
23/06/2025
৪টি দেশে মিলে পুরো যুক্তরাজ্য। তার মধ্যে একটি হচ্ছে ওয়েলস্। আমি ওয়েলসে্র রাজধানী কার্ডিফে ছিলাম। একদিন হঠাৎ সকালের দিকে বের হয়ে হালকা রোদে হাটছিলাম। অকপটে দেখা একঝাঁক রাজহাঁসের সাথে। দেখি রাজহাঁসগুলো সারিবদ্ধ ভাবে চলাচল করছে। আমিও রাজহাঁস গুলোর সাথে ফ্রেমবন্দী হতে দেরি করলাম না