Tanim Chowdhury

Tanim Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanim Chowdhury, Digital creator, London.

Hello all beautiful people- if u like my posts and videos then keep supporting me and keep in touch.I will upload informative, nice & funny videos & trying to uphold the truth and morality in all aspects of our life!

এতদিন যারা রেমিট্যান্স যো*দ্ধাদের ঘাম আর চোখের পানিকে পুঁজি করে লু*ট*পা*ট চালিয়েছে,তাদের বুক আজ কাঁ*প*ছে! কারণ, হযরত শাহ...
22/12/2025

এতদিন যারা রেমিট্যান্স যো*দ্ধাদের ঘাম আর চোখের পানিকে পুঁজি করে লু*ট*পা*ট চালিয়েছে,তাদের বুক আজ কাঁ*প*ছে! কারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পাহারায় আছেন এক নতুন নায়ক—ম্যাজিস্ট্রেট নওশাদ খান। 🫡

গল্প নয়, বাস্তব! স্কুটারে চড়ে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন তিনি। যেখানেই অনিয়ম, সেখানেই অ্যাকশন। 🚨

🥺 যে চিত্র আমাদের কাঁদাতো:
এতদিন প্রবাসীরা দেশে ফিরে লাগেজ কাটা, চু*রি, কিংবা দালালদের হ*য়*রা*নির শি*কা*র হয়ে চোখের পানি ফেলতেন। হা*ড়*ভা*ঙা* খা*টু*নি* খেটে প্রিয়জনদের জন্য আনা উপহারগুলো চু*রি হয়ে যেত। কিন্তু দিন বদলেছে।

🔥 নওশাদ খানের সাহসী পদক্ষেপ:
✅ সরাসরি অ্যাকশন: অনিয়ম দেখলেই জেল-জরিমানা। মোবাইল চোরকে সাথে সাথে ৬ মাসের জেল!
✅ বডি ক্যামেরা: লাগেজ হ্যান্ডলারদের শরীরে এখন বডি ক্যামেরা, তাই লাগেজ কাটার দিন শেষ।

✅ অতিরিক্ত দাম রোধ: দোকানের পণ্যের দাম বেশি রাখলে মুহূর্তেই দোকান বন্ধের নির্দেশ বা জরিমানা।

✅ স্কুটার টহল: যাত্রীদের ভোগান্তি কমাতে তিনি নিজেই স্কুটারে করে পুরো এয়ারপোর্ট চষে বেড়াচ্ছেন।

ভাই নওশাদ খান স্পষ্ট বলে দিয়েছেন— "এটার জন্য যেন কোনো যাত্রী কষ্ট না পায়। এর ব্যত্যয় হলে আমরা ব্যবস্থা নিব।".

🤲 আমাদের দোয়া ও চাওয়া:
আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে—"ভালো মানুষ বেশিদিন টিকতে পারে না।" সিন্ডিকেট ভাঙতে গেলে অনেক চা*প আসে, বদলি করে দেওয়া হয়। কিন্তু আমরা চাই, এই মানুষটি টিকে থাকুক। ওনার মতো আরও ২-৩ জন অফিসার থাকলে পুরো এয়ারপোর্টের চেহারাই বদলে যাবে।

প্রবাসী ভাই-বোনদের বলছি, আপনারা আর ভয় পাবেন না। যে কোনো হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ জানান।

📞 হটলাইন: +8801304050603

আসুন, আমরা সবাই মিলে এই সাহসী মানুষটির জন্য দোয়া করি। আল্লাহ যেন ওনাকে সব ষ*ড়*য*ন্ত্র থেকে রক্ষা করে আমাদের প্রবাসীদের ঢাল হয়ে থাকার তৌফিক দেন। আমিন। ❤️🤲.

