28/12/2024                                                                            
                                    
                                                                            
                                            দেশের বিভিন্ন জায়গায় চাদাবাজি আর সংঘর্ষের জবাবে কিছু বিএনপি-ছাএদলের কিছু অংশের জবাব - ফেইক নিউজ পেজ, ওয়েবসাইট খুলে জামায়াত-শিবির কর্মীদের নিয়ে ফেইক নিউজ করা। কেনো যেনো মনে হয় এই দলের মধ্যে ইন্টেলেকচুয়াল আর কেউ বেচে নেই। আপনার দলের সমস্যা নৈতিকতায় সেটার আরেক দলের সাথে মিলানোর দরকার কি? এতে তো একটিই জিনিসই বুঝা যায় আপনি খারাপ, ভালো হওয়ার ইচ্ছে নেই, তো আরেক দলকে যদি প্রমাণ করা যায় যে তারাও সমান গুনাহের গুনাহগারী, তাইলেই হয়। এটি হয়তো প্রি ইন্টারনেট জুগে কাজ করতো, এই জুগে নয়। 
বিএনপি বা জামায়াত যে কেউ খারাপ কিছু করলে তাদের কাজের মূল্যায়ন জনগন করবে কিন্তু দলগুলোর কি দায়িত্ব না তারা কঠোরভাবে এই জিনিসগুলো দমন করবে?
কেউ কেউ বলতে পারেন, এটি রাজনীতি, না একে বলে বলদানীতি!
 #বিএনপি  #ছাএদল  #ছাএশিবির  #জামায়াত