29/10/2025
SIR : কয়েকটি প্রাসঙ্গিক তথ্য
● এবারের এনুমারেশন ফর্মটি বিহারের এনুমারেশন ফর্ম থেকে অনেকটাই আলাদা এবং বেশ কিছুটা সরলীকৃতও করা হয়েছে।
● নমুনা এনুমারেশন ফর্মের নিচের দিকে ডিক্লারেশন অংশে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টিকে এবার বাদ দেওয়া হয়েছে ,যেটা বিহারের এনুমারেশন ফর্মেও ছিল। এটি বেশ তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন।
● SIR'র প্রথম পর্বে BLO দের দেওয়া প্রি-প্রিন্টেড এনুমারেশন ফর্মের সাথে কোন প্রকার ডকুমেন্টের ফটোকপি দিতে হচ্ছে না, যেটা বিহারের ক্ষেত্রে দিতে হচ্ছিল।
● SIR'র প্রথম পর্বে (4th. Nov. To 4th. Dec.,2025) সংশ্লিষ্ট BLO'র দেওয়া প্রি-প্রিন্টেড এনুমারেশন ফর্মে (2 কপি) শুধুমাত্র ভোটারের নিজের তথ্য এবং SIR-2002'এর ভোটার তালিকায় থাকা তার নিজের / তার পরিবারের কোন আত্মীয়ের তথ্য দিতে হচ্ছে। ফর্মে উল্লেখ করা 2002'র ভোটার তালিকার তথ্য BLO চেক করে নেবেন এবং স্বাক্ষরও করবেন সেই মর্মে।
● প্রি-প্রিন্টেড এনুমারেশন ফর্মের একদম নিচে ডানদিকে ভোটার নিজে বা ভোটারের অবর্তমানে তার পরিবারের কোন বরিষ্ঠ সদস্য/সদস্যা স্বাক্ষর করবেন বা LTI দেবেন এবং সেক্ষেত্রে ভোটারের সাথে তার সম্পর্কও উল্লেখ করে দিতে হবে।
● 2025'এর ভোটার তালিকায় থাকা যে সমস্ত বর্তমান ভোটার কোন ভাবেই 2002'এর ভোটার তালিকার সাপেক্ষে সেখানে থাকা নিজের বা পরিবারের কোন সদস্য/সদস্যার নাম এবং তাদের তথ্য এনুমারেশন ফর্মে দিতে পারবেন না অথবা যাদের দেওয়া SIR'এর তথ্য ম্যাচ করবে না পোর্টালের তথ্যের সাথে , 9 ই ডিসেম্বর ,2025 তারিখে প্রকাশিতব্য ড্রাফ্ট ভোটার লিস্টে তাদের নাম প্রাথমিকভাবে থাকবে না।
● ড্রাফ্ট লিস্ট থেকে বাদ যাওয়া ভোটারদের (যাদের স্বাক্ষরিত এনুমারেশন ফর্ম জমা পড়েছে BLO'র কাছে) এরপর ERO/AERO নোটিশ ইস্যু করবেন (সম্ভবত BLO মারফৎ) তালিকায় থাকা 12 টি ডকুমেন্টের মধ্যে যে কোন একটি বা অন্য কোন সাপোর্টিং ডকুমেন্টসহ (জন্মতারিখ এবং/অথবা জন্মস্থান প্রমাণকারী) নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শুনানিতে অংশগ্রহণ করার জন্য (শুনানির সময়কাল : 09.12.2025 - 31.01.2026) । সেখানে জমা দেওয়া এই সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে ERO/AERO সন্তুষ্ট হলে 7 ই ফেব্রুয়ারির,2026 তারিখে প্রকাশিতব্য ফাইনাল ভোটার লিস্টে সেই ভোটারের নাম যথারীতি উঠবে।
● 2002 সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কোন আত্মীয়ের নাম এই রাজ্য তথা দেশের যে কোন বিধানসভার ভোটার তালিকায় থাকলেই সেটা ম্যাপিঙের জন্য বৈধ বলে ধরা হবে (অবশ্যই সেটা BLO কর্তৃক ভেরিফায়েড হতে হবে)।
● এবারের এনুমারেশন পর্বে BLO গণ এনুফারেশন ফর্মের সাথে সাথেই নিজেদের কাছে নতুন ভোটারদের নাম তোলার জন্য (2026 সালের যে কোন দিন যাদের বয়স 18 বছর পূর্ণ হবে) ফর্ম-6 এবং স্থানান্তরিত হয়ে আসা ভোটারদের জন্য ফর্ম-8 সঙ্গে রাখবেন। এনুমারেশন ফর্ম বন্টন ও সংগ্রহের সাথে সাথে ফর্ম- 6 ও 8 জমা নেবার এই পর্বটাও সমান্তরালভাবে চলবে একই সাথে। এদেরকে উক্ত ফর্মের সাথে একটি প্রিন্টেড ডিক্লারেশন ফর্মেও স্বাক্ষর করে উপযুক্ত স্ব-প্রত্যয়িত নথিসহ BLOকে জমা দিতে হবে। এদের নাম ফাইনাল ভোটার লিস্টে যুক্ত হবে। 2002'র SIR এ এই পদ্ধতিটা পরে করা হয়েছিল ,এবার এটা একসাথেই করে নেওয়া হচ্ছে।
● সুপ্রীম কোর্টে বিহারের SIR মামলার পরিপ্রেক্ষিতে আধার কার্ডকে 12 তম ডকুমেন্ট হিসাবে তালিকাতে রাখলেও (09/09/2025 তারিখের কমিশনের আদেশনামা অনুসারে) , সেখানে এটাও বলা হয় যে আধার অ্যাক্ট অনুসারে আধার কার্ড যেহেতু ব্যক্তির নাগরিকত্ব এবং জন্মতারিখের প্রামাণ্য নথি নয় - শুধুমাত্র পরিচয়জ্ঞাপক নথি এটি - তাই যারা ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র আধার কার্ডের প্রতিলিপিই জমা করবেন , শুনানি পর্বে ERO/AERO সেই ব্যক্তির কাছ থেকে যাচাই করার জন্য অন্য কোন সাপোর্টিং ডকুমেন্ট দেখতে চাইতে পারেন এবং তার ভিত্তিতেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ERO/AERO।
● সমীক্ষা পর্বের শেষে যাদের এনুমারেশন ফর্ম BLO'র কাছে জমা পড়বে না , তার কারণ নির্ণয় করে (absent/shifted/death/duplicate) BLO কে সেই বুথওয়ারী তালিকা জমা করতে হবে ERO'র কাছে। তাছাড়া, ড্রাফ্ট লিস্ট প্রকাশিত হবার পর যাদের নাম ঐ তালিকায় থাকল না,তাদের পৃথক একটি নামের তালিকা কারণসহ বিভিন্ন দপ্তরে টাঙাতে হবে এবং CEO,WB'এর ওয়েবসাইটেও সেই তালিকা দেওয়া থাকবে যাতে সবাই সেটা দেখতে পারেন এবং দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
● আগামি কয়েকদিনের মধ্যে আরোও বেশ কিছু নির্দেশিকা কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে বলে আজ জানাল হল। তাছাড়া, এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করে জমা করা যাবে এবং অনলাইন পোর্টালে (voters.eci.gov.in) সেল্ফ-ম্যাচিং করার ব্যবস্থাও থাকবে বলে জানাল হল আজকের সাংবাদিক সম্মেলনে। সেই সংক্রান্ত বিস্তৃত নির্দেশিকাও সম্ভবত পরে আসবে।