🚨 জরুরি ও দুঃ*খজনক সংবাদ 🚨জাতীয় শ্রমিকশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় উপকমিটির প্রধান মোতালেব শিকদার–এ...
22/12/2025

🚨 জরুরি ও দুঃ*খজনক সংবাদ 🚨
জাতীয় শ্রমিকশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় উপকমিটির প্রধান মোতালেব শিকদার–এর ওপর কিছুক্ষণ আগে সশস্ত্র স*ন্ত্রা*সীদের গু*লি*বর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি গুরুতর আ*হত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অবস্থা আশ*ঙ্কাজনক!! এই ন্যা*ক্কারজনক ও কাপুরুষোচিত হাম*লার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক ও শ্রমিক নেতাদের ওপর এ ধরনের হা*মলা গণতন্ত্র, মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আ*ঘাত।

🤲 আল্লাহ তায়ালার কাছে দোয়া—
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
একই সঙ্গে হাম*লাকা*রীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
✊ অন্যা*য়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

নুরুল হক নুর বলেছেন—“আমার ওপর হাম*লার বিচার হলে হাদি খু*ন হতেন না।”এটাই আমাদের রাষ্ট্রের ব্যর্থতার ন*গ্ন স্বীকারোক্তি।যে...
22/12/2025

নুরুল হক নুর বলেছেন—
“আমার ওপর হাম*লার বিচার হলে হাদি খু*ন হতেন না।”এটাই আমাদের রাষ্ট্রের ব্যর্থতার ন*গ্ন স্বীকারোক্তি।

যেদিন অন্যায়ের বিচার হয়নি, সেদিনই নতুন অন্যা*য়ের লাইসেন্স দেওয়া হয়েছে।যেদিন হাম*লা*কারীরা ছাড় পেয়ে গেছে,সেদিনই তারা আরও বড় অপ*রাধের সাহস পেয়েছে।

হাদী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—
হাদী হলো বিচারহীনতার ধারাবাহিক ফল।

একটার পর একটা সতর্কবার্তা আমরা উপেক্ষা করেছি,আর তার মূল্য দিয়েছে আমাদের ভাইয়েরা—র*ক্ত দিয়ে, প্রা*ণ দিয়ে।

আজ যদি সত্যিকারের বিচার না হয়,আজ যদি অপ*রাধীর নাম-পরিচয় দেখে চোখ বন্ধ রাখা হয়,
তাহলে আগামীকাল আরেকটা হাদী আমাদের সামনে লুটিয়ে পড়বে।

প্রশ্ন একটাই—
আর কত র*ক্ত দিলে বিচার শুরু হবে?আর কত মায়ের বুক খালি হলে রাষ্ট্র জাগবে? হাদীর র*ক্ত আমাদের কাছে দায়। এই দায় থেকে পালানোর কোনো সুযোগ! নেই!

🔥 নতুন ম্যাজিস্ট্রেটের একশন!✈️ শাহজালাল বিমানবন্দরে লাগেজ চো*রের ১ বছরের কারা*দণ্ড।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...
22/12/2025

🔥 নতুন ম্যাজিস্ট্রেটের একশন!

✈️ শাহজালাল বিমানবন্দরে লাগেজ চো*রের ১ বছরের কারা*দণ্ড।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার জিরো টলারেন্স।🔥

প্রশংসায় ভাসছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।বিমানবন্দরে তার তদারকির তৎপরতায় প্রশংসা এখন ফেসবুক জুড়ে।

ভাবছেন বিমানবন্দর থেকে অন্যের লাগেজ নিয়ে চুপিসারে কেটে পড়বেন? সেই দিন শেষ! হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সিসি ক্যামেরার কড়া নজরদারি আর প্রশাসনের কঠোর অ্যাকশন।

লাগেজ চু*রির অপ*রাধে ১ বছরের বিনাশ্রম কারা*দণ্ড দেওয়া হয়েছে এক প্রবাসীকে।

৩ নভেম্বর। সৌদি থেকে দেশে ফিরলেন প্রবাসী আরমান হোসেন। কৌশলে নিয়ে গেলেন ইউএস বাংলার অন্য দুই যাত্রীর লাগেজ। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগের ভিত্তিতে শুরু হলো তদন্ত। ইউএস বাংলা কর্তৃপক্ষ দীর্ঘ ২১ দিন যাচাই-বাছাই করে নিশ্চিত হয়, লাগেজ বাইরে থেকে নয়, বিমানবন্দর থেকেই অন্য কেউ নিয়ে গেছে।

