Bangla News Room

Bangla News Room This page publishes news and views. The primary audience of this page is British Bangladeshi communi

22/11/2025

ভুয়া ছবির ফাঁদে পড়ে হতাশ বাকিংহাম প্যালেসের দর্শনার্থীরাঃ

লন্ডনের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি—বাকিংহাম প্যালেস। রাজা এখানে থাকেন, আর প্রতিদিন পর্যটকরা এখানে আসেন শুধু গার্ড পরিবর্তনের দৃশ্য দেখতেই। বাকিংহাম প্যালেসকে নিয়ে কয়েকদিন আগে হঠাৎ অনলাইনে ছড়িয়ে পড়ে একটি খবর। প্রাসাদের সামনে নাকি চলছে ঝলমলে এক ক্রিসমাস মার্কেট!

আর্টিফিশিয়াল ইনটালিজেন্স দিয়ে তৈরি করা কিছু ছবি নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেগুলো দেখতে এতটাই বাস্তব মনে হচ্ছিল যে অনেকেই বিশ্বাস করে চলে আসেন বাকিংহাম প্যালেসে। শুক্রবার সকালে প্যালেসের সামনে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা। তারা ভাবছিলেন, ক্রিসমাসের উচ্ছ্বাস, রঙিন আলো আর উৎসবের কেনাকাটার আনন্দ তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই আলাদা—সেখানে কোনো বাজারই ছিলই না।

ভুয়া খবরে অনেকে প্রতারিত হওয়ার পর বাকিংহাম প্যালেসের সামনে এখন সবই স্বাভাবিক—প্রচুর পর্যটক, ব্যস্ত রাস্তা, কিন্তু কোনো ক্রিসমাস মার্কেট নেই। তবে লন্ডনের অন্য বহু জায়গায় উৎসবের আলোঝলমলে আয়োজন দেখা যাবে—সুতরাং উদ্‌যাপনের অভাব নেই।

---

সংবাদ সূত্রঃ বিবিসি লন্ডন
২২ নভেম্বর ২০২৫

22/11/2025

লন্ডনে একটি ভুয়া স্পীড ক্যামেরার প্রতি ভালোবাসা

---

দক্ষিণ–পূর্ব লন্ডনে লুইশামের এক শান্ত আবাসিক এলাকার রাস্তা স্যান্ডহার্স্ট রোড। হঠাৎ একদিন সেখানে দেখা গেল একটি খাম্বায় উজ্জ্বল হলুদ রঙের কিছু একটা। দূর থেকে দেখলে একেবারে আসল স্পিড ক্যামেরার মতো মনে হয়। এলাকাবাসীর মাঝে দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠলো খাম্বার উপরে স্থাপিত হলুদ রঙের বস্তুটি—কেউ ভাবল এটি হয়তো কাউন্সিল বসিয়েছে, আবার কেউ ভাবল নতুন কোনো পরীক্ষামূলক যন্ত্র।

কিন্তু সত্য হলো —এটি ছিল একটি ভুয়া স্পিড ক্যামেরা। তবুও আশ্চর্যজনকভাবে, রাস্তায় যান চলাচলে এটি বিরাট প্রভাব ফেলতে শুরু করল। স্যান্ডহার্স্ট রোডে প্রতিদিন পাঁচটি বাস চলাচল করার পাশাপাশি হাজার হাজার গাড়িতে ঠাসা থাকে, কিন্তু সেখানে হঠাৎই গাড়ির গতি কমে গেল। গাড়িগুলো ক্যামেরা দেখেই স্পিড কমিয়ে দিতো। পাশ কাটিয়ে না যাওয়া পর্যন্ত কেউই গতি বাড়ানোর সাহস পেত না—যদি ধরা পড়ে যায় এই ভেবে।

