26/09/2025
কাশীপুর, উত্তরাখণ্ডে 'আই লাভ মোহাম্মদ' শোভাযাত্রা ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া উত্তেজনা ও সহিংসতার ঘটনা নিয়ে পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক নির্দেশ এবং তদন্ত।
২১শে সেপ্টেম্বর, ২০২৫-এর রাতে উত্তরাখণ্ডের উদহাম সিং নগরের কাশীপুরের আলী খান এলাকায় “আই লাভ মোহাম্মদ” স্লোগান লেখা ব্যানার-পোস্টার নিয়ে বিপুল জমায়েত হয়, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা নদীম আখতার। অনুমতি ছাড়া ৪০০-৫০০ জনের এই মিছিল শহরের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের থামাতে গেলে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। পুলিশের বারণ না মেনেই মিছিল এগিয়ে যায় এবং পুলিশের উপর লাঠি, ইঁট-পাটকেল ছোঁড়া হয়; সরকারি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয় ও পুলিশের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এতে পুলিশ ও স্থানীয়রা আহত হন।
স্থানীয় পুলিশ সুপার মণিকান্ত মিশ্রা পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেন ও একাধিক অভিযানের নির্দেশ দেন। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিশেষ দল গঠন করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দোষীদের শনাক্ত ও গ্রেফতার শুরু হয় ।
প্রাথমিকভাবে ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে আসামিদের মূলহোতা বলে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা নদীম আখতার রয়েছেন। তাকে ছাড়াও আরো দশজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ৫০০-রও অধিক অজ্ঞাতনামার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি কাজে বাধা, পুলিশ আক্রমণ, ভাঙচুর ইত্যাদির অভিযোগে ভারতীয় দণ্ডবিধি (BNS)-র একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এ পর্যন্ত মোহাম্মদ আশাদ (১৮), কামরান (১৯), মইন রেজা (২৬), দানিশ (২৮)-এর নামও প্রকাশ্যে এসেছে।
‘আই লাভ মোহাম্মদ’ লেখা পোস্টার বিতর্কের সূচনা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে। সেখানে পুলিশের মামলার পর সোম এবং পশ্চিম ভারতের গুজরাত, মহারাষ্ট্রসহ এবং অবশেষে উত্তরাখণ্ডে বিষয়টি ছড়িয়ে পড়ে। চলমান উত্তেজনা ঠেকাতে পুলিশ প্রতিবাদীদের শনাক্ত করতে ফেস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্থানীয় প্রশাসনের কাছ হতে অবস্থা জানতে চেয়ে জানান, অরাজকতাকারীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না এবং কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। পুলিশি অভিযানের পাশাপাশি বিদ্যুৎ-সংযোগ এবং নির্মাণ সংক্রান্ত অবৈধতা খোঁজার প্রচেষ্টাও দেখা গেছে।
পুলিশ সুপার মণিকান্ত মিশ্রা সাফ জানিয়ে দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনও বিঘ্ন হতে দেওয়া হবে না এবং পুলিশ আক্রমণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ নাগরিকদের গুজব থেকে দূরে থাকতে ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে ।
উল্লেখযোগ্য সংশ্লিষ্ট তথ্যঘটনায় কারও মৃত্যু হয়নি, তবে কয়েকজন আহত হন ও পুলিশ বাহিনীর সদস্যদের পোশাক ছিঁড়ে যায়, সরকারি গাড়ি ভাঙচুর হয়। সমাজবাদী পার্টি নেতা নদিম আখতারের নেতৃত্বে এ ঘটনায় রাজনৈতিক প্রভাব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ধরনের সহিংসতা দমনে প্রশাসনের পদক্ষেপের মধ্যে গ্রেফতার, কড়া মামলা, বাড়ি তল্লাশি ছাড়াও বিস্তৃত নজরদারি ও বিশেষ দল গঠন অন্তর্ভুক্ত রয়েছে।
কাশীপুরের 'আই লাভ মোহাম্মদ' শোভাযাত্রায় সংঘর্ষ ও দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে; বর্তমানে এলাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।”
ভিডিও: (X id)
সূত্র: OpIndia.com
সম্পাদনা: The Bengal Owl
পুরো তথ্যের লিংক এবং FIR রিপোর্ট টা কমেন্ট সেকশনে দেওয়া হলো।