Al Arafa Tv UK

Al Arafa Tv UK As We Know Al Arafa TV UK Online Bodcrusting Channel is Committed To Spreading The Message Of Allah...

22/10/2025
22/10/2025

https://www.facebook.com/share/v/17dDtGDoDt/বৃহত্তর সিলেটবাসীর পাঁচ দফা দাবি: অবিলম্বে সরকারি ঘোষণা প্রয়োজন ---- বৃহত্তর সিলেট ও প্রবাসী বৃহত্তর সিলেট বাসী
-------------------------------------------------------------

Arafatnews UK রিপোর্ট :
বৃহত্তর সিলেটবাসী এবং বিশ্বব্যাপী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা অবিলম্বে সিলেট অঞ্চলের যোগাযোগ ও আন্তর্জাতিক সেবাখাতে উন্নয়নের দাবি জানিয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিসমূহ:
১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী নভেম্বর মাস থেকে কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইন্স এবং এমিরেটস এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট স্থায়ীভাবে চালুর সরকারি ঘোষণা দিতে হবে।
২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা, ইমিগ্রেশন সেবা ও কার্গো সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করে অভিজ্ঞ বৈদেশিক প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব দিতে হবে।
৩) সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম মহাসড়ক জরুরি ভিত্তিতে চার লেন ও ছয় লেনে উন্নীত করতে হবে।
৪) সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রেললাইন চার লাইনে উন্নীত করে আধুনিক দ্রুতগতির ট্রেন সার্ভিস চালু করতে হবে।
৫) প্রবাসীদের কল্যাণে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর সেবার মান উন্নত করতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসের তত্ত্বাবধানে ভোট প্রদানের ব্যবস্থা চালু করতে হবে।

সিলেটবাসী মনে করেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সিলেট অঞ্চল ও প্রবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাই দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

Five-Point Demand from Greater Sylhet: Immediate Government Action Required

According to Arafatnews UK report:
The people of Greater Sylhet along with expatriate remittance contributors have urged the government to take immediate steps to improve air connectivity, road and rail infrastructure, and foreign services linked to Sylhet. They have placed a five-point demand for long overdue development.

Demands:

1. The government must officially announce the permanent operation of Qatar Airways, Saudia Airlines, and Emirates Airlines at Sylhet Osmani International Airport starting from November.

2. Passenger services, immigration, and cargo operations at Sylhet Osmani International Airport must be upgraded to international standards and managed by foreign expert organizations.

3. Sylhet–Dhaka and Sylhet–Chattogram highways must urgently be expanded into four and six lanes.

4. Sylhet–Dhaka and Sylhet–Chattogram railway lines must be expanded to four tracks with modern and high-speed train services.

5. Services at Bangladesh embassies abroad must be improved for expatriates, and voting facilities must be introduced under embassy supervision to ensure expatriate voting rights.

The Greater Sylhet community believes that despite being a major contributor to the national economy, the region has been neglected for decades. They called upon the government to take swift action to implement these demands.

20/10/2025

The grave of Bangladesh’s Commander-in-Chief during the Liberation War of 1971, General Muhammad Ataul Gani (M.A.G.) Osmani, is located at the holy shrine premises of Hazrat Shahjalal (R) in Sylhet.

Special Contributions of General Osmani:

a) He served with distinction in the British Army during World War II, where he proved his exceptional military leadership and strategic capability as a commissioned officer.

b) In 1965, during the Indo-Pak War, he commanded military operations on the Lahore front under the Pakistan Army and played a significant role in defending the region.

c) In 1971, as the Commander-in-Chief of the Bangladesh Liberation Forces (Mukti Bahini), he led the war of independence with unmatched strategic brilliance. His leadership, courage, and unparalleled military planning led to the surrender of 99,000 Pakistani soldiers, the largest surrender since World War II — creating a historic example in global military history.

Despite role in achieving Bangladesh’s independence, it is deeply regrettable that General Osmani was never awarded the title of Field Marshal posthumously, nor has his vast legacy been adequately included in the national curriculum.

He lived a life of honesty, sacrifice, and patriotism — dedicating his wealth, talent, and entire life to the welfare of the common people.

We pay our deepest respect to the immortal memory and heroic legacy of General M.A.G. Osmani — the valiant son of the soil.

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনী (এম. এ. জি.) ওসমানী এর সমাধি সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরীফ প্রাঙ্গণে অবস্থিত।

জেনারেল ওসমানীর বিশেষ অবদান:

ক) তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অসাধারণ নেতৃত্ব ও যোগ্যতার পরিচয় দেন।

খ) ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অধীনে লাহোর সীমান্তে সামরিক নেতৃত্ব দেন এবং কৌশলী নেতৃত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেন।

গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি অসাধারণ রণকৌশল ও বীরত্বে নেতৃত্ব দেন। মাত্র নয় মাসের সশস্ত্র সংগ্রামে তাঁর কৌশলগত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে ৯৯ হাজার পাকিস্তানি সেনাসদস্য অস্ত্রসমর্পণ করতে বাধ্য হয়, যা বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা।

কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জাতির এই শ্রেষ্ঠ সেনানায়ককে মরণোত্তর ফিল্ড মার্শাল উপাধি প্রদান করা হয়নি এবং তাঁর ঐতিহাসিক অবদান পাঠ্যপুস্তকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি — যা জাতির জন্য বেদনাদায়ক।

দেশপ্রেমিক এই মহানায়ক তাঁর জীবন, সম্পদ ও সামর্থ্য গরিব-দুঃখী মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।

আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি. ওসমানীকে—যিনি ইতিহাসে অমর হয়ে আছেন।

M A Hussain uk
CEO Al Arafa TV uk

16/10/2025

বর্তমান সরকার সিলেট বাসীর প্রতি বৈষম্য :
এক মাসের আলটিমেটাম দিল ইউকে প্রবাসী সিলেট বাসী!!

15/10/2025

বিএনপি সরকারের যুগান্তকারী উন্নয়নমূলক উদ্যোগ ১৯৭৭-১৯৮১ ইংরেজি :

— এম এ হোসেইন

বিএনপি সরকার গ্রামীণ জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম সরকার গঠন করেছিল, যাতে স্থানীয় বিরোধ ও ঝগড়া গ্রামের মধ্যেই মীমাংসা করা যায়।

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কৃষি, খামার ও শিল্পকারখানায় উৎপাদন দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশের প্রধান নদী, খাল ও বিলগুলো শনাক্ত করে পুনরায় খননের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে খাদ্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা করতে, সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।

লক্ষ লক্ষ শিক্ষিত, দক্ষ ও পরিশ্রমী শ্রমজীবী মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতিতে নতুন বিপ্লবের সূচনা করে।

নিরক্ষর মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করতে বয়স্ক নৈশ বিদ্যালয় চালু করে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সাধন করে।

মাস্টার মোহাম্মদ এ হোসেইন
সাবেক সদস্য, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
সহ-সভাপতি, ইউকে লুটন বিএনপি
১৯৮৭–১৯৯০ : স্বৈরাচার এরশাদ সরকারের পতনের আন্দোলনে বিপ্লবী ছাত্রনেতা
সম্পাদক ও প্রকাশক :
Arafatnews UK। Al Arafat TV UK

BNP Government’s Revolutionary Development Initiatives

— M. A. Hussain

The BNP government established Village Governance Councils (Gram Sarkar) to promote peace and harmony in rural areas by resolving local disputes within the community.

To build a self-reliant Bangladesh, production in agriculture, farms, and industries was significantly increased — achieving two to three times higher output than before.

The government identified and re-excavated major rivers, canals, and wetlands, resulting in a revolutionary transformation in food production.

To protect humanity from the devastating effects of global climate change, a nationwide tree plantation campaign was launched.

For millions of educated, skilled, and hardworking workers, new employment opportunities abroad were created — ushering in an economic revolution through remittance inflows.

To eradicate illiteracy, the BNP government introduced adult night schools, bringing about a transformative potentials on ls education sector.

M. A. Hussain
Former Executive Member UK
BNP Central Committee.
Former Vice President, Luton BNP (UK)
Revolutionary Student Leader during the anti-Ershad movement (1987–1990)
Editor and publisher and broadcaster
Arafatnews UK | 🎥 Al Arafat TV UK

https://www.facebook.com/share/p/1DVh1arGNn/
15/10/2025

https://www.facebook.com/share/p/1DVh1arGNn/

সিলেট রেললাইনে তারা শুয়ে পড়লেন!

রেল উন্নয়নের দাবিতে প্রতীকী শোয়া কর্মসূচি পালন!!

সিলেট প্রতিনিধি | আরাফাতনিউজ ইউকে / আল আরাফা টিভি ইউকে

সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন নির্মাণ, নতুন ট্রেন চালু ও রেলের সার্বিক মানোন্নয়নের দাবিতে আজ সিলেটবাসী এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
প্রতীকীভাবে তারা রেললাইনে ১০ মিনিট শুয়ে থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রতিবাদকারীরা বলেন, বহু বছর ধরে সিলেটবাসী রেল যোগাযোগের উন্নয়ন থেকে বঞ্চিত। একের পর এক প্রতিশ্রুতি ও স্মারকলিপি দেওয়া হলেও বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।

তাদের দাবি—অবিলম্বে

সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন নির্মাণ,

নতুন এক্সপ্রেস ট্রেন চালু, এবং

ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলো আধুনিকীকরণ করা হোক।

একজন আয়োজক বলেন,

> “এটা শুধু প্রতিবাদ নয়—এটা সরকারের কাছে একটি জাগরণের বার্তা। রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল রাখছে সিলেট, অথচ উন্নয়নের ক্ষেত্রে আমরা বারবার উপেক্ষিত।”

They Lay Down on the Railway Track!

Sylhet Residents Stage 10-Minute Symbolic Protest for Railway Development

Sylhet Correspondent | Arafatnews UK / Al Arafa TV UK

In a rare and powerful form of protest, residents of Sylhet lay down on the railway track for 10 minutes, demanding urgent improvements to the Sylhet–Dhaka rail line.