স্থানীয় বাসিন্দারা তো এই ঘটনায় উচ্ছ্বসিত। তারা আদর করে ক্যামেরাটির নাম রেখেছে—“স্পিডি”! তাদের মতে, রাত-বিরেতে রাস্তা দিয়ে হাঁটা অনেক নিরাপদ করে দিয়েছে এই ভুয়া ক্যামেরা। কানে কম শুনতে পান এড। তিনি বললেন, শুধু তিনি নন—হুইলচেয়ার ব্যবহারকারী, কিংবা চলাফেরায় কষ্ট পান- এমন প্রায় সবাই ক্যামেরাটির কারণে স্বস্তি পেয়েছিলেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—ভুয়া ক্যামেরাটি বসাল কে?
কেউ দাবি করল, এটি নিশ্চয়ই কোনো স্থানীয় বাসিন্দার কাজ। আবার কেউ প্রশংসাও করলো—যে-ই বসিয়ে থাকুক, ভালো কাজ করেছে।

তবে স্থানীয় বাসিন্দাদের আনন্দ বেশিদিন টিকল না। কাউন্সিল বিষয়টি টের পেয়ে দ্রুত এসে ক্যামেরাটি খুলে ফেলল। কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট—নকল সাইন বা ক্যামেরা বসানো আইনগত ঝুঁকি তৈরি করতে পারে, এবং দুর্ঘটনা ঘটলে দায়ভার পড়তে পারে যে বা যারা এটি বসিয়েছে তাদের ওপর। কাউন্সিল জানাল, স্পিড ক্যামেরা বসানো বা গতি নিয়ন্ত্রণ তাদের কাজ নয়, তবে TfL–কে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ জানিয়ে দেয়া হয়েছে।

স্থানীয়রা এখনও আরেকটি এমন ক্যামেরার স্বপ্ন দেখেন।

----

সংবাদটি বিবিসি থেকে অনূদিত

২২ নভেম্বর ২০২৫

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ বিভ্রান্তিকরভাবে ...
10/11/2025

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করার অভিযোগে প্যানোরামা প্রোগ্রাম নিয়ে ব্যাপক সমালোচনার পর এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেন।

দ্য টেলিগ্রাফে ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ বিবিসি মেমো থেকে জানা যায়-

বিবিসির প্যানোরামা অনুষ্ঠানটি ট্রাম্পের বক্তৃতার দুটি আলাদা অংশকে একত্র করে দেখিয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া আসল বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন:

“আমরা ক্যাপিটল ভবনের দিকে হাঁটব, এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।”

কিন্তু *প্যানোরামা* ডকুমেন্টারির সম্পাদিত সংস্করণে তাকে বলতে শোনা যায়:

“আমরা ক্যাপিটলের দিকে হাঁটব... আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়ব। আমরা ভয়ানকভাবে লড়ব।”

মূল বক্তৃতার এই দুই অংশের মধ্যে ছিল ৫০ মিনিটেরও বেশি ব্যবধান, যা একত্র করে দেখানো হয়।

ফলস্বরূপ, বিবিসির পক্ষপাতহীনতা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে এবং প্রতিষ্ঠানটির ভেতরে তদন্ত শুরু হয়।

এক বিবৃতিতে টিম ডেভি বলেন, “এটি সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কিছু ভুল হয়েছে, আর মহাপরিচালক হিসেবে এর পূর্ণ দায়িত্ব আমার।”

বিবিসি স্বীকার করেছে, প্যানোরামা সংক্রান্ত এই বিতর্ক এবং বিবিসির নিরপেক্ষতা নিয়ে উদ্বেগই ছিল টিম ডেভি ও ডেবোরা টার্নেসের পদত্যাগের মূল কারণ।

---

সংবাদ উৎসঃ বিবিসি
৯ নভেম্বর ২০২৫

ঢাকা যাচ্ছেন হামজা চৌধুরীঃ ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচ...
09/11/2025

ঢাকা যাচ্ছেন হামজা চৌধুরীঃ

১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

এই ম্যাচগুলো সামনে রেখে ১০ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। ৯ নভেম্বর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান।

গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল–সবুজ জার্সিতে অভিষেক হয় ব্রিটিশ-বাংলাদেশী হামজা চৌধুরীর। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন।

