RTN bangla TV

RTN bangla TV We have a broad range of news, entertainment and Sporting events, many community programmes, kids entertainment, Islamic nasheed and many more. Media

We are based in the UK but we deliver content from all around the globe.

জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্কানথর্প বাংলাদেশী কমিউনিটির মিলন মেলা সম্পন্ন……………………………………………………নুরুল আমিন :   ১২ই অক্টোবর র...
12/10/2025

জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্কানথর্প বাংলাদেশী কমিউনিটির মিলন মেলা সম্পন্ন
……………………………………………………

নুরুল আমিন : ১২ই অক্টোবর রোজ রবিবার স্কানথর্প কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্কানথর্প বাংলাদেশী কমিউনিটি গেট টুগেদার ২০২৫। জনপ্রিয় উপস্থাপক নুরুল আমিন তারেক, ফখরুল হুসাইন ও শাফিউল ইসলাম ফয়সল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন ম্যানচেস্টার এর এসিস্ট্যান্ট হাইকমিশনার জুবায়েদ হুসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ খান এমবিই(ডেপুটি লোট্যানান্ট এন্ড এন্টারপ্রাইজ ডাইরেক্টর), কাউন্সিলর মাসুক আলী(সাবেক ডেপুটি মেয়র, নর্থ লিংকনশায়ার কাউন্সিল), আনোয়ার আলী ওবিই (ফেলো সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকে), নর্থ ইংল্যান্ড টিভি জার্নালিস্ট এর সভাপতি এমজি কিবরিয়া, মাসুকুল হক (অপারেটর সানডিস্ক এন্ড ডাটা সেন্টার প্লাস), গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড এর সভাপতি এমদাদ হোসেন টিপু, মাসুক আহমেদ( সেক্রেটারি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ) বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপারসন আব্দুল খালিক শরিফ উদ্দিন, ইউনাইটেড রুটস এর ফাউন্ডার লতিফ মিয়া কামালী।

কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক চেয়ারপারসন জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল মুহিত গাজী, সহ সভাপতি আব্দুল মছব্বির, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম। আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন একাউন্ট্যান্ট জিয়ায়ুল হক বিপুল, মিসবাহ উদ্দিন, আনজুম চৌধুরী।

অন্যন্য টাউন থেকে আগতদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রিমসবি থেকে আব্দুল সালিক, লিংকন থেকে গুলজার হুসাইন, হল থেকে সালাহউদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মখলিছুর রাহমান, ইয়াওর মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জুবায়েদ হুসেন বলেন, "স্কানথর্প বাংলাদেশীদের আজকের এই মিলন মেলা আমাকে অভিভূত করেছে। আপনাদের এই হল ভর্তি উপস্থিতি প্রমাণ করছে আমাদের ঐক্য ও ভালোবাসার বন্ধন আমাদের কমিউনিটিকে আরো গতিশীল করবে। আসুন আমরা সকলে মিলে, নিজেদেরকে স্ব স্ব কমিউনিটিতে কৃতজ্ঞতার সাক্ষর রাখি। আগামীতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিউনিটিতে ভোটার তালিকাকে আপসের মাধ্যমে ভোটার হওয়ার জন্য কমিউনিটিতে আরো গনসচেতনতা বৃদ্ধির জন্য আহবান জানান। তিনি আরো বলেন বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে সর্বাত্বক সহযোগীতায় বাংলাদেশ হাই কমিশন ম্যানচেস্টার বদ্ধপরিকর ।

এসময় এসিস্ট্যান্ট হাইকমিশনার জুবায়েদ হুসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট ক্লাব স্কানথর্প, স্কানথর্প ফুটবল এসোসিয়েশন ও ব্যাডমিন্টন ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ফুল দিয়ে আরো শুভেচ্ছা জানান, ইউনাইটেড মুসলিম মস্ক এর সভাপতি ইলিয়াস জাবেদ রাজ, শাহজালাল মসজিদের সভাপতি ইউসুফ খান, স্কানথর্প মুসলিম সেন্টার ও জামে মসজিদের রফিকুল ইসলাম সেক্রেটারি আবু জামাল মারজান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত সবার মধ্য থেকে ১৪ সৌভাগ্যবানকে রাফেল ড্র এর মাধ্যমে পুরস্কৃত করেন আয়োজনকারী ও শামসুর রাহমান বাবলু।

উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাবের আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আবুল কাশেম খান। আগত সকলকে আয়োজনকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাবেক চেয়ারপার্সন কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব।

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে❓ ঠিক এক বছর আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষপর্যন্ত একমত হতে পারেনি রাজনৈত...
12/10/2025

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে❓

ঠিক এক বছর আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষপর্যন্ত একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রেখেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থানের মুখে ঐকমত্য কমিশন বলেছে, বিশেষজ্ঞদের পরামর্শ ও রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয় করে আগামী দু-এক দিনের মধ্যে কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেবে।

