত্যা করা হয়। এই মামলার তদন্তে অজ্ঞাত আসামী হিসাবে নিহত মোকদ্দছ আলীর নাম আসে। এতে তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

এই কারণে রোববার থানা থেকে পিবিআই’র হাজতে এনে রাখা হয়। ভোরে আমরা জানতে পারি, তিনি হাজতে পরনের লুঙ্গি খুলে দরজার গ্রীলের সাথে পেঁচিয়ে আত্মহনন করেছেন। বর্তমানে তালাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে রাখা হয়েছে। -ছবিখানা ফেইচবুক থেকে সংগৃহীত-সম্পাদক।

পিকআপসহ আটক ২অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধারশ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়ক থেকে অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ বোঝাই পিকআপসহ ২...
16/09/2025

পিকআপসহ আটক ২
অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার

শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়ক থেকে অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ বোঝাই পিকআপসহ ২ জন পাচারকারীকে আটক করে বনবিভাগ।

মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গতকার ১১ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ ঘটিকায় র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কর্তৃক মুঠোফোনে একটি অবৈধ কাঠ বোঝাই পিকআপ আটকের সংবাদ পাই।

তাৎক্ষনিক বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনা মোতাবেক স্টাফসহ শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালীয়া রোডে যাই। সেখানে মাতৃছায়া ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর র‍্যাব-৯, সিপিসি-২ এর সহায়তায় দুইজন লোকসহ কাঠ বোঝাই ঢাকামেট্রো ন-২১-৪৬০১ পিকআপ গাড়ি আটক করি।

কাঠের স্বপক্ষে বন বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অডিট কড়ই গোল ১২ টুকরায় মোট ৫১.০৫ ঘনফুট কাঠসহ পিকআকটি জব্দ করা হয়। এসময় অবৈধ কাঠ পাচারের অপরাধে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর নিবাসী আব্দুল গনি মিয়ার পুত্র মোঃ চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর পুত্র কবির মিয়া (৬২) কে আটক করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।

অবৈধ বালু উত্তোলন, মদসহ গ্রেপ্তার, নাগরিক সেবা সনদ নাই ও দীর্ঘ জলাবদ্ধতাঅবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের কার্যক্রমজ...
15/09/2025

অবৈধ বালু উত্তোলন, মদসহ গ্রেপ্তার, নাগরিক সেবা সনদ নাই ও দীর্ঘ জলাবদ্ধতা
অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম
জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন আশিদ্রোন ইউনিয়নের বালু মহাল পরিদর্শন করেন।

বুধবার(২৭ আগস্ট) বুধবার শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্ক্রমের অংশ হিসেবে আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসময় উপস্থিত থেকে প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করে।

এসময় উপস্থিত ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ ব্রিজের আশেপাশের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) স্পষ্ট করে সতর্ক করেন, এ নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং উপজেলা কর্মকর্তা মহোদয়ের পরামর্শ মোতাবেক আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জির টলারেন্স’। বালু নিয়ে সকল ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা এসব বরদাস্ত করবো না।

তিনি আরও বলেন, তবে এলাকাবাসীকেও এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এলাকাবাসীর যে কোন অভিযোগ আমরা আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পুলিশের অভিযানে ৪৬ বোতল মদসহ গ্রেফতার ১

শ্রীমঙ্গল হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাস্তায় বসানো চেকপোস্টে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী মদসহ মোঃ হাবিব উল্ল্যাহ (৩২)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃ আসামির পিতা-আজিম মোল্লা, সাং-হুগলিয়া, টিলাগাঁও, থানা-শ্রীমঙ্গল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর সাকিনা সিএনজি পাম্প সংলগ্ন কয়ছর হাজী মার্কেটের সামনে সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় (ক) ২৪ বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাজার ইজারাদারকে নাগরিক সেবা সনদ স্থাপনের নির্দেশ
বাজারে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারটি স্বাধীনতার পূর্ব থেকেই জেলার অন্যতম ব্যবসায়িক জোন হিসাবে পরিচিত। তবে বাজারটিতে ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা এবং কোন নাগরিক সেবা সনদ(সিটিজেন চার্টার) না টাঙ্গিয়ে ইচ্ছে মতো দৈনিক মুঠি আদায়সহ বাজার ইজারাদারের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানে নাগরিক সেবা সনদ(সিটিজেন চার্টার) স্থাপনে বাজার ইজারাদারকে বিজ্ঞপ্তি প্রেরন করেছেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক।
জানা যায়, শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, বিএএফ শাহীন কলেজ, রেলস্টেশন, পোস্ট অফিস, বাংলাদেশ ও ভারতের কৈলাশহরে আমদানী-রপ্তানী রুটসহ নানা কারনে কমলগঞ্জের জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজার। প্রতি বছর প্রায় অর্ধকোটি টাকায় বাজার ইজারা প্রদান করা হয় এবং ইজারার ১৫ শতাংশ টাকা বাজার উন্নয়নের কাজে বরাদ্ধ থাকে। তবে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদার এব্যাপারে কর্ণপাত করেনি। ভেতর বাজারের কাঁচাবাজারে শেড ঘরগুলোর নাজুক অবস্থা। বাজারের ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। বাজারটিতে হাজারো মানুষের সমাগম হলেও পয়নিস্কাশনের কোন সুব্যবস্থা নেই। বাজার ইজারাদার কোন সিটিজেন চার্টার না টাঙ্গিয়ে ইচ্ছেমতো মুঠি আদায় করছেন। ময়লা, আবর্জনা পরিস্কারেও কোন উদ্যোগ নেই।

