The struggle to restore democracy in Bangladesh

The struggle to restore democracy in Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The struggle to restore democracy in Bangladesh, Digital creator, London.

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো,তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটাইয়া ব্রিটিশদের ভা...
26/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো,তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটাইয়া ব্রিটিশদের ভারত ছাড়া করলো। তার ও বহুবছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবাদারদের ডেলে ডেলে দিয়ে ওয়াইন খাওয়ালো, দুটি জাহাজ ভেরানোর অনুমতি পেলো।
তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো,তারপর মালামাল রাখার জন্য ওয়্যার হাউজ করলো,তারপর একদিন ওয়্যার হাউজ চুরি হলো,ওয়্যার হাউজে বাউন্ডারি দিলো,ব্যবসা ও বাড়ালো।
তারপর ওয়্যার হাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলো এ নিরাপত্তার জন্য পাহাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো।
এরপর মোগলদের পতন হলো ব্রিটিশদের হাতে।
২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিল দুটি জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে!!

সে তো গেল অতীত কথা, এখন বর্তমান পরিস্থিতি বলি।
ভারত রেল ট্রানজিট নিবে, তারপর ট্রেনে দামি পণ্য বহন করবে, কিছু বাঙালি (ভারতীয়) ট্রেনে হামলা করবে। নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্য আসবে, বাংলায় ঘাটি হবে, দুর্গ হবে।
তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে,গুজরাট,কলকাতা, কাশ্মীর ঘুরতে পারবো!!

বাংলাদেশের মাটি ও সার্বভৌমত্বের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্ববোধ কখনো কমবে না।
বাংলাদেশের সকল বিবেক মান নাগরিকের প্রতি আকুল আহবান জানাচ্ছি, কোন দল বা রাজনীতির জন্য নয়, আসুন আমরা একত্রিত হয়ে দেশ ও দেশের মাটির নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে সোচ্চার হই।

আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ,
আমরা তোমায় খুব ভালোবাসি।
তোমার কোনো ক্ষতি হোক, আমরা চাই না!
আমাদের মাতৃভূমিকে মহান আল্লাহতালা হেফাজত করুন।

লেখাটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।

শুভ জন্মদিন ও শুভ কামনা  যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক...
13/05/2024

শুভ জন্মদিন ও শুভ কামনা

যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি
লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব তাজুল ইসলাম ভাই এর আজ শুভ জন্মদিন।

যুক্তরাজ্যের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য। লন্ডনের সবার পরিচিত মুখ জনাব তাজুল ইসলাম ভাইয়ের জন্মদিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রহিল।

আজকের এই শুভদিনে আপনার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ্ পাক, প্রিয় ভাই কে নেক হায়াত দান করুন।

ফাঁকা ভোটকেন্দ্রে ভোটারদের অপেক্ষাউপজেলা নির্বাচন।দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে বগুড়ার গাবতলী পাইলট ...
10/05/2024

ফাঁকা ভোটকেন্দ্রে ভোটারদের অপেক্ষা
উপজেলা নির্বাচন।

দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এ চিত্র দেখা যায়। কেন্দ্রটি ছিল প্রায় ফাঁকা, বিভিন্ন কক্ষে অলস সময় পার করতে দেখা গেছে কর্মকর্তাদের।

ঐ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, মোট ৩ হাজার ৮৮৭টি ভোটের মধ্যে দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়ে ৭১৪। শতকরা হিসেবে যা ১৮.৩৬ শতাংশ। তবে দুপুরের পর খুব বেশি ভোটার বাড়ে না বলে ধারণা দেন তিনি।

এর কারন,
স্বৈরাচার সরকার শেখ হাসিনা, মানুষের ভোটের অধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে। তাই এ সরকারের অধীনে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি কোনদিন দেখা যাবে না।

04/11/2023

ইনশাআল্লাহ বিজয় আসবে ✌️🇧🇩🌾

20/07/2023
আওয়ামী লীগ সরকারের অধীনে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার প্রশ্ন ই আসেনা।আমার এই বক্তব্য ভুল প্রমাণিত হলে জীবনে আর কখনো জাত...
20/07/2023