সংবাদ সূত্রঃ বাংলাদেশের একাধিক সংবাদ পোর্টাল
৯ নভেম্বর ২০২৫

07/11/2025

ডোভার বন্দরে আগমন ও বহির্গমন ব্যবস্থা (EES) সাময়িকভাবে স্থগিতঃ

ডোভার বন্দরে পর্যটকদের জন্য চালু হতে যাওয়া নতুন ডিজিটাল সীমান্তব্যবস্থার কার্যক্রম আপাতত “স্থগিত” করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

১ নভেম্বর, শনিবার এই নিউ এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES) চালু হওয়ার কথা ছিল। তবে পরিকল্পনাটি আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ডোভার বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাগ ব্যানিস্টার বলেন,

“ডোভার পোর্টের অবকাঠামো ১লা নভেম্বরের মধ্যেই প্রস্তুত থাকবে, কিন্তু আমরা ফরাসি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই এটি সক্রিয় করব।”

ইতোমধ্যে ফেরি যাত্রীদের মধ্যে যারা কোচে ভ্রমণ করছেন, তারা নতুন সিস্টেমটি ব্যবহার শুরু করেছেন।

এই ব্যবস্থা প্রথম চালু হয় ১২ই অক্টোবর, কোচ ও মালবাহী যানবাহনের (freight) জন্য।

নতুন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত—বিশেষ করে ব্রিটিশ—যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে তাদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হবে ইউরোপে প্রবেশের সময়।

বর্তমানে ডোভার বন্দরের তথ্য অনুযায়ী, সীমান্তে একটি গাড়ি পার হতে গড়ে ৬০ সেকেন্ড সময় লাগে।

কিন্তু EES চালু হলে, অধিকাংশ অ-ইউরোপিয় দেশের যাত্রীদের গাড়ি থেকে নেমে ইলেকট্রনিক কিয়স্কে নিবন্ধন করতে হবে—যা প্রক্রিয়াটি দীর্ঘায়িত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ডোভার বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে, নতুন এই ইইউ সীমান্ত যাচাই পদ্ধতি সম্পূর্ণ চালু হলে গাড়িগুলোর সীমান্ত অতিক্রমে আগের তুলনায় ছয় গুণ বেশি সময় লাগতে পারে।

ডোভার বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যানিস্টার আরও জানান,

“আমরা চাই, চালুর অন্তত দুই সপ্তাহ আগে আমাদের জানানো হোক, যাতে আমরা ভ্রমণকারীদের আগেভাগে তথ্য দিতে পারি এবং প্রয়োজনীয় সাইনবোর্ড বা নির্দেশিকা স্থাপন করতে পারি।”

----

সংবাদটি বিবিসি থেকে অনূদিত
৩১ অক্টোবর ২০২৫

07/11/2025

নাইট উপাধি পেলেন ডেভিড বেকহ্যাম:

খেলাধুলা ও মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাইট উপাধি পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। ৪ নভেম্বর, মঙ্গলবার, উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ‘স্যার’ উপাধি গ্রহণ করেন।

নাইটহুড প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় বেকহ্যাম বলেন,

“পূর্ব লন্ডনের লেটনস্টোনে বড় হয়েছি, ম্যানচেস্টারে ক্যারিয়ার শুরু করেছি, আর আজ উইন্ডসর ক্যাসেলে রাজামহাশয়ের কাছ থেকে নাইটহুড গ্রহণ করছি — এটা কখনো কল্পনাও করিনি। আমার স্ত্রী ভিক্টোরিয়া, মা-বাবা সবাই এখানে আছেন — তাঁদের জন্যও এটি এক গর্বের দিন।”

এই বিশেষ দিনে বেকহ্যামের পরনে ছিল লেডি ভিক্টোরিয়া বেকহ্যাম ডিজাইন করা স্যুট।

বেকহ্যামের নাইটহুড পাওয়ার পথ মসৃণ ছিল না। স্কুলজীবনেই ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তিবদ্ধ হন তিনি। ১৯৯৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে, যা নিয়ে তখন দেশে ব্যাপক সমালোচনা হয়। তবে তিনি ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পান এবং ২০০৩ সালে পান OBE উপাধি।

