Sports Peon

Sports Peon The Sports information Website

24/10/2024

ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়!
24/10/2024

ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয়!

অতিরিক্ত মিনিটে আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ২০২৪ কোপা ফুটবল চ্যাম্পিয়ন!
15/07/2024

অতিরিক্ত মিনিটে আর্জেন্টিনা ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ২০২৪ কোপা ফুটবল চ্যাম্পিয়ন!

স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ২০২৪ ইউরো ফুটবল চ্যাম্পিয়ন!
15/07/2024

স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ২০২৪ ইউরো ফুটবল চ্যাম্পিয়ন!

কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা!
10/07/2024

কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা!

শুরুতে পিছিয়ে গিয়েও এমবাপ্পের ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে স্পেন!
10/07/2024

শুরুতে পিছিয়ে গিয়েও এমবাপ্পের ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে স্পেন!

পল কুদ্দুস এখন চা তৈরি করেনআগে বলুন, পল অ্যাডামসের কথা কী মনে আছে?হ্যাঁ, ভুতুড়ে অ্যাকশনের চায়নাম্যান সেই বোলার। এক সময় স...
06/07/2024

পল কুদ্দুস এখন চা তৈরি করেন

আগে বলুন, পল অ্যাডামসের কথা কী মনে আছে?
হ্যাঁ, ভুতুড়ে অ্যাকশনের চায়নাম্যান সেই বোলার। এক সময় সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া পল অ্যাডামসের ক্যারিয়ার খুব লম্বা ছিল না। কিন্তু অ্যাকশনের কারণে এখনও তিনি অনেকের কাছে তারকা। সেই পল অ্যাডামস গত বছর টুইটারে একটা ভিডিও পোস্ট করেছিলেন; লিখেছেন-সে এখন কোথায়, জানতে ইচ্ছে করে।
সে কী! পল অ্যাডামস কাকে খুঁজছেন?
ভিডিওটাতে চোখ বোলালে বিস্ময়টা আরেকটু বাড়বে। ভিডিওতে দেখা যাচ্ছে ৯-১০ বছর বয়সী এক বালক ঠিক পল অ্যাডামসের মতো অ্যাকশনে চায়নাম্যান বল করছে। তাঁর প্রশংসা করছেন ক্রিকেট গ্রেট, অরবিন্দ ডি সিলভা। আরেকটু ভালো করে কথাগুলো শুনুন। শুনতে পাবেন, এই ভুতুড়ে অ্যাকশনে বল করতে থাকা বালকটি এই বাংলাদেশের একটি ছেলে।
এতক্ষণে আপনার মনে পড়ে যাওয়ার কথা পল অ্যাডামস কার কথা বলছেন। হ্যাঁ, পল কুদ্দুস; আমাদের আব্দুল কুদ্দুস। তাঁকেই খোঁজ করছিলেন পল অ্যাডামস।