শেষ রক্ষা হয়নি।২৪ নভেম্বর রাতে পুনরায় সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে এলে গোয়েন্দা তথ্য ও ইউএস বাংলা কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ, এভসেক, বাংলাদেশ পুলিশ ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় তাকে আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট কোর্টে সিসিটিভি ফুটেজ দেখানোর পর প্রবাসী আরমান নিজের অপরাধ স্বীকার করেন।তিনি জানান, চু*রি করা একটি লাগেজের মালামাল তিনি ইতিমধ্যেই বিক্রি ও ব্যবহার করেছেন।যাত্রী হয়রানি ও নিরাপত্তা বিঘ্নিত করার অপ*রাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারা*দণ্ড দেওয়া হয়েছে।

আপনিও যদি বিমানবন্দরে এ ধরণের ঘটনার সমুখীন হোন বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে জানান।প্রয়োজনে বাংলা এভিয়েশনের সহায়তা নিন।

এটা হচ্ছে গত ৭ দিনে ভিউজ ৪.১ মিলিয়ন,অলমোস্ট ১ হাজার ফলোয়ার্স এবং হানি-মানি 💰! যাদের মনিটাইজেশন ওয়েটিং এ আছেন তাদের জন্...
21/12/2025

এটা হচ্ছে গত ৭ দিনে ভিউজ ৪.১ মিলিয়ন,অলমোস্ট ১ হাজার ফলোয়ার্স এবং হানি-মানি 💰! যাদের মনিটাইজেশন ওয়েটিং এ আছেন তাদের জন্য দারুণ খবর হতে পারে যদি ফেসবুক এর রুলস মেনে অ্যাকটিভ থাকেন তাহলে গোল্ডেন চান্স পেতে যাচ্ছেন। এবং অবশ্যই বেশি বেশি গঠনমূলক কমেন্ট করবেন।

বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু গত কয়েকদিনের ঘটনা— চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার পরবর্তী অস্থ...
21/12/2025

বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু গত কয়েকদিনের ঘটনা— চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার পরবর্তী অস্থিরতা—আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে।বিশেষ করে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অকাল মৃ*ত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের মনে রাখতে হবে,আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত।কারো ব্যক্তিগত বা সংগঠনের কর্মকাণ্ডের দায় যেন পুরো দেশের মানুষের ওপর না আসে।একটি গোষ্ঠী চেষ্টা করছে দেশের ভেতরে বিশৃ*ঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে।

আসুন আমরা কোনো ধরনের গুজবে কান না দিয়ে মাথা ঠান্ডা রাখি।অপ*রাধী যেই হোক, তদন্ত সাপেক্ষে তার বিচার হোক।কিন্তু ধর্মের দোহাই দিয়ে বা আবেগের বশবর্তী হয়ে আমরা যেন নিজের দেশের ক্ষতি না করি।
শান্তি আর সম্প্রীতিই হোক আমাদের শক্তি। 🇧🇩


৭ বছরের একটা নিস্পাপ শিশু আগুনে পু**ড়ে ছাই হয়ে গেল!  তার শেষ কথাগুলো ছিলো, "আব্বু আমাকে নাও, আমাকে নাও!"  কারণ কি ছিলো জ...
21/12/2025

৭ বছরের একটা নিস্পাপ শিশু আগুনে পু**ড়ে ছাই হয়ে গেল! তার শেষ কথাগুলো ছিলো, "আব্বু আমাকে নাও, আমাকে নাও!"

কারণ কি ছিলো জানেন??
তার বাবার একটা রাজনৈতিক পরিচয় আছে!
আর সেটার বলি হতে হলো মেয়েটাকে!!

