Tips To THinK

Tips To THinK Making MISTAKES is a part of life but standing with mistakes are your foolness. REMEMBER always Tom Tomorrow is a new day.

So raise your knowledge to think positive living. Live with Positive Thinking, Healthy, Peace Mind, Increase your external and internal Beauty, Stay Updated, Know new Things, Top Up your Knowledge. Religious Explanation, Medication, Care and Share, Current World.

আল্লাহ চাইলে সব সম্ভব
27/03/2025

আল্লাহ চাইলে সব সম্ভব

আমরা অনেক কিছুই বলছি, কি হবে কি হবে না সেটা নিয়ে ধারণা করাও শিরক। আমরা ভুলেই যাচ্ছি, বিভিন্ন কথার মাঝে যে,

আল্লাহ একমাত্র সত্তা যিনি সব ক্ষমতার আধার। তারই কবজায় সৃষ্টির জীবন-মৃত্যু। তাঁর ইচ্ছায় মৃত্যু ঘটে, তাঁর ইচ্ছায় জীবন। তিনি জীবন দিতে চাইলে, মৃত্যু দেয়ার কেউ নেই। আর মৃত্যু দেয়ার ইচ্ছা করলে, তাকে বাঁচানোর কেউ নেই। কোরআনে এসেছে,
আল্লাহর জন্যই নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্বত্বাধিকারী, তিনি জীবন দেন এবং মৃত্যু দেন (সুরা তাওবা : ১১৬)।

আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না-সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। বস্তুতঃ যে লোক দুনিয়ায় বিনিময় কামনা করবে, আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে-যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, তা থেকে আমি তাকে তাই দেবো। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেবো সুরা আলে-ইমরান: ১৪৫
অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (সুরা : নাহল, আয়াত : ৬১)

***দান সদাকাহ মানুষকে অনেক বড় বিপদ থেকে বাঁচায়*** হাদীস গ্রন্থে এসেছে এই কথাটা।

23/03/2025

ফ্রুড কাস্টাড🥧🥧

゚viralvideo

20/03/2025

কি সুন্দর করে আমার হাত থেকে খাবার নিলো টিয়া পাখি টা, আলহামদুলিল্লাহ মাশআল্লাহ

゚viralvideo

20/03/2025

কতোটুকু বাচ্চা একাই ছবি তোলে

゚viralvideo

19/03/2025

বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি দ্বিতীয় সালের ১৭ রমাদান। এ যুদ্ধে আল্লাহতায়ালা মুসলিমদের বিজয় দান করেছিলেন ফেদেশতাদের মাধ্যম দিয়ে।
আর ১৮ রামাদান
১৮তম রমাদানের রোজার ফজিলত সর্ম্পকে হাদিসে এসছে,'রোজাদার এবং তার মা-বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। #বাংলাভ্লোগ #বাংলাদেশী #রামাদান #রোজা
'

আমি পুরুষ, নারী পোশাক আমার ফ্যাশন না বানিয়ে। নারীকে নিরাপত্তা দিতে শিখুন তাকে সম্মান করতে শিখুন।
14/03/2025

আমি পুরুষ, নারী পোশাক আমার ফ্যাশন না বানিয়ে।
নারীকে নিরাপত্তা দিতে শিখুন তাকে সম্মান করতে শিখুন।

কি অবস্থা সবার
13/03/2025

কি অবস্থা সবার

আলহামদুল্লিলাহ কি সুন্দর কথা
02/03/2025

আলহামদুল্লিলাহ কি সুন্দর কথা

হাতীশূড়:-চর্ম রোগের মহা ওষুধ,  পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো ...
16/02/2025

হাতীশূড়:-
চর্ম রোগের মহা ওষুধ,
পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।

হাতিশুর গাছের উপকারিতাঃ

(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।

(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।

(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।

(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।

International Childhood Cancer Day
15/02/2025

International Childhood Cancer Day

১৫ ফেব্রুয়ারি, বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
দোআ করি প্রতিটা শিশু যেন সুস্থ সুন্দর নিরাপদ জীবন পায়।

#বাংলাভ্লোগ #বাংলাদেশী

15/02/2025

ফুলটির নাম কি?
#ফুলেরভালবাসা

#মাশআল্লাহ

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tips To THinK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share