Al Nahian Bin Murad

Al Nahian Bin Murad নৈতিক মূল্যবোধ, সত্য-বাদিতা এবং ন্যায় পরায়নতাই হোক জীবনের মূল লক্ষ্য।

15/06/2025

ইসরায়েলের চারপাশের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা — আয়রন ডোম, ডেভিড’স স্লিং, অ্যারো সিস্টেম — সবই আসলে আধুনিক প্রযুক্তির চরম ব্যবহার। আশেপাশের দেশগুলোও যেভাবে সহযোগিতা করার কথা সেভাবেই করছে। সাধারণ সামরিক হামলা বা মিসাইল বৃষ্টি দিয়ে খুব বেশি কিছু করা কঠিন হয়ে পড়েছে। তাই কেউ কেউ বলে, “মানুষের শক্তি দিয়ে নয়, আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া এটা সম্ভব না।”

আর মুসলিম দেশগুলোর ঐক্যের বিষয়টা তো সত্যিই সবচেয়ে বড় দুঃখের জায়গা। রাজনৈতিক, অর্থনৈতিক, আঞ্চলিক স্বার্থের দ্বন্দ্ব — এগুলোই বারবার মুসলিম উম্মাহকে এক হওয়ার সুযোগ থেকে দূরে সরিয়ে রাখছে।

হে আল্লাহ, নেতৃত্বের দুর্বলতা দূর করে আমাদের মাঝে যোগ্য, সাহসী ও ঈমানদার নেতার আগমন ঘটান। যিনি উম্মাহর সম্মান ফিরিয়ে আনবেন।

Al Nahian Bin Murad

Eid Mubarak To All❤️❤️❤️-  2025
09/06/2025

Eid Mubarak To All❤️❤️❤️

- 2025

Alhamdulillah❤️❤️❤️
09/06/2025

Alhamdulillah❤️❤️❤️

26/05/2025

“পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ-পৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।”

আয়াত ৩৭, সূরা বনী ইসরাঈল- আল কোরআন

এমন একটা লোককে রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি:১। যার বাবার নাম জানিনা ২। যার মায়ের নাম জানিনা৩। যার স্ত্রীর নাম জানিনা ৪। য...
06/04/2025

এমন একটা লোককে রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি:

১। যার বাবার নাম জানিনা
২। যার মায়ের নাম জানিনা
৩। যার স্ত্রীর নাম জানিনা
৪। যার মেয়ের নাম জানিনা
৫। যার ছেলের নাম জানিনা

- কারণ এই লোকটি ছাড়া তার পরিবার, আত্মীয়-স্বজনদের কেউ রাষ্ট্রীয় ক্ষমতার ৫০০ মাইলের ভিতরে নাই! আসবেও না!

ডক্টর মুহাম্মদ ইউনূস ছাড়া এর আগে এমন রাষ্ট্রপ্রধান শুধু একজনই ছিলো!

সেটা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান!
প্রেসিডেন্ট জিয়া তার শাসনামলে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার ধারে কাছে ঘেষতে দেয় নাই! তার যে আপন কয়েকজন ভাই ছিলো এটাও দেশের মানুষ জানতো না!

- Love and Respect for Dr. Muhammad Yunus and President Zia ❤️🫡

© Tanvir Ahmad Arjel

06/04/2025

খারাপ সময় ও শেষ হবে, আমি ও সেরে উঠবো, কিন্তু ওই' যে মানুষগুলো কে চেনা হয়ে গেলো!🙂

02/04/2025

28/03/2025

চুপথাকার সবচেয়ে বড় সুবিধা হলো,উত্তরটা
আপনার হয়ে কেউনা কেউ দিয়ে দিবে
হয় মানুষ,নয় সময়!

28/03/2025

Cherry Blossom trees in Greenwich Park, London 🌸

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়ে...
27/03/2025

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন মাননীয় আদালত।
২৭ মার্চ ২০২৫

Address

London

Telephone

+447833420420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Nahian Bin Murad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Nahian Bin Murad:

Share