ঘটনাটি ঘটে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দু*র্বৃ*ত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুকন্যা আয়েশা আক্তার সানজু পু**ড়ে মারা যায়। দ*গ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী(১৪)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বা*র্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আমি খেয়াল করে দেখলাম,
আমাদের সিমপ্যাথি কেন যেন শুধু লা*শের জন্য জমা থাকে।একটা মানুষ বেঁচে থাকতে যখন আক্রান্ত হয়,
যখন তার উপর অত্যা*চার হয়, তখন আমরা চুপ থাকি। অথবা অদ্ভুত সব লজিকে সেটাকে 'Justify' করার চেষ্টা করি।

হাদী ভাইয়ের কথা মনে আছে?
মা*রা যাওয়ার আগের দিন পর্যন্ত তাকে নিয়ে কী লেভেলের নোং*রামি হয়েছে! বলা হয়েছে তিনি নাটক করছেন।

কেন জানি দিনশেষে আমরা ভুলে যাই যে আমরা সবাই মানুষ। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে অপজিশন কেউ আ*ক্রান্ত হলে...
আপনি নীরব থাকবেন।
সুস্থ বিবেকসম্পন্ন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যেকোনো অন্যায়ের প্রতিবাদ করা,ভিকটিম কোন দলের সেটা না দেখে।

মেয়েটার উদ্দেশ্যে বলতে চাই...
শান্তিতে ঘুমাও মা,এই সমাজ আসলে তোমার যোগ্য ছিল না।

হাদীর মা'র বক্তব্যটার তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করতে চাই। তিনি জাস্ট বললেন, ১.আমার ছেলের শেষ ইচ্ছে ছিলো যদি কখনো ...
20/12/2025

হাদীর মা'র বক্তব্যটার তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করতে চাই। তিনি জাস্ট বললেন,

১.আমার ছেলের শেষ ইচ্ছে ছিলো যদি কখনো তাকে মে*রে ফেলা হয়,তার খু*নিদের যাতে বিচার করা হয়।

২.আমাদের ছেলেদের নিরাপত্তা নিশ্চিত করুন,তাদের বাঁচতে দিন।তিনি দেশের সকল তরুণ-তরুণীদের নিরাপত্তা চাইলেন।

৩.সবশেষে বললেন, ইনসাফের বাংলাদেশ কায়েম করুন।ইনসাফ চাইলেন।

ব্যস এর বাহিরে আর কিছুই চাইলেন না।অথচ এমন সন্তান হারা মায়ের মূর্ছা যেতে যেতে কতো কিছুই চেয়ে বসেন।শেষ বারের মতো সন্তানকে দেখতে চান।নিজের সন্তানকে ফেরত চান, নিজের সন্তানকে ফেরত নিয়ে দেশ ছাড়তে চান,সবকিছুর বিনিময়ে নিজের সন্তানকে ফেরত চান।অথচ হাদীর মতো এগুলো কিছুই চাইলেন না।তিনি সোজা সন্তানের শেষ ইচ্ছা,এদেশের ছাত্র জনতার নিরাপত্তা ও ইনসাফের বাংলাদেশ চাইলেন।
একজন মা তার সবচেয়ে বড় এসেট হারানোর পরও এই দেশে ইনসাফ ন্যয় বিচার জননিরাপত্তা চাইলেন।এমন শক্তিশালী মায়েদের এই দেশের অনেক বেশি প্রয়োজন।

এমন গর্ভধারিণী মা প্রতিটি বাড়ি,পাড়া-মহল্লা,জেলা-উপজেলা এবং দেশব্যাপী প্রয়োজন,অনেক বেশি প্রয়োমজন।একজন মায়ের এর চেয়ে বেশি আর কি'ই বা দেওয়ার আছে দেশকে?
দিনশেষে হাদীর মা খাষনঊষ নলি হাতে ফিরলেন, আমাদের দিয়ে গেলেন পাহাড়সম দায়িত্ব!

