RTN bangla TV

RTN bangla TV We have a broad range of news, entertainment and Sporting events, many community programmes, kids entertainment, Islamic nasheed and many more. Media

We are based in the UK but we deliver content from all around the globe.

আপনার মতামত কি ?
08/12/2025

আপনার মতামত কি ?

08/12/2025

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে...

08/12/2025

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিং

স্থান: খেলাফত মজলিস, কেন্দ্রীয় কার্যালয়

08/12/2025

ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে, মহান বিজয় দিবস উপলক্ষে —, ধারন অঞ্চল”

08/12/2025

🔴LIVE>>>
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্মানিত আমীরে জামায়াতের সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং

07/12/2025

ছাত্রশিবির এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে নির্বাচনী প্যানেল ঘোষণা

৯নং বাউসা ইউনিয়ন ও নবিগঞ্জ উপজেলার গৌরব মোহাম্মদ আব্দুল মতিন ভাই কে অভিনন্দন ও শুভেচ্ছা। ডক্টরেট ডিগ্রি অর্জন করায় অভিন...
07/12/2025

৯নং বাউসা ইউনিয়ন ও নবিগঞ্জ উপজেলার গৌরব মোহাম্মদ আব্দুল মতিন ভাই কে অভিনন্দন ও শুভেচ্ছা।
ডক্টরেট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন ===

ঐতিহ্যবাহী কালাম সলিসিটরস এর ইমিগ্রেশন স্পেশালিস্ট কালাম সলিসিটর ফার্মের ম্যানেজার মোঃ আব্দুল মতিন কেনেডি ইউনিভার্সিট থেকে কমিউনিটি লিডারশিপের উপর ডক্টর অফ ফিলোসফি ডিগ্রী অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তায়ালা তার নেক হায়াত দান করুন আর্ত মানবতার সেবায় কাজ করার তৌফিক দিন।

ডক্টর মোহাম্মদ আব্দুল মতিনের
জীবনী ====

নবীগঞ্জ প্রাচীন সুফি সাধকদের স্মৃতিবিজড়িত, সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জনপদ, যার ইতিহাস ইসলামিক ও ব্রিটিশ আমলের নানা ঘটনার মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সেই নবীগঞ্জের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন।

জন্ম
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি গ্রামে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। পিতার নাম আলহাজ্ব মকিম উল্লাহ মাতা আলহাজ্বযা জায়দুন বিবি ৩ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট।

শিক্ষা
মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি-অসন্তুষ্টি এবং আখিরাতের সফলতা-ব্যর্থতার জ্ঞানও ধারণ করতে পারে। ন্যায়-অন্যায়বোধ এবং আসমানী ইলমের উপযুক্ততার কারণেই মানুষের জন্য এসেছে হালাল-হারামের বিধান। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর এই যোগ্যতা নেই। তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তাদের সাথেই দিয়ে দেওয়া হয়েছে। যেমন শীত-গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য পশম, অন্ধকারে পথ দেখার জন্য চোখে বিশেষ শক্তি ইত্যাদি। তদ্রূপ প্রত্যেক প্রাণীর মধ্যেই রয়েছে জীবন ধারণের জন্য সহজাত বোধ ও প্রবণতা। যার দ্বারা চালিত হয়ে তারা আত্মরক্ষা করে ও বংশ বিস্তার করে। কিন্তু এ পর্যন্তই। পশু-পাখির জীবন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বভাবের গন্ডিতে বাধা। স্বভাবের বৃত্ত থেকে তাদের উত্তরণ ঘটে না। পক্ষান্তরে মানুষ শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দান করে। শিক্ষার মাধ্যমে অজানাকে জানার এবং জানা বিষয়কে কাজে লাগিয়ে অজানার সন্ধান করার যোগ্যতা একমাত্র মানুষেরই আছে। তাই পৃথিবীর শাসন ও নিয়ন্ত্রণের ভার তাদের উপর অর্পিত।
ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয় তা হচ্ছে, ‘পড়, তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড থেকে।’-সূরা আলাক : ১-২
ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন নিজ গ্রামের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন, যেখানে তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ঢুলছাতল তাজিয়া মোবাস্সিরিয়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন এবং অষ্টম শ্রেণি পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়েদপুর সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেন এবং ১৯৮৭ সালে দাখিল ও ১৯৮৯ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি পরবর্তীতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে ভর্তি হয়ে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হয়ে ১৯৯৪ সালে এমএসএস সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ধানমন্ডি ল কলেজে এলএলবি ডিগ্রির জন্য ভর্তি হন। ২০০২ সালে তিনি লন্ডনে চলে আসেন।
লন্ডনে তিনি ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবসা প্রশাসনে ১৮ মাসের একটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি
ওয়েস্টমিনস্টার কলেজ থেকে বিবিএ সম্পন্ন করেন এবং ব্যবসা ও ফাইন্যান্স বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্সও শেষ করেন।
২০২৫ সালে কেনেডি ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন
ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন শিক্ষকতা পেশা দিয়ে কর্ম জীবন শুরু করেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আরমান উল্লাহ ইসলামিক একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্যে এসে তিনি তার পেশাজীবন শুরু করেন আইন পেশার মাধ্যমে। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি জালালাবাদ ল অ্যাসোসিয়েটসে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করেন এবং ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনের এ কে সলিসিটরসে অফিস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লন্ডনের কালাম সলিসিটরসে অফিস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

