Binodon Mail

Binodon Mail Entertainment Newspaper. Advertising : +447378490610

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, কন্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক লোকমান হোসেন ফকির এর জন্মবার্ষিকী স্মরণে "বিনোদন মেইল ডটক...
27/12/2025

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, কন্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক লোকমান হোসেন ফকির এর জন্মবার্ষিকী স্মরণে "বিনোদন মেইল ডটকমের " এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান অভিনেত্রী আফসান আরা বিন্দু। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন ...
26/12/2025

নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান অভিনেত্রী আফসান আরা বিন্দু। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিববাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। তারপর সংসারে মন দেন; ফলে অভিনয়কে বিদায় জানান।

কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে লাইমলাইটে ছিলেন না বিন্দু। সবার ধারণা ছিল, দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন। কিন্তু বিয়ের এক দশক পর বিন্দু জানালেন, তার সংসার ভেঙে গেছে। কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খবর জানান তিনি।

বিনাপারিশ্রমিকে গান গাইলেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ
26/12/2025

বিনাপারিশ্রমিকে গান গাইলেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ

জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের জন্মদিন উপলক্ষে বিনোদন মেইল ডটকমের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা
23/12/2025

জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের জন্মদিন উপলক্ষে বিনোদন মেইল ডটকমের পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা

মুক্তি পেল জনপ্রিয় গীতিকার দেলোয়ার আরজুদা শরফ এর গীতরচনায়, এসকে সাগর শান এর সুর ও সংগীতে শিল্পী বিশ্বাস ও পিয়াল হাসানের ...
23/12/2025

মুক্তি পেল জনপ্রিয় গীতিকার দেলোয়ার আরজুদা শরফ এর গীতরচনায়, এসকে সাগর শান এর সুর ও সংগীতে শিল্পী বিশ্বাস ও পিয়াল হাসানের ডুয়েট গান 'মন খারাপের কারণ তুমি'

মুক্তি পেল বাপ্পা মজুমদার এর নতুন গান 'এই ব্যাথা'
21/12/2025

মুক্তি পেল বাপ্পা মজুমদার এর নতুন গান 'এই ব্যাথা'

নতুন বছরে নতুন প্রজেক্ট নিয়ে রাকিব মোসাব্বির বিনোদন ডেস্ক : নতুন বছরে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হবেন গায়ক,সুরকার ও সংগীত ...
18/12/2025

নতুন বছরে নতুন প্রজেক্ট নিয়ে রাকিব মোসাব্বির

বিনোদন ডেস্ক : নতুন বছরে নতুন প্রজেক্ট নিয়ে হাজির হবেন গায়ক,সুরকার ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির । সম্প্রতি দুইটি মিউজিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নিজের অডিও কোম্পানির ব্যস্ততার জন্য দীর্ঘদিন অন্য কোম্পানির গুলোর সাথে কাজ বিরতি নেন। এরমধ্যে সিডি চয়েজ এর ব্যানারে তার কম্পোজিশনে সাত পাকে জীবন ২ গানটি ভিডিও আকারে মুক্তি পায়।

এ প্রসঙ্গে রাকিব মোসাব্বির জানান,
ইনশাআল্লাহ সঙ্গীতে আরও কিছু ভালো গান নিয়ে ফিরছি 'অনুপম মিউজিক' ও 'সিডি চয়েজ' এর ব্যানারে। সঙ্গে আমার অডিও কোম্পানি 'Tone Fair' এর ব্যানারেও থাকছে নিয়মিত গান। ইতিমধ্যে সিডি চয়েজের জন্য ৫টি গান, অনুপম মিউজকের জন্য ২টি গান এবং টোন ফেয়ারের জন্য ১টি গান প্রস্তুত। যেহেতু আমি কোন মিডিয়া কভারেজ বা নিউজ কভারেজ পাই না। তাই গানগুলোর আপডেট পেতে আমার ভেরিফাইড ফেসবুক পেজ Rakib Musabbir এ ভিজিট করলে নিয়মিত আপডেট পাবেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল Tune Factory এর কমিউনিটি পোস্টে আপডেট পাবেন এবং আমার টিকটক ও ইন্সটাগ্রামের অফিসিয়াল আইডিতে গানগুলোর আপডেট পাবেন।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার প্রথমবারের মতো বলিউডে কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ...
16/12/2025

