Explore with Rezaul

Explore with Rezaul প্রচুর ভ্রমন করুন, সুস্থ থাকুন
🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🇨🇮🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🇮🇳🇧🇩

Never give up hope!Indeed, Allah is the best planner.
04/03/2025

Never give up hope!
Indeed, Allah is the best planner.

আফগানিস্তানে ৩ টা হাই পারফরম্যান্স সেন্টার আছে৷ কাবুল, কান্দাহার আর জালালাবাদে৷ আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভে...
28/02/2025

আফগানিস্তানে ৩ টা হাই পারফরম্যান্স সেন্টার আছে৷ কাবুল, কান্দাহার আর জালালাবাদে৷ আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান টা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশে হাই পারফরম্যান্স সেন্টার? একটাও নাই। বিসিবি একাডেমী নামে পরিচিত একটা হোস্টেল আছে৷

আফগানিস্তানে বছরে ৭ টা ওয়ানডে'র ঘরোয়া টুর্নামেন্ট হয়৷ হ্যা, ভুল শোনেন নাই, ৭ টা৷ ৬ টা সিনিয়র পর্যায়ে, ১ টা অনুর্ধ্ব ১৯ পর্যায়ে৷ আমাদের হয় শুধু ঢাকা প্রিমিয়ার লিগ।

এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদের ক্রিকেটটা ঢাকার ক্লাব কেন্দ্রিক, আফগানিস্তানের ক্রিকেট ৩২ টা প্রদেশ কেন্দ্রিক, যেই ৩২ টা প্রদেশ মূলত ৫ টা অঞ্চলে বিভক্ত৷ ২০২৩ সালে আরো দুটো অঞ্চল বাড়ানো হয়েছে৷ আর ক্লাব ক্রিকেটের কথা বলবো? তাদের ক্লাব ক্রিকেটে ৫৩৮ টা ক্লাব ও ৮০০০ ক্রিকেটার নিবন্ধন করেছিল শুধু ২০২২ সালে। ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটা অংশ মাত্র।

আফগানিস্তানে ৩২ টা প্রদেশে ৩২ টা খেলার মাঠ আছে পিচ এবং আউটফিল্ড সম্বলিত , সেই সাথে আছে ৭ টা অঞ্চলে ৭ টা স্টেডিয়াম৷ এই স্টেডিয়াম গুলো তৈরী করে দিয়েছে ভারত, ইউএসএআইডি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি।

বিষয়টা স্টেডিয়ামে না, বিষয়টা ওই ৩২ টা ক্রিকেট মাঠে৷ তারা ৩২ টা স্টেডিয়াম বানায় নাই, বানিয়েছে ৩২ টা মাঠ৷ যেখানে ভালো পিচ আর আউটফিল্ড থাকবে৷ আমাদের দেশে আমরা বানাতে চাই স্টেডিয়াম, যাতে বরাদ্দকৃত দোকানের ব্যাবসা জমে৷ এতে স্টেডিয়াম তৈরীতে সময় লাগে ৩-৪ বছর৷ ওরা এটা করেনি৷ ৭ টা জোনে ৭ টা স্টেডিয়াম করেছে, কিন্তু ৩২ টা প্রদেশে ৩২ টা মাঠ করেছে৷ এই মাঠগুলোতে প্রতিটা প্রদেশের ৩ ফরম্যাটের আলাদা লিগ চলে৷ প্রতি প্রদেশের জয়ী ২ দল উঠে যায় জোনাল কম্পিটিশনে৷ এভাবে ৭ টা ওয়ানডে, ২ টা টেস্ট, ৩ টা টি-২০ কম্পিটিশন হয় বছরে৷