লন্ডনকে ২০১২ সালের অলিম্পিক আয়োজনে সহায়তার জন্যও তাঁর ভূমিকা প্রশংসিত হয়। তবে ২০১০-এর দশকে কর ফাঁকি সংক্রান্ত এক আর্থিক স্কিমে নাম জড়িয়ে পড়ায় (যা থেকে পরে তিনি সম্পূর্ণভাবে মুক্তি পান) তাঁর নাইটহুড প্রাপ্তি বিলম্বিত হয়।

ফুটবলের বাইরেও মানবসেবায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন বেকহ্যাম। বিভিন্ন শিশু কল্যাণ ও দুর্যোগ সহায়তা কার্যক্রমে তিনি নিয়মিত অনুদান দিয়েছেন। তবে কাতারের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ও বিশ্বকাপে দেশটির পক্ষে প্রচারণা চালানোয় সমালোচনাও রয়েছে, বিশেষ করে LGBTQ সম্প্রদায়ের পক্ষ থেকে।

তবুও দুই দশকেরও বেশি সময় ধরে দাতব্য কর্মকাণ্ড, এবং রানির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা— সব মিলিয়ে এই সম্মান যেন সময়ের দাবি হয়ে উঠেছিল।

উপাধি প্রাপ্তির পর বেকহ্যাম বলেন,

“মানুষ বহু বছর ধরে এ নিয়ে কথা বলেছে। এখন আনুষ্ঠানিকভাবে ‘স্যার’ উপাধি পেয়ে আমি গর্বিত। সবাই জানে আমি কতটা দেশপ্রেমিক, এবং আমার দেশকে কতটা ভালোবাসি।”

নাইটহুড পাওয়ার সঙ্গে সঙ্গেই বেকহ্যাম এখন কেবল ফুটবল কিংবদন্তি নন, বরং যুক্তরাজ্যের এক আনুষ্ঠানিক রাজকীয় সম্মানপ্রাপ্ত নাগরিক — পূর্ব লন্ডনের সাধারণ এক ছেল থেকে রাজপ্রাসাদের সম্মাননাপ্রাপ্ত নায়ক।

উৎস: বিবিসি নিউজ

06/11/2025

পূর্ব লন্ডনের দোকানে বাসের ধাক্কা

পূর্ব লন্ডনে ম্যানর পার্ক রেলস্টেশনের কাছে একটি দোকানে বাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

লন্ডনের পরিবহন সংস্থা (Transport for London - TfL) জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। জীবননাশের মতো বা লাইফ-চেঞ্জিং কোনো আঘাতের খবর পাওয়া যায়নি, তবে দোকানের ভেতরে থাকা একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নিনোশান জেসিলান। তিনি এই ঘটনাকে "পুরোপুরি পাগলামি" বলে বর্ণনা করেছেন।

বিবিসি লন্ডনকে তিনি বলেন: "আমরা শুধু একটা বড় রকমের ধাক্কার মতো শব্দ শুনেছি এবং যিনি (বাসটি) চালাচ্ছিলেন, তিনিও বেশ হতবাক হয়ে গিয়েছিলেন।"

মি. জেসিলান জানান, তার দোকানের সামান্য ক্ষতি হয়েছে।

"আমি জানি না এটা থেকে সেরে উঠতে কত দিন লাগবে।"

তিনি আরও বলেন: "ভাগ্যিস, কেউ গুরুতরভাবে আহত হয়নি।"

টিএফএল-এর একজন মুখপাত্র বলেছেন: "স্টেশন রোডে ৪৭৪ নম্বর রুটের একটি বাস একটি দোকানের সাথে ধাক্কা খাওয়ায় যে ক্ষতি ও ব্যাঘাত ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

"সৌভাগ্যবশত, বাসটিতে কোনো যাত্রী ছিল না, তবে দোকানের একজন গ্রাহক সামান্য আহত হয়েছেন এবং বাসের চালককে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ উৎসঃ বিবিসি লন্ডন

