Tanim Chowdhury

Tanim Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanim Chowdhury, Digital creator, London.

Hello all beautiful people- if u like my posts and videos then keep supporting me and keep in touch.I will upload informative, nice & funny videos & trying to uphold the truth and morality in all aspects of our life!

03/10/2025

It’s a beautiful song why not me.

ভালো থাকুন সা-ব-ধা-নে থাকুন! ইফফাত রাতে ঘুমাচ্ছিলেন।ঘুমন্ত অবস্থায় চোখে মোবাইলের টর্চের আলো অনুভব করায় ঘুম ভেঙ্গে যায়। ক...
02/10/2025

ভালো থাকুন সা-ব-ধা-নে থাকুন!

ইফফাত রাতে ঘুমাচ্ছিলেন।ঘুমন্ত অবস্থায় চোখে মোবাইলের টর্চের আলো অনুভব করায় ঘুম ভেঙ্গে যায়। কেউ একজন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে গো*প*নে উনার ভি*ডিও ধারণ করছিলেন। উনি চিৎ*কা*র করে উঠেন। লোকটিকে ধ*রে ফেলেন।

ইফফাত একজন সরকারি শিক্ষিকা। ঢাকায় স্বামী সন্তানসহ থাকেন। একদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন পাবনায়। বান্ধুবীর বাসায়। সারাদিন বান্ধুবীর সাথে পাবনা ঘুরে বেড়ান। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি রা*তে উনার জন্য কী অপেক্ষা করছেন।

পাবনায় সেই বান্ধুবীর বাসায় ঘুমাচ্ছিলেন। উনার রুমে ঢুকে পড়েন বান্ধুবীর ভাই মামুন। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আ*পত্তি*কর ভিফডি*ও ধারণ করতে থাকে। চো*খে ফ্লাশের আলো অনুভব করায় উনার ঘুম ভে*ঙ্গে যায়।

ঘুম ভেঙ্গে উনি দেখতে পান মামুনকে। ইফফাত চিৎ*কা*র করতে থাকেন। উনার চিৎ*কা*র শুনে বান্ধুবী পাশের রুম থেকে চলে আসে।

বান্ধুবী সব শোনার পর ভাইকে বাঁ*চা*তে বলে, 'যা হয়েছে হয়েছে। এখানেই দ্য ইন্ড কর। ঝা*মে*লা বাড়াইও না।'


ইফফাত বারবার বলতে থাকে, 'আমি দেখতে চাই কী ভি*ডিও করেছে।'

কারণ সে জানে একটি মেয়ের জীবন ধ্বং*স করার জন্য প*র্ণ*গ্রা*-ফি কতটা ভ*য়-ঙ্ক*র হতে পারে। মানুষ কখনও দেখতে যাবে না। সেটি জো*র*পূ*র্বক নাকি গো-প*ণে ধারণকৃত।

ইফফাত প্রমাণ রাখার জন্য এবং ঐ ভিডিও ডি*লি*ট করার জন্য বারবার দেখতে চায় ভিডিওগুলো।

কিন্তু ওরা কিছুতেই দে*খতে দি*বে না। কারণ ফোন চে*ক করতে দিলে তো ভাই অ*পরা*ধী প্রমাণিত হয়ে যাবে।

এমন অবস্থায় আইনের আশ্রয় নেওয়ার হু*ম*কি দিয়ে ইফফাত ঢাকায় চলে আসে। ইফফাতকে বারবার তারা ফোন করে হু*ম*কি দিতে থাকে। তুমি যদি আইনের আশ্রয় নাও, তাহলে আমরা তোমার নামে চু*রি*র মামলা দিবো।


ইফফাত ঢাকায় জিডি করে। অন্যদিকে পাবনায় তাঁর বান্ধুবী মামলা করে। যেখানে উল্লেখ করা হয়, 'ইফফাত আমাদের বাসায় এসে কফির মধ্যে ঘুমের মে*ডি*সিন খাইয়ে সবাইকে অ*জ্ঞান করে আমার ২০ ভরি স্বর্ণ চুরি করে ঢাকায় পা*লি*য়ে গিয়েছে।'

আমাদের দেশের মহামান্য আদালতও মামলা আমলে নিয়ে পাবনায় ইফফাতকে তলব করে।

ইফফাতের উকিল আদালতকে জানায়, একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষিকা। দুই বাচ্চার মা। সে ঢাকা থেকে বান্ধুবীর বাসায় গিয়ে সবাইকে অ*জ্ঞা*ন করে ২০ ভরি স্বর্ণ চু*রি করবে। জেনে শুনে এই ঝুঁকি কেউ নিবে? এটা তো কমনসেন্স নাকি? একজন অবিবাহিত মেয়ের কাছে ২০ ভরি স্বর্ণ কী আদৌ থাকা সম্ভব?

