28/02/2025
আফগানিস্তানে ৩ টা হাই পারফরম্যান্স সেন্টার আছে৷ কাবুল, কান্দাহার আর জালালাবাদে৷ আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান টা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশে হাই পারফরম্যান্স সেন্টার? একটাও নাই। বিসিবি একাডেমী নামে পরিচিত একটা হোস্টেল আছে৷
আফগানিস্তানে বছরে ৭ টা ওয়ানডে'র ঘরোয়া টুর্নামেন্ট হয়৷ হ্যা, ভুল শোনেন নাই, ৭ টা৷ ৬ টা সিনিয়র পর্যায়ে, ১ টা অনুর্ধ্ব ১৯ পর্যায়ে৷ আমাদের হয় শুধু ঢাকা প্রিমিয়ার লিগ।
এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদের ক্রিকেটটা ঢাকার ক্লাব কেন্দ্রিক, আফগানিস্তানের ক্রিকেট ৩২ টা প্রদেশ কেন্দ্রিক, যেই ৩২ টা প্রদেশ মূলত ৫ টা অঞ্চলে বিভক্ত৷ ২০২৩ সালে আরো দুটো অঞ্চল বাড়ানো হয়েছে৷ আর ক্লাব ক্রিকেটের কথা বলবো? তাদের ক্লাব ক্রিকেটে ৫৩৮ টা ক্লাব ও ৮০০০ ক্রিকেটার নিবন্ধন করেছিল শুধু ২০২২ সালে। ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটা অংশ মাত্র।
আফগানিস্তানে ৩২ টা প্রদেশে ৩২ টা খেলার মাঠ আছে পিচ এবং আউটফিল্ড সম্বলিত , সেই সাথে আছে ৭ টা অঞ্চলে ৭ টা স্টেডিয়াম৷ এই স্টেডিয়াম গুলো তৈরী করে দিয়েছে ভারত, ইউএসএআইডি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি।
বিষয়টা স্টেডিয়ামে না, বিষয়টা ওই ৩২ টা ক্রিকেট মাঠে৷ তারা ৩২ টা স্টেডিয়াম বানায় নাই, বানিয়েছে ৩২ টা মাঠ৷ যেখানে ভালো পিচ আর আউটফিল্ড থাকবে৷ আমাদের দেশে আমরা বানাতে চাই স্টেডিয়াম, যাতে বরাদ্দকৃত দোকানের ব্যাবসা জমে৷ এতে স্টেডিয়াম তৈরীতে সময় লাগে ৩-৪ বছর৷ ওরা এটা করেনি৷ ৭ টা জোনে ৭ টা স্টেডিয়াম করেছে, কিন্তু ৩২ টা প্রদেশে ৩২ টা মাঠ করেছে৷ এই মাঠগুলোতে প্রতিটা প্রদেশের ৩ ফরম্যাটের আলাদা লিগ চলে৷ প্রতি প্রদেশের জয়ী ২ দল উঠে যায় জোনাল কম্পিটিশনে৷ এভাবে ৭ টা ওয়ানডে, ২ টা টেস্ট, ৩ টা টি-২০ কম্পিটিশন হয় বছরে৷
যদি ভেবে থাকেন রশিদ খান, নবীরাই শুধু এগুলোর অংশীদার, তাইলে ভুল৷ রশিদ খানরা আফগানিস্তানে থাকেনই না৷ তাদেরকে রাখা হয় দুবাইতে৷ টপ টায়ারের ২৪ ক্রিকেটারকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে দুবাইতে আবাসনের ব্যাবস্থা করে দেয়া৷ এত আয়োজনের কথা বললাম সেগুলো রশিদ খানদের জন্য নয়, একদম রুট ক্রিকেটারদের জন্য৷ একারণেই তাদের ৩য় জেনারেশনে গাজানফার, নুরদের মত ক্রিকেটার উঠে আসছে৷ সামনে আরো আসবে।
ওদের বেতনের সিস্টেম বলি৷ ওদের বেতন পেতে গেলে ১০০ পয়েন্ট পেতে হয়৷ সেই ১০০ পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশন সহ কিছু পেরিমিটার সেট করা৷
এই বিষয়গুলো নিয়ে অনফিল্ডের পর্দায় আজই ডিটেইল ভিডিও আসবে৷ আগেও ছিল, অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই৷ আগের পয়েন্টগুলোর সাথে কিছু পয়েন্ট আজ বুলবুল ভাই আমাকে ব্রিফ করলেন৷
আফগানদের হাই পারফরম্যান্স সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই এর করা। হ্যা, আমাদের বুলবুল ভাই এর৷ উনি আইসিসি কাঁপাইতেসেন। এই আইডিয়াগুলো কি তার কাছ থেকে আমরা কখনো সসম্মানে জানতে চেয়েছি?
-আবিদ হোসেন
Copied Syed Abid Hussain Sami