Darpan TV UK

Darpan TV UK দর্পণ টিভি ইউকে যুক্তরাজ্য থেকে প্রচারিত একটি চ্যানেল। এতে সংক্ষিপ্তভাবে বিজ্ঞাপন দেওয়া যায়
(1)

দর্পণ টিভি পেইজ সব সময় আপনাদের কাছে নিত্য নতুন খবর ও আলোচনা উপহার দিবে । আপনার আমাদের পেইজ শেয়ার ও লাইক দিয়ে যুক্ত থাকুন । ধন্যবাদ

16/10/2025

গাজায় ৭ কোটি টন ধ্বংসস্তূপ, রয়ে গেছে ২০ হাজার অবিস্ফোরিত বোমা- Darpan TV News

16/10/2025

আগামী রোববার থেকে সিলেট শহরে কোনো হকার বসবে না- সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সারওয়ার আলম।

14/10/2025

জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় ৫ জনকে গুলি করে হত্যা করলো ইসরায়েল- Darpan TV News

14/10/2025

সিলেট রেলওয়েস্টেশনে অভিযানে সিলেটের ডিসি মোঃ সারওয়ার আলম...

13/10/2025

ইলিয়াস আলীর গুমের সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে- Darpan TV News

লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দিনশা...
13/10/2025

লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দিন

শাহ সুহেল (১৩ অক্টোবর-২৫)
লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।গত শুক্রবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন। তিনি বলেন, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং সাম্প্রতিক এআই (AI)-এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে—তা বলা কঠিন। তবে সস্তা সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শক তথ্যের এই বন্যার মধ্যেও যেন আসল সংবাদটি চিনে নিতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা মিডিয়ার পরিবর্তনশীল বাস্তবতা, নাগরিক সাংবাদিকতার উত্থান এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় আনোয়ার আল দীন আরও বলেন, প্রযুক্তি যেমন সংবাদকে আরও দ্রুত ও সহজলভ্য করেছে, তেমনি এটি তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ভবিষ্যতের সংবাদ হবে আরও বেশি ডেটা-নির্ভর ও দ্রুততর। তবে এখন অনুসন্ধান বা গবেষণা অনেক সহজ হয়েছে—অনলাইনে সামান্য অনুসন্ধানেই পাওয়া যায় দুনিয়ার তাবৎ তথ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী,সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী,কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম,সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন। অনুষ্ঠানে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে একই দিন প্রেসক্লাবের সভা শেষে আনোয়ার আল দিন প্রেসক্লাবের পার্শ্ববর্তী দর্পণ মিডিয়া সেন্টার পরিদর্শন করেন। এখানে তাকে স্বাগত জানান প্রবীণ সাংবাদিক ও দর্পণ বুক ক্লাবের চেয়ারম্যান মোঃ রহমত আলী। এ সময় তাকে একটি বই উপহার দেওয়া হয়। এজন্য তিনি দর্পণ বুক ক্লাবের সবাইকে ধন্যবাদ জানান।

12/10/2025

সিলেটের ন্যায্য দাবি আদায়ে সাবেক মেয়র আরিফের ডাকে রাজপথে সিলেটের সর্বস্তরের মানুষ..

12/10/2025

আনোয়ার আল দ্বীনকে নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিশেষ আলোচনা অনুষ্ঠান- Darpan TV News

11/10/2025

প্রবাসীদের সহজে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের আহবান ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের-Darpan TV News

হোয়াইটচ্যাপেলে ফার-রাইট কার্যক্রমের প্রতিক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিতশাহ সুহেল (১১ অক্টোবর ২০২৫)হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ই...
11/10/2025

হোয়াইটচ্যাপেলে ফার-রাইট কার্যক্রমের প্রতিক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিত

শাহ সুহেল (১১ অক্টোবর ২০২৫)
হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ (UKIP) সমর্থকদের পরিকল্পিত আগমনের প্রতিক্রিয়ায় সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মক্স-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে। এতে প্রায় ৪০ জন প্রতিনিধি বিভিন্ন মসজিদ, সংগঠন ও সম্প্রদায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।

উপস্থিত সংস্থাগুলোর মধ্যে ছিল ইস্ট লন্ডন মসজিদ, দারুল উম্মাহ, উইমেন এক্সক্লুসিভ টিম, কাউন্সিল অব মসজিদস নিউহ্যাম, আশ’আতাবি মসজিদ, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (MCB) এবং মেট্রোপলিটন পুলিশ (MET Police)-এর প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মক্স -এর সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা।
বক্তব্য রাখেন ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ওলিভার রিচটার, চিফ ইন্সপেক্টর ক্রিচ ব্রাউন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর সেক্রেটারি জেনারেল ড. ওয়াজিদ, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আব্দুল্লাহ ফালিক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতা দিলোয়ার হোসেন, দারুল উম্মাহ মসজিদের সেক্রেটারি নুরুল উল্লাহ, উইমেন এক্সক্লুসিভ টিমের চিফ এক্সিকিউটিভ সাফিয়া জামা, এবং আশ’আতাবি মসজিদের ট্রাস্টি সারা মেরি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, কাউন্সিল অব মক্স -এর ট্রেজারার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এবং সোমালি কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

বৈঠকে আসন্ন ২৫শে অক্টোবরের পরিকল্পনা ঘিরে সম্ভাব্য পরিস্থিতি, জননিরাপত্তা রক্ষা, এবং সম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়, এবং উপস্থিত প্রতিনিধিরা একমত হন যে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সমন্বিত তত্ত্বাবধানের মাধ্যমে শান্তি ও সংহতি বজায় রাখা সম্ভব হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মসজিদস সকল সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানায়—
শান্তি, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একসঙ্গে কাজ করার জন্য।

10/10/2025

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল..

Address

Princelet Street
London
E15LP

Alerts

Be the first to know and let us send you an email when Darpan TV UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darpan TV UK:

Share

Darpan TV UK

Darpan TV uk is a Part of Darpan Magazine UK