Tight Budget

Tight Budget কোন কাজ ছোট না, আসুন আমার সাথে, গুরুন আমার সাথে, কাজ করেন আমার সাথে 😌

15/07/2025

আপন মানুষকে বিশ্বাস করতে নেই

14/07/2025

আমি এক্তা পরিত্যক্ত বাড়ি কিনলাম

কেন আমাকে পছন্দ করেন না!!
13/07/2025

কেন আমাকে পছন্দ করেন না!!

13/07/2025

Lost and found

04/06/2025

দুই ঘন্টা লন্ডনের কিভাবে সব বিখ্যাত জায়গা ঘুরবেন 🇮🇬🇧

আপনি এখন ও বাংলাদেশে কেন? এই লেখা তাদের জন্য না, যারা চারপাশের সমস্যাকে স্বাভাবিক ধরে নেয়। এই লেখা তাদের জন্য, যারা চায়—...
29/05/2025

আপনি এখন ও বাংলাদেশে কেন?
এই লেখা তাদের জন্য না, যারা চারপাশের সমস্যাকে স্বাভাবিক ধরে নেয়। এই লেখা তাদের জন্য, যারা চায়—নিজের মেধা, শ্রম আর স্বপ্ন দিয়ে নিজের পরিচয় গড়ে তুলতে। যারা শুধু বেঁচে থাকা নয়, জীবনকে অর্থপূর্ণ করতে চায়।

১. দেশ ছাড়ার দিনই আপনি বদলে যাবেন।

হ্যাঁ, আপনাকে দেখে হয়তো কেউ বুঝবে না আপনি বদলে গেছেন, কিন্তু আপনি জানবেন, আপনার ভেতরে কিছু একদম বদলে গেছে। আপনার ভাবনায়, সময় ব্যবস্থাপনায়, আত্মবিশ্বাসে এক বিপ্লব ঘটে যাবে। আপনি বুঝবেন, সময়ের দাম কী, স্বপ্ন কী, আর অলসতা মানেই দারিদ্র্যের বীজ।

২. ডিসিপ্লিন হবে আপনার জীবনের ভিত্তি।

ডিসিপ্লিন মানে বাঁধাধরা জীবন না,
এটা এমন একটা অভ্যাস, যেটা আপনাকে প্রতিদিন আরও শক্ত করে গড়ে তোলে। ঘুম, খাওয়া, কাজ—সব কিছু চলবে নির্দিষ্ট ছকে। আর প্রতিদিন কাজ শেষে মনে হবে, আমি আরও কিছু করতে পারতাম! যা দেশে ছিল বিলাসিতা, বিদেশে তা হবে আপনার new normal.

৩. আপনি শিখবেন, কাজ মানেই সম্মান।

বাংলাদেশে আমরা যাদের ছোট পেশার লোক বলে অবজ্ঞা করি, বিদেশে তারাই ঘুরিয়ে দিচ্ছে অর্থনীতি।
মোবাইল মেকানিক, বাবুর্চি, ক্লিনার, ট্যাক্সি ড্রাইভার—
তারা পরিবার চালায়, গাড়ি চালায়, ফ্ল্যাট কেনে।
আপনি একদিন তাকিয়ে দেখবেন,
ইশ! আগে জানলে আমি বাবুর্চিই হতে চাইতাম!

৪. আপনি বদলে যাবেন—একদম ভিতর থেকে।

এখানে কেউ আপনার টুপি, দলের নাম, কুর্তার রঙ নিয়ে মাথা ঘামাবে না।

কারণ এখানে সবাই ব্যস্ত—নিজেকে গড়তে, নিজের পরিবারকে গড়তে। আপনিও সেই পথে হাঁটবেন, ধীরে ধীরে হয়ে উঠবেন এক পরিপক্ব, ভদ্র, দায়িত্বশীল মানুষ।

৫. আপনি হবেন আপনার জীবনের নায়ক।

বাসন ধোয়া, রান্না, বাজার করা, রুম পরিষ্কার—সব কিছু একা করবেন। অসুস্থ হলে হাসপাতালে একা যাবেন, একা ওষুধ কিনবেন। এই একলা পথ আপনাকে শিখিয়ে দেবে স্বাধীনতার মানে কী, আত্মমর্যাদার গুরুত্ব কী। আপনি বুঝবেন, আমি পারি, আমি একাই যথেষ্ট।

৬. আপনি হবেন আপনার পরিবারের গর্ব।

আপনার পাঠানো টাকা নয়—আপনার মানসিকতা, শৃঙ্খলা, জীবনবোধ—এইগুলো একদিন পরিবারকে নতুন চোখে ভাবতে শিখাবে। তারা বুঝবে, প্রবাস মানে শুধু আয় না—প্রবাস মানে নিজেকে গড়ে তোলা। নিজের মতো করে, নিজের যোগ্যতায়, মাথা উঁচু করে বাঁচার সাহস।

তাহলে এখন বলুন, আপনি এখনো বাংলাদেশেই কেন?

একটা দেশে যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই,
যেখানে শিক্ষা মানে গাইড মুখস্থ, আর ক্যারিয়ার মানে কাকু-ভাইয়ের সুপারিশ, সেই দেশে থেকে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখা—একটা অলৌকিক চ্যালেঞ্জ। আর আপনি তো অলৌকিকতা খুঁজতে আসেননি, আপনি এসেছেন বাস্তব কিছু করতে।

তাই সিদ্ধান্ত নিন—

নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য, নিজের ভবিষ্যতের জন্য…দেশ ছাড়ুন।
দেশ পালাতে নয়, নিজেকে খুঁজে পেতে, নিজের শক্তি বুঝতে, নিজের পরিচয় গড়তে।

বিদেশ মানে টাকা নয়,
বিদেশ মানে নিজেকে নিজের মতো করে গড়ার এক নতুন সুযোগ। যেখানে কেউ আপনাকে বাধা দেবে না—আপনি যত দূরে যেতে চান, যেতে পারবেন।

10/05/2025

Speak italian 🇮🇹🇧🇩

28/04/2025

১০ হাজার টাকায় লন্ডনের বাবুল প্লানেট। 🇬🇧🇧🇩

01/04/2025

হিন্দু মেয়ের কন্ঠে গজল

28/03/2025

Mini Bangladesh in uk 🇬🇧🇧🇩

04/03/2025

আমি দেখে ছিলাম 🇧🇩🇮🇹

03/03/2025

ছিল 🇮🇹🇧🇩

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tight Budget posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tight Budget:

Share

Category