27/07/2025
⚠️ বাংলাদেশী পাসপোর্ট শেষ!! 🇧🇩🚫
আজকে Nadir ভাই একটা ভিডিও পোস্ট করল বাংলাদেশী পাসপোর্ট এর বর্তমান নিয়ে। এই ভিডিও টা তে বেশ ডিটেইল এ বাস্তব চিত্র তুলে ধরসেন উনি। একবার হলেও দেখবেন ভিডিও টা।
এবার আসি নিজের অভিজ্ঞতার কথায়। খুব বেশি দেশ আমি ঘুরি নাই। মাত্র ৪ টা দেশ এই ঘুরলাম- ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য এবং আলবেনিয়া।
Indonesia 🇮🇩
২০১৯ সালে আমি যখন টুরিস্ট ভিসাই ইন্দোনেশিয়া যাই তখন বাংলাদেশী পার্সপোর্ট হোল্ডার দের জন্য অন অ্যারাইভল ভিসা ছিলো যা বর্তমানে আর নাই। ইন্ডিয়ানেশিয়া র ইমিগ্রেশন এ যখন গেলাম আমার সামনে ৩ জন ছিলো যার দুইজন সিঙ্গাপুর এর পাসপোর্ট আর একজন অস্ট্রেলিয়া র পাসপোর্ট হোল্ডার। তাদের পাসপোর্ট নিলো আর স্ট্যাম্প করল! কোনও প্রশ্নই করল না। তারপর গেলাম আমি। বাংলাদেশী পাসপোর্ট দেখতেই অফিসার এর মুখের রং পাল্টে গেল! পাশের অফিসার কে ডেকে কি জানি আলোচনা করল তারপর আমাকে একটু অপেক্ষা করতে বলে পাসপোর্ট টা নিয়ে ভিতরে অফিস রুমে চলে গেল। প্রায় ১৫ মিনিট পরে এসে জিজ্ঞেস করে আমি কেন আসছি! বললাম যে আমার একটা মডেল ইউনাইটেড নেশনস এর কনফারেন্স আসে, ওটা এটেন্ড করব তারপর একটু বালি ঘুরবো। কনফারেন্স এর কাগজ দেখল তারপর হোটেল বুকিং থেকে শুরু করে ফ্লাইট টিকিট সব এই দেখল। তারপরেও অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে প্রাই ৪০ মিনিট পরে গিয়ে ভিসা স্ট্যাম্প করল।
Albania 🇦🇱
এবার আসি আলবেনিয়ার অভিজ্ঞতায়। এই বছর এই আলবেনিয়া যাই। আমার পাসপোর্ট এ UK র ভিসা থাকাই আলবেনিয়া তে ভিসা ফ্রি এন্ট্রি ছিলো। যখনই ইমিগ্রেশন এ গেলাম, আমার সাথে থাকা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার বন্ধুদের জাস্ট পাসপোর্ট আর UK র ভিসা দেখেই যেতে দিল। কিন্তু আমার পাসপোর্ট হাত এ নিতেই অফিসার এর ভ্রু কুচকে গেল। ইউকে এর ভিসা, হোটেল বুকিং, রিটার্ন টিকিট সব দেখানোর পরেও সে খুশি না। আরও দুইজন অফিসার আসলো আর তিনজন মিলে কিছুক্ষণ আলাপ করে আমাকে অফিস রুম এ যেতে বলল। তারপর আমার ব্যাগ খুলে পুরা চেক করল, আমাকে চেক করল, কেন আসলাম, কবে যাব এগুলার বার বার জবাব দিয়েও তারা সন্তুষ্ট না! এভাবে প্রায় ৩০ মিনিট চেক করার পরেও যখন কোনো ফল্ট পেল না তারপর আমাকে যেতে দিল।
অনেক প্ল্যান করে অনেক এক্সসাইটমেন্ট নিয়ে খুশি মনে আপনি যখন একটা দেশ ঘুরতে যান আর শুধু মাত্র আপনার পাসপোর্ট এর বদনাম এর জন্য আপনাকে বার বার এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তখন কেমনটা লাগে তা যে ফেস করে শুধু সেই জানে।
এত বদনাম এত লো রাঙ্কিং এর জন্য দায়ী কোনও সরকার না। দায়ী বাংলাদেশী মানুষ। বছরের পর বছর চোরাপথে ইউরোপ অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়ে গিয়ে, বেআইনি ভাবে থেকে এই পাসপোর্ট টার মানসম্মান আর রাখেন নাই ভাই আপনার! আমরা লিগাল ওয়ে তে গিয়েও শান্তি পাচ্ছি না আর! এখন তো যেতেও পারতেসি না!
বাংলাদেশীদের আজকাল তাজিকিস্তান এর মত দেশ ও ভিসা রিজেক্ট করে! Nadir ভাই এর মতো মানুষ যদি ভিসা না পাই, তাইলে আমরা সাধারণ মানুষ যারা হঠাৎ একটু ঘুরতে যাই, তারা পাওয়া তোহ অনেক দূরের কথা।
এমনকি Student Visa ও দিচ্ছে না অনেক দেশ। রিসেন্টলি বাংলাদেশীদের বিভিন্ন ভিসা লিমিটেশন ঘোষনা দিসে অনেক দেশ। কারণ: ইল্লিগাল ইমিগ্রেশন আর মাইগ্রেশন মিসইউজ!!
পাসপোর্ট টার সম্মান একটু বাঁচান ভাই!! ইল্লিগাল ইমিগ্রেশন বন্ধ করেন! বিদেশ গেলে লিগালি যান নাহয় যাইয়েন না!!!! 🙏🏻