যদি ভেবে থাকেন রশিদ খান, নবীরাই শুধু এগুলোর অংশীদার, তাইলে ভুল৷ রশিদ খানরা আফগানিস্তানে থাকেনই না৷ তাদেরকে রাখা হয় দুবাইতে৷ টপ টায়ারের ২৪ ক্রিকেটারকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে দুবাইতে আবাসনের ব্যাবস্থা করে দেয়া৷ এত আয়োজনের কথা বললাম সেগুলো রশিদ খানদের জন্য নয়, একদম রুট ক্রিকেটারদের জন্য৷ একারণেই তাদের ৩য় জেনারেশনে গাজানফার, নুরদের মত ক্রিকেটার উঠে আসছে৷ সামনে আরো আসবে।

ওদের বেতনের সিস্টেম বলি৷ ওদের বেতন পেতে গেলে ১০০ পয়েন্ট পেতে হয়৷ সেই ১০০ পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশন সহ কিছু পেরিমিটার সেট করা৷

এই বিষয়গুলো নিয়ে অনফিল্ডের পর্দায় আজই ডিটেইল ভিডিও আসবে৷ আগেও ছিল, অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই৷ আগের পয়েন্টগুলোর সাথে কিছু পয়েন্ট আজ বুলবুল ভাই আমাকে ব্রিফ করলেন৷

আফগানদের হাই পারফরম্যান্স সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই এর করা। হ্যা, আমাদের বুলবুল ভাই এর৷ উনি আইসিসি কাঁপাইতেসেন। এই আইডিয়াগুলো কি তার কাছ থেকে আমরা কখনো সসম্মানে জানতে চেয়েছি?

-আবিদ হোসেন
Copied Syed Abid Hussain Sami

20/02/2025

বাংলাদেশের 🇧🇩 ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেক আগেই কমে গেছে। তবে এখনো বড় ম্যাচগুলোর আগে প্রত্যাশা রাখি দল ভালো করবে। কিন্তু কাল রাতে তাদের বিরিয়ানি-কোক পার্টির স্ক্রিনশর্ট দেখে ভাবলাম, এদের খেলা এক সেকেন্ড দেখা মানেও নিজের পাপ বাড়ানো। বিন্দুমাত্র প্রোফেসনালিজম এদের ভিতর থাকলে এরা খেলার আগের রাতে এরকম নির্লজ্জের মতো অস্বাস্থ্যকর খাবার খেয়ে স্টোরি দিতো না। তারা আবার ম্যাচ হেরে অদ্ভুত সব লজিক দিবে। সতেরো কোটি মানুষের কথা বাদ দিন, দেশের জার্সির প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ থাকলে তারা তাদের কাজের প্রতি মনোযোগী হতো।

ফুটবলার সাকার একটা ইন্টারভিউয়ে দেখেছিলাম, তাকে টেস্ট করানো হচ্ছিলো কোন চকোলেট বেটার। সে খুবই ছোট্র এক বাইট নিয়ে বলেছিলো,আমি আর পারবোনা কারণ এক সাপ্তাহ পর আমার খেলা আছে। এটাকে বলে প্রোফেসনালিজম,এক সাপ্তাহ আগেও সে ছোট্র একটা চকোলেট পুরোটা খেতে রাজি নয়। জার্সির প্রতি, ক্লাবের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি এরা শ্রদ্ধাশীল। তাই তারা আমাদের ধোরা ছোঁয়ার অনেক বাহিরে....
Copied Sheikh Redwan Hussain
Bangladesh Cricket : The Tigers

"আল্লহুম্মা ইন্নি - আ'উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি   ওয়া আউযুবিকা মিন গাল...
16/02/2025

"আল্লহুম্মা ইন্নি - আ'উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ্দাইনি ওয়া ক্বাহরির রিজাল।"
অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।”আমিন

11/02/2025

যত বয়স বাড়তেছে তত মেশিন হয়ে যাচ্ছি, অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে যন্ত্রের মত, তাইতো সুযোগ পেয়ে বসে পরলাম বাদ্যযন্ত্র বাজাতে|…||

Council of Bangladeshis in Scotland
10/02/2025

Council of Bangladeshis in Scotland

Address

London Borough Of Islington

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Rezaul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share