UK Products Shopping By Sumaiya Nooree Ahmed

UK Products Shopping By Sumaiya Nooree Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UK Products Shopping By Sumaiya Nooree Ahmed, Digital creator, Luton, London.

Prio Bangladesh 😫😫 charidike agun r agunKoydin pore porei ekta durghotona shunajay . ki hocche aisob Allah rokka korun.
20/10/2025

Prio Bangladesh 😫😫 charidike agun r agun
Koydin pore porei ekta durghotona shunajay . ki hocche aisob Allah rokka korun.

প্রবাসীর লাশ...একজন কে বলছিলাম,ভাই লাশগুলো  পুড়ে যাবে,উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"কিন...
19/10/2025

প্রবাসীর লাশ...
একজন কে বলছিলাম,ভাই লাশগুলো পুড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"
কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লাশের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লাশ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?...
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার রক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে..
এক ভাইয়ের টাইম লাইন থেকে নেওয়া!
আল্লাহ হেফাজত করুক 🙏🤲🤲

18/10/2025

😣😣😣😥😥

17/10/2025

সংসার সুখের হয় রমনীর গুনে,,,
গুনবান পতি যদি থাকে তার সনে...|

এটাই পরিপূর্ণ বাক্য 👍
বললে পুরুটাই বলবেন। না পারলে বলবেন্ না।

অকেই বাই!

রিপন মিয়া অ‌শি‌ক্ষিত,তার মা বাবা‌কে ভাত দেয় না। এটা নি‌য়ে আমরা ট্র'ল কর‌ছি!  কিন্ত আজকের দিনে বে‌শিরভাগ শি‌ক্ষিত ছে‌লে ম...
17/10/2025

রিপন মিয়া অ‌শি‌ক্ষিত,তার মা বাবা‌কে ভাত দেয় না। এটা নি‌য়ে আমরা ট্র'ল কর‌ছি!

কিন্ত আজকের দিনে বে‌শিরভাগ শি‌ক্ষিত ছে‌লে মে‌য়েরাই বাবা মা‌য়ের খোজ রা‌খে না।

But kisher dr seta to likhlona 🤔
09/10/2025

But kisher dr seta to likhlona 🤔

08/10/2025

===আমরা আমাদের সমস্যাগুলিকে একই চিন্তাভাবনা দিয়ে সমাধান করতে পারি না, যেসব সমস্যা আমরা নিজেই তৈরি করেছিলাম।===

18/07/2024
18/07/2024
28/06/2024

বইন শুদ্ধ মাত্তে পারইন

27/06/2024

পারিবারিক শিক্ষা কি জানেন ??

একেই বলে পারিবারিক শিক্ষা !!

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,

১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।

আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

Address

Luton
London

Telephone

+447903174793

Website

Alerts

Be the first to know and let us send you an email when UK Products Shopping By Sumaiya Nooree Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UK Products Shopping By Sumaiya Nooree Ahmed:

Share