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার প্রথমবারের মতো বলিউডে কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তিনি লীড রোলে অভিনয় করেছেন জিমি রয় চরিত্রে, যা পুরো সিরিজের কেন্দ্রবিন্দু। টিজারে আরিফিন শুভকে একাধিক ভিন্ন লুকে দেখা গেছে, ধূসর স্যুটে মার্জিত ভঙ্গি থেকে সাদা ঝকঝকে স্যুটে নাচ-যেখানে ১৯৭০-এর দশকের রেট্রো আবহ ফুটে উঠেছে।
‘জ্যাজ সিটি’ বহুমাত্রিক গল্পের সিরিজ, যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীত ও নীরবতায় চরিত্রের অনুভূতি প্রকাশ করা হয়েছে। সিরিজের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। আরিফিন শুভ এই প্রথম প্রজেক্টে চারটি ভাষায় অভিনয় করেছেন- বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।
গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে খ্যাতি পেয়েছেন। আরিফিন শুভর বিপরীতে থাকছেন সৌরসেনী মিত্র এবং অন্যান্য পরিচিত বলিউড ও টলিউড তারকারা। সিরিজটি ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজিতে মুক্তি পাবে।

২০২৫ এর সেরা পাঁচ গানের তালিকায় সোহাগ ওয়াজিউল্লাহর গানবিনোদন ডেস্ক :বাংলাদেশের জনপ্রিয় গীতিকবিদের মধ্যে অন্যতম সোহাগ ওয়া...
06/12/2025

২০২৫ এর সেরা পাঁচ গানের তালিকায় সোহাগ ওয়াজিউল্লাহর গান

বিনোদন ডেস্ক :
বাংলাদেশের জনপ্রিয় গীতিকবিদের মধ্যে অন্যতম সোহাগ ওয়াজিউল্লাহ। যার লেখা অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫ ও এর ব্যতিক্রম ঘটেনি
তার লেখা রেমো বিপ্লবের সুরে পারভেজ খানের কন্ঠে 'আমার বন্ধুর ও বন্ধু আছে ' গানটি কোটির ঘরে পা রেখেছে।

একটা সময় গানকে দুভাগে ভাগ করা হতো; অডিও গান ও সিনেমার গান। এখন অডিও এবং সিনেমার গানের সঙ্গে যোগ হয়েছে নাটকের গান। সিনেমার গানের সংখ্যা কমে যাওয়ায় অনেক জনপ্রিয় শিল্পী এখন নাটকের গানে মনযোগী।
২০২৫সালে প্রকাশিত মিউজিক ভিডিওর সংখ্যা কম নয়। তবে মিউজিক ভিডিও প্রকাশের ক্ষেত্রে জনপ্রিয় শিল্পীদের সংখ্যা কম বলেই জানা যায়।
এবছরে জনপ্রিয় শিল্পীদের মধ্যে মিউজিক ভিডিওতে শুধু হাবিবের গান ৪ কোটি ভিউয়ের ঘর পার করেছে। গানের শিরোনাম ‘মহা জাদু’। কোক স্টুডিও থেকে এটি প্রকাশ হয়েছে।
এছাড়া কোটির ঘর পার হওয়া কয়েকটি গানের তালিকা
১.আমার বন্ধুরও বন্ধু আছে। শিল্পী: পারভেজ খান। এ গানের ভিউ- ২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬৪৩।

২. গুলবাহার। শিল্পী: ইশান মজুমদার ও সুভেন্দু দাস শুভ। ভিউ-৩ কোটি ১২ লাখ ৮৫ হাজার ৬০৮।

৩.রাগের মাথায় কইলে কিছু। শিল্পী: মরিয়ম। ভিউ-১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৩৬০।

৪.জগতের পিরিত ভালো না। শিল্পী: ঝিনুক। ভিউ-৩ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ৭৯৪।

৫.প্রেমের হইলো না মিলন। শিল্পী: শিমুল হাসান। ভিউ-২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩৭০।

৬.মুখ দেখে কেউ দুঃখ বোঝোনা। শিল্পী: সাগর বাউল। ভিউ-১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ২৮৮।

৭. তুই আমার আলতা চুড়ি না। শিল্পী: সানজিদা রিমি। ভিউ-৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৪১৪

বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ
06/12/2025

বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ

মুক্তি পেলো সিডি চয়েজ এর ব্যানারে আরফিন রুমী  ও খেয়া'র নতুন ডুয়েট গান 'কিছুক্ষণ'
04/12/2025

মুক্তি পেলো সিডি চয়েজ এর ব্যানারে আরফিন রুমী ও খেয়া'র নতুন ডুয়েট গান 'কিছুক্ষণ'

ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে। --- মাহাদী ফয়সাল  F...
03/12/2025

ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে।
--- মাহাদী ফয়সাল

Faisal

Address

Ruislip
London
HA29HE

Alerts

Be the first to know and let us send you an email when Binodon Mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Binodon Mail:

Share