
01/11/2024
এই যে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে মন খারাপ করছো এই মন খারাপগুলো একদিন মোটেও থাকবে না।
যে কথাগুলো তীব্রভাবে তীরের মত বিঁধছে সে কথাগুলো একদিন ঠিক হজম করতে শিখে যাবে।
খুব ছোট্ট ব্যাপারেও যে তুমি হাউমাউ করে চোখের পানি ফেলতে একদিন এই কথাগুলোই হেসে উড়িয়ে দিবে।
এই যে রোজ ক্ষতের পর ক্ষত জমছে এই ক্ষতগুলোতেও একদিন যত্নসহকারে বোরোলিনের প্রলেপ পড়বে।নিজেকেও নিজে বুঝতে না পারার যে নিদারুণ যন্ত্রণা তাও একদিন কেটে যাবে।মন খারাপে হাসতে ভুলে যাচ্ছো তাও আর হবে না।
সবকিছু সামলাতে পারবে না,সবকিছু তোমার হাতে নেই।এত এত খারাপ সিচুয়েশন আসবে যাবে, ভেঙ্গে টুকরো টুকরো হবে,জোড়া লাগবে,কাঁদবে হাসবে তবুও বেঁচে থাকো।
বেঁচে থাকাটাই যে জীবনের সবচেয়ে বড় উপহার🌼
Collected.