বান্ধুবী আদালতে চু*রি*র পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে ইফফাতের উকিল সে নির্দোষ এর স্বপক্ষে প্রমাণ আদালতে উপস্থিত করেন - আদালত বর্তমানে ইফফাতকে জামিন দিয়েছেন।

কোন কিছু প্রমাণের আগেই তাঁর লাই*ফটা বিভিন্ন অনলাইন পোর্টাল ওর চরি*ত্র নিয়ে মি*থ্যা নিউজ ছড়ি*য়ে জা*হা*ন্নাম বানিয়ে ফেলেছে। শিক্ষার্থীদের সামনেও মু*খ দেখাতে পারছেন না উনি।

ইফফাত দুই সন্তানের মা। একজন শিক্ষিকা। একজন স্ত্রী।


নিজ সম্মান, সম্ভ্রম বাঁচা*তে গিয়ে হয়ে গেলেন চো*র। তাও তাঁর বান্ধুবীই তার পিঠে চা*কু মে*রে*ছে।

সব ক্ষ*ত শা-রীরি*ক নয়, কিছু ক্ষ*ত আসে বিশ্বাসঘা*তক*তার আ*ঘা*তে।

বন্ধুত্ব কেবল হাসি-আনন্দ ভাগাভাগি নয়, বরং আস্থার জায়গা।

কখনও কী নিজেকে প্রশ্ন করেছি? কাকে বন্ধু বানাচ্ছি?

একজন বন্ধুর আচার আচরণ কথা বার্তার মধ্যে কোন না কোনভাবে তাঁর চ*রিত্রের পো*স্টম*র্টেম করা যায়। সেই অনুযায়ী স*ত*র্ক হওয়া যায়। এই সু*রৎহাল রি*পোর্ট অনেকে বুঝতে পারে। অনেকে পারে না। অনেকে টের পেয়েও একসাথে খায়, ঘুমায় ঘুরে। একদিন ধ*রা খায়।

ছেলেদের বন্ধু বিশ্বা*স*ঘাত*কতা করলে সর্বোচ্চ মা*র*ধোর করে আ*হত নি*হ*ত করে। কিন্তু মেয়েদের বান্ধুবী বিশ্বা*স*ঘা*ত*কতা করলে সেটার শুরুটা হয় চরিত্রের অ*স্ত্র*পাচার দিয়ে।


না*রী*কে ভাঙতে হলে চ*রি*ত্র নিয়ে আ*ঘা*ত করাই সবচেয়ে সহজ অ*স্ত্র। তাই সা*ব*ধান।

১০ বছর বয়সী বাচ্চা জিদান। তার কোন এক নিকট আত্মীয় খেলনা হিসেবে তাকে লেজার লাইট উপহার  দেয়।   নিজের অজান্তেই জিদান লাইটের ...
30/09/2025

১০ বছর বয়সী বাচ্চা জিদান। তার কোন এক নিকট আত্মীয় খেলনা হিসেবে তাকে লেজার লাইট উপহার দেয়।

নিজের অজান্তেই জিদান লাইটের আলো নিজের ডান চোখে ফেলে। এর পর থেকে সে চোখে কম দেখতে থাকে। এই ঘটনা ভয়ে সে পরিবারের কাছে গোপন করে। গত এক বছরে তার দৃষ্টি শক্তি মারাত্মক ভাবে কমে যায় যা চশমা দিয়েও এখন তার উন্নতি হচ্ছে না।

আজ তার চোখ পরীক্ষা করে দেখা যায়,লেজার আলো দিয়ে চোখের সবচেয়ে আলোক সংবেদনশীল অংশ ( ম্যাকুলা)মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে!

বি:দ্র : লেজার আলোর সাধারণ আলো নয়, এটি মূহুর্তেই আপনার চোখ চিরস্থায়ী ভাবে অন্ধ করে দিতে পারে।এটি খেলনা ভেবে বাচ্চাদের হাতে দিবেন না।

বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে!এরা দিনের বেলায় লুকিয়ে থাকে,রাতের বেলায় বের হয়।   এরা মানুষে...
19/09/2025

বাংলাদেশে সবচাইতে বেশী মানুষ মা*রা যায় এই কালাচ সাপের কামড়ে!এরা দিনের বেলায় লুকিয়ে থাকে,রাতের বেলায় বের হয়।

এরা মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়,বেশীরভাগ বিছানায় উঠে কাথার মধ্যে চুপ করে বসে থাকে বা অন্য কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে!

যখন মানুষ ঘুমের মধ্যে তার গায়ের সাথে লেগে যায়, তখন আপনাকে কামড় দিয়ে সুন্দর করে চলে যাবে!কিন্তু আপনি টেরই পাবেন না সে কামড় দিয়েছে যে, মশা কামড়ালেও বুঝা যায়,কিন্তু এই কালাচ সাপে কামড় দিলে কিছুই বুঝা যায়না, সাথে সাথে ব্যথা ও করেনা, কোন যন্ত্রণাও করেনা। এই কারণে মানুষ কিছু বুঝে উঠার আগেই ঘুমের মধ্যে মা*রা যায়!

