Voice Of MBA

Voice Of MBA Personal blog & Digital creators
(4)

স্বৈরাচারী হাসিনার নির্দেশেই ২৪ শের জুলাই অগাস্ট হত‍্যা কান্ড হয় ‘বিবিসি’ ২৪শের গণঅভ্যুত্থানে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অ...
09/07/2025

স্বৈরাচারী হাসিনার নির্দেশেই ২৪ শের জুলাই অগাস্ট হত‍্যা কান্ড হয় ‘বিবিসি’
২৪শের গণঅভ্যুত্থানে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি নিজেই বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
আজ বুধবার (৯ জুলাই) ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই।
ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেলো বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন।
বিবিসি'র যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে "প্রাণঘাতী অস্ত্র ব্যবহার" করার অনুমতি দিয়েছেন এবং "তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করবে"।
অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।
ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত ১৮ই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন।

বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছে।

ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিংজুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি।

তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি।

বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, "রেকর্ডিংগুলো তার (শেখ হাসিনার) ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে ।

08/07/2025

আবারও ইরানের উপর হামলা শুরু করতে পারে ইজরায়েল ও আমেরিকা !! #ইরান #ইজরায়িল #ঢাকা #বাংলাদেশ #বাংলা #খবরআজকের #আজকেরখবর #সর্বশেষ

07/07/2025

পরমাণু অস্ত্রের কথা ফাঁস করে কি ভাবে একজন ইজরায়েলি ধরা পড়ল মোসাদের হাতে !! #ইজরায়িল #ঢাকা #বাংলাদেশ #বাংলা #ইরান #মোসাদ #খবরআজকের

06/07/2025

যুদ্ধের সময় ইরানের ক্ষমতা দখলের পাঁয়তারা করেছিল রেজা পাহলভি !! সর্বশেষ অবস্থা হাসিনারমত!! #ঢাকা #বাংলাদেশ #ইরান #ইজরায়িল #বাংলা

*আমরিকার আবার ও ইরানের উপর আক্রমণ* জুনে ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই স...
04/07/2025

*আমরিকার আবার ও ইরানের উপর আক্রমণ*

জুনে ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে বসেছিল যুক্তরাষ্ট্রও।আবার যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাতেই কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে, ইরানকে নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে এখনও চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ইরানের ওপর আবারও এক আঘাত হেনেছে ট্রাম্প সরকার; তবে এবারের আঘাতটা বাণিজ্যের উপর।

ইরানের তেল নির্ভর বাণিজ্যকে ধাক্কা দিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন অর্থমন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত গোষ্ঠীর ওপর। খবর রয়টার্সের।
নিষেধাজ্ঞা জারির পরপরই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের ওপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসকগোষ্ঠীর অস্থিতিশীলতা সৃষ্টিকারী কার্যক্রমে অর্থায়নে ব্যাঘাত ঘটানো হবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে। এতে জড়িত আছে ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। ওই ব্যক্তি অন্তত ২০২০ সাল থেকে এই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে।
বেসেন্টের কার্যালয় থেকে আরও বলা হয়, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসেবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা দেশের কাছে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করা এবং মধ্যপ্রাচ্য জুড়ে সশস্ত্রগোষ্ঠীর জন্য তেহরানের অর্থায়ন বন্ধ করতে দেশটির ওপর আগে থেকেই একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে মার্কিন প্রশাসন।
গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, জ্বালানি তেল বিক্রির গোপন চক্রের মাধ্যমে বছরে অন্তত একশ কোটি মার্কিন ডলার আয় করছে ইরান। এমনকি, ২০২২ সাল থেকে ইরাকে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও ফুলেফেঁপে উঠেছে।
নতুন আদেশে কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এগুলো গোপনে ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। এতে করে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের (গোপনে তেল বহনে নিযুক্ত নৌবহর) ওপর চাপ আরও বাড়ল।
তা ছাড়া, তেহরান সমর্থিত হিজবুল্লাহর নিয়ন্ত্রাণাধীন আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ওই ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেন করেগোপনে সহায়তা করেছে হিজবুল্লাহকে।

এ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মার্কিন ভূখণ্ডে থাকা সম্পদ জব্দ করতে পারবে দেশটির প্রশাসন। এ ছাড়া, তাদের সঙ্গে মার্কিনিরা কোনও ব্যবসা করতে পারবে না ।

01/07/2025

বাংলাদেশর ইতিহাসের সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করল চট্টগ্রাম বন্দর !! #বাংলাদেশ #ঢাকা #বিএনপি #খালেদা

01/07/2025

বেগম খালেদা জিয়া ই কি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি ? #ঢাকা। #বাংলাদেশ। #খালেদা #খালেদা_জিয়া #বিএনপি

ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত !!!  ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বল...
27/06/2025

ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত !!!
ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন,উভয়পক্ষের লাভজনক সংলাপের অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ইন্ডয়া। তিনি বলেন, আমরা গঙ্গাসহ একে অপরের সঙ্গে ৫৪টি নদীর পানি ভাগাভাগি করি। এসব বিষয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ন্যায়বিচার, সমমর্যাদা এবং পারস্পরিক চাওয়ার ভিত্তিতেই ইন্ডিয়াতে সংশোধিত বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব বিষয়ের সমাধানের অপেক্ষায় রয়েছে ইন্ডিয়া। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বহুবার গঠনমূলক বৈঠকে আলোচনা করেছি, এমনকি সচিব পর্যায়েও।

ভারতের র’ এর এজেন্টরা এখনও কর্মরত আছেন সেনাদফতরে !!!  গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে ভারতীয় র’ এর অস্বাভাবিক ...
26/06/2025

ভারতের র’ এর এজেন্টরা এখনও কর্মরত আছেন সেনাদফতরে !!! গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে ভারতীয় র’ এর অস্বাভাবিক প্রভাব ছিল সার্বক্ষণিক আলোচনার বিষয়। হাসিনার এই সরকার ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভারতঘনিষ্ঠ। সম্প্রতি অন্তবর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে আসে দেশের অভ্যন্তরে শুধু রাজনীতি নয় বরং সশস্ত্র বাহিনীতেও ছিল ভারতীয় প্রভাব। এমনকি সামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়েও ছিল তাদের আলাদা রোম। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সশস্ত্র বাহিনী পরিচালিত ‘মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’তে (এমআইএসটি) এখনো ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিযুক্ত থাকার বিষয়টি।

সামরিক এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে দেখা যায় এত ভারতবিরোধী সমালোচনা এবং আশঙ্কার পরও সেখানে এখনো কর্মরত আছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার ঝুঁকি অনুভব করছেন দেশের সচেতন নাগরিকরা।

এমআইএসটির ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে এখনো কর্মরত আছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দর চ্যাটার্জি। একই বিভাগে ইন্সট্রাক্টর ক্লাস-বি হিসেবে এখনো আছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপি কৃষ্ণ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়েক ও গ্রুপ ক্যাপ্টেন এ এন সোমান্না। এর আগে বিভাগটিতে বিদেশী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ এল গোলানী ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান।

Source: বিডিটুডে.নেট

পাহাড়ের গোপন সব সুড়ঙ্গ থেকে  মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মিসাইল গুলো ছোড়ার পরই আবার মিসাইল বহনকারী যান টানেলের ভিতর...
23/06/2025

পাহাড়ের গোপন সব সুড়ঙ্গ থেকে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মিসাইল গুলো ছোড়ার পরই আবার মিসাইল বহনকারী যান টানেলের ভিতরে প্রবেশ করে। সম্প্রতি সামাজিক মাধ্যমজুড়ে ভাইরাল হয়েছে ইরানের মিসাইল ছোড়ার এমন বেশ কিছু ছবি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি এর আগে একাধিকবার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে জানিয়েছে, তাদের দেশজুড়ে রয়েছে শতাধিক ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি যা সাধারণ পাহাড় বা মরুভূমির নিচে লুকিয়ে রাখা হয়েছে। এসব স্থাপনাকে তারা ‘মিসাইল শহর’ও বলে থাকে। ইরান মিসাইল ঘাঁটিগুলো এমনভাবে তৈরি করেছে যাতে করে শত্রু পক্ষ কোন হামলা করলে তারা দ্রুত পাল্টা হামলা চালাতে পারে। আর সুরক্ষার জন্য এসব ঘাঁটির উপরের আবরণ এতটাই নিরাপদভাবে বানানো হয়েছে যে স্বাভাবিকভাবে কেউ বুঝতেই পারবে না এখানে কোন মিসাইল ঘাঁটি রয়েছে।

সম্প্রতি ইরানের চালানো এসব ক্ষেপণাস্ত্র হামলা খোরামশাহ, ফার্স ও কেরমানশাহ প্রদেশের গোপন টানেল ঘাঁটি থেকে করা হয়েছে বলেও জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব গোপন সুড়ঙ্গ ইরানের সামরিক কৌশলে একটি মৌলিক পরিবর্তন এনেছে। ভূগর্ভস্থ টানেলের ভেতরে মোতায়েন রয়েছে মোবাইল মিসাইল লঞ্চার, যা সহজেই স্থান পরিবর্তন করে আঘাত হানতে সক্ষম।

Address

466
London Colney
E1W3DR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of MBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share