মুঠি আদায় হয় কিন্তু কোন রশিদ দেয়া হয় না
বাজারের মাছ ও শুটকী ব্যবসায়ীরা বলেন, তারা দোকান প্রতি ২০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত দৈনিক মুঠি প্রদান করেন। তবে তাদের কোন রসিদ দেয়া হয়না। এভাবেই দীর্ঘদিন ধরে মুঠি দিয়ে তারা ব্যবসা করছেন। মৌসুমী ব্যবসায়ীরাও অভিযোগ করেন মুঠি আদায়ের নির্দিষ্ট তালিকা নেই। একবস্তা লেবু বিক্রি করলে তারা একশ’ টাকা মুঠি আদায় করে নেন। এটি ঠিক নয়।

স্থানীয় সমাজকর্মী এনামুল হক শামীম বলেন, বাজারে কোন নাগরিক সেবা সনদ নেই। ইজারাদার নিজের ইচ্ছেমতো মুঠি আদায় করে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে ১০টাকা মুটি আদায় করার কথা সেখানে ৫০ থেকে ৬০টাকা আদায় করা হচ্ছে।

এদিকে বাজার ইজারাদারকে বার বার মৌখিকভাবে তাগিদ দেয়ার পরও কোন নাগরিক সেবা সনদ স্থাপন না করায় গত ২ সেপ্টেম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনস্বার্থে সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানসমুহে নাগরিক সেবা সনদ স্থাপনে লিখিতভাবে অবহিত করেছেন।

তবে অভিযোগ বিষয়ে শমশেরনগর বাজার ইজারাদার মো. আশাই মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসকের লিখিত চিঠি পেয়ে গরু বাজারে সনদ স্থাপন করেছেন। অন্যান্য স্থানেও স্থাপন করা হবে। তবে কোন বাড়তি টাকা আদায় করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

এব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল হক বলেন, সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থান সমুহে নাগরিক সেবা সনদ স্থাপন করা না হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন

শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ পিজিসিবি জামে মসজিদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার কর্মকর্তাবৃন্দ আজ বুধবার সকালে এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়ছার হামিদ, উপ বিভাগীয় প্রকৌশলী আল আমিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মৌলভীবাজার জেলার যুগ্ম-সদস্য সচিব দেলোয়ার হোসেন; জাতীয় যুবশক্তি, মৌলভীবাজার জেলার সদস্য শেখ আহমদ নাঈম সাকিব ও আব্দুর রহমান সাদী; জাতীয় যুবশক্তি, শ্রীমঙ্গল উপজেলার সদস্য শরিফ আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, শ্রীমঙ্গল উপজেলার সদস্য মোঃ আরিফ বকস্।

এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ সৃষ্ট এই জলাবদ্ধতা সমস্যার সমাধানে আমরা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে একমত হয়েছি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তাকে অবগত করবেন। এ ব্যাপারে তাদের যা করণীয় তারা করবেন। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সচেতন এলাকাবাসীকে নিয়ে আমরা বসে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবো। এব্যাপারে তিনি এলাকাবাসীর সর্বাত্বক সহযোগিতা কামনা করছেন।

যোগাযোগ করা হলে অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী বলেন, বিষয়টি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর জন্য চরম দূর্ভোগের সৃষ্টি করেছে। আমরা এই বিষয়টি আমলে নিয়ে গত ২০২৪ সালের প্রথমার্ধে ভূরভূরিয়া ছড়া থেকে সুরমা ভ্যালী পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার ড্রেন নির্মাণের প্রকল্প ও বাজেট চূড়ান্ত করে অনুমোদনের জন্য আমার প্রধান কার্যালয়ে প্রেরণ করেছিলাম। কিন্তু দেশের পবিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পটি অনুমোদনের কাজ আর এগোয়নি নি। এই প্রকল্পটি অনুমোদনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীসহ পরিদর্শন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দূর্যোগপূর্ণ কিছু অংশে জরুরি ভিত্তিতে আপাতত একপাশে ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার। উপজেলা প্রশাসন ও এলাকাবাসীকে নিয়েই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির নীচু অংশে পানি জমে থাকে, ফলে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। প্রশাসনের এই সরেজমিন উদ্যোগের ফলে তারা দ্রুত সমস্যার সমাধান আশা করছেন।

একজন ইমামের যৌনহয়রানী, ১০বছরের কারাদণ্ডকারী শের মোহাম্মদ, বৃটেনের চেথাম শহরে একজন ধর্মীয় গুরু হিসেবেই পরিচিত ছিলেন। নি...
14/09/2025

একজন ইমামের যৌনহয়রানী, ১০বছরের কারাদণ্ড
কারী শের মোহাম্মদ, বৃটেনের চেথাম শহরে একজন ধর্মীয় গুরু হিসেবেই পরিচিত ছিলেন। নিউহামের এই প্রখ্যাত ধর্মীয় নেতা তার এ বিশ্বাসী পদমর্যাদাকে অপব্যবহার করে ৪জন কিশোরীকে যৌন হয়রানি করার অপরাধে সম্প্রতি জেল দণ্ডে দণ্ডিত হয়েছেন। উডফোর্ড, ফরেষ্টগেইট-এর এ কারী শের মোহাম্মদ কেন্ট শহরের চেথাম-এ একজন ইমাম হিসেবে কাজ করছিলেন। একজন ইমাম হিসেবে তার কর্মকালীন সময়ে তিনি মসজিদে তার দায়ীত্ব পালনকালীন অবস্থায় এক কিশোরীকে অশালীনভাবে গায়ে হাত দেন। ৬১ বছর বয়সের একজন বুড়োমানুষ ২০১৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত বারবার একই অপকর্ম করে যান। ২০১৮ সালে ক্ষতিগ্রস্থ ওই কিশোরী তার বিরুদ্ধে অভিযোগ আনার আগ পর্যন্ত তিনি বার বার এই অপকর্ম করে যান।

অভিযোগের পর ওই বছর এপ্রিল মাসে তাকে গ্রেপ্তার করা হয় এবং জবানবন্দী নেয়া হয়। কিন্তু ওই কিশোরীর সাথে ধর্মীয় নেতার এমন অপকীর্তির ঘটনা জানাজানি হলে কিশোরীর জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলবে এমন চিন্তা থেকে ওই সময় কারী শের মোহাম্মদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এর পরবর্তীতে মে ২০২২ ও ডিসেম্বর ২০২৩ সালে এই ইমাম আরও ৩টি কিশোরীর সাথে একই অপকর্ম করলে তাকে ডিসেম্বরের ১১ তারিখে আটক করা হয়। একটি কিশোরীকে যৌনভাবে হয়রানী করার অভিযোগে তাকে দায়ী করা হয় এবং পরে কেন্টারবারি ক্রাউন আদালতে তাকে ১৬টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ওই বছরের মার্চ মাসে।

তার এ বিকৃত কাজের কারণে(শুক্রবার, ১২ সেপ্টেম্বর) তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং তার মুক্তির পর ৫ বছরের যৌন ক্ষতি প্রতিরোধমূলক আদেশ মানার নির্দেশ দেয়া হয়েছে। (এটি একটি আদালতের আদেশ যা যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে দেওয়া হয়, যাতে জনগনকে যৌন ক্ষতি থেকে রক্ষা করা যায়। এই আদেশের মাধ্যমে ব্যক্তিকে নির্দিষ্ট কিছু আচরণবিধি মেনে চলতে বাধ্য করা হয়, যেমন ইন্টারনেটের ব্যবহার সীমিত করা ইত্যাদি।)

কেন্ট-এর গোয়েন্দা পুলিশ কনর মিডিলটন বলেন, এই মানুষটি এমন এক জনগুরুত্বপূর্ণ দায়ীত্বে ছিলেন যখন ভয়াবহ অপরাধ সংগঠিত হয়। এরূপ একজন মানুষের এমন কুরুচীপূর্ণ অপরাধ কর্মবিষয়কে জনসমক্ষে নিয়ে আসার ব্যাপারে এই কিশোরীরা অগাধ সাহস দেখিয়েছে যার জন্য আমি তাদের ও তাদের পরিবারের প্রশংসা করি। [খবরটি ১২ সেপ্টেম্বর ২০২৫ এর “মাই লন্ডন” অন্তর্জাল থেকে সংগৃহীত]

Address

গির্জাপাড়া
London Borough Of Hackney
৩২০০

Opening Hours

Monday 1pm - 6pm
Tuesday 12pm - 6pm
Thursday 1pm - 6pm
Friday 12pm - 6pm
Saturday 12pm - 4pm
3pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category