22/12/2025
এতদিন যারা রেমিট্যান্স যো*দ্ধাদের ঘাম আর চোখের পানিকে পুঁজি করে লু*ট*পা*ট চালিয়েছে,তাদের বুক আজ কাঁ*প*ছে! কারণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পাহারায় আছেন এক নতুন নায়ক—ম্যাজিস্ট্রেট নওশাদ খান। 🫡
গল্প নয়, বাস্তব! স্কুটারে চড়ে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন তিনি। যেখানেই অনিয়ম, সেখানেই অ্যাকশন। 🚨
🥺 যে চিত্র আমাদের কাঁদাতো:
এতদিন প্রবাসীরা দেশে ফিরে লাগেজ কাটা, চু*রি, কিংবা দালালদের হ*য়*রা*নির শি*কা*র হয়ে চোখের পানি ফেলতেন। হা*ড়*ভা*ঙা* খা*টু*নি* খেটে প্রিয়জনদের জন্য আনা উপহারগুলো চু*রি হয়ে যেত। কিন্তু দিন বদলেছে।
🔥 নওশাদ খানের সাহসী পদক্ষেপ:
✅ সরাসরি অ্যাকশন: অনিয়ম দেখলেই জেল-জরিমানা। মোবাইল চোরকে সাথে সাথে ৬ মাসের জেল!
✅ বডি ক্যামেরা: লাগেজ হ্যান্ডলারদের শরীরে এখন বডি ক্যামেরা, তাই লাগেজ কাটার দিন শেষ।
✅ অতিরিক্ত দাম রোধ: দোকানের পণ্যের দাম বেশি রাখলে মুহূর্তেই দোকান বন্ধের নির্দেশ বা জরিমানা।
✅ স্কুটার টহল: যাত্রীদের ভোগান্তি কমাতে তিনি নিজেই স্কুটারে করে পুরো এয়ারপোর্ট চষে বেড়াচ্ছেন।
ভাই নওশাদ খান স্পষ্ট বলে দিয়েছেন— "এটার জন্য যেন কোনো যাত্রী কষ্ট না পায়। এর ব্যত্যয় হলে আমরা ব্যবস্থা নিব।".
🤲 আমাদের দোয়া ও চাওয়া:
আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে—"ভালো মানুষ বেশিদিন টিকতে পারে না।" সিন্ডিকেট ভাঙতে গেলে অনেক চা*প আসে, বদলি করে দেওয়া হয়। কিন্তু আমরা চাই, এই মানুষটি টিকে থাকুক। ওনার মতো আরও ২-৩ জন অফিসার থাকলে পুরো এয়ারপোর্টের চেহারাই বদলে যাবে।
প্রবাসী ভাই-বোনদের বলছি, আপনারা আর ভয় পাবেন না। যে কোনো হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ জানান।
📞 হটলাইন: +8801304050603
আসুন, আমরা সবাই মিলে এই সাহসী মানুষটির জন্য দোয়া করি। আল্লাহ যেন ওনাকে সব ষ*ড়*য*ন্ত্র থেকে রক্ষা করে আমাদের প্রবাসীদের ঢাল হয়ে থাকার তৌফিক দেন। আমিন। ❤️🤲.