নব্বই দশকের একেবারে শেষ দিকে এই ঢাকায় শ্রীলঙ্কা দলের নেটে পল অ্যাডামসের মতো করে বল করে হইচই ফেলে দিয়েছিলেন কুদ্দুস। সংবাদপত্রে তাঁর নাম হয়ে গিয়েছিল-পল কুদ্দুস।
কিন্তু সেই ঘটনার পর একেবারে হারিয়েই গিয়েছিলেন পল কুদ্দুস। পল অ্যাডামস টুইট করার পর শুরু হয়েছে পল কুদ্দুসকে নিয়ে খোঁজাখুঁজি। তারই এক পর্যায়ে বেরিয়ে আসে পল কুদ্দুসের বর্তমান অবস্থা। এক বেসরকারী ব্যাংকের অফিস সহকারী হিসেবে কাজ করছেন এখন তিনি।
কুদ্দুসের জন্ম ও বেড়ে ওঠা মতিঝিলের আশেপাশে। শুরু থেকেই কুদ্দুস চায়নাম্যান বোলার ছিলেন; বাম হাতে লেগস্পিন করতেন।
একদিন টিভিতে পল অ্যাডামসের বোলিং দেখলেন। দেখে নিজের অ্যাকশন একটু বদলালেন। পল অ্যাডামসের মতোই ঘাড়ের ওপর থেকে হাত এনে মাথাটা মাটির দিকে করে উল্টে বল ডেলিভারি দেওয়া শুরু করলেন। তার এই অ্যাকশন নিয়ে হাসি ঠাট্টা হলো। কিন্তু কুদ্দুস যে একটা বড় ব্যাপার করে ফেলেছেন, সেটা প্রথম ধরতে পারলেন অর্জুনা রানাতুঙ্গা। সম্ভবত ১৯৯৭ সালে রানাতুঙ্গা মোহামেডানে খেলতে এলেন।
নেটের পাশে কুদ্দুসকে তিনি দেখলেন ওভাবে বল করতে। বিদ্যুৎ চমকের মতো তিনি বুঝে ফেললেন, এই ছেলে বড় একটা ব্যাপার হতে যাচ্ছে। তাঁকে নেটে ডাকলেন। বল করতে বললেন এবং কয়েক বার তার বলে আউট হলেন। সাথে ছিলেন রমেশ কালুভিতারানা। তিনিও অবাক হয়ে গেলেন এই বোলিংয়ে। রানাতুঙ্গার আগ্রহেই মোহামেডান নেটে নিয়মিত হলেন কুদ্দুস।
এরপর আর্ন্তজাতিক হইচইটা শুরু হলো ১৯৯৮ সালে। ‘মিনি বিশ্বকাপ’ ডাক নামে আইসিসি নক আউট ট্রফির আসর বসলো এখানে। রানাতুঙ্গা দেশে বসেই কুদ্দুসের কথা বলেছিলেন অরবিন্দ ডি সিলভাকে। তারা কুদ্দুসকে খোঁজ করছিলেন।
কুদ্দুসকে নিয়ে যাওয়া হলো নেটের কাছে। হইচই পড়ে গেল। কুদ্দুস নেটে এবার বল করতে শুরু করলেন অরবিন্দ ডি সিলভাকে। বেশ কয়েকবার পরাজিত হলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি সিলভার। আর দৃশ্যটা চোখে পড়লো ধারাভাষ্যকার ও কিংবদন্তী ক্যারিবিয় ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়ের। তিনি পরদিন ম্যাচের আগে ডি সিলভা আর কুদ্দুসকে আনলেন ক্যামেরার সামনে।
ডি সিলভা বললেন, ‘ওর নাম কুদ্দুস। ও কয়েক দিন ধরেই আমাদের নেটে বল করছে। অসাধারণ এক প্রতিভা। আমি মনে করি, সে অনেক দূর যাবে। ওকে মূলত আবিষ্কার করেছে অর্জুনা। সে এখানে ক্লাবে (মোহামেডান) খেলতে এসে প্রথম এই ছেলেটিকে দেখে।’