একটা অপিনিয়ন বলি।অনেকের কাছে ভুল মনেই হতে পারে।   সেই প্রথম দিন থেকে শুনছি যে এই ছেলে গু**লি করেই ই*ন্ডি য়া চলে গেছে।তার...
20/12/2025

একটা অপিনিয়ন বলি।অনেকের কাছে ভুল মনেই হতে পারে।

সেই প্রথম দিন থেকে শুনছি যে এই ছেলে গু**লি করেই ই*ন্ডি য়া চলে গেছে।তার বদলে তার মা_
-বাবাকে ধরে নিছে, কান টানলে মাথা আসে থিওরি তে। কিন্ত যে ছেলে অন্যের মাথায় গু**লি করে সে তার কান মানে বাপ-মা ফেলে দিতে কতক্ষন?? আর ইন্ডি*য়া তাকে ফেরত দিবে ধরে বেধে এই আশা করা আর অমাবস্যা রাতে পূর্নিমার চাঁদ দেখা এক কথা।

তারচেয়ে ইন্ডি*য়া তে পুরষ্কার ঘোষনা করে দিলে হয়না? ধরেন যে এরে ধরে নিয়ে এসে বর্ডারে এসে জমা দিবে দায়িত্বশীল কাউকে,সাথে সাথে নগদ ১০-২০ লাখ রূপি (এই টাকা নাহয় আমরাই চাদা তুলে দিলাম) তাকে বুঝায় দেয়া হবে।মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আর কি।টাকার লোভ তো সব জায়গাতেই আছে, ই*ন্ডিয়া তেও নিশ্চয় এমন মানুষ আছে যাদের লোভ দেখালে কাজ করে দিবে?? সবাই তো আর সাধু-সন্ন্যাসী-দেশপ্রেমিক না...

কেউ কেউ মাত্র ২-৫-১০ হাজার টাকায় যদি গরু-কাপড়-শাড়ি এইসব বাংলাদেশে পা*চা*র করতে পারে তাহলে ১০-২০ লাখে একটা কু**ত্তা ফেরত দিবে না??

খুবই ছেলেমানুষি, অবাস্তব বা কাল্পনিক চিন্তা হয়তো, কিন্ত কাজ হলেও তো হতে পারে, কি মনে হয়??

ওসমান হাদী সম্পর্কে আপনার যে তথ্যগুলো অজানা। হাদি স্কুলে লেখাপড়া করেননি, মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন।দাখিল পঞ্চম...
20/12/2025

ওসমান হাদী সম্পর্কে আপনার যে তথ্যগুলো অজানা।

হাদি স্কুলে লেখাপড়া করেননি, মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেছেন।দাখিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে টেলেন্ট ফুলে বৃত্তি পেয়েছেন।

দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে প্রথম স্থান অর্জন করেন।এবং আলিম পরীক্ষার দ্বিতীয় স্থান অর্জন করেন।

তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এবং অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন, কিন্তু দেশাত্ববোধে উজ্জীবিত হাদী ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সে তিনি ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।

তিনি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষকতায় নিয়োগ প্রাপ্ত হন। মাত্র কিছুদিন শিক্ষকতা করে তিনি দেশের টানে দেশে ফিরে আসেন।
এবং দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।এবং দেশের একটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন।

ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং সুন্দর ব্যবহারের কারণে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হতেন।কিন্তু তিনি মনে করতেন,মহান আল্লাহ পাক আমার সাথে যার জুটি বেঁধে রেখেছে,তার সাথেই আমার বিবাহ হবে। তাই অযথা প্রেমের মত গু/নাহের কাজে লিপ্ত না হয়ে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করেন।এবং বর্তমানে এক সন্তানের জনক।

হাদী কখনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন অর্থাৎ কোন ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন না।কারণ তিনি মনে করতেন এদেশের ছাত্র রাজনীতি করা মানেই হল তোষামদি করা।তাই তিনি এই ধরনের ছাত্র রাজনীতিকে ঘৃণা করতেন।তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।

