Islamic life

Islamic life Islamic life পেইজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।

14/02/2025

মোনাজাতে চাওয়া সকলের দোয়া কবুল হোক
নীরবে কাঁদা প্রতিটা অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন
আমীন 🤲

14/02/2025

চলুন একটু ইস্তেগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

12/10/2024

রাসূল (ﷺ) বলেছেন-
বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তখন তাকে ক্ষমা করেন। ✨সুবহান-আল্লাহ ✨

11/10/2024

“পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর জন্য সিজদা করে।”

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা পবিত্র কুরআনে বলেন:

وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآصَالِ

“আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমন্ডলে ও ভূমন্ডলে, এবং তাদের ছায়াসমূহ সকালে ও সন্ধ্যায় ইচ্ছায় ও অনিচ্ছায়।”

(সূরা রা’দ, আয়াত ১৩:১৫)

08/10/2024

যে মালিক সারাক্ষণ নিঃশ্বাস চালু রেখেছেন সেই মালিক উপর শুকরিয়া আদাই করি।

- আলহামদুলিল্লাহ 🌼

24/08/2024

বল, ‘হে রাজ্যাধিপতি আল্লাহ! তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান কর এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত কর এবং যাকে ইচ্ছা অপমানিত কর। তোমার হাতেই যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান।' (আলে ইমরান: ২৬)

04/07/2024

🔴অধিকাংশ লোক কোন দলিল নয়!

▪️বিশ্বের অধিকাংশ লোক
ইসলামকে দ্বীন হিসাবে মানে না!
▪️অধিকাংশ লোক
আল্লাহর বানী কুরআনকে মানে না!
▪️অধিকাংশ লোক ঈমানহীন নামধারী মুসলিম!
▪️অধিকাংশ লোক ঈমান আনার পরও পথভ্রষ্ট!
▪️অধিকাংশ লোক বিদ'আতকে ইবাদত মনে করে!
▪️অধিকাংশ লোক বিদ'আতী মিলাদ পড়ে!
▪️অধিকাংশ লোক সালাত পড়ে না!
▪️অধিকাংশ লোক পীর ভক্ত!
▪️ অধিকাংশ লোক অন্ধ ভাবে
এক মাযহাব মেনে হারাম তাকলীদে শাকসী করে!
▪️অধিকাংশ মহিলা পর্দা
ফরজ জেনেও পর্দা করে না!
▪️অধিকাংশ লোক মৃতের
জন্য কুলখানি-চল্লিশা করে!
▪️অধিকাংশ লোক
মাজারে সেজদা করে শিরক করে!
▪️অধিকাংশ লোক হারাম বিড়ি-সিগারেট,
জর্দা-গুল খায় আর নেশাদার দ্রব্য পান করে!
▪️অধিকাংশ লোক বিভিন্ন
শয়তানি তরিকা অনুসরন করে!
▪️অধিকাংশ লোক টাখনুর নিচে কাপড়-প্যান্ট পড়ে!

▪️এটাই বাস্তবতা!
এজন্যই অধিকাংশ কোনো দলিল নয়!
অধিকাংশদের প্রসঙ্গে আল্লাহ্কুরআনের ৭০ টি আয়াতে বলেছেন!

▪️‘ অধিকাংশই অজ্ঞ।’
(সূরা আনআম,১১১)

▪️‘অধিকাংশই নির্বোধ।’
(সূরা মায়িদাহ,১০৩)

▪️‘অধিকাংশ মানুষ প্রকৃত
ব্যাপার সম্পর্কে অবগত নয়।’
(সূরা ইউসুফ, ৬৮)

▪️‘অধিকাংশ লোকই অবগত নয়।’
(সূরা আনআম,৩৭)

▪️‘অধিকাংশই জানে না।’
(সূরা আরাফ,১৩১)

▪️‘(হে নবী) আপনি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না।’
(সূরা ইউসুফ, আয়াত ১০৩)

▪️‘আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না।’
(সূরা বাকারাহ, ৯৯-১০০)

▪️‘আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে
গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশেরাই ছিলে সত্য অপছন্দকারী।’
(সূরা যুখরুফ,৭৮)

▪️‘তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি
পালনকারী পাইনি বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি।’
(সূরা আরাফ,১০২)

▪️‘তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের
অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না।
(সূরা আনআম,১১৬)

▪️‘অনেক মানুষ আল্লাহর প্রতি
বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।’
(সূরা ইউসুফ,১০৬)

▪️‘অধিকাংশের ধারনা কোন কাজে আসে না।’
(সূরা ইউসুফ,৩৬)

▪️‘আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে
আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।’
(সূরা শু’আরা,২২১-২২৩)

▪️‘তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলে-ছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ
হয়ে গিয়েছিল।’
(সূরা সাফফাত,৬৯-৭১)

তাই আসুন কুরআন ও সহীহ হাদীসের আলোকে
জীবন গড়ি! অধিকাংশের ভ্রান্ত মত পরিহার করে একমাত্র কুরআন আর সহীহ হাদীসকে অনুসরন করে সালাফে সালেহীনদের অনুসৃত পথে চলি এবং ইসলামী জিন্দেগী পালনে শিরক বিদ'আত মুক্ত আমল-ইবাদত করে হক্বের পথে চলি। তাহলে ইন শা আল্লাহ আমরা নাজাত পাবো! হে আল্লাহ, হক্বের পথে সবাইকে কবুল করে ও নাজাত প্রাপ্ত থাকার তৌফিক দিন,আমীন!

01/07/2024

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন...

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

- যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে...

30/06/2024

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’
(সুনানে আত তিরমিজি হাদিস নং-৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আমিন.

20/06/2024

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,
হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বন্ধুর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বন্ধুর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না। আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে! অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার!

অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে। তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন।

কে জানে?

হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!
আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন
আমিন

28/05/2024

এই মুহুর্তে আপনি হয়তো ঘুমিয়ে আছেন , কিংবা সকালের নাস্তা খাচ্ছেন কিংবা গল্পগুজব করে সময় পার করছেন। কিন্তু দেশের অনেক জায়গায় এখন পানিতে ভাসছে। এরা ঘরবাড়ি হারিয়ে ছুটাছুটি করছে। উপকূল বাসীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

হে মহান প্রতিপালক আল্লাহ আপনি হেফাজত করুন, আমিন

21/05/2024

- খারাপ অবস্থায় থেকেও, "আলহামদুলিল্লাহ" বলতে পারাটা আল্লাহ'র নেয়ামত!
আলহামদুলিল্লাহ

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Islamic life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share