৬ নভেম্বর ২০২৫

06/11/2025

মাইগ্রেনট কর্মীদের জরিমানা বিলুপ্ত করার প্রস্তাব দিতে গিয়ে বিবিসির হাতে ধরাঃ

বিবিসির অনুসন্ধানী সাংবাদিকরা জানতে পারেন যে, কিছু লোক অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করা অভিবাসী শ্রমিকদের মোটা অঙ্কের জরিমানা বাতিল করতে সাহায্য করছে। এই তথ্যের ভিত্তিতে, তারা একটি গোপন অভিযান চালান।

তাদের অনুসন্ধানে, শাক্সাওয়ান নামের এক ব্যক্তির সন্ধান পান, যে নিজেকে একজন "হিসাবরক্ষক" হিসেবে পরিচয় দেয়। শাক্সাওয়ান কুর্দিশ পুরুষদের একটি দলের সদস্য, যারা মূলত ছোটোখাটো দোকান অবৈধভাবে পরিচালনা করতে অভিবাসীদের সাহায্য করে। তারা ব্যবসার কাগজপত্র নিজেদের নামে রেজিস্টার করে, যাতে অভিবাসীরা ধরা না পড়ে কাজ করতে পারে।

গোপন ক্যামেরায় শাক্সাওয়ান বিবিসি সাংবাদিকদের জানান যে, তিনি এবং তার সহযোগীরা কীভাবে এসাইলাম সীকারদের অবৈধভাবে ব্যবসা শুরু করতে এবং ইমিগ্রেশন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের "বিভ্রান্ত" করতে পারেন। শাক্সাওয়ান হাডার্সফিল্ডের একটি সলিসিটরের অফিস থেকে কাজ করেন এবং দাবি করেন যে তার "প্রতিটি শহরে গ্রাহক" রয়েছে।

কোম্পানি হাউসের তালিকা অনুযায়ী, শাক্সাওয়ানের আসল নাম কার্দোস মাতিন, এবং তিনি উত্তর ইংল্যান্ডজুড়ে ১৮টি ব্যবসার পরিচালক। বিবিসির সাংবাদিকরা যখন তার কাছে এই বিষয়ে জানতে চান, তখন তিনি কোনো ভুল কাজ করার কথা অস্বীকার করেন।

তবে, ট্রেডিং স্ট্যান্ডার্ডস নিশ্চিত করেছে যে কার্দোস মাতিনের নামে নিবন্ধিত অনেক ব্যবসাতেই অবৈধ সিগারেট বিক্রি করা হয়েছে। বিবিসি চারটি দোকানে নকল তামাক বিক্রি করতে দেখেছে, যেখানে মাতিনকে পরিচালক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

শাক্সাওয়ান বিবিসির সাংবাদিকদের কাছে বেশ কয়েকটি দাবি করেন: তিনি একটি কোম্পানি তৈরি করে একজন এসাইলাম সীকারের জন্য ব্যাংক কার্ড এবং কার্ড মেশিন সরবরাহ করতে পারেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দলগুলোকে "বিভ্রান্ত" করতে পারে তার নেটওয়ার্ক। তিনি আরও বলেন যে, কিছু ভুয়া পরিচালককে তাদের নামে দোকান রেজিস্টার করার জন্য অর্থ প্রদান করা হবে, যেখানে অবৈধ কর্মীরা (এসাইলাম সীকার সহ ব্যবসা পরিচালনা করবে। এছাড়া, তিনি জানান যে, তার নেটওয়ার্কে থাকা একজন "ইংলিশ মহিলা" মোটা অংকের জরিমানাকে "শূন্য" করে দিতে এবং বিদ্যুৎ, গ্যাস ও বেইলিফ-এর মতো অন্যান্য সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে।

এই অনুসন্ধানের সূত্র ধরে, বিবিসির সাংবাদিকরা জানতে পারেন আর.কে.এস সলিসিটরসের জোহাইব হুসেন নামের এক প্যারা লিগ্যালও জরিমানা এড়াতে এবং জাল কাগজপত্র তৈরি করতে সহায়তা করার প্রস্তাব দিচ্ছেন।

অবশেষে, বিবিসির এই অনুসন্ধানের কারণে অবৈধ অভিবাসন এবং শ্রমিকদের শোষণ করার একটি বড় চক্র উন্মোচিত হয়। হোম অফিস জানিয়েছে, তারা বিবিসির এই অনুসন্ধানের তদন্ত করবে।

