তাহা T a h a

তাহা T a h a _শূন্যতায় ভাসি🙃
❥◎⃝! কখনো হাসি -🙂💚
_আবার কাঁদি !-😢
❥◎⃝! বেলা শেষে শূন্যতায় জড়িয়ে ও পূর্ণতা খুঁজি

Cute💙
26/04/2025

Cute💙

❤️
26/04/2025

❤️

11/03/2025
আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছেঅথচ দেখা হচ্ছে না। আমাদের দেখা হওয়া দরকারজীবন ফুরিয়ে যাচ্ছে যেন আগামীকাল-ই পৃথিবীর শেষ দিন। তোমা...
27/02/2025

আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছে
অথচ দেখা হচ্ছে না।
আমাদের দেখা হওয়া দরকার
জীবন ফুরিয়ে যাচ্ছে
যেন আগামীকাল-ই পৃথিবীর শেষ দিন।

তোমাকে অনেক না বলা কথা আছে,
যা আমি কখনো লিখতে পারিনা।
বলতে পারি না; তাই আমাদের দেখা হওয়া দরকার।
আমি কেবল তোমার চোখে চোখ রাখতে চাই।

জীবনে হারিয়েছি অনেক কিছুই, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে! তবুও বেঁচে ...
23/02/2025

জীবনে হারিয়েছি অনেক কিছুই, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে!
তবুও বেঁচে থাকার শক্তি খুঁজে নিই প্রতিটি নতুন সকালে, হারিয়েছি অনেক কিছুই, কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু? যা আমার ছিলো, তা কি আদৌ আমার ছিলো, জীবন যেনো প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়াই এইটা হয়তো জীবনের আসল মানে,

যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবুও মাঝে মাঝে মনে হয়, যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে পারতাম!💔

যেতে যেতে অনেককে দেখলাম! সুখি মানুষ দেখিনি!সবাই বুকের ভেতর দুঃখ পুষে এক চিমটি সুখের খোঁজে ছুটছে!দিনে রাতে ছুটছে!  দিক বে...
23/02/2025

যেতে যেতে অনেককে দেখলাম!
সুখি মানুষ দেখিনি!

সবাই বুকের ভেতর দুঃখ পুষে এক চিমটি সুখের খোঁজে ছুটছে!
দিনে রাতে ছুটছে! দিক বেদিক ছুটছে!

ওরা জানেনা,
এ শহরে এক চিমটি সুখের প্রচুর অভাব!💔

রিজিকে তোমার মোহাব্বত ছিলো  —পাইছি  তোমার সাথে সংসার রিজিকে ছিলো নাপাই নাই!!
06/02/2025

রিজিকে তোমার মোহাব্বত ছিলো —পাইছি
তোমার সাথে সংসার রিজিকে ছিলো না
পাই নাই!!

অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! তোমাকে বলা যায় না, ঠিক কেমন লাগে, কতটা অসহায়বোধ করি নিজেকে! এড়িয়ে যাও বোধহয়,...
05/02/2025

অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! তোমাকে বলা যায় না, ঠিক কেমন লাগে, কতটা অসহায়বোধ করি নিজেকে! এড়িয়ে যাও বোধহয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব।

তোমাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয়!
কতকিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়! ঠিক কেমন লাগে, তোমাকে বোঝাতে পারি না। তুমি কখনো জানতেও চাইলে না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়!

শুধু তুমি বুঝো না বলেই এত আক্ষেপ হয়।
নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনোকিছুই বোঝো না তুমি। এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে তোমায় চাওয়া, আকাঙ্খাদের তুমি কেমন অগ্রাহ্য করো! আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনোকিছুই ভালো লাগে না।

তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! কতভাবে, কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার। এ যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়!💔🍂

23/01/2025

যেদিন আমি টের পাইলাম আমার বুকে সমুদ্র পরিমাণ আফসোস। যে আফসোস প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো। নিঃশেষ হয়ে যাবো। ঠিক সেদিন থেকে না পাওয়ার আফসোস মাটি করে দিলাম। আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই। তা সব কিছুই আমার হওয়ার ছিল না। যা কিছু আমি পাই নেই তা পেলে হয়তো আরো কষ্ট বারতো। এই মিথ্যারে সান্ত্বনা বলাই যাই। কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেই সেটাকে আমি ভালো বাসি।

"মানুষটা যেদিন চলে গেলো, ঠিকঠাক জীবনটা ওলটপালট হয়ে গেলো নিমেষেই। মুখস্ত বুলির মতো সবাই বলতে লাগলো, 'একদিন সব ঠিক হয়ে যাব...
23/10/2024

"মানুষটা যেদিন চলে গেলো, ঠিকঠাক জীবনটা ওলটপালট হয়ে গেলো নিমেষেই। মুখস্ত বুলির মতো সবাই বলতে লাগলো, 'একদিন সব ঠিক হয়ে যাবে'

অনুভূতিরা বোধহয় গোলাপের পাপড়ির মতো। একদিন শুকিয়ে কাঠ হয়ে যায়, তবু প্রিয় বইটার ভাঁজে কেন যেন রয়ে যায় আজীবন।

আচ্ছা, শখের মানুষ কি শখ করে চলে যায়? কখনো নিয়তি এসে মৃ'ত্যু'র গল্প শোনায়, কখনো অবহেলা নেমে আসে অসময়ের বৃষ্টির মতো, কখনো পোষ না মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা।

কখনো মন উঠে যায়। একদিন সকালে মানুষটা শীতল কন্ঠে জানায়, সে চলে যাচ্ছে। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি। যেমন করে কাঁধে ভারী ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা।

প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায়। সেই দাগে কেউ এফোড় ওফোড় হয়ে যায়, কেউ বা আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয়। লোকে আবার বলতে শুরু করে, 'জীবন কি একজনের জন্য থেমে থাকে? অন্য কাউকে আগলে ধরে বাঁচো'

শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক দিন পর স্টেশনে আবার ট্রেন এসেছিলো, থেমে ছিলো অনেকটা সময়। ক্লান্ত আমি কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবারও উঠতে পারি নি।

ব্যাগের ভেতর শুকনো গোলাপের পাপড়ি, এক বর্ষা নিংড়ানো স্মৃতি, অবহেলার বরফগলা নদী, সহস্র পাতার প্রত্যাখানের মহাকাব্য আর প্রস্থানের শোকসভা - সব রেখে দিয়েছিলাম। অতকিছুর ভার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে, কিন্তু আর কোনো ট্রেনে ঠিক উঠা হয় না।

একদিন সব ঠিক হয়ে যায়, কিন্তু কেউ কেউ আটকে থাকে ভুল স্টেশনেই। একদিন জীবন আর থেমে থাকে না, কিন্তু কারো কারো আর কখনোই ঘরে ফেরা হয় না।" 💔🌺🙂

পুরুষ হওয়ার নানান সুবিধা আছে! কিন্তু অল্প কিছু —অসুবিধাও আছে। তার মধ্যে মেইন অসুবিধা হইতেসে কেউ আপনার দায়িত্ব নিবে না......
17/10/2024

পুরুষ হওয়ার নানান সুবিধা আছে! কিন্তু অল্প কিছু —অসুবিধাও আছে। তার মধ্যে মেইন অসুবিধা হইতেসে কেউ আপনার দায়িত্ব নিবে না...!🙂💔

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাহা T a h a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share