15/06/2025
ইসরায়েলের চারপাশের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা — আয়রন ডোম, ডেভিড’স স্লিং, অ্যারো সিস্টেম — সবই আসলে আধুনিক প্রযুক্তির চরম ব্যবহার। আশেপাশের দেশগুলোও যেভাবে সহযোগিতা করার কথা সেভাবেই করছে। সাধারণ সামরিক হামলা বা মিসাইল বৃষ্টি দিয়ে খুব বেশি কিছু করা কঠিন হয়ে পড়েছে। তাই কেউ কেউ বলে, “মানুষের শক্তি দিয়ে নয়, আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া এটা সম্ভব না।”
আর মুসলিম দেশগুলোর ঐক্যের বিষয়টা তো সত্যিই সবচেয়ে বড় দুঃখের জায়গা। রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক স্বার্থের দ্বন্দ্ব — এগুলোই বারবার মুসলিম উম্মাহকে এক হওয়ার সুযোগ থেকে দূরে সরিয়ে রাখছে।
হে আল্লাহ, নেতৃত্বের দুর্বলতা দূর করে আমাদের মাঝে যোগ্য, সাহসী ও ঈমানদার নেতার আগমন ঘটান। যিনি উম্মাহর সম্মান ফিরিয়ে আনবেন।
Al Nahian Bin Murad