সংবাদঃ বিবিসি থেকে অনূদিত ও সংক্ষেপিত

৬ নভেম্বর ২০২৫

ট্রাম্পের দুঃস্বপ্ন জোহরান মামদানি নিউইয়র্কের মেয়রনিউইয়র্ক নগরীর ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়...
05/11/2025

ট্রাম্পের দুঃস্বপ্ন জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র

নিউইয়র্ক নগরীর ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন — যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের মঞ্চ তৈরি করেছে এবং বিভক্ত ডেমোক্র্যাটদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।

নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি, একজন ফিলিস্তিনপন্থী সমাজতান্ত্রিক নেতা। তিনি ডেমোক্র্যাট দলের মূলধারার প্রার্থীদের পরাজিত করে একের পর এক বামপন্থী জনপ্রিয় প্রতিশ্রুতির মাধ্যমে জয়লাভ করেন।

তিনি প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করেন। নির্বাচনের ফলাফলের পর নিউইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিজয় বক্তৃতায় ৩৪ বছর বয়সী মামদানি বলেন:

“একজন স্বৈরশাসককে ভয় দেখানোর একমাত্র উপায় হলো সেই ব্যবস্থাগুলো ভেঙে ফেলা, যা তাকে ক্ষমতা অর্জনে সহায়তা করেছে।

এভাবেই আমরা শুধু ট্রাম্পকেই থামাবো না, পরের জনকেও থামাবো।”

মামদানি তুলনামূলকভাবে অজানা প্রার্থী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষ প্রচারণার মাধ্যমে নিউইয়র্কের ব্যয়বহুল জীবনের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তিনি নগরীর বাসিন্দাদের জন্য বিনামূল্যে বাস সেবা, বিনামূল্যে শিশুসেবা, এবং নগর কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত সুপারমার্কেট চালুর প্রতিশ্রুতি দেন।

তিনি আরও ঘোষণা করেছেন যে, ভাড়া বাড়িগুলোর ভাড়া স্থগিত রাখা হবে এবং ধনীদের ওপর কর বৃদ্ধি করা হবে।

জোহরান মামদানি গত এক শতাব্দীর মধ্যে নিউইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন।

তার বিজয় বক্তৃতা চলাকালীন সময়েই ট্রাম্প নিজের Truth Social প্ল্যাটফর্মে পোস্ট দেন:

“এবং এখান থেকেই শুরু হলো...”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার মামদানিকে “কমিউনিস্ট” আখ্যা দিয়ে বলেছেন, মামদানি নির্বাচিত হলে তিনি নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মামদানি পরাজিত করেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে।

-----

আপডেটঃ ৫ নভেম্বর ২০২৫

জেনে নিন: ব্রিটেনে এপ্রিল মাস থেকে বেনিফিট কী পরিমাণ বাড়বে? ব্রিটেনের চ্যান্সেলর র‍্যাচেল রিভস ২৬ নভেম্বর জাতীয় বাজেটে ঘ...
05/11/2025

জেনে নিন: ব্রিটেনে এপ্রিল মাস থেকে বেনিফিট কী পরিমাণ বাড়বে?

ব্রিটেনের চ্যান্সেলর র‍্যাচেল রিভস ২৬ নভেম্বর জাতীয় বাজেটে ঘোষণা করবেন। বাজেট ঘোষণায় বিভিন্ন বেনিফিটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে, ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (PIP) এবং মোটাবিলিটি স্কিম–এর হারে বৃদ্ধির ঘোষণা আসবে। গত সেপ্টেম্বর মাসের মুদ্রাস্ফীতির হার অনুযায়ী আগামী এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের বেনিফিট বাড়বে, সঙ্গে অতিরিক্ত ২.৩% বোনাস যোগ হবে।

স্টেট পেনশনও ২০২৬ সালের এপ্রিল থেকে ৪.৮% বাড়তে পারে, আর কেয়ারার্স অ্যালাওয়েন্স ও PIP–এর হারও মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাবে।

