12/11/2024
সেই দিন ফোন করে আমার কাছে আমার
ননদ বললো ভাবী পাশের চাচার ঘর
বড় করতেছে
আবার শুনলাম দুইতালা করবে
ওরা দুইতলা করলে থো আমাদের
ঘরে ছায়া চলে আসবে
এবং আমাদের ঘর দেখা যাবে
না
ভাবীর উত্তর :আমরা সবাই বিদেশে থাকি বছরে
একবার গেলে যাই ।চাচা ঘর বানালে দেশে গেলে আমরা
তাকবো সমস্যা কী
ননদ:: হায় হায় ভাবী কী বলেন আপনি এতো পজিটিভ
নিয়েন না বিষয় টা
তারা ঘর বানিয়ে ভাব নিবে আমাদের সাথে
তুমি ভাই কে বলো একটা ঝগড়া লাগাতে
ভাবী: আমি পারবো না বোন এই গুলা খারাপ কাজ
ননদ : ওকে লাগবে না বলে চলে গেলো
পরদিন চাচার ঘরে গিয়ে অনেক সুন্দর
ব্যবহার করলো ।ভাত মাছ খেলো তারপর কাহিনী করলো
কী জানেন
omg সে চাচার ঘরে গিয়ে বলে ভাবী আর ভাই আপনাদের
ঘর বানানো সহ্য করতে পারতেছে না
তারা আপনাদের সাথে মাইর করতে চায়
আমাকে পাটিয়েসে জামেলা করার জন্য
যাথে পুলিশ এসে সব নষ্ট করে
ভাই ও বোনেরা এই রকম হাজার কাহিনি আমাদের
সমাজে হয়
আল্লাহ যদি পাশে না থাকেন আমাদের বিপদ
কেউ এড়াতেFollow for follow everyoneলাহর
Follow for follow everyone