আওয়ামী লীগ সরকারের অধীনে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার প্রশ্ন ই আসেনা।আমার এই বক্তব্য ভুল প্রমাণিত হলে জীবনে আর কখনো জাতিকে মুখ দেখাবো না।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ বুধবার বিএনপির দ্বিতীয় দিনের...
20/07/2023

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ বুধবার বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হয়, উক্ত কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস । (উল্লেখ্য আব্দুলাহপুর হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগরের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠে)।
ছবিঃ বাবুল তালুকদার।

সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ 🌾🌾১৫ বছর ক্ষমতার বাহিরে থেকেও জনপ্রিয়তার শীর্ষে থাকা দলটির নাম হচ্ছে বিএনপি। হতাশ হবার ...
10/07/2023

সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ 🌾🌾

১৫ বছর ক্ষমতার বাহিরে থেকেও জনপ্রিয়তার শীর্ষে থাকা দলটির নাম হচ্ছে বিএনপি। হতাশ হবার কিছু নেই অন্ধকার যত গভীর হবে সুর্য তত দ্রুত উদিত হবে। আঁধার শেষে আলো আসবেই! আগামীকাল সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশে আলিয়া মাঠ কানায় কানায় জনসমুদ্রে পরিপূর্ণ হয়ে উঠে।
আবার ও প্রমাণ করে দিলো এই সিলেটের মাটি বিএনপির ঘাটি।🌾🌾

🌾🌾বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়...
13/06/2023

🌾🌾বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তার চেকআপ চলছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। পরম করুণাময় আল্লাহপাকের অশেষ দয়ায় তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন; আমিন।🤲🤲

৩০ মে ২০২৩মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বী...
29/05/2023

৩০ মে ২০২৩
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

এই সিলেটে কতো মন্ত্রী হবেন!কতো এমপি কাউন্সিলর, জনপ্রতিনিধি নির্বাচিত হবেন!কিন্ত একজন ??? আরিফুল হক চৌধুরী কি বার বার আসব...
20/05/2023

এই সিলেটে কতো মন্ত্রী হবেন!
কতো এমপি কাউন্সিলর, জনপ্রতিনিধি নির্বাচিত হবেন!
কিন্ত একজন ???
আরিফুল হক চৌধুরী কি বার বার আসবেন?
একজন আরিফুল হকের মত দ্বিতীয় আর কোন মেয়র সিলেটে আসবেন না!

প্রয়াত নেতা এম সাইফুর রহমান (সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী) কি বার বার আসবেন?
গুম হওয়া নেতা এম ইলিয়াস আলী (সাবেক এমপি) কি বার বার আসবেন?
আরিফুল হক চৌধুরী (বর্তমান সফল মেয়র) কি বার বার আসবেন?
আরিফুল হক চৌধুরীরা জন মানুষের ভাগ্য আকাশে বার বার উদিত হয়না!

আজ বেলা চার ঘটিকার সময়, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

উন্নয়ন এবং অগ্রযাত্রার ক্ষেত্রে যে রাজনৈতিক ফিচার আপনি দেখিয়েছেন তার কোনো বিকল্প নেই!
সিলেট সিটির প্রতিটি কণা আপনাকে মিস করবে।

আপনার জন্য উন্নত সিলেট নগরী পেয়েছেন সিলেট বাসী, আমরা আপনার জন্য দোয়া করব, মহান আল্লাহতালা আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।
আপনারা সবাই জনাব আরিফুল হকের জন্য দোয়া করবেন, আমীন।

সিলেটের 🌾🌾জন-সমাবেশে যোগ দিন সফল করুন। 🌾🌾
16/05/2023

সিলেটের 🌾🌾
জন-সমাবেশে যোগ দিন
সফল করুন। 🌾🌾

Address

London

Telephone

+8801711323370

Website

Alerts

Be the first to know and let us send you an email when The struggle to restore democracy in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share