RK MEDIA

RK MEDIA News

https://www.bvnews24.com/politics/news/188630
24/10/2025

https://www.bvnews24.com/politics/news/188630

আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবা....

22/10/2025

মাইল এন্ডে সাড়ে ৪ লাখ পাউন্ড
খরচে ৭টি ফুটবল পিচ পুনউদ্বোধন:
পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় ৪ লাখ ৩২ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দাদের জন্য আরো বেশী লেজার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল এন্ড এর ফুটবল পিচগুলো পুনরায় চালু করা হয়েছে।
কালচার এন্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মো: কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
এসময় অংশ নেন কালচার ডিরেক্টর জাওয়ার আলী ও হেড অব সার্ভিস সায়মন জোনস।
সংস্কার হওয়া কাজের আওতায় রয়েছে, পুরনো পিচগুলোর নিচের স্তরে নতুনভাবে সংস্কার, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচে শক প্যাড বসানো, উন্নতমানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন, মজবুত ফেন্সিং, নতুন কিকবোর্ড, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে।
নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে "প্লে ফুটবল"।
এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে, যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।

17/10/2025

লন্ডনে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে’র আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে সোনালী অতিথি উপজেলা চ্যাম্পিয়ন্স কাপ উদযাপন ও সংগঠনের ১০ বছর পূর্তি অনুষ্ঠান। গত ১৩ অক্টোবর সোমবার ইস্টলন্ডনের একটি অভিজাত হলে প্রায় ছয় শতাধিক প্রবাসী বিয়ানীবাজারবাসী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

15/10/2025

গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

09/10/2025

#নির্বাহী মেয়রের সাথে
ইস্ট লন্ডন মসজিদের বৈঠক :

#পরিবেশ রক্ষায় ও সামাজিক নানা ইস্যুতে ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা

#ভ্যাপ শপ কমিয়ে আনাতে কাউন্সিলের ভূমিকার চাইলেন ইমাম আব্দুল কাইয়ুম

টাওয়ার হ‍্যামলেটসের নির্বাহী মেয়রের অফিসে, মেয়র এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সাথে ইস্ট লন্ডন মসজিদের ইমাম এবং শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ রক্ষা, রিসাইক্লিন, কমিউনিটি সেফটি এবং সামাজিক নানা ইস্যুতে মসজিদ তথা ফেইথ কমিউনিটির অনন্যা ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরো বেশি কার্যকর ভূমিকা আশা করা হয়। মেয়ের ইন্টারফেইথ
ফোরামের সাথে সমান বৈঠক আয়োজনের আশাবাদের কথাও জানান।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান নির্বাহী মেয়র লুৎফর রহমান। বক্তব্য রাখেন, কাউন্সিলর সিইও স্টিফেন হলসি, ইসট লন্ডন মসজিদের চেয়ারম্যান ডঃ আব্দুল হাই মুর্শেদ, ইমাম আব্দুল কাইয়ুম ও ইমাম আবুল হোসেন খান, মসজিদের সিইও জুনায়েদ আহমদসহ অন‍্যান‍্যরা।

ইমাম শায়েখ আব্দুল কাইয়ুম নানা বিষয়ে পরামর্শমূলক মন্তব্য করেন এবং বিশেষ করে বিভিন্ন এলাকায় অত্যাধিক সংখ্যক ভ্যাপ শপ বন্ধে অথবা কমিয়ে আনার ক্ষেত্রে কাউন্সিলের ভূমিকা আশা করেন।

09/10/2025

প্রবাসীদের সহযোগিতায় জালালপুরে একটি আধুনিক হাসপাতাল তৈরি করা হবে বলে জানান,
ডাক্তার কাওসার আহমদে

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।উত্তর লন্ডনের একটি ফ্ল্যাট...
07/10/2025

টিভির শব্দে কেটে গেল ৩ বছর, কিন্তু কেউ জানলো না তিনি মৃত! 💔 আধুনিক নিঃসঙ্গতার এক ভয়ঙ্কর গল্প।

উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী ২০০৩ সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয়। তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক—টেলিভিশন চলছিল, আর ক্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়ে ছিল।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি! স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, কেউ তাকে খুঁজতেও আসেনি।

অবশেষে, ২০০৬ সালের ২৫শে জানুয়ারি, ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন। তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল!

লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়েসের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে, এবং কীভাবে একজন মানুষ সবার অলক্ষ্যে পুরোপুরি হারিয়ে যেতে পারে। 😔



05/10/2025

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্টে ২০২৫ আবারো চ্যাম্পিয়ন ওয়ান বাংলা

04/10/2025

বুধবারীবাজার ইউনিয়নে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সামাজিক সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when RK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK MEDIA:

Share