20/08/2024
দারুল উলুম ফাউন্ডেশন DUF এর উদ্যোগে লন্ডনে বিশাল উলামামায়ে কেরামের মত বিনিময় সভা অনুষটিত ।
শায়খুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবের সভাপতিতে ও মাওলানা নাজির উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় তিলাওয়াত করেন।
হাফিজ কারী গোলাম রব সাহেব ।
আলোচনা করেন মারকাজুল উলুম লন্ডনের মাওলানা ড. সুয়াইব আহমদ। দারুস সুন্নাহ লন্ডনের চিয়ারম্যান, মাওলানা গোলাম কিবরিয়া, মাযাহিরুল উলুম লন্ডনের মাওলানা ইমদাদুর রহমান মাদানি, মদিনাতুল খাইরির চিয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ, ফোর্ড সকয়ার মাদরাসার মুহাদদিস ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহা সচীব মুফতি মওসুফ আহমদ, ইকরা টিভির জনপ্রিয় পেজেনটার ও বাংলাদেশ খেলাফত মজলিস ইউকের মহাসচিব মুফতি সালেহ আহমদ, মুফতি জসিম উদ্দিন, মুফতি ফয়জুর রহমান কামালী, সাউথ এন্ড মসজিদের ইমাম মাওলানা হাফিজ আশরাফুল মওলা, লন্ডন মরকজি মসজিদের ইমাম ও শিক্ষক মাওলানা আশরাফ খান, মাদানিয়া মাদরাসা বিশ্বনাথের নায়েবে মুহতামিম হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, লন্ডন ইকরা একাডেমির মাওলানা মইনুল হক চৌধুরী, ফোর্ড সকয়ার মাদরাসার ডেপুটি হেড মাওলানা এনাম উদ্দিন, দারুস সুন্নাহ লন্ডনের সেকরেটারি মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা মুহসিন উদ্দিন, হাইনড গুরুভ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মামনুন মহিউদ্দিন, মাওলানা মহিউদ্দিন খান, জামিয়া রওযার মুহতামিম মাওলানা মইনুদ্দিন খান, মাওলানা জুবায়ের, হাফিজ জিয়াউল হক, হামলেটস ওয়ে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ইলিয়াস, মাওলানা আখতার আহমদ, মাইলেনড মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মাসুম আহমদ , মাওলানা কারী আবদুল মন্নান, মাওলানা কবির আহমদ, মাওলানা দেলোয়ার, মাওলানা আশরাফ আলী, বারমিংহাম।
আহমেদ চৌধুরী অপু সহ আরো অনেকে।
মত বিনিময় সভায় দারুল উলুম ফাউন্ডেশনের বহুমুখি খেদমতের প্রশংসা করা হয়, এবং বর্তমানে লন্ডনে একটি মসজিদ মাদরাসা করার জন্য যে বিল্ডিং ক্ষয় করার উদ্যোগ কে স্বাগত জানান ও সার্বিক সহযোগিতার আস্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় আগত আলিম উলামাগন মসজিদ বিল্ডিং কিনার জন্য ২লক্ষ পনচাশ হাজার পাউন্ড কর্জে হাসানা দেওয়ার আস্বাস প্রদান করেন।
পরিশেষে দোয়া ও রাতের ডিনারের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।