05/05/2024
প্রিয় সাদ আল আয়াস ❣️
আয়াস তুমি আমাদের জীবনে যোগফল হয়ে এসেছো। তুমি মানে এখানে অপ্রাপ্তির কোন খেলা নেই, শুধুই প্রাপ্তি। আমি চাই প্রতিটা দিন এমনই সুখময় হোক যেমনটা হয়েছিল তোমার আগমনের দিন।
তুমি মানুষটা এখনো অনেক ছোট কিন্তু তোমার অনেক বিশাল একটা বড় মন আছে আমি বুঝতে পারি। তুমি তোমার সেই মন দিয়ে মানুষকে এমন ভাবে আগলে নাও, আন্তরিকতা দেখাও মাঝে মাঝে ভাবি কি করে শিখলে এই ছোট দুই বছরের জীবনে। তুমি ছোট হতে পার তবে তোমার থেকে শিখার অনেক কিছু আছে। তুমি পর আপনের ঊর্ধ্বে গিয়ে মানুষকে যেভাবে হেসে বরণ করে নিতে জানো, ভালবাসতে জানো এটা সত্যিই আমাকে অবাক করে। এজন্যই তুমি নিষ্পাপ, তুমি মাসুম, তুমি শিশু কারণ আজকাল মানুষের মধ্যে এত নিঃস্বার্থ ভালোবাসা দেখা যায় না। কিন্তু আমি চাই তোমার জীবনের প্রতিটা কদম এমনই নিঃস্বার্থ হোক, নিষ্পাপ হোক।
জীবনে যত ঝড় আসুক না কেন বাবা এই হাসি ধরে রেখ। আমার জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত তুমি। আমার কাছে তুমি মানে শোকরআনার নিঃশ্বাস। আম্মুজি তোমার জন্য দোয়া করি তুমি যেন তোমার এই চমৎকার ব্যক্তিত্ব সারাজীবন ধরে রাখতে পারো। তুমি যখন বুক ভরা ভালোবাসা নিয়ে আম্মুজি বলে ডাকো বিশ্বাস করো আয়াস সেই মুহূর্তের চেয়ে দামি আর কিছু হতে পারে না। আম্মুজি তোমাকে এত ভালবাসতে পারিনা, তুমি কিভাবে এত ভালবাসো?
আজ তোমার দ্বিতীয় জন্মবার্ষিকী, এই দুই বছরে তুমি আমাকে চমৎকার কিছু অভিজ্ঞতা, কিছু অনুভূতি, কিছু স্মৃতি দিয়েছো।
শুভ জন্মদিন বাবা। এমন করে আরো হাজারটা বছর তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। মহান আল্লাহ তোমাকে অনেক সুন্দর, সুস্থ জীবন কাটানোর তৌফিক দান করুক।
ইতি
তোমার আম্মুজি ❣️