হাদীর মুখে সবসময় হাসি লেগেই থাকত।কখনোই কারো সাথে কটু ব্যবহার করতেন না।তিনি কোনদিন দুষ্টুমির ছলেও কোন দিন কারো মনে আঘাত দিয়ে কোন কথা বলেননি।

তিনি সবসময় চাইতেন বাঁচলে বীরের মত, ম/রলেও বীরের মত। এই চেতনাবোধ তিনি তার সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছেন।এবং তিনি আল্লাহর এত পছন্দের মানুষ ছিলেন যে, তিনি যা চাইতেন আল্লাহপাক কখনো তাকে নিরাশ করতেন না? তিনি সবসময় বলতেন, রাজপথে মিছিলে আমার বুক বু/লেটের আ/ঘাতে ঝাজরা করে দেবে, আমি হাসতে হাসতে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যাব। এমন শহীদি মৃ/ত্যু তিনি সবসময় চাইতেন। আল্লাহ পাকের কি অশেষ রহমত, তার চাওয়া মত শহীদি মৃ/ত্যুই আল্লাহপাক তাকে দিয়ে অমর করে রেখেছেন।আমরা সকলেই শহীদ ওসমান হাদীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব তিনি যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন।



#ওসমান_হাদী

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাহেবের এক সাহসী পদক্ষেপ! ✊সিলেটে দুর্নীতির বিরুদ্ধে যু*দ্ধ ঘোষণা করেছেন বর্তমান ড...
20/12/2025

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম সাহেবের এক সাহসী পদক্ষেপ! ✊
সিলেটে দুর্নীতির বিরুদ্ধে যু*দ্ধ ঘোষণা করেছেন বর্তমান ডিসি মো. সারোয়ার আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন— "সিলেটে দুর্নী*তির কোনো স্থান নেই! অনিয়ম আর ঘুষের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছি।"
এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপন করা হচ্ছে একটি বিশেষ 'কমপ্লেইন বক্স' বা অভি*যোগ বাক্স। এই উদ্যোগের বড় বিশেষত্ব হলো:
✅ যে কেউ নাম গোপন রেখে দুর্নীতির তথ্য এখানে দিতে পারবেন।
✅ এই বাক্সের চাবি থাকবে সরাসরি ডিসি সাহেবের নিজের কাছে।
✅ তথ্যের গোপনীয়তা তিনি নিজেই রক্ষা করবেন।
তাঁর লক্ষ্য হলো, যারা আড়ালে থেকে দুর্নীতি করছে তাদের মুখোশ উন্মোচন করা এবং সিলেটকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা।

তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়—
ডিসি সাহেবের এই উদ্যোগটি নিয়ে আপনাদের কী মনে হয়? এই বক্সে কি আসলেই সঠিক তথ্য জমা পড়বে? নাকি অনেকে ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার জেরে কাউকে বিপদে ফেলতে এর অপব্যবহার করবে?
আপনার মূল্যবান মন্তব্য নিচে জানান। 👇
#সিলেট #দুর্নীতিমুক্তবাংলাদেশ

শ্বশুর বাড়ি থেকে বাচ্চার আকিকার জন্য ২টি ছাগল না দেয়ায় চট্টগ্রামে ৬ দিনের সি*জা*রিয়ান বউয়ের পেটে তার স্বামী লা*ত্থি মেরে...
19/12/2025

শ্বশুর বাড়ি থেকে বাচ্চার আকিকার জন্য ২টি ছাগল না দেয়ায় চট্টগ্রামে ৬ দিনের সি*জা*রিয়ান বউয়ের পেটে তার স্বামী লা*ত্থি মেরেছে।অতিরিক্ত র-ক্তক্ষ*রণে মেয়েটি মা*রা যায়।

আমারা আর মানুষ হবো কবে??!

Address

London

Telephone

+447440567910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share