Their demands include:

Double-line construction on the Sylhet–Dhaka route

Introduction of new express trains

Overall modernization and safety upgrades of the railway

Protesters said this symbolic act reflects growing frustration over long-standing neglect of Sylhet’s transport infrastructure. Despite repeated pledges and memorandums, no visible progress has been made.

One of the organizers stated:

> “This is not just a protest — it’s a wake-up call to the government. Sylhet contributes massively to the national economy through remittances, yet remains deprived of development.”

Arafatnews uk
Al Arafa TV uk working together :

14/10/2025

🇧🇩 সিলেটবাসীর ন্যায্য দাবি — উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে জাগ্রত জনতা - এম এ হোসেইন

🔹 ২০০১ সালে বিএনপি সরকার সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেয়, কিন্তু ২৩ বছর পরেও এখনো কোনো নিয়মিত বৈদেশিক ফ্লাইট চালু হয়নি!

🔹 দেশের বিভিন্ন অঞ্চলে ৬ লেন হাইওয়ে নির্মিত হলেও, সিলেট-ঢাকা মহাসড়কে এখনো ৬ লেন সড়ক নির্মাণ হয়নি!

🔹 সিলেট-ঢাকা রেলপথ আধুনিকীকরণের জন্য বহুবার পরিকল্পনা নেওয়া হলেও, বাস্তবায়ন হয়নি—৬ লেন রেললাইন এখনো স্বপ্নই রয়ে গেছে!

🔹 দীর্ঘদিন ধরে সিলেটবাসীর দাবি—সিলেট কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি!

🔹 সিলেটের মাটি থেকে গ্যাস উত্তোলন করা হয়, কিন্তু সিলেটবাসীর ঘরে গ্যাস সংযোগ আজও সীমিত!

🔹 সিলেটবাসী প্রশ্ন রাখছে—এই বৈষম্য, অবহেলা ও বঞ্চনা আর কতদিন চলবে?

🇬🇧 Sylhet’s Longstanding Demands — A Voice Against Decades of Neglect

🔹 In 2001, the BNP government declared Sylhet Osmani Airport as an international airport — yet, after 23 long years, no regular international flights have been launched!

🔹 While six-lane highways have been constructed across the country, the Sylhet–Dhaka highway remains undeveloped and still awaits its six-lane expansion.

🔹 The proposed Sylhet–Dhaka railway modernization and six-lane upgrade remain unimplemented despite repeated promises.

🔹 The people of Sylhet have long demanded the establishment of Sylhet Technical University, but the project remains ignored.

🔹 Natural gas is extracted from Sylhet, yet the residents of Sylhet are still deprived of adequate gas supply.

🔹 The people of Sylhet are asking — how much longer will this discrimination, neglect, and deprivation continue?

14/10/2025

📰 Arafatnews UK | Al Arafa TV UK Exclusive Report

🔥 লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত সিলেটবাসী
জেগে উঠেছে!

✊ বছরের পর বছর উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে সিলেটবাসীর এক নতুন জাগরণ!

🚧 সড়ক, রেলপথ ও আকাশপথের উন্নয়ন থমকে — জনগণ আজ চরম ভোগান্তিতে।

🛫 প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের এক দফা দাবি — “ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল বিদেশি ফ্লাইট চালু করতে হবে।”

🗣️ রাজনৈতিক নেতাদের নীরবতা ও উদাসীনতায় জনমনে ক্ষোভ ও হতাশা।

🕊️ প্রবাসীরা বলছেন — “আমরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ সিলেট এখনো বঞ্চিত!”

🏗️ সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো বছরের পর বছর কাগজে সীমাবদ্ধ, বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

📰 নাগরিক সমাজ, সাংবাদিক ও তরুণ প্রজন্ম এক কণ্ঠে উচ্চারণ করছে — “সিলেটের প্রতি বৈষম্য বন্ধ করো!”

🤝 দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সিলেটবাসী আজ ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ।

🌍 The Deprived and Neglected People of Sylhet Have Risen!

— Arafatnews UK | Al Arafa TV UK Special Report

After years of neglect and discrimination, the people of Sylhet have finally awakened!

Development of roads, railways, and airways in Sylhet remains stagnant — citizens are suffering immensely.

Expatriate remittance warriors demand: “Reopen all international flights at Osmani International Airport!”

Political leaders’ silence and inaction have sparked deep frustration among the public.

The expatriate community declares: “We are the backbone of Bangladesh’s economy — yet Sylhet remains ignored!”

Major development projects in Sylhet are stuck on paper, with little to no progress on the ground.

Civil society, journalists, and the youth are united — “Stop discrimination against Sylhet!”

Sylhetis across Bangladesh and abroad are now united for their just rights.

🌍 One voice, one slogan echoes everywhere — “Sylhet has awakened! The time for change is now.”

Address

74 George Street Luton
London
LU12BD

Alerts

Be the first to know and let us send you an email when Al Arafa Tv UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Arafa Tv UK:

Share

Category