১৫ থেকে সর্বোচ্চ ১৭ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর হবে বলে কমিশন আশা করছে। গত বুধবার বেলা ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে শেষ দিনের আলোচনা শুরু হয়। আলোচনা শেষ হয় রাত ১১টার পর। শেষ দিনের আলোচনায় দলগুলোকে মোটাদাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়তে দেখা গেছে।

বিএনপিসহ কিছু দল জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের পক্ষে অনড় থাকে।
আর জামায়াতে ইসলামী, এনসিপিসহ কিছু দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয়। গণভোটের প্রশ্ন কী থাকবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কীভাবে হবে- এসব প্রশ্নেও সুরাহা হয়নি। ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ।

এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। ফলে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, বাংলাদেশের রাজনীতিকে আবারও এক অনিশ্চয়তার মোড়ে দাঁড় করিয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই নির্বাচনকে ক্রমশ অনিশ্চিত করে তুলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই সনদ নিয়ে অচলাবস্থা ছাড়াও বেশ কিছু ঘটনা গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করছে বলেই অনেকে মনে করছেন।

পার্বত্য চট্টগ্রামে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতা, নতুন নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক জটিলতা, সারা দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের নানামুখী তৎপরতা নির্বাচনের পথকে আরও কঠিন করে তুলছে।
এ মুহূর্তে দেশের প্রশাসন যেভাবে নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাতে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় বেশ কদিন সচিববিহীন। এটি একটি নজিরবিহীন ঘটনা। সারা দেশে নির্বাচনের জন্য মাঠ প্রশাসন সাজানো, ফিট লিস্ট তৈরি- এসব কাজ এখনো শুরুই হয়নি। অথচ নির্বাচনের আছে মাত্র চার মাস। মাঠ প্রশাসনে চলছে আতঙ্ক এবং অস্থিরতা।

আন্তর্জাতিক সম্প্রদায়ও আগামী নির্বাচনের ব্যাপারে স্পষ্ট অবস্থান নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয়ই বলেছে, ‘একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনই টেকসই গণতন্ত্রের পূর্বশর্ত। ’ অংশগ্রহণমূলক নির্বাচন অর্থ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এরকম বক্তব্যের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি তিনটি নরডিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নিষিদ্ধ দলের নেতার বৈঠক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। সরকারের একটি মহল পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অনেকে। এই নিয়ে বাড়ছে অবিশ্বাস, সন্দেহ। জুলাই আন্দোলনের শক্তিগুলো এখন একে অপরের বিরুদ্ধে সমালোচনায় মুখর। এ পরিস্থিতিতে দেশে নতুন ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এটাও নির্বাচনের পথে একটি বড় বাধা। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চলছে অপপ্রচার এবং গুজব সন্ত্রাস। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান এলাকাটিতে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড, অপহরণ ও গোলাগুলির ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে। আরাকান আর্মি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা গোটা দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নির্বাচন নিয়ে রহস্যময় আচরণ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন ইস্যুতে দলটি ঘন ঘন তাদের অবস্থান বদল করছে। যেমন জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে তারা প্রথমে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটে রাজি ছিল, কিন্তু বুধবার তারা তাদের অবস্থান পরিবর্তন করে। ওইদিন তারা আগে গণভোট দাবি করে। নির্বাচন ও সংগঠনের চেয়ে এনসিপির তরুণরা এখন হুমকি এবং হতাশা প্রকাশ নিয়েই ব্যস্ত। কদিন আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সেফ এক্সিট নিয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেন। আগামী নির্বাচনে এনসিপি বড় ফ্যাক্টর না হলেও তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। প্রতীক নিয়ে জটিলতার সমাধান না হলে তেমন কিছু করাটা অসম্ভব না। দলের প্রতীক নিয়ে জটিলতা এখন নির্বাচনি রাজনীতির এক নতুন আলোচ্য বিষয়। এনসিপি এখন পর্যন্ত শাপলা প্রতীকে অনড়। এ নিয়ে জটিলতা কমার লক্ষণ নেই।

গত ১৪ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে চুরি, ছিনতাই, খুন, নারী নির্যাতন, এমনকি রাজনৈতিক সহিংসতার ঘটনা চোখে পড়ার মতো বেড়েছে। রাজধানী ঢাকাতেই এক সপ্তাহে ঘটে গেছে অন্তত পাঁচটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। গ্রামাঞ্চলে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণহানি ঘটছে প্রতিদিন। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রশ্নবিদ্ধ, আর জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এ পরিস্থিতিতে ভোট কেন্দ্রের নিরাপত্তা, প্রার্থীদের প্রচারণা, এমনকি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা- সবকিছুই চাপে পড়ছে। এসব সংকটের বিপরীতে একটিই আশার আলো, তা হলো জন-আকাঙ্ক্ষা। একটি উৎসবমুখর নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা। জনগণ সেটা মেনে নেবে না। দেশে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। সবকিছু অচল হয়ে আছে। একটি নির্বাচিত সরকারই পারে এ অচলাবস্থার অবসান। বাংলাদেশের গণতন্ত্র একাধিকবার সংকটের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জাতি পথ খুঁজে নিয়েছে। এবারও সেই সুযোগ আছে- যদি রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতার পথে ফিরে আসে। কিন্তু যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ফেব্রুয়ারির নির্বাচন শুধু অনিশ্চিতই নয়, বরং জাতীয় স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি বয়ে আনতে পারে।

