London বাংলা News

London বাংলা News আর নিউজ সত্যের সন্ধানে সব সময়

25/09/2025

নির্বাহী মেয়রের সাথে ইস্ট লন্ডন মসজিদের বৈঠক :

পরিবেশ রক্ষায় ও সামাজিক নানা ইস্যুতে ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা

ভ্যাপ শপ কমিয়ে আনাতে কাউন্সিলের ভূমিকার চাইলেন ইমাম আব্দুল কাইয়ুম

টাওয়ার হ‍্যামলেটসের নির্বাহী মেয়রের অফিসে, মেয়র এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সাথে ইস্ট লন্ডন মসজিদের ইমাম এবং শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ রক্ষা, রিসাইক্লিন, কমিউনিটি সেফটি এবং সামাজিক নানা ইস্যুতে মসজিদ তথা ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরো বেশি কার্যকর ভূমিকা আশা করা হয়। মেয়ের ইন্টারফেইথ
ফোরামের সাথে সমান বৈঠক আয়োজনের আশাবাদের কথাও জানান।

ইমাম শায়েখ আব্দুল কাইয়ুম নানা বিষয়ে পরামর্শমূলক মন্তব্য করেন এবং বিশেষ করে বিভিন্ন এলাকায় অত্যাধিক সংখ্যক ভ্যাপ শপ বন্ধে অথবা কমিয়ে আনার ক্ষেত্রে কাউন্সিলের ভূমিকা আশা করেন।

22/09/2025

ব্রিক লেন-বাংলা টাউন
কারী ফেস্টিভ্যাল সফল হাজার হাজার মানুষের পদচারণা

-----------------
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনদিন ব্যাপী আয়োজিত ব্রিক লেন কারী ফেস্টিভ্যাল শুরু হয় ১৯ সেপ্টেম্বর, এবং ২১ সেপ্টেম্বর রবিবার ছিল উৎসবের মুল দিন। উৎসবটি লন্ডনজুড়ে শত সহস্র মানুষকে আকৃষ্ট করে এবং বাংলা টাউনের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্যকে নতুনভাবে তুলে ধরে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,

“এই কারি ফেস্টিভ্যাল আমাদের ইতিহাস, স্বাদ এবং কমিউনিটির বৈচিত্র্যের উদযাপন। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত রাখতে কাউন্সিল সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম রেস্টুরেন্ট মালিক ও শেফদের উদ্দেশে বলেন, “ আপনারা বাংলাদেশের উৎকৃষ্ট মানের মশলা ব্যবহার করলে শুধু স্বাদের মানই বাড়বে না, বরং বাংলাদেশের কৃষক ও উৎপাদকরাও উপকৃত হবেন।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক‍্যাবিননেট মেম্বার আবু তালহা চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত রক্তব‍্য রাখেন বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলজার খান, বিসিএ প্রেসিডেন্ট ওসি খান এবিই, কালচার ক্যাবিননেট মেম্বার কামরুল হাসান, বৃকলেন বিয়ষক বই লেখক দিনা বেগমসহ আরো অনেকে।

ফেস্টিভ্যাল চলাকালে অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে বিশেষ অফার এবং ভিন্নধর্মী মেনু উপভোগ করেছেন সবাই। ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা।

স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি ছিল অর্থনৈতিক সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

20/09/2025

Today marks a proud and historic day for Tower Hamlets.

I had the honour of officially unveiling the plaque at our new Town Hall, which restores the 250-year-old former Royal London Hospital and returns this landmark to the people as a public space.

This transformation reflects our borough’s rich history, diverse community and exciting future.

From a hospital that served generations, to a Town Hall that will serve generations to come – this is truly a milestone moment.

https://facebook.com/LutfurrahmanTH/videos/818313590542808/

19/09/2025

এই মৌলানার কি শাস্তি হয়া উচিত বলে আপনারা মনে করেন
এই সকল ভন্ড লেবাসধারীদের থেকে নিজ সন্তানকে হেফাজত করুন।

19/09/2025
18/09/2025

Rally for Bangladesh ( রেলি ফর বাংলাদেশ ) বক্তব্য রাখেন
যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ওসিলেটের মেয়র আনোয়ারুজামান চৌধুরী

Address

London Borough Of Islington

Alerts

Be the first to know and let us send you an email when London বাংলা News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category