Channel Ekush

Channel Ekush Welcome to Channel Ekush community. We are proud to be a part of providing news of Bangladesh especi

সবাইকে ঈদের অকৃত্রিম  শুভেচছা ও ভালবাসা। পরিবার, পরিজন নিয়ে খুব শান্তিপূর্ণ ঈদ পালন করুন সবাই। এই গরমে অবশ্যই বেশি করে প...
21/04/2023

সবাইকে ঈদের অকৃত্রিম শুভেচছা ও ভালবাসা। পরিবার, পরিজন নিয়ে খুব শান্তিপূর্ণ ঈদ পালন করুন সবাই। এই গরমে অবশ্যই বেশি করে পানি খাবেন এবং পরিবারের সবাইকে উৎসাহিত করবেন।

চ্যানেল একুশ পরিবারের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা নতুন আঙ্গিকে ফিরে আসতে প্রতিজ্ঞাবদ্ধ ♥️

স্পোর্টস ডেস্কঃ  টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডেলেড ওভালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের অবস্থা এই ম্যাচের...
01/11/2022

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডেলেড ওভালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের অবস্থা এই ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। গ্রুপ টু-তে তিন ম্যাচে চার পয়েন্ট দু-দলেরই। এমন ম্যাচে আবার আছে বৃষ্টির চোখ রাঙানি। সাকিব আল হাসান, ভারতকে ফেভারিট মেনে আপসেট ঘটানোর লক্ষ্য জানিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

দিবা-রাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এবং সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

এ ম্যাচে হেরে গেলে গাণিতিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়বে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিকভাবে দুই ম্যাচ জয়ের লক্ষ্য পূরনের পর এবার টাইগারদের চোখ সেমিফাইনালে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্টের মূল পর্বে চলতি আসরের আগে কখনোও কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপে দু’টি জয় অবশ্যই টাইগারদের জন্য বড় পাওয়া।

অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচের দিন অ্যাডিলেডে ৬০ ভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

একইসাথে ওয়ার্ল্ড ওয়েদার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে ৫। তবে রান রেটে বাংলাদেশর থেকে অনেক এগিয়ে ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই রোহিত শর্মারা সেমিফাইনালে চলে যাবেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পেয়েছে সাকিবের দল। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। তবে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে এখনো টিকে আছে বাংলাদেশ।

অ্যাডিলেড ওভারের গ্যালারিতে বাংলাদেশ দল যতি সমর্থত পাবে তার চেয়ে কয়েকগুন বেশি পাবে কোহলি রোহিতরা। সেই চাপও জয় করার চ্যালেঞ্জ থাকছে শান্ত, সৌম্যদের। ম্যানেজমেন্টের চাওয়া, প্রতিপক্ষ দশর্কের আগ্রাসি মনভাবও উপভোগ করুক ক্রিকেটারা।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে কিং কোহলি, ১৪৪ স্ট্রাইকে রেইটে করেছে ১৫৬ রান। অন্যদিকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছেন তাসকিন। দুই দেশের আড়ালে এটা এই দুজনের লড়াইও বটে।

ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ (II) কিছুক্ষণ আগে শেষ নিঃশাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। দি রয়েল প্যালে...
08/09/2022

ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ (II) কিছুক্ষণ আগে শেষ নিঃশাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। দি রয়েল প্যালেসের সূত্রমতে, তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন স্কটল্যান্ডের ব্যালমোরালে।

আমরা আন্তরিকভাবে দুঃখ ও শোক প্রকাশ করছি।

12/07/2021

১৫-২৩ জুলাই শিথিল হতে পারে চলমান বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে গণপরিবহন ও শপিংমল

11/07/2021

নিউজ আপডেটঃ ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু:২৩০
শনাক্ত: ১১,৮৭৪
পরীক্ষা: ৪০,০১৫
পরীক্ষানুপাতে শনাক্তের হারঃ ২৯.৬৭%

10/07/2021

করোনায় মৃত্যু: ১৮৫
শনাক্ত: ৮,৭৭২ (৩১.৪৬%)
পরীক্ষা: ২৭,৮৮৪
১০ জুলাই ২০২১

09/07/2021

করোনায় মৃত্যু: ২১২ (রেকর্ড)
শনাক্ত: ১১,৩২৪ (৩০.৯৫%)
পরীক্ষা: ৩৬,৫৮৬
৯ জুলাই ২০২১

06/07/2021

করোনায় মৃত্যু: ১৬৩
রেকর্ড শনাক্ত: ১১,৫২৫ শনাক্তের হার: ৩১.৪৬%
পরীক্ষা: ৩৬,৬৩১
৬ জুলাই ২০২১

৭ দিনের ‘কঠোর লকডাউন’ শুরু,  যা করা যাবে, যা করা যাবে নাকরোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সার...
01/07/2021

৭ দিনের ‘কঠোর লকডাউন’ শুরু, যা করা যাবে, যা করা যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে। চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠ থাকবে।

এই সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে ২১ দফা নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো-

১. সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।

৪. সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৬. বাংলাদেশ সুপ্রিমকোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৭. ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

৯. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান, কার্গো ভেসেল এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১০. বন্দরসমূহ (বিমান, সমুদ্র ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১১. শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

১২. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১৩. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৫. খাবারের দোকান, হোটেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেক ওয়ে) করতে পারবে।

১৬. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

১৭. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

১৮. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

১৯. ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ এবং টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। পাশাপাশি স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন।

২০. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২১. স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ডগত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।...
30/06/2021

টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চতুর্থ দিনের মতো টানা শতাধিক মানুষের মৃত্যু হল।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের। দেশে নতুন করে আরও ৮ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে সরকার।এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে...
25/06/2021

করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা দিয়েছে সরকার।
এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
আজ শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকার সঙ্গে একমাত্র যোগাযোগ উড়োজাহাজেকরোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করা...
22/06/2021

ঢাকার সঙ্গে একমাত্র যোগাযোগ উড়োজাহাজে

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখন রাজধানীর সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম উড়োজাহাজ। সড়ক ও রেলপথে রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হলেও আপাতত বিমান চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখনো পর্যন্ত ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা আরেকটু সময় নেব।’

বিমান চলাচল অব্যাহত রাখা হলেও সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছি। কোনো অসুস্থ যাত্রীকে আমরা ফ্লাইটে চলাচলের অনুমতি দিচ্ছি না।

‘এরপর আমাদের প্রবাসী কর্মীদের বিদেশে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়গুলো রয়েছে। এখন সব দিক বন্ধ করে দিলে তারা সমস্যায় পড়বেন। তাই আপাতত এই একটি পথ তাদের জন্য খোলা রাখা হয়েছে। আমরা এয়ারলাইনসগুলোকে ফ্লাইটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছি।’

ঈদুল-আজহা পর্যন্ত বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটিকরোনা পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্র...
21/06/2021

ঈদুল-আজহা পর্যন্ত বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

করোনা পরিস্থিতির কারণে আরোপিত বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটিও বাড়ানোর চিন্তা চলছে। এই ছুটি ঈদুল-আজহা পর্যন্ত ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ঘোষণায় ১৫ জুলাই মধ্য রাত পর্যন্ত জনসমাগমের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। মূলত এই নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি বাড়ানোর চিন্তা চলছে। তবে ২০ জুলাইয়ের পর পবিত্র ঈদুল আজহা। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সেই পর্যন্ত বাড়ানোর আলোচনায় আছে।

অবশ্য এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রোববার যুগান্তরকে বলেন, সাধারণত আমরা ছুটির ২-১ দিন আগে পরবর্তী ছুটির ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে থাকি। আর এ ক্ষেত্রে সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা ও করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু এখনো আমাদের হাতে বেশ সময় আছে, তাই এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

২৬ মে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সেদিন তিনি ১৩ জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দেন। ওইদিন করোনা সংক্রমণের হার ছিল রোগী পরীক্ষা অনুযায়ী ৭ শতাংশ। কিন্তু পরবর্তীতে সংক্রমণের হার বেড়েই চলেছে। পাশাপাশি সংক্রমণের আওতাও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ৩০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে। সর্বশেষ রোববার দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়।

করোনায় মৃত্যু হঠাৎ বাড়ল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ...
20/06/2021

করোনায় মৃত্যু হঠাৎ বাড়ল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৫৪৮ জনের মৃত্যু হলো।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত প্রায় তিন হাজার ৬৪১ জন মানুষ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

রাজশাহীতে বন্ধ থাকবে শপিংমলসহ দোকানপাটকরোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবা...
02/06/2021

রাজশাহীতে বন্ধ থাকবে শপিংমলসহ দোকানপাট

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোনো ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ থাকবে।

রাজশাহীতে নতুন করে ১০টি বিধিনিষেধের কথা বলা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। খাবার সরবরাহ করা যাবে। তবে কোনো অবস্থাতেই হোটেলে বসে খাওয়া যাবে না। শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোনো ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।

কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা কেন্দ্রে যাওয়া যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিসেবা, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া বিধিনিষেধের মধ্যে জুমার নামাজসহ ওয়াক্তের নামাজেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য উপসনালয়েও সমানসংখ্যক মানুষ অংশ নিতে পারবেন। আমের আড়ত বা বাজার আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আড়ৎদারদের মাধ্যমে বিক্রি করা যাবে। বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো যাবে। এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু থাকবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক আছে। এরই মাঝে সীমান্তবর্তী জেলায় বেড়ে গেছে করোনার সংক্রমণ।

এ কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আলাদা করে বিশেষ লকডাউন দেয়া হয়েছে। রাজশাহীতেও এখন করোনার সংক্রমণ বেশি। রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভায় আলোচনা হয়। পরে বিকালে জেলা প্রশাসক রাজশাহীতে আরও কিছু বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

রাজশাহীতে আগামিকাল থেকে সব ধরনের শপিংমল, বিপণীবিতান, দোকানপাট, মানুষের চলাফেরা সব সন্ধ্যা  ৭ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব...
02/06/2021

রাজশাহীতে আগামিকাল থেকে সব ধরনের শপিংমল, বিপণীবিতান, দোকানপাট, মানুষের চলাফেরা সব সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লকোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ...
26/05/2021

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

করোনার কারণে সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে

এর আগে ২৩ মে থেকে স্কুল ও কলেজে এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও করোনার বাস্তবতায় ছুটি কয়েক দফা বাড়ানোর ঘোষণা দেয় সরকার

ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত ২ জন বারডেমে বাংলাদেশে যে দুজনের শরীরে ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে তারা রাজধা...
25/05/2021

ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত ২ জন বারডেমে

বাংলাদেশে যে দুজনের শরীরে ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে তারা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। আইইডিসিআর আজই হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত হবে বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, চলতি মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে দুজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। তারা দুজনেই করোনা আক্রান্ত ছিলেন। পরে করোনামুক্ত হন তারা।

Address

166 Harold Road, Plaistow
London
E130SE

Alerts

Be the first to know and let us send you an email when Channel Ekush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Ekush:

Share