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫-দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণাবাংলাদেশ জ...
12/10/2025

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫-দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫-দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১২ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

ঘোষিত ৫-দফা দাবি হলো-
(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;
(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট প্রদান করা;
(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
(৪) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের নিকট স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫-দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।

তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচিঃ
আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন।
আগামী ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন।

তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমি ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সকল জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।”

🌸 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ 🌸🇧🇩 প্রিয় দেশ-প্রবাসী ভাই ও বোনেরা 🇧🇩আপনারা যেখানেই থাকুন—👉 দেশে বা প্রবাসে,দিন-রাত পর...
12/10/2025

🌸 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ 🌸
🇧🇩 প্রিয় দেশ-প্রবাসী ভাই ও বোনেরা 🇧🇩

আপনারা যেখানেই থাকুন—
👉 দেশে বা প্রবাসে,
দিন-রাত পরিশ্রম করেন একটাই কারণে —
✨ মা-বাবা, স্ত্রী-সন্তান আর প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে ❤️

আমরা সেই হাসি পৌঁছে দিই আপনাদের পরিবারের দুয়ারে —
💚 হালাল, নিরাপদ ও নির্ভরযোগ্য উপহার সার্ভিসের মাধ্যমে।

━━━━━━━━━━━━━━━
🎁 আমাদের প্রতিশ্রুতি
✅ ১০০% ফরমালিনমুক্ত ও ফ্রেশ পণ্য
✅ আগে পণ্য, পরে টাকা (Cash on Delivery)
✅ সারা বাংলাদেশে হোম ডেলিভারি
✅ প্রবাসীদের জন্য যত্নসহ প্যাকেজিং ও দ্রুত সার্ভিস

━━━━━━━━━━━━━━━
🍯 জনপ্রিয় হালাল উপহারসমূহ
🥭 প্রিমিয়াম আম | 🐟 দেশি নদীর ইলিশ
🌴 আজওয়া | মাবরুম | সুক্কারি খেজুর
🧈 খাঁটি ঘি | 🍯 প্রাকৃতিক মধু
🥜 হানিনাট বাদাম | 🍫 ব্র্যান্ডেড চকলেট
🍼 উন্নতমানের দুধসহ আরও অনেক পণ্য

🍎 ফলের কালেকশন
🍏 আপেল | 🍇 আঙুর | 🍊 মাল্টা
🍐 নাসপাতি | ❤️ ডালিম | 🐉 ড্রাগন ফল

━━━━━━━━━━━━━━━
📦 অর্ডার করতে যোগাযোগ করুন
📲 ইনবক্স / WhatsApp: 01741-107295

🤝 ৪ বছর ধরে সততার সাথে হালাল ব্যবসা করছি।
🌾 দোয়া চাই—
“আল্লাহ আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন।” — আমিন 🤲

✨ প্রবাসী ভাইয়েরা প্রতিদিন বলেন—

> “ভাই, কিছু আম, ইলিশ বা খেজুর লাগবে, আমার পরিবারকে উপহার পাঠাতে চাই।” 🥹

👉 এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা —
আমরা শুধু সেই ভালোবাসা দেশ থেকে প্রবাসে পৌঁছে দিই ❤️

12/10/2025

মুফতি নজরুল ইসলাম ক্বাসেমী সাহেব

12/10/2025

লন্ডনে মুস/লিম চ‍্যারেটি রানে মানুষের ঢল….

10/10/2025

লন্ডনে ক‍্যান্সারসহ স্বাস্থ‍্য সচেতনতা বিষয়ক অনুষ্টান, হেল্প ফর চেন্জ: কথা বলছেন নাম করা ডাক্তাররা

10/10/2025

দিরাই ফারিয়া এসোসিয়েশনের কমিটি গঠন

আজকে জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সংবিধান বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মন...
08/10/2025

আজকে জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সংবিধান বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ একান্ত আলাপচারিতায়।

ব্রেকিং নিউজ 📢 নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা!নবীগঞ্জ শহরে চোরাই মোবাইল উদ্ধারের অভিযানে গে...
07/10/2025

ব্রেকিং নিউজ
📢 নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা!

নবীগঞ্জ শহরে চোরাই মোবাইল উদ্ধারের অভিযানে গেলে চোর চক্রের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন —
🔹 এসআই মেহেদী
🔹 এসআই মাইনুল
🔹 এএসআই মোশাররফ
🔹 ওসি শেখ কামরুজ্জামানের গানম্যান কনস্টেবল ইমরান
এছাড়াও আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় গানম্যান ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান।

Address

182 Frodingham Road
London
DN157NN

Alerts

Be the first to know and let us send you an email when RTN bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RTN bangla TV:

Share