রাত ৯:২০। টাউনহল মোড়।হালকা মাত্রার বৃষ্টি।   ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা।পাশের বাটিতে ভিজছে কিছু টাকা।ভিজছে দুইটি শিশুও।ছোট...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়।হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা।পাশের বাটিতে ভিজছে কিছু টাকা।ভিজছে দুইটি শিশুও।ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)।মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে।ছোট শিশুটি গভীর ঘুমে।বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম।বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না।এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম।কিন্তু যেই-সেই।মহিলার কোনো সাড়া-শব্দ নেই।আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো।টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।

আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো।বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো।ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না।দিবেন?
মহিলা বললো, না না।আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না।ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ,পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে।তাছাড়া,এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ,তুমি তাদেরকে ভালো রেখো।

*PC

প্রিন্স মামুন চলে গেলেও,লায়লাকে কোনোদিন ছাড়ব না- মেহেদি.
18/09/2025

প্রিন্স মামুন চলে গেলেও,লায়লাকে কোনোদিন ছাড়ব না- মেহেদি.

হরিণ এক লাফে যায় তেইশ হাত যেখানে বাঘ যায় বাইশ হাত!তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না।কিন্তু বাস্তবে...
15/09/2025

হরিণ এক লাফে যায় তেইশ হাত যেখানে বাঘ যায় বাইশ হাত!

তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না।কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা— বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী। এর কারণ কি?

কারণ আর কিছুই না,হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায়— বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে।ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে!

এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই।ভুল-ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।ইনশাআল্লাহ।

কি মহাবি*পদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!   গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে।যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আ...
12/09/2025

কি মহাবি*পদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!

গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে।যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম।মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না।বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি।আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা*ন্দায় ফেলে দেয়।একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না।তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান।গিয়ে দেখে বাবা ভিতরে।বাবাকে দেখে থতমত খেয়ে যায়।বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।
একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাই নি!

আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল,গহনা,টাকা নিয়ে গে*ছে!

আব্বুর ব্যবসার টাকা,গহনা(শেষ সম্বল)কাল সব যেত আমাদের।খুব সাবধানে থাকবেন সবাই। আপনার কাছের মানুষকে জানিয়ে দিবেন।

কালেক্টেড।

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট।বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডে...
12/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট।বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডে*থ!

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই!

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে।আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি,সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

—কালেক্টেড

মুসকান ও হামিদ!! সাত মাস আগে পালিয়ে বিয়ে করে।ছেলের পরিবার মেনে নেয়নি।কিন্তু এমন প্রেম কেউ কাউ কে ছাড়া বা/চ/বে না।তোমাকে ...
10/09/2025

মুসকান ও হামিদ!!
সাত মাস আগে পালিয়ে বিয়ে করে।ছেলের পরিবার মেনে নেয়নি।কিন্তু এমন প্রেম কেউ কাউ কে ছাড়া বা/চ/বে না।তোমাকে না পেলে এই জীবন আর রাখবো না। এতো ভালোবাসা দেখে বাধ্য হয়ে পরিবার মেনে নেয়।

বিয়ে করার সাত মাসের মাথায়, "অন্য ছেলের সাথে স্ত্রী'র প"র"কীয়া লি"প্ত অবস্থায় ধরা পড়ে স্বামীর কাছে!" এত বিশ্বাস, ভালোবাসা সব চোখের সামনে ভে"ঙে যেতে দেখে স্বামী নিজেকেই শে*ষ করে দিলো।

নি*হতের মা শেফালী বেগম জানান, "প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিল।কিন্তু গত কয়েক মাস ধরে আমার ছেলের স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে মে"লা"মেশায় জড়িয়ে পড়ে।আমার ছেলে তার স্ত্রীর বিভিন্ন ছেলের সঙ্গে ছবি ও ঘ"নি"ষ্ঠতার প্রমাণ পায়।এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝ"গ"ড়া হতো।শেষমেশ পাঁচ দিন আগে মুসকান অভিমান করে নানার বাড়িতে চলে যায়।"।

তিনি আরও বলেন,দুদিন আগে স্ত্রীকে আনতে নানার বাড়ি গেলে প"রো"কিয়া প্রেমিক পারভেজের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক হামিদকে মা"র"ধর করে। এরপর থেকেই সে মান"সি"ক-ভাবে ভে"ঙে পড়ে।
এই ঘটনা কোন স্বামীই মানতে পারবে না।

গত সোমবার সকাল ৯টার দিকে হামিদ সি/লিং ফ্যা^নে"র সঙ্গে ঝু/লে/ছে। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হামিদের মৃ"'ত্যু হয়।

মাত্র ২০ বছর বয়সে ছেলেটার,তার জীবন শুরু হবার আগেই শেষ হয়ে গেলো।জীবন সংগী আপনাকে গড়তেও পারে,এমনকি Mostly ধ্বংস করে দিতেও পারে।সে ভালো হলে জীবণ টা জান্নাত নয়তো দুনিয়াটাই জা/হা/ন্না/ম।

ঘটনাটি ঘটেছে গত সোমবার,সকাল ৯টায়।
কুমিল্লার বুড়িচংয়ের।

08/09/2025

২/৩ লক্ষ টাকার IELTS প্রশ্নপত্র ফাঁস করার চক্রকে গ্রেফতার। চলছে গভীর অনুসন্ধান। সিলেট আছে সন্দেহের তালিকায়😬

Address

London

Telephone

+447440567910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share