রাজনীতি
বাংলাদেশে থাকার সময় তিনি ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৯১-৯২-৯৩ সাল পযন্ত নবীগঞ্জ থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইসলামিক ফোরাম ইউরোপ রেডব্রিজ ইস্ট ইউনিটের সভাপতি।

সমাজ সেবা
তিনি রেডব্রিজ ইসলামিক সেন্টারের কোষাধ্যক্ষ, লন্ডনের ম্যানর পার্কে দারুস সালামের সাধারণ সম্পাদক। তিনি কবি ফররুখ আহমদ ফাউন্ডেশন ইউকের কার্যনির্বাহী কমিটির সদস্য, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সদস্য এবং রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের সদস্য।
প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন
উম্মাহ অ্যাপিল – যুক্তরাজ্য নিবন্ধিত চ্যারিটি
২০১৭ – বর্তমান
প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন
প্লামস্টেড ইসলামিক সেন্টার – লন্ডন, যুক্তরাজ্য
২০২৪ – বর্তমান
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইস্টহাম মুসলিম কমিউনিটি এসোসিয়েশন যুক্তরাজ্য
২০২৩ – বর্তমান
সভাপতি হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট যুক্তরাজ্য
২০২৫ – বর্তমান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
উম্মাহ ইনস্টিটিউট – সিলেট, বাংলাদেশ
২০২২ – বর্তমান
প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন
উম্মাহ অ্যাপিল যুক্তরাজ্য নিবন্ধিত চ্যারিটি
২০১৭ – বর্তমান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
আইয়ুব আলী ট্রাস্ট যুক্তরাজ্য ২০২৫
ব্যক্তিগত জীবন
তিনি ১৯৯৭ সালে রাফিয়া বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলে মুহিম রহমান শাকিল পিতার সাথে আইন পেশায় নিয়োজিত।
সালুয়া জান্নাত এবং মশিউর রহমান জাকির।

06/12/2025

জাতীয় পার্টি নেতা মো: নুরুল আলম কর্তৃক
বিয়ানীবাজার যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক কাওছার এর উপর মামলা হয়রানিমূলক মামলা দেওয়ার প্রতি/বাদে সংবাদ সম্মেলন।

আয়োজনে: বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট জেলা।

06/12/2025

🛑LIVE....
সিলেট বিভাগীয় সমাবেশ || আন্দোলনরত ৮ দল

স্থানঃ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট

05/12/2025

শীতকালীন সব্জী ও হাওরের তাজা মাছের মেলা সিলেটের কুলাউড়ার পেকুরবাজার.

Address

182 Frodingham Road
London
DN157NN

Alerts

Be the first to know and let us send you an email when RTN bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RTN bangla TV:

Share