20/10/2025
The grave of Bangladesh’s Commander-in-Chief during the Liberation War of 1971, General Muhammad Ataul Gani (M.A.G.) Osmani, is located at the holy shrine premises of Hazrat Shahjalal (R) in Sylhet.
Special Contributions of General Osmani:
a) He served with distinction in the British Army during World War II, where he proved his exceptional military leadership and strategic capability as a commissioned officer.
b) In 1965, during the Indo-Pak War, he commanded military operations on the Lahore front under the Pakistan Army and played a significant role in defending the region.
c) In 1971, as the Commander-in-Chief of the Bangladesh Liberation Forces (Mukti Bahini), he led the war of independence with unmatched strategic brilliance. His leadership, courage, and unparalleled military planning led to the surrender of 99,000 Pakistani soldiers, the largest surrender since World War II — creating a historic example in global military history.
Despite role in achieving Bangladesh’s independence, it is deeply regrettable that General Osmani was never awarded the title of Field Marshal posthumously, nor has his vast legacy been adequately included in the national curriculum.
He lived a life of honesty, sacrifice, and patriotism — dedicating his wealth, talent, and entire life to the welfare of the common people.
We pay our deepest respect to the immortal memory and heroic legacy of General M.A.G. Osmani — the valiant son of the soil.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনী (এম. এ. জি.) ওসমানী এর সমাধি সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফ প্রাঙ্গণে অবস্থিত।
জেনারেল ওসমানীর বিশেষ অবদান:
ক) তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অসাধারণ নেতৃত্ব ও যোগ্যতার পরিচয় দেন।
খ) ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অধীনে লাহোর সীমান্তে সামরিক নেতৃত্ব দেন এবং কৌশলী নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেন।
গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি অসাধারণ রণকৌশল ও বীরত্বে নেতৃত্ব দেন। মাত্র নয় মাসের সশস্ত্র সংগ্রামে তাঁর কৌশলগত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে ৯৯ হাজার পাকিস্তানি সেনাসদস্য অস্ত্রসমর্পণ করতে বাধ্য হয়, যা বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা।
কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জাতির এই শ্রেষ্ঠ সেনানায়ককে মরণোত্তর ফিল্ড মার্শাল উপাধি প্রদান করা হয়নি এবং তাঁর ঐতিহাসিক অবদান পাঠ্যপুস্তকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি — যা জাতির জন্য বেদনাদায়ক।
দেশপ্রেমিক এই মহানায়ক তাঁর জীবন, সম্পদ ও সামর্থ্য গরিব-দুঃখী মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি. ওসমানীকে—যিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
M A Hussain uk
CEO Al Arafa TV uk