Al Nahian Bin Murad

Al Nahian Bin Murad নৈতিক মূল্যবোধ, সত্য-বাদিতা এবং ন্যায় পরায়নতাই হোক জীবনের মূল লক্ষ্য।

12/10/2025

সাংসারিক জীবনে যত বেশি গোপনীয়তা বজায় রাখবেন, গোপন রাখবেন সবকিছু ততই শান্তি পাবেন। আল্লাহর বরকত নাযিল হতে থাকবে ইনশাআল্লাহ।

যত সাংসারিক সমস্যা হয় তার একটা বড় কারণ হলো অনলাইনে প্রকাশ করা বা প্রথম অবস্থাতেই নতুন বিয়ে করে সুন্দর সুন্দর পোস্ট দেওয়া বা নিজেদের সাংসারিক বা ব্যাক্তিগত খুনসুটি ইন্ডাইরেক্টলিভাবে হলেও প্রকাশ করা।

বিশ্বাস করেন বাংলাদেশে এখনো সংখ্যায় অনেক কম হলেও এমনও দম্পত্তি আছে যারা একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝেনা। এক কথায় একজন আরেকজনের জন্য পুরো পাগল, যেটা কিনা আমাদের অনেকের স্বপ্ন যে আমরাও যেন এমন স্বামী বা স্ত্রী পাই।

কিন্তু দেখবেন তাদেরকে সামনাসামনি দেখলে বুঝবেনও না। তাদের ভালোবাসার কথা বা সাংসারিক কোন কথা লোকসমাজে বলে বেড়ায় না, বুঝতেও দেয়না। ফেইসবুক বা অনলাইনে ডাইরেক্টলি-ইনডাইরেক্টলি প্রকাশও করেনা।

এই মোবাইল, অনলাইন বা সোস্যাল মিডিয়ার যেরকম পজিটিভ কিছু দিক আছে তার চেয়েও বেশি নেগেটিভ দিক আছে। এগুলোর কারণে সাংসারিক অশান্তি, পরকীয়া, সবসময় দুশ্চিন্তা, নিজেদের কিছু ব্যাক্তিগত সময়, খুনসুটি সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে।

এজন্য প্রয়োজন ছাড়া নিজের স্ত্রীকে এন্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেওয়াই উচিত না। একইভাবে আপনারও ব্যাবসায়ীক বা জরুরি কাজ ব্যাতীত অতিরিক্ত মোবাইল বা অনলাইন ব্যবহার করা উচিত না, অন্তত বিয়ের পর। যাস্ট ১ সপ্তাহ চেষ্টা করে দেখুন ফলাফল নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ।

কারণ-

১| আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেনঃ

عن ابى هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم العين حق

বদ নজর সত্য। (বুখারীঃ ১০/২১৩)

২| আয়েশা সিদ্দীকা (রাযিয়াল্লাহু আনহা) বর্ণনা করেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ

استعيذوا بالله من العين فإن العين حق

তোমরা বদ নজরের ক্রিয়া (খারাপ প্রভাব) থেকে রক্ষার জন্যে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা কর। কেননা তা সত্য। (ইবনে মাযাহঃ ৩৫০৮)

৩| ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

العين حق ولو كان شيء سابق القدر لسبقته العين ، وإذا استغسلتم فاغسلوا

বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১)

৪। আসমা বিনতে উসাইম (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত যে, তিনি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আবেদন করনে যে, জাফরের সন্তানদের নজর লাগে আমি কি তাদের জন্যে ঝাড়ফুঁক করব? উত্তর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ

نعم فلو كان شئ سابق القضاء لسبقته العين

অর্থঃ হ্যাঁ! কোন বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। (তিরমিযীঃ ২০৫৯, আহমদঃ ৬/৪৩৮)

৫| আবু যর (রাযিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

ان العين لتولع بالرجل بإذن الله حتى يصعد حالقا فيتردى منه

ইমাম আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন । এই হাদীসের সারমর্ম হল, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কোন ব্যক্তির যখন নজর লাগে তখন এত বেশি প্রভাবিত হয় যে, সে যেন কোন উচু স্থানে চড়ল অতঃপর কোন নজর দ্বারা হঠাৎ করে নীচে পড়ে গেল। (শায়খ আলবানী সহীহ বলেছেনঃ ৮৮৯)

৬| জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر

অর্থঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

৭| জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره بالعين

অর্থঃ আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)

08/07/2025

দেশের কাঠামোগত উন্নয়ন আর বাস্তব সংস্কার নিয়ে কয়জন সত্যিই চিন্তিত?
সবাই ব্যস্ত পাটায়-পুতোয় বাটা রাজনীতি নিয়ে—
কে কার চেয়ে বড় রাজনৈতিক হিরো, সেই দৌড়ে!

চারপাশের লোকজন হইচই আর আবেগে মাতিয়ে রাখে,
কিন্তু প্রশ্ন হলো—
তারা কি সত্যিই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে?
নাকি নিজেদের “চাপাগীরি” আর ফেইমের শখ মেটাতে ব্যস্ত?