তবে মোটাবিলিটি স্কিমে কিছু সংস্কার আনার পরিকল্পনা রয়েছে, যেমন ভিএটি(VAT) ছাড় তুলে নেওয়া হতে পারে, যা প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য গড়ে বছরে প্রায় £৩,০০০ অতিরিক্ত খরচ ডেকে আনতে পারে। প্রতিবন্ধীদের অধিকার নিয়ে সোচ্চার কর্মীরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে, এটি অনেকের চলাচলের স্বাধীনতা সীমিত করতে পারে।

নতুন Universal Credit Act অনুযায়ী, আগামী চার বছর ধরে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের মুদ্রাস্ফীতির হার অনুসারে UC বাড়বে, তার সঙ্গে অতিরিক্ত ২.৩% নগদ বোনাস যুক্ত হবে।

সরকার ২০২৬ সালের এপ্রিল থেকে ৪.৮% স্টেট পেনশন বৃদ্ধির ঘোষণা দিতে পারে, যা “ট্রিপল লক গ্যারান্টি” অনুযায়ী আয় বৃদ্ধির সঙ্গে মিল রেখে করা হবে।
এতে নতুন ফুল স্টেট পেনশন সপ্তাহে £২৪১.৩০, আর মৌলিক স্টেট পেনশন £১৮৪.৯০-এ উন্নীত হবে।

অন্যান্য বেনিফিটও বাড়ছেঃ

• কেয়ারার্স অ্যালাওয়েন্স (Carer’s Allowance) এপ্রিল ২০২৬-এ প্রায় ৩.৮% বাড়বে।

এতে সাপ্তাহিক বেনিফিট £৮৩.৩০ থেকে £৮৬.৪৭-এ উন্নীত হবে, যা বছরে প্রায় £১৬৪ বেশি।

• পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (PIP) মুদ্রাস্ফীতির হার অনুযায়ী বৃদ্ধি পাবে।

সেপ্টেম্বর ২০২৫-এর ৩.৮% মুদ্রাস্ফীতির ভিত্তিতে অনুমান করা বৃদ্ধি নিম্নরূপ:

দৈনন্দিন জীবনের ভাতা (Daily Living Component):

o স্ট্যান্ডার্ড রেট: £৭৩.৯০ → £৭৬.৭০ (+£২.৮০)
o এনহান্সড রেট: £১১০.৪০ → £১১৪.৭০ (+£৪.৩০)
মোবিলিটি কম্পোনেন্ট:
o স্ট্যান্ডার্ড রেট: £২৯.২০ → £৩০.৩০ (+£১.১০)
o এনহান্সড রেট: £৭৭.০৫ → £৭৯.৯০ (+£২.৮৫)

• ডিসএবিলিটি লিভিং অ্যালাওয়েন্স (DLA) – প্রতিবন্ধী শিশুদের জন্য ভাতা – ২০২৬ সালের এপ্রিলে প্রায় ১.৭% থেকে ৩.৮% বৃদ্ধি পাবে।

বৃদ্ধির পর সম্ভাব্য হার:

o সর্বোচ্চ কেয়ার কম্পোনেন্ট: £১০৮.৫৫ → £১১২.৬৫
o মধ্যম কেয়ার কম্পোনেন্ট: £৭২.৬৫ → £৭৫.৪৫
o সর্বনিম্ন কেয়ার কম্পোনেন্ট: £২৮.৭০ → £২৯.৮০
o উচ্চ মোবিলিটি কম্পোনেন্ট: £৭৫.৭৫ → £৭৮.৬৫
o নিম্ন মোবিলিটি কম্পোনেন্ট: £২৮.৭০ → £২৯.৮০

------

আপডেটঃ ৫ নভেম্বর ২০২৫

02/11/2025

লন্ডনে মোবাইল ফোন চুরি বেড়েছেঃ

লন্ডনে ফোন চুরির সংখ্যা গত চার বছরে প্রায় তিনগুণ বেড়েছে, এবং এর একটি বড় অংশ ঘটছে পকেটমারের মাধ্যমে।

এমন পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক বিষয়টি নিজের হাতে তুলে নিয়েছেন। ডিয়েগো গালদিনো নিজেকে পরিচয় দেন ‘পকেটমার শিকারি’ হিসেবে। গত ছয় বছর ধরে লন্ডনে ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করার সময় তিনি বারবার নির্দিষ্ট কয়েকটি দলকে দেখেছেন সাধারণ মানুষকে টার্গেট করতে। এরপর তিনি সিদ্ধান্ত নেন এই পকেটমারের ঘটনাগুলো ক্যামেরায় ধারণ করে অনলাইনে শেয়ার করবেন। তার ভিডিওগুলো অনলাইনে দেখা হয়েছে লাখো বার।

ক্রিশ্চিয়ান ডি পলিতো নামের এক ব্যাক্তির মোবাইল ফোন লন্ডনেই ছিনতাই হয়েছিল। তিনি বিবিসির সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেনঃ
‘চারজন লোক একটি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। আমরা কিছুক্ষণ গল্প করছিলাম — আমাকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হয়েছিল।

তারপর তাদের একজন হঠাৎ আমার ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়।

তখন ফোনটি আনলক অবস্থায় ছিল, ফলে সবকিছুই বিপন্ন হয়ে পড়ে — পেপাল থেকে শুরু করে ডিজিটাল ওয়ালেট, ব্যবসায়িক ব্যাংক হিসাব—সব।’

‘আমার নামে ঋণ নেওয়ার চেষ্টা করা হয়, বিভিন্ন ক্রেডিট লাইন খোলা হয়, কনট্যাক্টলেস লেনদেন, এমনকি উবার ইটস অর্ডারও দেওয়া হয়।

আসলে, অবিশ্বাস্য লাগে, সুযোগ পেলে কীভাবে কিছু মানুষ মুহূর্তেই আপনার সবকিছু হাতিয়ে নিতে পারে।’

---

সংবাদঃ বিবিসি লন্ডন

01/11/2025

১০ মিলিয়ন ডলার মূল্যের সোনার টয়লেটঃ

স্বর্ণের তৈরি বিখ্যাত একটি সোনার টয়লেট ব্লেনহেইম প্যালেস থেকে কয়েক বছর আগে চুরি হয়েছিল। ঘটনাটি এতটাই দুঃসাহসিক ছিল যে, বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল।

এখন সেই চুরি হওয়া সোনার টয়লেটের যমজ (টুইন) সংস্করণটি বিক্রির জন্য উঠছে নিউইয়র্কে। ধারণা করা হচ্ছে, এটি নিলামে প্রায় ১০ মিলিয়ন ডলার পর্যন্ত মূল্য পেতে পারে।

সোনার টয়লেটটি প্রদর্শিত হচ্ছে সোথেবি’স নিলামঘরে, যেখানে এটি রাখা হয়েছে এক বিশেষ “বাথরুম ইনস্টলেশন”-এ। অর্থাৎ, দর্শক ও সম্ভাব্য ক্রেতারা সরাসরি বাথরুমে গিয়ে বস্তুটি দেখতে পারবেন—যেমনভাবে এটি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।

আয়োজকেরা এটিকে বলছেন এক “intimate viewing experience” — ঘনিষ্ঠ বা একান্ত অভিজ্ঞতা।

তবে স্পষ্ট করে জানানো হয়েছে, দর্শনার্থীরা এটি ব্যবহার করতে পারবেন না — শুধু দেখতে পারবেন!

অনেকে হয়তো জানেন না, এই সোনার টয়লেটটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল—এবং তখন এটি প্রায় এক লক্ষ মানুষ বাস্তবেই ব্যবহার করেছিলেন!

সম্পূর্ণ ১৮ ক্যারেট সোনায় তৈরি এই টয়লেটটিকে একদিকে যেমন শিল্পকর্ম, অন্যদিকে এটি সমাজে বিলাসিতা ও বৈষম্যের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে।

তথ্যঃ বিবিসি ব্রেকফাস্ট
১ নভেম্বর ২০২৫

Address

London
E1

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News Room posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla News Room:

Share