এই কথা বলার পর হোল্ডিং ডি সিলভাকে অনুরোধ করেন কুদ্দুসের দুটি ডেলিভারি খেলার জন্য। দ্বিতীয় ডেলিভারিতেই বলের লাইন মিস করলেন ডি সিলভা। মাঠে হইচইয়ের শব্দ শোনা গেল। এরপর তার বোলিং গ্রিপ নিয়ে ধারাভাষ্য বক্স থেকে বিশ্লেষন করেন আরেক কিংবদন্তী টনি গ্রেগ। টনি বলছিলেন, পল অ্যাডামসের তুলনায় ‘অর্থোডক্স’ গ্রিপ হলেও কুদ্দুসের বোলিং বেশি কার্যকর।
এরপরও গল্পটা চলেছে।
কুদ্দুস আনুষ্ঠানিকভাবে কোনো ক্যাম্প ট্যাম্পে সুযোগ পাননি। তবে এর মধ্যে এসেছিলেন একটা ক্যাম্প পরিচালনা করতে বিষেন সিং বেদী। কুদ্দুস জানালেন, বেদীও সেখানে তাঁর বোলিং দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। বেদী তাঁকে একটা স্কুলে ভর্তিও করে দিয়ে গিয়েছিলেন।
ওদিকে অর্জুনা রানাতুঙ্গা বলেছিলেন, কুদ্দুসকে শ্রীলঙ্কা নিয়ে যাবেন। সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেছিলেন তিনি।
এটা একটা সিনেমা হলে দেখা যেত কুদ্দুস এরপর শ্রীলঙ্কা গিয়ে ট্রেনিং করছেন। বড় হয়ে সাকিব-তামিমদের সাথে জাতীয় দলে খেলছেন। তাকে নিয়ে গর্ব করছেন রানাতুঙ্গা, ডি সিলভা।
কিন্তু, না। জীবনটা সিনেমা নয়। তা কিচ্ছু হয়নি।
এরপর কার্যত কুদ্দুসের আর কেউ খোঁজ নেয়নি। কুদ্দুস বহু চেষ্টা করেও রানাতুঙ্গার বলে যাওয়া সেই কর্মকর্তার মাধ্যমে শ্রীলঙ্কা যেতে পারেননি। তৃতীয় বিভাগের একটা দলে চেষ্টা করেছিলেন খেলার; ম্যাচ পাননি।
পেছন ফিরে দেখতে গিয়ে কুদ্দুস বলেন, ‘আমাদের কোচ-কর্মকর্তারা লেগ স্পিনটাকেই পাত্তা দিতে চান না। আর তো চায়নাম্যান।’
এই প্রত্যাখ্যানের ফলে ক্রিকেট ক্যারিয়ারটা কার্যত শেষ হয়ে গেল কুদ্দুসের। তারপরও তিনি মোহামেডান ছাড়েননি। টিম বয় হিসেবে দলের সাথেই ছিলেন। তামিমদের পর্যন্ত বল থ্রো করেছেন। তামিমের সাথে ভালো সম্পর্কও ছিল।
কেবল ক্রিকেট ভালোবাসা তো বাঁচিয়ে রাখতে পারে না। কুদ্দুসের তাই একটা কাজ দরকার ছিল। এই সময় কুদ্দুসের পাশে এসে দাঁড়ালেন মোহামেডানের কিংবদন্তি রকিবুল হাসান। তিনি তখন ট্রাস্ট ব্যাংকের সাথে জড়িত ছিলেন। তিনিই এই ব্যাংকে একটা কাজ জোগাড় করে দিলেন। সেই থেকে কুদ্দুস এই ব্যাংকেই অফিস সহকারী হিসেবে আছেন।
কুদ্দুস নীরবে চা নিয়ে ছোটেন, মাঝে মাঝে টিভিতে খেলা দেখেন। কাউকে নিজের অতীতের গল্প বলেন না। কেবল টিভিতে কোনো চায়নাম্যান বোলারের বোলিং দেখলে বুক চিরে বের হয়ে আসে একটা দীর্ঘশ্বাস-হয়তো আমিও….
না, কুদ্দুস এখন স্রেফ অফিস সহকারী।