দেশপ্রেম মানে শুধু গলা ফাটিয়ে স্লোগান না,
সংস্কার নিয়ে ভাবাও একধরনের দেশপ্রেম।

জুলাই পরবর্তী কী কী কাজ হয়েছে, এই হিসাবটা সিরিয়াসলি কয়জন জানতে চেয়েছে এখন পর্যন্ত?
বাজেট ঘোষণার পর যতটা শোরগোল হয়, ততটা দেখা যায় না তার বাস্তবায়নের পর্যবেক্ষণে।
স্লোগান, প্রতিশ্রুতি, ভাষণের ভিড়ে হারিয়ে যায় বাস্তব অগ্রগতির হিসাব।

রাজনৈতিক দলগুলো কি আসলেই দেশের কাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বা শিক্ষাব্যবস্থার পুনর্গঠন নিয়ে আগ্রহী?
নাকি তারা ব্যস্ত থাকে জনতাকে আবেগ দিয়ে চালিয়ে নেওয়ার খেলায়?

আজকাল প্রশ্ন করলেই সেটাকে বিরোধিতা ধরা হয়।
কিন্তু প্রশ্ন তো উন্নয়নের পূর্বশর্ত, না?

এই দেশের মানুষ জানতে চায় না —

জুলাইয়ের পর কতটা বাজেট বাস্তবায়িত হলো,
কতটা প্রতিশ্রুতি কাগজে থেকে বাস্তবে এলো,
আর কতটা কাজ আদৌ পরিকল্পনার বাইরে গিয়ে হয়েছিল?

আসলে গণতন্ত্র তখনই অর্থবহ হয়, যখন প্রশ্ন তোলা যায় —
আর জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

#রাজনৈতিক_বিশ্লেষণ #হিসাবচাই #উন্নয়ন_নাকি_প্রোপাগান্ডা #জুলাইপরবর্তী_বাস্তবতা #দেশপ্রেম #রাজনীতি_নাকি_চাপাগিরি #সংস্কার #বাস্তবতা

আল নাহিয়ান বিন মুরাদ

27/06/2025

মানুষ কতটা ভালো — সেটা বোঝা যায় না তার কথায়, বোঝা যায় যখন সে ক্ষমতা, সুযোগ, এবং স্বাধীনতা পায়।

You can’t truly understand how good a person is by their words — you understand it when they are given power, opportunity, and freedom.

Admin

15/06/2025

ইসরায়েলের চারপাশের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা — আয়রন ডোম, ডেভিড’স স্লিং, অ্যারো সিস্টেম — সবই আসলে আধুনিক প্রযুক্তির চরম ব্যবহার। আশেপাশের দেশগুলোও যেভাবে সহযোগিতা করার কথা সেভাবেই করছে। সাধারণ সামরিক হামলা বা মিসাইল বৃষ্টি দিয়ে খুব বেশি কিছু করা কঠিন হয়ে পড়েছে। তাই কেউ কেউ বলে, “মানুষের শক্তি দিয়ে নয়, আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া এটা সম্ভব না।”

আর মুসলিম দেশগুলোর ঐক্যের বিষয়টা তো সত্যিই সবচেয়ে বড় দুঃখের জায়গা। রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক স্বার্থের দ্বন্দ্ব — এগুলোই বারবার মুসলিম উম্মাহকে এক হওয়ার সুযোগ থেকে দূরে সরিয়ে রাখছে।

হে আল্লাহ, নেতৃত্বের দুর্বলতা দূর করে আমাদের মাঝে যোগ্য, সাহসী ও ঈমানদার নেতার আগমন ঘটান। যিনি উম্মাহর সম্মান ফিরিয়ে আনবেন।

Al Nahian Bin Murad

Eid Mubarak To All❤️❤️❤️-  2025
09/06/2025

Eid Mubarak To All❤️❤️❤️

- 2025

Alhamdulillah❤️❤️❤️
09/06/2025

Alhamdulillah❤️❤️❤️

26/05/2025

“পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ-পৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।”

আয়াত ৩৭, সূরা বনী ইসরাঈল- আল কোরআন

এমন একটা লোককে রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি:১। যার বাবার নাম জানিনা ২। যার মায়ের নাম জানিনা৩। যার স্ত্রীর নাম জানিনা ৪। য...
06/04/2025

এমন একটা লোককে রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি:

১। যার বাবার নাম জানিনা
২। যার মায়ের নাম জানিনা
৩। যার স্ত্রীর নাম জানিনা
৪। যার মেয়ের নাম জানিনা
৫। যার ছেলের নাম জানিনা

- কারণ এই লোকটি ছাড়া তার পরিবার, আত্মীয়-স্বজনদের কেউ রাষ্ট্রীয় ক্ষমতার ৫০০ মাইলের ভিতরে নাই! আসবেও না!

ডক্টর মুহাম্মদ ইউনূস ছাড়া এর আগে এমন রাষ্ট্রপ্রধান শুধু একজনই ছিলো!

সেটা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান!
প্রেসিডেন্ট জিয়া তার শাসনামলে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার ধারে কাছে ঘেষতে দেয় নাই! তার যে আপন কয়েকজন ভাই ছিলো এটাও দেশের মানুষ জানতো না!

- Love and Respect for Dr. Muhammad Yunus and President Zia ❤️🫡

© Tanvir Ahmad Arjel

06/04/2025

খারাপ সময় ও শেষ হবে, আমি ও সেরে উঠবো, কিন্তু ওই' যে মানুষগুলো কে চেনা হয়ে গেলো!🙂

02/04/2025

28/03/2025

চুপথাকার সবচেয়ে বড় সুবিধা হলো,উত্তরটা
আপনার হয়ে কেউনা কেউ দিয়ে দিবে
হয় মানুষ,নয় সময়!

Address

London

Telephone

+447833420420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Nahian Bin Murad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Nahian Bin Murad:

Share