
12/10/2025
জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্কানথর্প বাংলাদেশী কমিউনিটির মিলন মেলা সম্পন্ন
……………………………………………………
নুরুল আমিন : ১২ই অক্টোবর রোজ রবিবার স্কানথর্প কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কানথর্প বাংলাদেশী কমিউনিটি গেট টুগেদার ২০২৫। জনপ্রিয় উপস্থাপক নুরুল আমিন তারেক, ফখরুল হুসাইন ও শাফিউল ইসলাম ফয়সল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন ম্যানচেস্টার এর এসিস্ট্যান্ট হাইকমিশনার জুবায়েদ হুসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ খান এমবিই(ডেপুটি লোট্যানান্ট এন্ড এন্টারপ্রাইজ ডাইরেক্টর), কাউন্সিলর মাসুক আলী(সাবেক ডেপুটি মেয়র, নর্থ লিংকনশায়ার কাউন্সিল), আনোয়ার আলী ওবিই (ফেলো সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকে), নর্থ ইংল্যান্ড টিভি জার্নালিস্ট এর সভাপতি এমজি কিবরিয়া, মাসুকুল হক (অপারেটর সানডিস্ক এন্ড ডাটা সেন্টার প্লাস), গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড এর সভাপতি এমদাদ হোসেন টিপু, মাসুক আহমেদ( সেক্রেটারি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ) বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপারসন আব্দুল খালিক শরিফ উদ্দিন, ইউনাইটেড রুটস এর ফাউন্ডার লতিফ মিয়া কামালী।
কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক চেয়ারপারসন জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল মুহিত গাজী, সহ সভাপতি আব্দুল মছব্বির, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম। আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন একাউন্ট্যান্ট জিয়ায়ুল হক বিপুল, মিসবাহ উদ্দিন, আনজুম চৌধুরী।
অন্যন্য টাউন থেকে আগতদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রিমসবি থেকে আব্দুল সালিক, লিংকন থেকে গুলজার হুসাইন, হল থেকে সালাহউদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মখলিছুর রাহমান, ইয়াওর মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জুবায়েদ হুসেন বলেন, "স্কানথর্প বাংলাদেশীদের আজকের এই মিলন মেলা আমাকে অভিভূত করেছে। আপনাদের এই হল ভর্তি উপস্থিতি প্রমাণ করছে আমাদের ঐক্য ও ভালোবাসার বন্ধন আমাদের কমিউনিটিকে আরো গতিশীল করবে। আসুন আমরা সকলে মিলে, নিজেদেরকে স্ব স্ব কমিউনিটিতে কৃতজ্ঞতার সাক্ষর রাখি। আগামীতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিউনিটিতে ভোটার তালিকাকে আপসের মাধ্যমে ভোটার হওয়ার জন্য কমিউনিটিতে আরো গনসচেতনতা বৃদ্ধির জন্য আহবান জানান। তিনি আরো বলেন বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে সর্বাত্বক সহযোগীতায় বাংলাদেশ হাই কমিশন ম্যানচেস্টার বদ্ধপরিকর ।
এসময় এসিস্ট্যান্ট হাইকমিশনার জুবায়েদ হুসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট ক্লাব স্কানথর্প, স্কানথর্প ফুটবল এসোসিয়েশন ও ব্যাডমিন্টন ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ফুল দিয়ে আরো শুভেচ্ছা জানান, ইউনাইটেড মুসলিম মস্ক এর সভাপতি ইলিয়াস জাবেদ রাজ, শাহজালাল মসজিদের সভাপতি ইউসুফ খান, স্কানথর্প মুসলিম সেন্টার ও জামে মসজিদের রফিকুল ইসলাম সেক্রেটারি আবু জামাল মারজান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত সবার মধ্য থেকে ১৪ সৌভাগ্যবানকে রাফেল ড্র এর মাধ্যমে পুরস্কৃত করেন আয়োজনকারী ও শামসুর রাহমান বাবলু।
উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাবের আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আবুল কাশেম খান। আগত সকলকে আয়োজনকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক চেয়ারপার্সন কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব।