RK MEDIA

RK MEDIA News

10/08/2025
https://www.sylhetprothidin24.com/news-details?nid=61391
09/08/2025

https://www.sylhetprothidin24.com/news-details?nid=61391

সিলেটে ডাকাতি মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্...

09/08/2025

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…।’

09/08/2025

হাছান মাহমুদের নতুন ফোনালাপ ফাঁস। বিদেশী মিডিয়ায় মি'থ্যাচার করছে Hasan Mahmud

তোফায়েল আহমেদের এখনো বেঁচে আছেন, দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না। ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক জননেতা তোফায়েল আহমেদের ম...
09/08/2025

তোফায়েল আহমেদের এখনো বেঁচে আছেন,
দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না।
৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক জননেতা তোফায়েল আহমেদের মৃত‍্যুর সংবাদটি সম্পূর্ণ গুজব।

প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের  "এনআরবি হাসপাতালের" দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহ অনুষ্ঠান ২৮...
09/08/2025

প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের "এনআরবি হাসপাতালের" দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহ অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর।

লন্ডন, ৮ আগস্ট ২০২৫:

প্রবাসী বাংলাদেশীদের অলাভজনক উদ্যোগ NRB Hospital ঘোষণা করেছে তাদের বহুল প্রতীক্ষিত Phase Two Fundraising Event নামক ফান্ডরাউজিং ডিনার, অনুষ্ঠিত হবে রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা, রমফোর্ডের দ্যা সিটি প্যাভেলিয়ান ভেনুতে।

প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে এই ঐতিহাসিক সন্ধ্যা হবে একটি নতুন দিগন্তের সূচনা যা প্রবাসীদের অর্থায়নে সিলেটে গড়ে উঠবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল, যেখান থেকে প্রান্তিক ও গ্রামীণ জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনআরবি হাসপাতালের সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ডাইরেক্টর শফিকুল ইসলাম শিকদার, ব্রান্ডিং এন্ড মার্কেটিং ডাইরেক্টর আরাফ বিন তারেক।

NRB Hospital এর চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন:

"_আমরা কেবল একটি হাসপাতাল গড়ছি না, আমরা গড়ছি একটি ভবিষ্যৎ এবং একটি স্বপ্ন। এই হাসপাতাল হবে _স্বাস্থ্য আশা ও মানবতার ভিত্তি_।"

এই প্রকল্পটি প্রমাণ দিচ্ছে, কীভাবে প্রবাসী বাংলাদেশীরা বিশ্বব্যাপী তাদের প্রতিভা ও কষ্টে অর্জিত অর্থকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য একটি টেকসই হাসপাতালের ভিত্তি গড়ে তুলতে পারেন।

এই মহতী উদ্যোগে যারা অংশগ্রহণ করবেন:

এই মহতী অনুষ্ঠানে অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত প্রবাসী বাংলাদেশীরা। তাঁরা শুধু আর্থিকভাবে সাহায্যই নয়, বরং পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন, এগিয়ে নিবেন এবং সফল করবেন, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন অনেক প্রবাসী বাংলাদেশীরা এই মহতী উদ্যোগে দান করে হাসপাতালের মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছেন।

দান ও দাতা সদস্য:

ইভেন্টে অংশগ্রহণকারীরা ‘Founder Member’ (£১,০০০) থেকে শুরু করে ‘Patron’ (£৫০,০০০) পর্যন্ত বিভিন্ন স্তরে অংশ নিতে পারবেন। রয়েছে এককালীন বা ১–৫ বছর মেয়াদে কিস্তিতে দানের সুযোগ। প্রতিটি স্তরের সঙ্গে থাকছে আজীবন স্বাস্থ্যসেবা, সম্মাননা ও পরিবারের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা।

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা:

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে;

★২৫০টি ইনপেশেন্ট বেড।
★৫০টি আইসিইউ বেড।
★১২টি অপারেশন থিয়েটার।
★আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা।
★একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।

প্রথম ধাপের তহবিল সংগ্রহে উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের প্রবাসীরা মিলে ১৫০+ সম্মানিত দাতা সদস্য £২.৫ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে সিলেটে পাঁচ একর জমি অধিগ্রহণ করে শুরু হয়েছে আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা।

সংবাদ মাধ্যম, সম্মানিত অতিথি ও কমিউনিটির প্রতি আহ্বান:

আপনি বা আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এই ইতিহাস গড়ার অংশ হোন। আপনার মাধ্যমে আরও অনেকে এই মহতী প্রচেষ্টায় অংশ নিতে পারেন।

যোগাযোগ করুন:
আরাফ বিন তারেক – +44 7585 674599

07/08/2025

বাংলাদেশের আলো" পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চাঁদাবাজির রিপোর্ট করার জেরেগাজীপুর সদর মেট্রো থানা ভবনের পূর্ব পাশে পুলিশের সামনে প্রকাশ্যে তাকে ইট দিয়ে থেতলে দিচ্ছে! আর একদল শয়তান চেয়ে চেয়ে দেখছে!!!

06/08/2025

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when RK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK MEDIA:

Share