10/02/2024
🇬🇧🇬🇧ইউকে ইমিগ্রেশন এর নতুন নিয়ম: 🇬🇧🏴
Rule 1: আগামী ১১ মার্চ এর পর থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় কোন ডিপেন্ডেন্টকে ভিসা দেওয়া হবে না। কেয়ার ওয়ার্কার ভিসার এই নিয়মটি ইন কান্ট্রি ভিসা সুইচ এবং কামিং ফ্রম এব্রোড উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
★অর্থাৎ কেউ যদি এখন বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকে আসে তাহলে কোন ডিপেন্ডেন্ট সাথে নিয়ে আসতে পারবে না এবং উক্ত ভিসায় থাকা অবস্থায় কখনো ডিপেন্ডেন্ট এর জন্য ভিসা এপ্লাই করতে পারবে না।
★এমনকি ইউকেতে অবস্থানরত কোন স্টুডেন্ট যারা গ্রেজুয়েশন কম্পলিট করেছে অথবা PSW তে রয়েছে তারাও ডিপেন্ডেন্টসহ কেয়ার ওয়ার্কার হিসেবে ভিসা সুইচ করতে পারবে না
★ তবে ১১ মার্চের পূর্বে কেউ যদি কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করে তাহলে একই সাথে অথবা ১১ মার্চের পরে ভিসা বহাল থাকা অবস্থায় যেকোনো সময় ডিপেন্ডেন্ট আনতে পারবে।
Rule 2: আগামী ৪ এপ্রিলের পর কেয়ার ওয়ার্কার ছাড়া অন্য যেকোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করলে বাৎসরিক সেলারী মিনিমাম ৩৮৭০০ পাউন্ড দেখাতে হবে। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা পাবে, সমস্যা নেই।
Rule 3: আগামী ১১ এপ্রিলের পর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বাৎসরিক সেলারী মিনিমাম ২৯০০০ পাউন্ড দেখাতে হবে।