London বাংলা News

London বাংলা News আর নিউজ সত্যের সন্ধানে সব সময়

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
07/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔



05/10/2025

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে আবারো চ্যাম্পিয়ন ওয়ান বাংলা

04/10/2025

বুধবারীবাজার ইউনিয়নে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে
সামাজিক সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

https://www.facebook.com/share/1SVXTfQp3S/?mibextid=wwXIfr
28/09/2025

https://www.facebook.com/share/1SVXTfQp3S/?mibextid=wwXIfr

দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ....

25/09/2025

নির্বাহী মেয়রের সাথে ইস্ট লন্ডন মসজিদের বৈঠক :

পরিবেশ রক্ষায় ও সামাজিক নানা ইস্যুতে ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা

ভ্যাপ শপ কমিয়ে আনাতে কাউন্সিলের ভূমিকার চাইলেন ইমাম আব্দুল কাইয়ুম

টাওয়ার হ‍্যামলেটসের নির্বাহী মেয়রের অফিসে, মেয়র এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সাথে ইস্ট লন্ডন মসজিদের ইমাম এবং শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ রক্ষা, রিসাইক্লিন, কমিউনিটি সেফটি এবং সামাজিক নানা ইস্যুতে মসজিদ তথা ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরো বেশি কার্যকর ভূমিকা আশা করা হয়। মেয়ের ইন্টারফেইথ
ফোরামের সাথে সমান বৈঠক আয়োজনের আশাবাদের কথাও জানান।

ইমাম শায়েখ আব্দুল কাইয়ুম নানা বিষয়ে পরামর্শমূলক মন্তব্য করেন এবং বিশেষ করে বিভিন্ন এলাকায় অত্যাধিক সংখ্যক ভ্যাপ শপ বন্ধে অথবা কমিয়ে আনার ক্ষেত্রে কাউন্সিলের ভূমিকা আশা করেন।

22/09/2025

ব্রিক লেন-বাংলা টাউন
কারী ফেস্টিভ্যাল সফল হাজার হাজার মানুষের পদচারণা

-----------------
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনদিন ব্যাপী আয়োজিত ব্রিক লেন কারী ফেস্টিভ্যাল শুরু হয় ১৯ সেপ্টেম্বর, এবং ২১ সেপ্টেম্বর রবিবার ছিল উৎসবের মুল দিন। উৎসবটি লন্ডনজুড়ে শত সহস্র মানুষকে আকৃষ্ট করে এবং বাংলা টাউনের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্যকে নতুনভাবে তুলে ধরে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,

“এই কারি ফেস্টিভ্যাল আমাদের ইতিহাস, স্বাদ এবং কমিউনিটির বৈচিত্র্যের উদযাপন। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত রাখতে কাউন্সিল সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম রেস্টুরেন্ট মালিক ও শেফদের উদ্দেশে বলেন, “ আপনারা বাংলাদেশের উৎকৃষ্ট মানের মশলা ব্যবহার করলে শুধু স্বাদের মানই বাড়বে না, বরং বাংলাদেশের কৃষক ও উৎপাদকরাও উপকৃত হবেন।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক‍্যাবিননেট মেম্বার আবু তালহা চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত রক্তব‍্য রাখেন বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলজার খান, বিসিএ প্রেসিডেন্ট ওসি খান এবিই, কালচার ক্যাবিননেট মেম্বার কামরুল হাসান, বৃকলেন বিয়ষক বই লেখক দিনা বেগমসহ আরো অনেকে।

ফেস্টিভ্যাল চলাকালে অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে বিশেষ অফার এবং ভিন্নধর্মী মেনু উপভোগ করেছেন সবাই। ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা।

স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি ছিল অর্থনৈতিক সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

Address

London Borough Of Islington

Alerts

Be the first to know and let us send you an email when London বাংলা News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category