ইকুয়েডরকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা!
05/07/2024

ইকুয়েডরকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা!

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। প্রথম ম্যাচে হা...
03/07/2024

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি বরণ করতে হয়েছে তাদেরকে। জাফনা কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে ডাম্বুলা। ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

চমক রেখে অলিম্পিকের দল ঘোষণা আর্জেন্টিনার, স্কয়াডে নেই মেসি-ডি মারিয়া!        আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে ...
03/07/2024

চমক রেখে অলিম্পিকের দল ঘোষণা আর্জেন্টিনার, স্কয়াডে নেই মেসি-ডি মারিয়া!

আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তর আসর অলিম্পিকের। এই টুর্নামেন্ট থেকে আগেই নাম সরিয়ে নিয়েছেন মেসি-ডি মারিয়া। অন্যদিকে অ্যাস্টন ভিলার কারণে অলিম্পিকে খেলা হচ্ছে না এমিলিয়ানো মার্টিনেজের। এছাড়া মেসিও এই টুর্নামেন্টে খেলবেন না। তাই এই তিন ফুটবলারকে ছাড়াই অলিম্পিকের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো তুরস্ক। লাইপজিগে মঙ্গলবার (০২ জুলাই) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলের জয় প...
03/07/2024

অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো তুরস্ক। লাইপজিগে মঙ্গলবার (০২ জুলাই) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলের জয় পায় তুর্কিরা।

টিটুয়েন্টি বিশ্বকাপ স্কয়াড!Presenting the   2024 Team of the Tournamentকার্টেসি :
01/07/2024

টিটুয়েন্টি বিশ্বকাপ স্কয়াড!

Presenting the 2024 Team of the Tournament

কার্টেসি :

ইন্ডিয়ার খেলোয়াড় গুলোর ডেডিকেশন, প্যাশন আর ইমোশন সত্যিই অবাক করার মত!এই প্রথমবার ক্রিকেটপ্রেমীরা দেখলো বিশ্বকাপ জিতার পর...
01/07/2024

ইন্ডিয়ার খেলোয়াড় গুলোর ডেডিকেশন, প্যাশন আর ইমোশন সত্যিই অবাক করার মত!

এই প্রথমবার ক্রিকেটপ্রেমীরা দেখলো বিশ্বকাপ জিতার পর বিশ্বকাপ জয়ী অধিনায়ক পিচের ছোট ছোট ঘাস মুখে নিয়ে খাচ্ছে। রোহিতের এই ইমোশনই বলে দেয় সে একটা ট্রফির জন্য কতটা ডেডিকেটেড ছিলো।

টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে হার, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হারের ক্ষত যেন রোহিতকে পিছুই ছাড়ছিলো না। সত্যি বলতে গেলে রোহিত আসলেই এই ট্রফিটা ডিজার্ভ করে!

টিটুয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সেরা ৬ বোলার!          কার্টেসি : ইএসপিএন ক্রাইকইনফো!
01/07/2024

টিটুয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সেরা ৬ বোলার!

কার্টেসি : ইএসপিএন ক্রাইকইনফো!

টিটুয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সেরা ৬ ব্যাটসম্যান!          কার্টেসি : ইএসপিএন ক্রাইকইনফো!
01/07/2024

টিটুয়েন্টি ২০২৪ বিশ্বকাপের সেরা ৬ ব্যাটসম্যান!

কার্টেসি : ইএসপিএন ক্রাইকইনফো!

১০ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো! ২০১৪ সালে টিটুয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কান দুই গুরুত্বপূর্ণ খেলোয়ার কুমার সাঙ্...
01/07/2024

১০ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো! ২০১৪ সালে টিটুয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কান দুই গুরুত্বপূর্ণ খেলোয়ার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনা অবসরে যায় এবং ঠিক ২০২৪ সালে টিটুয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দুই গুরুত্বপূর্ণ খেলোয়ার বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসরে যায়। কি সুন্দর! তাই না!

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন ভারত!
29/06/2024

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন ভারত!

বিশ্বকাপের সেরা একাদশে আছেন রিশাদ হোসেন!      শিরোপা উল্লাস শেষেই হয়তো বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করবে বিশ্ব ক্রিকেটের ...
29/06/2024

বিশ্বকাপের সেরা একাদশে আছেন রিশাদ হোসেন!

শিরোপা উল্লাস শেষেই হয়তো বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি। তবে ফাইনাল মাঠে গড়ানোর আগেই নিজেদের চোখে বিশ্বমঞ্চের সেরা একাদশ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই একাদশে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনও জায়গা করে নিয়েছেন। নিজের প্রথম বৈশ্বিক মহারণে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন এই লেগি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ : ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্কিয়া, জাসপ্রিত বুমরাহ এবং ফজলহক ফারুকি।

Address

Ruislip
London
HA47AE

Alerts

Be the first to know and let us send you an email when Sports Peon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Peon:

Share

Category